PDA

View Full Version : প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্রাটেজি তৈরী করবেন কিভাবে?



Rassel Vuiya
2019-11-17, 12:51 PM
9325
ফরেক্স মার্কেট একটা নির্দিষ্ট নিয়ম মেনে উঠানামা*করে। কখনো মার্কেট আপ ট্রেন্ড এ থাকে আবার কখনো মার্কেট ডাউন ট্রেন্ড এ থাকে। বড় টাইম ফ্রেম খেয়াল করলে আপ ট্রেন্ড এ থাকার সময় হঠাত করেই মার্কেট ডাউন ট্রেন্ড এ চলে যায় না আবার ডাউন ট্রেন্ড এ থাকার সময় হঠাত করেই মার্কেট আপ ট্রেন্ড এ যায় না। আপ ট্রেন্ড এ থাকার সময় একটা নির্দিষ্ট নিয়ম মেনে আপ-ডাউন হয় আবার ডাউন ট্রেন্ড এ থাকার সময় ও একটা নির্দিষ্ট নিয়ম মেনেই আপ-ডাউন হয়। যা তার এক ধাপ ছোট টাইম ফ্রেম এ স্পষ্ট বোঝা যায়। মার্কেট সবসময় একটা ছন্দে Rhythm/রিদম এ চলাফেরা করে। কখনো এই মুভমেন্ট গুলো খুব স্পষ্ট হয় যেমন NZDUSD আবার কখনো এই মুভমেন্ট গুলো অস্পষ্ট হয়। যেমন GBPUSD (কেউ আবার এইটাকে নেগেটিভ নিয়েন না। সব পেয়ার ই এই নিয়মে চলে বাট কিছু পেয়ার খুব স্পষ্ট আর কিছু পেয়ার অস্পষ্ট। আমার কাছে NZDUSD এর মুভ স্পষ্ট মনে হয়েছে তাই বললাম) স্পষ্ট মুভমেন্ট গুলো খুব সহজে ধরা যায় আর অস্পষ্ট মুভমেন্টগুলো বিভিন্ন টাইম ফ্রেম এনালাইজিস করে ধরতে হয়। মার্কেট কয়েকটি পয়েন্ট তৈরি করে Wave/তরঙ্গ আকারে চলাফেরা করে।
মার্কেট যখন আপ ট্রেন্ড এ থাকে তখন দুইটা পইন্ট তৈরি করে আপ হয় সে দুইটা পইন্ট হলো হায়ার হাই এবং হায়ার লো। আর মার্কেট যখন ডাউন ট্রেন্ড এ থাকে তখন আবার দুইটা পইন্ট করতে করতে নেমে আসে। আর সে দুইটা পইন্ট হলো লোয়ার হাই এবং লোয়ার লো।এই পইন্ট চারটা ধরে বুঝে ট্রেড করতে পারলে ট্রেড খুব সহজ হয়ে যায়। এই হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই এবং লোয়ার লো কিভাবে কাজ করে তা জানলে ট্রেড এ অনেক কনফিডেন্স আসে। ট্রেড প্লেস করা তখন সহজ হয়ে যায়।
আপনি*যে টাইম ফ্রেম ই দেখেন না কেন ( বড় টাইম ফ্রেম দেখলে ভাল হয়) আপ ট্রেন্ড মার্কেট এ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আপ হয়ে মার্কেট কিছুটা রিভার্স করে পুল ব্যাক করে আগের হাই লেভেলকে অতিক্রম করে যেয়ে আরেকটি হাই পইন্ট তৈরি করে।
