PDA

View Full Version : কোনটা বেশি দরকার টেক প্রফিট নাকি স্টপ লস?



IFXmehedi
2019-11-14, 03:18 PM
আমরা সবাই জানি ফরেক্স ট্রেডিং এ স্টপ লস আর টেক প্রফিট এর গুরুত্ব অনেক। কিন্তু আমি মাঝে মাঝে টেক প্রফিট আর স্টপ লস ব্যবহার করতে যেয়ে ভুল করে ফেলি, যার কারণে আমার ট্রেড মাঝে মাঝে লসে কেটে যায়। অনেক চেষ্টার পরেও আর থেকে বাঁচতে পারছি না। তাই বর্তমানে আমার মনে হচ্ছে স্টপ লস এর চেয়ে আমার শুধু টেক প্রফিট ব্যবহার করা আমার জন্য উত্তম। আপনাদের কি মনে হয়? যদি কেউ স্টপ লস ব্যবহার এর সঠিক উপায় জানেন তাহলে অবশ্যই জানাবেন।

Leee
2019-11-14, 03:25 PM
আমার কাছে দুটোই সমান গুরুত্বপূর্ণ। দুটো অপশনই আমাদের ট্রেডকে অনেকটা সহজ এবং চিন্তামুক্ত করে দিয়েছে। আমাদের একাউন্ট সেফ রাখতে সাহায্য করার পাশাপাশি সর্বক্ষণ মার্কেট তদারকি করা লাগে না। অনেক সময় মার্কেট মুভমেন্ট বেশি হওয়ার দরুন ট্রেড ক্লোজ করা কষ্টকর হয়ে দাড়ায় কিন্তু এই দুটি অপশন সেট করে দিলে ট্রেড আপনাআপনি ক্লোজড হয়ে যায়। আমার কাছে দুটোই সমান গুরুত্ব বহন করে।

habibi
2019-11-14, 05:00 PM
বলতে গেলে ট্রেডিং এর ক্ষেত্রে স্টপলস এবং টেকপ্রফিট দুটিই গুরুত্বপূর্ণ। একবার ভাবুন যদি আপনি একটি ট্রেড নেওয়ার পর স্টপলস সেট না করে ঘুমিয়ে গেলেন বা প্লাটফর্ম থেকে বেরিয়ে গেলেন এবং আবার এসে দেখলেন আপনার ট্রেডটি লস খেতে আপনার অ্যাকাউন্ট খালি করে ফেলেছেন তাহলে কেমন লাগবে আপনার। যদি আপনি ট্রেডটি তে স্টপলস সেট করতেন তাহলে আপনি এই বড় ধরনের লস থেকে বেঁচে যেতেন। তাই প্রতিটি ট্রেডে স্টপলস খুবই গুরুত্বপূর্ণ। এখন চিন্তা করুন আপনি একটি ট্রেড ওপেন করেছেন কিছু ট্রেডটিতে কোন টেক প্রফিট সেট করেননি এখন দেখা গেল আপনার ট্রেডটি ৫০পিপস প্রফিট এ ছিল কিন্তু মার্কেট একসময় গিয়ে নামতে থাকে এবং আপনার ট্রেডটিও প্রফিট থেকে আপনার লসে চলে আসে তখন আপনার কি অবস্থা হবে। যেখানে আপনি প্রফিটে ছিলেন সেটি আবার লসে চলে গেল। তাই স্টপলস এবং টেকপ্রফিট দুটিই গুরুত্বপূর্ণ। এবং স্টপলস এবং টেকপ্রফিট কত হবে এইটিও আপনাকে আনাল্যসিস করে বা আপনার ট্রেডিং স্ট্রেটেজি অনুযায়ী সেট করতে হবে।

abilkis7
2019-11-14, 05:49 PM
অবশ্যই দুইটিই দরকার। একজন ভাল ফরেক্স ট্রেডার টেইক প্রফিট এবং স্টফ লস দুইটিই ব্যবহার করে থাকেন। আপনি যদি ২০ পিপস প্রফিট করেন তাহলে অবশ্যই ১০ পিপস লস করার মনমানসিকতা থাকতে হবে। আপনি যদি মনে করেন শুধু লাভই করবেন তাহলে বুঝতে হবে আপনি বোকা। তাই আমি বলব টেইক প্রফিট এবং স্টফ লস দুইটিই ব্যবহার করুন।

