PDA

View Full Version : ফরেক্স শেখার জন্য ইংলিশ ভাষার গুরুপ্ত কতঠুকু ?



DILIPDKS19571952
2019-11-13, 11:16 PM
ফরেক্স হল আন্তর্জাতিক শেয়ার মার্কেট। ফরেক্স এ কাজ করতে হলে আপনাকে শিক্ষিত হতে হবে। আপনাকে ফরেক্স সম্পর্কে ইংলিশ নিউজ, ফরেক্স সম্পর্কে পড়াশোনা এবং ফরেক্স সম্পর্কে এনালাইসিস কারা জন্য আপনাকে আব্যশই ইংরেজি পড়তে ও লিখতে জানতে হবে এর জন্য আপনাকে আব্যশই শিক্ষিত হত হবে।আপনি যদি ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান তবে আমি মনে করি ইংলিশ ভাষার গুরুপ্ত অপরিসীম।

PK_SHIKDER
2019-11-13, 11:28 PM
আমি এই ফরেক্স মার্কেটের নতুন,,,, তাই আমার এর উপর অভিজ্ঞতা অনেক কম,,,,, এই ফরেক্স মার্কেটে ইংলিশের গুরুত্ব অনেক বেশি । কারণ ফরেক্স বাংলা ফর্মে শুধুমাত্র আপনি বাংলা টাই পাবেন,,,, কিন্তু যখন আপনি ট্রেড করবেন তখন আপনাকে ইংলিশ বিষয়ে খুবই দক্ষতা থাকা লাগবে । তা না হলে আপনি ট্রেড করাটা ভালো বুঝতে পারবেন না । মার্কেট এনালাইসিস করাটা বুঝতে হবে,,,,, আর সেগুলো সব ইংলিশ এ লেখা থাকে। তাই আমি মনে করি ফরেক্স মার্কেটের ইংলিশের গুরুত্ব অনেক বেশি ।

এক্ষেত্রে আপনাদের মতামত আশা করছি,,,, ধন্যবাদ ।

abilkis7
2019-11-14, 08:28 AM
ফরেক্স ব্যবসা শুধু না যে কোন কাজ করতে গেলেই আপনাকে ইংরেজি ভাষা জানতে হবে। ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ভাষা। যে ইংরেজি শিখার গুরুত্ব অনেক বেশি। আর ফরেক্স ব্যবসা করতে হলে দেশ-বিদেশের অনেক খবর রাখতে হয় তাই ইংরেজি ভাষা শিখাটা অনেক জরুরী।

alamsat
2019-11-14, 12:39 PM
ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যয় ইংরেজি ভাষার বেসিক জ্ঞান থাকা আবশ্যয় কারন এখানে যত ফাংশান আছে সবই ইংরেজিতে তাই যদি আপনি ইংরেজি মোটেও না জানেন তবে কিভাবে ট্রেড করবেন। অবশ্য আপনি চেষ্টা করলে আস্তে আস্তে কোন ফাংশানের কোন কাজ এটা একবার বুঝতে পারলে ইংরেজি ভাষা না জানলেও চলে। তারপরেও একাউন্ট ম্যানেজ করার জন্য কমবেশি ইংরেজি জানা লাগে। আর এ জন্য আপনি ব্যাসিক ইংরেজি শিখেই ট্রেড করা উচিৎ নতুবা কোন ভুল ফাংশন চাপার কারনে অনেক বেশি লস হয়ে যেতে পারে।

ARD
2019-11-14, 01:23 PM
হ্যাঁ, এটি এমন একটি বিষয় যে গতকাল থেকে আমাদের বোনাস চলে এসেছিল, তাই এখনই এটি আমাদের পরতে হবে এবং আপনি কোনও কাজ না করলেও আমরা তাড়াহুড়ো করব না তবে কীভাবে সাফল্য পাব কেবলমাত্র কর্পোরেশনগুলি গঠিত হবে যখন আমাদের মধ্যে অনেকগুলি থাকে, এতে কোনও বোনাস নেই, যখন বোনাসগুলি আসে, সর্বাধিক সাফল্য অর্জনের জন্য চেষ্টা করুন এবং আরও বেশি করে করার চেষ্টা করুন। পাঞ্জাবে মারা যায়, আরও বেশি লোকেরা যা হয় সে হিসাবে চেষ্টা করার চেষ্টা করুন, তারা কঠোর পরিশ্রম করেন, তারা আগে থেকেই ভাল পরিকল্পনা করেন এবং 1 সপ্তাহ পরে কাজ শুরু হয়। সুতরাং আমাদেরও চেষ্টা করা উচিত যে আমরাও আমাদের কাজে যা আছে তা নিয়ে কাজ শুরু করি। একটি ভাল সংশোধন হ'ল যা ঘটেছিল, আমার সময় তাদের কাজ শুরু করলেও তারা তা করে না কারণ তারা জানে যে তারা এটি করেছে এবং তারপরে লোকসানের কারণে, বুদ্ধিমান সাংসদ তার কাজ শুরু করে এবং এতে সাফল্য পাওয়ার চেষ্টা করে ।

MINARULRFL100
2019-11-14, 01:30 PM
আমার মতে ফরেক্স ট্রেডিং এর কাজ করতে গেলে অনেক ইংলিশ বুজা লাগবে এমনটা নয় শুধু ইংলিশ বুজতে পারলে আর লিখতে পারলে হবে কারন আমি যখন ফরেক্স মার্কেট এর খবর পড়ব তখন আমার ইংলিশ জানা না থাকলে আমি খবরের অর্থ বুজতে পারবোনা তাই ইংলিশ টা জানা খুব দরকার।আর তা ছাড়া ইংলিশ সম্পর্কে ভাল জ্ঞান না থাকলে ও আপনি ফরেক্স ট্রেডিং করতে পারবেন।তখন আপনার কিছু আপলাইনের সাথে ভাল সম্পর্ক রেখে তাদের সাহায্য নিয়ে কাজ করতে পারবেন।