এখন প্রথম যে লেভেল থেকে মার্কেট আপ হয়ে সর্বচ্চ বিন্দুতে গেল এইটাকে বলে হায়ার হাই আবার যে পর্যন্ত রিভার্স করে নিচ বিন্দু তৈরি করে উঠে গেল এই লেভেল টাকে বলে হায়ার লো। মনে রাখতে হবে রিভার্স করা মুভমেন্ট টুকু কখনই আগের লোয়ার লো অতিক্রম করবে না। যদি তা করে তাহলে বুঝতে হবে এখানেই আপ্ট্রেন্ড এর শেষ। এখোন কিছুটা সাইড ওয়ে করবে অথবা মার্কেট লোয়ার হাই তৈরি করে ডাউন ট্রেন্ড শুরু করবে।পর পর দুইটা হায়ার লো সমান হলে অথবা দুইটা হায়ার হাই সমান হলে মার্কেট সাইড ওয়ে শুরু করে দিবে। এই সাইড ওয়ে ততক্ষন চলবে যতক্ষন আরেকটি স্পষ্ট লেভেল তৈরি না করবে ততক্ষন। যদি এই সাইড ওয়ে এর ভেতরে স্পষ্ট হয় যে আবার হায়ার হাই, হায়ার লো তৈরি করছে তাহলে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। আর যদি এই সাইড ওয়ে এর ভেতরে লোয়ার হাই আর লোয়ার লো তৈরি করে ফেলে তাহলে এইটা ডাউন ট্রেন্ড শুরু করবে। মার্কেট এর এই লেভেল টাই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল। এইটা থেকে বের হতে পারলে মার্কেট আবার স্পষ্ট হয়ে যাবে।
আবার ডাউন ট্রেন্ড মার্কেট এর ক্ষেত্রে আপনি যে টাইম ফ্রেম ই দেখেন না কেন ( বড় টাইম ফ্রেম দেখলে ভাল হয়) মার্কেট একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ডাউন হয় এইটাকে বলে লোয়ার লো আবার ডাউন হবার পর মার্কেট কিছুটা রিট্রাস করে ব্যাক আসে। যেখান থেকে ব্যাক আসে ওইটা হচ্ছে লোয়ার হাই। লোয়ার হাই তৈরি করে মার্কেট আগের লোয়ার লো অতিক্রম করে ডাউন হবে ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে। এভাবে কন্টিনিউ চলতে থাকবে লোয়ার লো, লোয়ার হাই করে। এভাবে চলতে চলতে একসময় আগের লোয়ার হাই আর বর্তমান লোয়ার হাই সমান হয়ে যাবে। তখন বুঝতে হবে ডাউন ট্রেন্ড শেষ করে এখোন সাইড ওয়ে করবে। আর এই সাইড ওয়ে এর ভেতরেই পরবর্তি নির্দেশনা পাওয়া যাবে, যা মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে নাকি আপ ট্রেন্ড শুরু করবে। মার্কেট এর এই ক্রিটিক্যাল লেভেল এর সময় ধৈর্য ধরে ওয়েট করলে ফলাফল সুমিষ্ট হয়। ওয়েট এর পর ঝোপ বুঝে কোপ মারা যায়।