KaziBayzid162
2019-11-14, 05:55 PM
ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করার জন্য স্টপ লস এবং টেক প্রফিট দুটোই সমান গুরুত্বপূর্ণ। তবে তার জন্য স্টপ লস এবং টেক প্রফিট এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।কারণ অনেক সময় দেখা যায় আমরা যে পজিশনে stop-loss নির্ধারণ করে থাকি মার্কেট ওই পজিশনে নেমে গিয়ে পরক্ষণে আবার উপরে উঠতে থাকে কিন্তু ততক্ষণে আমাদের নির্ধারিত লস হয়ে যায়। তাই সঠিকভাবে সঠিক পজিশনে stop-loss নির্ধারণ করাটা খুবই জরুরী।আর স্টপ লস এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করা জানতে হবে।কেননা এনালাইসিস এর মাধ্যমে আপনি জানতে পারবেন মার্কেট কি পরিমান নামতে পারে এবং আপনি কি পরিমান লস স্বীকার করতে রাজি আছেন। এভাবে যখন আপনি এনালাইসিস এর মাধ্যমে মার্কেটের সঠিক পজিশন বুঝতে পারবেন তখনই stop-loss ব্যবহার করে উপকৃত হবেন।তাই বলব আগে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করতে শিখুন এবং লাইভ অ্যাকাউন্টের পাশাপাশি ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করুন। আশা করি তাহলে পরবর্তীতে লাইভ একাউন্টে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে খুব ভাল প্রফিট করতে পারবেন।

rakib.r
2020-01-21, 09:35 PM
স্টপ লস আর টেক প্রফিট কোনটাই কোনটা থেকে কম গুরুত্বপূর্ন না । দুইটাই যে একজন ট্রেডারের কাছে কতটা গুরুত্বপূর্ন তা আমরা ট্রেডাররা অনেক ভালোভাবেই জানি । আমি আসলে স্টপ্লস টেক প্রফিটা তখন ই ইউজ করি যখন আমি নিজে মার্কেটে সময় দিতে পারি না। মানে আমি হয়তো কোন কাজে ব্যাস্ত হয়ে গেছি তখন এভাবে ট্রেড চলে । অথবা আমি ঘুমানোর আগে একটা ট্রেড ওপেন করলাম কিন্তু সময় দিতে পারলাম না তখন স্টপ লস টেক প্রফিট টা ইউজ করি। এছাড়া আমি নিজে দেখে তারপর ট্রেড ক্লোজ করি

SHARIFfx
2020-01-21, 09:45 PM
চমৎকার প্রশ্ন। আমার মতে স্টোপ লস বেশি দরকার। কারন এটি আপনাকে বড় বিপদ মানি পুজি হারানো থেকে রক্ষা করে। টেক প্রফিট অনেক সময়ে হিট করবে আবার কাছাকাছি ঘুরে চলে আসবে। কিন্তু স্টোপ লস না থাকলে আপনার পুজি নিমিষেই শেষ করে পেলবে। তাই আগে দক্ষ হন পরে ট্রেড করুন। মনে রাখবেন একেবারে বিপদ না আসলে স্টোপ লস তেমন হিট হয় না।

fxarif
2020-01-21, 10:41 PM
দুইটাই সমান গুরুত্বপূন।একটা লস কমাবে আর প্রফিট লক করাবে।

saraa
2020-02-26, 01:43 PM
বৈদেশিক মুদ্রার বাজারটি খুব বিস্তৃত এবং বিশেষজ্ঞের জন্য অনেকগুলি জিনিস রয়েছে, প্রথমে এই বাজারের সমস্ত বুনিয়াদি, কী তা জ্ঞানের ক্ষেত্রে দক্ষ হতে এবং এর মাধ্যমে কীভাবে এক্সেল অর্জন করতে হয়, তারপরে খুব যুক্তিসঙ্গত বিনিয়োগ করুন পরিমাণ যাতে আপনার লাভ যুক্তিসঙ্গত হতে পারে এবং রিটার্নগুলি সর্বদা ব্যবসায়ীদের অনুপ্রাণিত করে, তারপরে আপনার গ্রিপ অবশ্যই বিশ্লেষণে দৃ be় হতে হবে যাতে আপনি সঠিকভাবে বিশ্লেষণ করে অবস্থানগুলি খোলেন।

