View Full Version : হতাশা, ভয়, লোভ ইত্যাদি এইসব সাধারণ অনুভূতি নিয়ে ট্রেড করলে কি হয়?
majeed
2019-11-16, 06:40 PM
ফরেক্স লাইভ ট্রেডিং এ মার্কেট চালু হওয়ার পূর্বে একজন ট্রেডার খুব সহজেই শান্ত থাকতে পারেন এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু ফরেক্স মার্কেট চালু হওয়ার সাথে সাথে যখন ট্রেডার আর্থিক সিদ্ধান্তের মুখোমুখি হন, তখন তার আবেগ কাজ করা শুরু হই। আমরা চাইলেই এই আবেগকে এড়িয়ে যেতে পারি না, তবে এই আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই চেষ্টা করতে পারি। একজন ট্রেডার চাইলেই হতাশা, ভয়, লোভ ইত্যাদি এইসব সাধারণ অনুভূতি নিয়ে ট্রেড করতে পারে না, করলে সেটি হবে তার জন্য অনেক বড় ভুল এবং সেই ভুলটি তার জন্য ব্যয়বহুল হতে পারে।
KaziBayzid162
2019-11-16, 06:59 PM
আসলে ফরেক্স মার্কেটে হতাশা, ভয়, লোভ, ইমোশন ইত্যাদি নিয়ে ব্যবসা করতে চাইলে ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করা সম্ভব না। কারণ ফরেক্স মার্কেটে এগুলোর কোনটারই স্থান নেই। তার পরেও এগুলোকে এড়িয়ে চলা খুবই কষ্টসাধ্য ব্যাপার। কেননা যখনই কোন ট্রেড ওপেন হয় এবং সেটা যদি বিপরীত দিকে যেতে থাকে তাহলে আমাদের ভিতরে ভয় এবং ইমোশন কাজ করতে থাকে।আর যখন আমরা ইমোশনের দ্বারা প্রভাবিত হয়ে বা লোভে পড়ে গিয়ে কোন ভুল করে থাকি তখনই অনেক বড় লসের সম্মুখীন হয়। তাই চেষ্টা করতে হবে সব সময় এইসব এর উর্দ্ধে থেকে ফরেক্স মার্কেটে ট্রেডিং করার তবেই ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব হবে।অন্যথায় ফরেক্স ট্রেডিং থেকে লাভের পরিবর্তে লসের পরিমাণ বেশি হবে।
PK_SHIKDER
2019-11-16, 07:07 PM
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,,,, তাই আমার মধ্যে এই সকল কাজ গুলি বেশি দেখা দেয় । একটা কথা কি,,, কোন কাজে হতাশ,,, ভয়,,,, লোভ ইত্যাদি জিনিসগুলা যদি মনের মধ্যে থেকে থাকে,,,,, তাহলে সেই সকল কাজে ভালো ফলাফল পাওয়া যায় না । সব সময় মনে রাখতে হবে যে,,,, ফ্রি মাইন্ডে এবং বেশি লাভের আশা না করে যদি কোন কাজের প্রতি মনোযোগ দিয়ে দক্ষতাকে কাজে লাগিয়ে পরিশ্রম করা যায়,,,,, তাহলে অবশ্যই সে সকল কাছ থেকে ভালো ফলাফল আশা করা যায় ।
এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা করছি,,, ধন্যবাদ ।
KANIZFATEMA1997
2019-11-16, 09:03 PM
যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই সফলতা লাভ করেছেন।সবাই সফল হবেন না।এটা মেনে নিন।সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে।খরচ করে সেটা হতে পারে সময়,সেটা হতে পারে,অর্থ কিংবা দুটো।ভয়কে জয় করা মানুষের কাজ।ইমোশন সবমানুষেরই থাকে তবে বেশী থাকা ভালো নয়।
আসলে ফরেক্স মার্কেটে হতাশা, ভয়, লোভ, ইমোশন ইত্যাদি নিয়ে ব্যবসা করতে চাইলে ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করা সম্ভব না। কারণ ফরেক্স মার্কেটে এগুলোর কোনটারই স্থান নেই। তার পরেও এগুলোকে এড়িয়ে চলা খুবই কষ্টসাধ্য ব্যাপার। কেননা যখনই কোন ট্রেড ওপেন হয় এবং সেটা যদি বিপরীত দিকে যেতে থাকে তাহলে আমাদের ভিতরে ভয় এবং ইমোশন কাজ করতে থাকে।আর যখন আমরা ইমোশনের দ্বারা প্রভাবিত হয়ে বা লোভে পড়ে গিয়ে কোন ভুল করে থাকি তখনই অনেক বড় লসের সম্মুখীন হয়। তাই চেষ্টা করতে হবে সব সময় এইসব এর উর্দ্ধে থেকে ফরেক্স মার্কেটে ট্রেডিং করার তবেই ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব হবে।অন্যথায় ফরেক্স ট্রেডিং থেকে লাভের পরিবর্তে লসের পরিমাণ বেশি হবে।আর কোনোকিছু ই বেশী ভালো না।সবকিছু নিয়ন্ত্রণ রেখে তারপর ট্রেড করা ভালো।তবে লস হবেনা
হতাশা , ভয় বা লোভ এই ধরনের অনুভুতি নিয়ে ট্রেড করলে ট্রেডের উপ অনেক বিরূপ প্রভাব লক্ষ্য করা যায় । ফলে একটি ট্রেড লসের সম্মুখীন হয় আবার যেখানে একটি ট্রেড মার্কেট মুভমেন্টের সাথে যেখানে পজিটিভ অবস্থায় থাকে এবং ট্রেডটি আরও বেশিক্ষণ থাকলে আরও লাভ করা যেত সেখানে ভয়ের কারনে ট্রেডটি অল্প লাভেই ক্লোজ করে দেয়া হয় । এরকম আরও অনেক বিষয় রয়েছে । তাই এই অবস্থা থেকে অবশ্যই উত্তরন করতে হবে এবং তার একটি সহজ উপায় হল প্রত্যেকটি ট্রেড ওপেন করার পূর্বে লস টাকে মেনে নিয়ে ট্রেড করুন , দেখবেন আপনার মধ্যে কোন ভয় , ভীতি , হতাশা একদম কাজ করবে না ।
alamsat
2019-11-17, 12:43 PM
হতাশা ভয় এবং লোভ এর কোন স্থান নেই ফরেক্স ট্রেড এ এগুলি ফরেক্স ট্রেড করার জন্য পতিবন্ধক হিসাবে কাজ করে থাকে তাই এই বিষয়গুলি আমাদের মন থেকে একেবারে দুর করতে হবে। তবেই আমরা ট্রেড করে সফলতা পাব। কারন দেখা যাই এই কারনগুলি একটি ট্রেড শুরু করার পরেই মানুষের মধ্যে কাজ করতে থাকে ফলে সে একটি ট্রেড নিয়ে হয় কম প্রফিটে ট্রেড টি ক্লোজ করে দিবে না হয় বেশি সময় ধরে লসের ট্রেড ধরে রেখে এক সময় অনেক বেশি লস নিয়ে ট্রেডগুলি ক্লোজ করে দিবে। তাই এগুলি ট্রেড করার আগে দুর করতে হবে তাহলে সফলতা পাওয়া যেতে পারে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.