MdRubelShaikh
2019-11-17, 10:44 PM
প্রাইস অ্যাকশন ট্রেডিং তেরি করবেন কিভাবেঃ
আমটর ধারনা মতে আমাদের প্রাইস অ্যাকশন ট্রেডিং করতে হলে আমাদেরকে ভালোভাবে বুঝে শুুুনে ট্রেডিং করতে হবে।কারণ আমাদেরকে ফরেক্সের মাধ্যমে আয় করতে হবে।আমরা সবাই চাই প্রাইস অ্যাকশন ট্রেডিং করে আয় করব।

FX7
2019-11-24, 02:18 PM
কিছুটা বুঝতে পারলাম।ধন্যবাদ ভাই আপনাকে এত গুরুত্বপূর্ণ পোষ্ট শেয়ার করার জন্য।আপনার এই পোষ্ট টা আমি কয়েকবার পড়েছি।নতুন কিছু পেলাম আজকে বোঝার মত কিছু।আমি নতুন ফরেক্স মাকেটে।ধন্যবাদ

BDFOREX TRADER
2020-04-13, 05:41 PM
10621
প্রাইস একশান ট্রেডিং স্ট্র্যাটেজী” বলতে বোঝায়- এখানে কোনোও প্রকার ইন্ডিকেটর ব্যবহার করা হয় না৷ ১# ক্যান্ডেলস্টীকগু োর ফর্মেশান বা প্যাটার্ণ বা আকার-আকৃতিগুলোর এনালাইসিস করা হয়৷ ২# বিভিন্ন চার্ট প্যাটার্ণ এনালাইসিস করতে হয়৷ ৩# শুধুমাত্র কেন্ডেলস্টীকগুলো দেখেই ট্রেন্ড নিশ্চিত হতে হয়৷ ৪# সাপোর্ট+রেসিসটেন্ জোনগুলি পরিষ্কারভাবে দেখে শুনে বুঝে নিশ্চিত হয়ে ট্রেড করতে হয়৷“প্রাইস একশান ট্রেডিং স্ট্র্যাটেজী” প্রয়োগ করে ট্রেড করতে হলে অবশ্যই আমাদেরকে- সর্বপ্রথম “ট্রেন্ড” নিশ্চিত হতে হবে৷সংশ্লিষ্ট পেয়ারটি আপট্রেন্ডে আছে ? না কি ডাউনট্রেন্ডে রয়েছে ? নাকি সাইডওয়ে ট্রেন্ডে চলছে...??? *প্রথমে এটা নিশ্চিত হতে হবে৷এরপর দেখতে হবে সাপোর্ট জোনগুলো কোথায় কোথায় রয়েছে ? রেসিসট্যান্স জোনগুলো কোথায় কোথায় রয়েছে ? এইসব বিষয়গুলো নিশ্চিত হতেই হবে৷এরপর দেখতে হবে ক্যান্ডেলস্টীকগু ো সাপোর্ট জোনে কী ধরনের ফর্মেশান বা প্যাটার্ণ বা আকার-আকৃতি তৈরি করছে ? এবং রেসিসটেন্স জোনে ক্যান্ডেলস্টীকগু ো কী ধরনের ফর্মেশান বা প্যাটার্ণ বা আকার-আকৃতি তৈরি করছে ?সম্পূর্ণ ইনডিকেটর মূক্ত পরিষ্কার চার্টে ক্যান্ডেলস্টিকগু ির প্যাটার্ন+ বিভিন্ন চার্ট প্যাটার্ণ এবং ট্রেন্ড+ সাপোর্ট/রেসিসট্যান্স জোনগুলির ওপর নির্ভর করেই এই “প্রাইস একশান স্ট্র্যাটেজী” তৈরি হয়েছে৷বিশ্বের অনেক পেশাদার,অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারগণ এই “প্রাইস একশান ট্রেডিং স্ট্র্যাটেজী” ব্যবহার করে নিয়মিত প্রফিটেবল ট্রেড করছেন৷

FREEDOM
2020-04-15, 02:07 AM
প্রাইস একসন বুজতে পারলে খুব সহজেই মার্কেট থেকে ভালো প্রফিট করা যায়। প্রাইস একসন এর মধ্যে মুলত সুইং হাই সুইং লো বুজে আমি ট্রেড করার চেষ্টা করি। যদিও সবসময় ভালো বুজতে পারি না তবে চেষ্টা করছি প্রাইস সম্পর্কে ধারনা আরো অনেক বেশি বৃদ্ধি করার আশা করি আরো ভালো বুজতে পারবো।

Rokibul7
2020-07-05, 09:09 PM
খুব দারুন ভাবে প্রইজ এক্যাশন সম্পকে কিছুটা বুঝলাম।আর ট্রেন্ড শুরু বা শেষ হওয়ার একটা নিময় জানতে পারলাম।এটাকে এখন নিজের মত করে ট্রটেজি তৈরিতে অগ্রশর হবো