Sapna1212
2020-02-27, 01:26 AM
প্রত্যেককেই মানুষকে থামানো দরকার তাই আমাদের এটির কাজ চালিয়ে যাওয়া এবং এটির উপর একটি লাভও হওয়া এবং এটিতে যদি আমরা সফল হতে চাই তবে ক্ষতিও করতে হবে এবং আমাদের কখনই এটি ছেড়ে দেওয়া উচিত নয়। ব্যবসায়ের সাথে কাজ করে লাভ করার চেষ্টা করা উচিত

sumon918
2020-02-27, 01:33 AM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিট দুটোই সমান ভাবে গুরুত্ব বহন করে। স্টপ লস এবং টেক প্রফিট এর ব্যবহার নিশ্চিত করতে হবে এনালাইসিস করে। অনেক সময় দেখা যায় আপনি যেই পজিশনে stop-loss এন্ট্রি করেছেন মার্কেট তার থেকে অল্প একটু নেমে আবার উঠতে শুরু করেছে তখন কিন্তু আপনার একটা কল হবে এবং ওই সুনির্দিষ্ট লস হবে অতএব মার্কেট পুরোপুরি এনালাইসিস করেই স্টপ লস ব্যবহার করবেন। এরূপ টেক প্রফিট ছোটবেলায় দেখা যায়। অতএব মার্কেট খুব পূর্ণাঙ্গরূপে এনালাইসিস করে টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করতে হয়।

DJSUMON777
2020-02-27, 02:35 AM
ফরেক্স মার্কেটে আমরা যখন কোন ট্রেড ওপেন করি তখন একপাশে অপশন আসে এস এল অর্থাৎ স্টপ লস এবং অন্য পাশে অপশন আসে টি এফ অর্থাৎ টেক প্রফিট। এই অপশন দুটির মূল কাজ হলো আপনি যখন ট্রেড ওপেন করবেন সেই ট্রেড কতখানি লস এ গেলে আপনার প ট্রেড টা ক্লোজ হবে এইটা নির্ধারণ করে দিতে হয় এটাই হলো স্টপ লস এর কাজ। টেক প্রফিট এই অপশনটি মূলত যে ট্রেড ওপেন করবেন ওই ট্রেড টা কতখানি প্রফিট করলে অটো ক্লোজ হবে সেইটা নির্ধারণ করে দেয়া এইটাই হলো টেক প্রফিট এর কাজ। কিন্তু এখানে কোশ্চেন হলো কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি এখানে টেক প্রফিট এবং স্টপ লস দুইটাই সমানভাবে গুরুত্বপূর্ণ। কেননা টেক প্রফিট এর বেলায় যদি আপনি ডিভোর্স না করেন তবে আপনাকে সর্বদাই মার্কেটের গতিবিধির উপর নজর রাখতে হবে এবং স্টপ লস এর ক্ষেত্রেও সেইম। তাই এই কারণে এনালাইসিস করে সেই অনুযায়ী অবশ্য টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা উচিত।

FRK75
2021-04-06, 09:00 AM
স্টপ লস আর টেক প্রফিট কোনটাই কোনটা থেকে কম গুরুত্বপূর্ন না । দুইটাই যে একজন ট্রেডারের কাছে কতটা গুরুত্বপূর্ন তা আমরা ট্রেডাররা অনেক ভালোভাবেই জানি । আমি আসলে স্টপ্লস টেক প্রফিটা তখন ই ইউজ করি যখন আমি নিজে মার্কেটে সময় দিতে পারি না। মানে আমি হয়তো কোন কাজে ব্যাস্ত হয়ে গেছি তখন এভাবে ট্রেড চলে ।আমাদের কখনই এটি ছেড়ে দেওয়া উচিত নয়। ব্যবসায়ের সাথে কাজ করে লাভ করার চেষ্টা করা উচিত