SumonIslam
2021-06-15, 11:55 AM
14664
সত্যি বলতে কি, আমাদের সবার মাঝে প্রাইস অ্যাকশন ট্রেডিং করার অভ্যাসটা খুব কমই দেখা যায়। কোন কিছুই নেই করার তারপরও কারন ছাড়াই বিভিন্ন পেয়ার এর চার্ট খুলে, টাইমফ্রেম চেঞ্জ করে করে আমরা অযথা এনালাইসিস করি যেখানে একে এনালাইসিস বলাটাও সম্মানহানী তুল্য । এর ফলেই অনেক সময় আমরা নিজেদের ট্রেডিং সিস্টেম এর বিপরীতে যেয়ে ট্রেডে এন্টি নি এইভেবে হিট হয়েও যেতে পারে ! কিন্তু একবার যদি এই টাইপ ট্রেড থেকে প্রফিট আসে তবে আমাদের মাঝে এটি পুনরায় করার প্রবণতা বেশি দেখা যায় যতক্ষণ পযর্ন্ত না আমরা বড় কোন লসের সম্মুক্ষীন হচ্ছি এই সিস্টেমে ! আর যদি একবার লস করি কোন সিস্টেমে তবে ওই সিস্টেমে আর আমি নাই টাইপ ব্যবহার দেখাই সবর্দা । আমাদের এমন অভ্যাস তৈরি করা উচিত যার মাধ্যমে আমরা নিজেরাই নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, যেমন - আপনি ট্রেড নিয়েছেন , মাকের্ট অনুযায়ী প্রফিট করেছেন এবং দেখতে পাচ্ছেন আজকে আর কোনো ট্রেড এন্টি নেওয়ার মত পজিশন নাই । তবে কেন আপনি এই অযথা এনালাইসিস করে সময় নষ্ট করছেন টার্মিনালে বসে । মাঝে মাঝে এমন ব্যবহার দেখলে মনে হয় - আপনি যেন নতুন কিছু আবিষ্কারের নেশাই মত হয়েছেন এবং করেই ছাড়বেন ! আগে কিছুটা অভিজ্ঞতা অর্জন করুন , প্রফিট করুন , কিছু টাকা ঝুলিতে ভরে নিন , তারপর না হয় ভাস্কো ডা গামার মত নতুন কিছুর সন্ধান করবেন । আজকে যদি তার জাহাজ ভর্তি খাবার আর রসদ না থাকত তাহলে মাঝ সমুদ্রেই মরে পড়ে থাকত, নতুন জায়গা আবিষ্কার করা হত না । তেমনি আগে প্রফিট করেন, অযথা মাকের্ট প্রয়োজনের অতিরিক্ত এনালাইসিস করতে যাবেন না, যদি সময় থাকে তবে শিক্ষনীয় আর্টিক্যাল পড়ুন নতুন কিছু জানুন যা আপনার বর্তমান স্ট্রাটেজিকে আরও অধিক শক্তিশালী করবে । মাকের্টে প্রাইস অ্যাকশন বোঝা ছাড়া মাকের্ট আপনাকে ট্রেডার থেকে যেকোন মূহুত্বে জুয়াড়ীও বানিয়ে দিতে পারে !

md mehedi hasan
2021-06-21, 05:36 AM
ফরেক্স মার্কেটে প্রাইস একশন ট্রেডিং সিস্টেম একটি জনপ্রিয় ট্রেডিং সিস্টেম।এখানে সফল ভাবে ট্রেড করতে হলে কয়েকটা র্ল ফলো করলেই চলবে।তা হলো ট্রেন্ড লেভেল ও সিগন্যাল।আপনি যখন সকালে উঠে মার্কেটে ট্রেড খুজবেন তখন এই তিনটি বিষয়ে ভালো ভাবে কনফার্ম হয়ে ট্রেড ওপেন করবেন।

786.ariful.islam.bd
2021-06-21, 07:11 PM
এই কথা গুলো যে মিথ্যা তা বুঝতে ৬ বছর লাগছে। ফরেক্সে বাই বা সেল যে কোন ভাবেই আয় করা যায়। এক জন ভাল ট্রেডার হওয়ার জন্য সাপোর্ট-রেজিস্টেন্ট, ট্রেড লাইন, ৪-৫ টা ইন্ডিকেটর, কেন্ডেল ইস্টিক পেটার্ন, চার্ট পেটার্ন, নিউজ এই সব জানা লাগে। এক জন প্রফেশনাল ট্রেডার ১-২ মাসে টাকা ডাবল করতে পারে। ৪-৫ মাসে কষ্ট করলেই ফরেক্সে সফল হওয়া যায়। সপ্তাহে ৮-১০ টা ট্রেড না নিলে কিসের ট্রেডার। প্রফেশনাল ট্রেডার মানে তারা যারা শুধু বুঝতে পারে মার্কেট কোন দিকে যাবে।

Mas26
2022-09-27, 10:09 AM
প্রাইস একসন বুজতে পারলে খুব সহজেই মার্কেট থেকে ভালো প্রফিট করা যায়।খুব দারুন ভাবে প্রইজ এক্যাশন সম্পকে কিছুটা বুঝলাম।আর ট্রেন্ড শুরু বা শেষ হওয়ার একটা নিময় জানতে পারলাম।এটাকে এখন নিজের মত করে ট্রটেজি তৈরিতে অগ্রশর হবো।ফরেক্স মার্কেটে প্রাইস একশন ট্রেডিং সিস্টেম একটি জনপ্রিয় ট্রেডিং সিস্টেম।এখানে সফল ভাবে ট্রেড করতে হলে কয়েকটা র্ল ফলো করলেই চলবে।তা হলো ট্রেন্ড লেভেল ও সিগন্যাল।আপনি যখন সকালে উঠে মার্কেটে ট্রেড খুজবেন তখন এই তিনটি বিষয়ে ভালো ভাবে কনফার্ম হয়ে ট্রেড ওপেন করবেন।