samun
2021-04-06, 10:57 AM
আমি মনে করি, ফরেক্স এ সকল প্রকার নিযুক্ত অপশনগুল খুবই গুরুত্বপূর্ণ । কোনটি বাদ দিয়ে কিছু করা সম্ভব না। স্টপ লস আর টেক প্রফিট কোনটাই কোনটা থেকে কম গুরুত্বপূর্ন না । দুইটাই যে একজন ট্রেডারের কাছে কতটা গুরুত্বপূর্ন তা আমরা ট্রেডাররা অনেক ভালোভাবেই জানি । আমি আসলে স্টপ্লস টেক প্রফিটা তখন ই ইউজ করি যখন আমি নিজে মার্কেটে সময় দিতে পারি না। মানে আমি হয়তো কোন কাজে ব্যাস্ত হয়ে গেছি তখন এভাবে ট্রেড চলে । অথবা আমি ঘুমানোর আগে একটা ট্রেড ওপেন করলাম কিন্তু সময় দিতে পারলাম না তখন স্টপ লস টেক প্রফিট টা ইউজ করি। এছাড়া আমি নিজে দেখে তারপর ট্রেড ক্লোজ করি

FRK75
2021-10-09, 09:53 AM
ট্রেডিং এর ক্ষেত্রে স্টপলস এবং টেকপ্রফিট দুটিই গুরুত্বপূর্ণ। একবার ভাবুন যদি আপনি একটি ট্রেড নেওয়ার পর স্টপলস সেট না করে ঘুমিয়ে গেলেন বা প্লাটফর্ম থেকে বেরিয়ে গেলেন এবং আবার এসে দেখলেন আপনার ট্রেডটি লস খেতে আপনার অ্যাকাউন্ট খালি করে ফেলেছেন তাহলে কেমন লাগবে আপনার। যদি আপনি ট্রেডটি তে স্টপলস সেট করতেন তাহলে আপনি এই বড় ধরনের লস থেকে বেঁচে যেতেন। তাই প্রতিটি ট্রেডে স্টপলস খুবই গুরুত্বপূর্ণ। এখন চিন্তা করুন আপনি একটি ট্রেড ওপেন করেছেন কিছু ট্রেডটিতে কোন টেক প্রফিট সেট করেননি এখন দেখা গেল আপনার ট্রেডটি ৫০পিপস প্রফিট এ ছিল কিন্তু মার্কেট একসময় গিয়ে নামতে থাকে এবং আপনার ট্রেডটিও প্রফিট থেকে আপনার লসে চলে আসে তখন আপনার কি অবস্থা হবে। যেখানে আপনি প্রফিটে ছিলেন সেটি আবার লসে চলে গেল। তাই স্টপলস এবং টেকপ্রফিট দুটিই গুরুত্বপূর্ণ।

md mehedi hasan
2021-10-09, 10:36 AM
ফরেক্স মার্কেটে আমি টেকপ্রফিট ও স্টাপ লস এই দুটির মধ্যে আমি স্টাপলস কে বেশি গুরুত্ব দেব।কারন আপনি যদি ফরেক্স মার্কেটে স্টাফ লস সেট করে একটি ট্রেড ওপেন করেন আর যদি টেকপ্রফিট সেট না করেন।তাহলে আপনার ট্রেড টি একটি নির্দিষ্ট পরিমাণ লস হবে।আর যদি স্টাপলস সেট না করে শুধু টেক প্রফিট সেট করে ট্রেড করেন তাহলে যদি ট্রেডটি বিপরীত দিকে যায় স্টাপলস সেট না থাকায় আপনার সমস্ত একাউন্ট জিরো করে দিতে পারে।তবে ফরেক্স মার্কেটে টেকপ্রফিট ও স্টাপ লস সেট করে ট্রেড করা অত্যন্ত জরুরী।

EmonFX
2021-10-09, 11:37 AM
আমরা সবাই জানি ফরেক্স ট্রেডিং এ স্টপ লস আর টেক প্রফিট এর গুরুত্ব অনেক। কিন্তু আমি মাঝে মাঝে টেক প্রফিট আর স্টপ লস ব্যবহার করতে যেয়ে ভুল করে ফেলি, যার কারণে আমার ট্রেড মাঝে মাঝে লসে কেটে যায়। অনেক চেষ্টার পরেও আর থেকে বাঁচতে পারছি না। তাই বর্তমানে আমার মনে হচ্ছে স্টপ লস এর চেয়ে আমার শুধু টেক প্রফিট ব্যবহার করা আমার জন্য উত্তম। আপনাদের কি মনে হয়? যদি কেউ স্টপ লস ব্যবহার এর সঠিক উপায় জানেন তাহলে অবশ্যই জানাবেন।
ফরেক্সে বেশি লস এড়াতে এবং একাউন্ট সুরক্ষার স্বার্থে অবশ্যই আমাদের স্টপ লস অর্ডার ব্যবহার করা উচিত। অনেকেই স্টপ লস অর্ডার ব্যবহার না করার কারণে অনেকবার ব্যালেন্স জিরো করেছেন। *আমিও এদের মধ্যে একজন। শুরুতে স্টপ লস ব্যবহার না করার কারণে অনেক লস করেছে। তবে এখন সেই ভুল থেকে বেরিয়ে আসতে পেরেছি। আপনি কোথায় স্টপ লস দিবেন এটা নির্ভর করে আপনার ব্যালেন্স এবং মানি ম্যানেজমেন্টের উপর। মানি ম্যানেজমেন্ট করে রিস্ক রিওয়ার্ড নির্ধারণ করে স্টপ লস অর্ডার ব্যবহার করা উচিত। আমি মনে করি আমাদের প্রতিটি ট্রেডে সর্বোচ্চ ১:২ রিস্ক রিওয়ার্ড ব্যবহার করা উচিত। তাতে করে আপনি দশটি ট্রেডের মধ্যে পাঁচটিতে লস করলেও ৫০% গেইন করতে পারবেন। তাছাড়া আমি মনে করি প্রতিটি ট্রেডের ক্ষেত্রে ৩০/৪০ পিপস পর্যন্ত স্টপ লস সেটআপ দেওয়া উচিত। তবে এটা নির্ভর করে আপনার মূলধন কতটা বড় তার উপরে। আপনার মূলধন যদি ১০০০+ ডলার হয় তাহলে ১০০ পিপস পর্যন্ত স্টপ লস দেয়া যেতে পারে। অনেকেই প্রশ্ন করেন যে ফরেক্স থেকে কতটা আয় করতে চাওয়া উচিত। আমি বলব আপনি কতটা লস নিতে প্রস্তুত আছেন। ঠিক আপনাকে সেটার উপর ভিত্তি করেই আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। ফরেক্সে আপনি শতভাগ এন্ট্রি প্রফিট করবেন এমন নয়। মাঝে মাঝে কিছু ট্রেডে লস হবে এটাই স্বাভাবিক। আপনার যদি দশটি ট্রেডের মধ্যে ছয়টি ট্রেডে প্রফিট করতে পারেন তাহলে সেটা নিয়েই স্যাটিসফাই থাকা উচিত।

আমি মনে করি টেক প্রফিট ব্যবহারের থেকেও অধিক গুরুত্বপূর্ণ স্টপ লস অর্ডার ব্যবহার করা। তবে এর জন্য বেশিরভাগ সময় অনলাইনে অ্যাক্টিভ থাকার প্রয়োজন হতে পারে। ফরেক্সে বেশি লস এড়াতে এবং একাউন্ট সুরক্ষার স্বার্থে অবশ্যই আমাদের স্টপ লস অর্ডার ব্যবহার করা উচিত। অনেকেই স্টপ লস অর্ডার ব্যবহার না করার কারণে অনেকবার ব্যালেন্স জিরো করেছেন। *আমিও এদের মধ্যে একজন। শুরুতে স্টপ লস ব্যবহার না করার কারণে অনেক লস করেছে। তবে এখন সেই ভুল থেকে বেরিয়ে আসতে পেরেছি। আপনি কোথায় স্টপ লস দিবেন এটা নির্ভর করে আপনার ব্যালেন্স এবং মানি ম্যানেজমেন্টের উপর। মানি ম্যানেজমেন্ট করে রিস্ক রিওয়ার্ড নির্ধারণ করে স্টপ লস অর্ডার ব্যবহার করা উচিত। আমি মনে করি আমাদের প্রতিটি ট্রেডে সর্বোচ্চ ১:২ রিস্ক রিওয়ার্ড ব্যবহার করা উচিত। তাতে করে আপনি দশটি ট্রেডের মধ্যে পাঁচটিতে লস করলেও ৫০% গেইন করতে পারবেন।

তাছাড়া আমি মনে করি প্রতিটি ট্রেডের ক্ষেত্রে ৩০/৪০ পিপস পর্যন্ত স্টপ লস সেটআপ দেওয়া উচিত। তবে এটা নির্ভর করে আপনার মূলধন কতটা বড় তার উপরে। আপনার মূলধন যদি ১০০০+ ডলার হয় তাহলে ১০০ পিপস পর্যন্ত স্টপ লস দেয়া যেতে পারে। অনেকেই প্রশ্ন করেন যে ফরেক্স থেকে কতটা আয় করতে চাওয়া উচিত। আমি বলব আপনি কতটা লস নিতে প্রস্তুত আছেন। ঠিক আপনাকে সেটার উপর ভিত্তি করেই আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। ফরেক্সে আপনি শতভাগ এন্ট্রি প্রফিট করবেন এমন নয়। মাঝে মাঝে কিছু ট্রেডে লস হবে এটাই স্বাভাবিক। আপনার যদি দশটি ট্রেডের মধ্যে ছয়টি ট্রেডে প্রফিট করতে পারেন তাহলে সেটা নিয়েই স্যাটিসফাই থাকা উচিত।

Mas26
2021-10-09, 02:25 PM
স্টপ লস আর টেক প্রফিট কোনটাই কোনটা থেকে কম গুরুত্বপূর্ন না। দুইটাই যে একজন ট্রেডারের কাছে কতটা গুরুত্বপূর্ন তা আমরা ট্রেডাররা অনেক ভালোভাবেই জানি।
দুটোই সমান গুরুত্বপূর্ণ। দুটো অপশনই আমাদের ট্রেডকে অনেকটা সহজ এবং চিন্তামুক্ত করে দিয়েছে। আমাদের একাউন্ট সেফ রাখতে সাহায্য করার পাশাপাশি সর্বক্ষণ মার্কেট তদারকি করা লাগে না। অনেক সময় মার্কেট মুভমেন্ট বেশি হওয়ার দরুন ট্রেড ক্লোজ করা কষ্টকর হয়ে দাড়ায় কিন্তু এই দুটি অপশন সেট করে দিলে ট্রেড আপনাআপনি ক্লোজড হয়ে যায়। আমি আসলে স্টপ্লস টেক প্রফিটা তখন ই ইউজ করি যখন আমি নিজে মার্কেটে সময় দিতে পারি না। মানে আমি হয়তো কোন কাজে ব্যাস্ত হয়ে গেছি তখন এভাবে ট্রেড চলে । অথবা আমি ঘুমানোর আগে একটা ট্রেড ওপেন করলাম কিন্তু সময় দিতে পারলাম না তখন স্টপ লস টেক প্রফিট টা ইউজ করি। এছাড়া আমি নিজে দেখে তারপর ট্রেড ক্লোজ করি।

Smd
2022-01-20, 12:17 PM
একজন ট্রেডারের কাছে কতটা গুরুত্বপূর্ন তা আমরা ট্রেডাররা অনেক ভালোভাবেই জানি । আমি আসলে স্টপ্লস টেক প্রফিটা তখন ই ইউজ করি যখন আমি নিজে মার্কেটে সময় দিতে পারি না। মানে আমি হয়তো কোন কাজে ব্যাস্ত হয়ে গেছি তখন এভাবে ট্রেড চলে । অথবা আমি ঘুমানোর আগে একটা ট্রেড ওপেন করলাম কিন্তু সময় দিতে পারলাম না তখন স্টপ লস টেক প্রফিট টা ইউজ করি। আমাদের একাউন্ট সেফ রাখতে সাহায্য করার পাশাপাশি সর্বক্ষণ মার্কেট তদারকি করা লাগে না। অনেক সময় মার্কেট মুভমেন্ট বেশি হওয়ার দরুন ট্রেড ক্লোজ করা কষ্টকর হয়ে দাড়ায় কিন্তু এই দুটি অপশন সেট করে দিলে ট্রেড আপনাআপনি ক্লোজড হয়ে যায়। আমার কাছে দুটোই সমান গুরুত্ব বহন করে।