PDA

View Full Version : ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবিরা ইনকাম ট্যাক্স ফ্রী



Tofazzal Mia
2019-11-18, 05:16 PM
এখন সময় তথ্য প্রযুক্তির। সময়ের সাথে অর্থনীতির চাকার অন্যতম চালক হয়ে উঠেছে তথ্য প্রযুক্তি খাতের আয়। প্রযুক্তির প্রসারে প্রতিনিয়ত আমরা মুখমুখি হচ্ছি নব নব প্রযুক্তির সাথে। দেশের সামগ্রিক উন্নয়ন এর সাথে IT(information Technology) হয়ে উঠেছে আমাদের অন্যতম সহচর । ডিজিটাল বাংলাদেশ এর বিনির্মাণ ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবিদের ব্যাপক ভুমিকা রাখছে। আর আপনি জেনে খুশি হবেন যে দীর্ঘ প্রতীক্ষার পর অর্থ আইন ২০১৮ এর মাধ্যমে দেশের অসংখ্য ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবিদের আয়কর অধ্যাদেশ এর ৬ ষ্ঠ তফসিলের পার্ট এ অনুযায়ী আয়কর অব্যাহতির সুস্পষ্ট সংশোধন পাওয়া গেছে। দীর্ঘদিন যাবত ৬ষ্ঠ তফসিলের পার্ট এ অনুযায়ী আয় থাকা সত্ত্বেও অস্পষ্টতার জন্য দেশে অবস্থান করে বিদেশ থেকে উপার্জিত অর্থের Remittance income আয়কর অব্যাহতি থেকে বঞ্চিত হচ্ছিল । সরকার আইটি খাতকে সমৃদ্ধ করে দেশে ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবিদের জন্য আরো বেশি সুযোগ প্রদানে এই সংশোধন ব্যাপক ভুমিকা রাখবে । একদিকে বৈধ ভাবে লেনদেন হবে এবং remittance এ ব্যাপক অবদান রাখবে।
http://forex-bangla.com/customavatars/255901551.jpg
অর্থ আইন ২০১৮ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ এর ধারা ৫২কিউ এর সংশোধন আনা হয়েছে । যার মাধ্যমে বলা হয়েছে -
অর্থ আইন ২০১৮ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর এর ধারা ৫২কিউ এর শেষে নতুন প্রোভাইসো সংযোজন করা হয়েছে। নতুন প্রোভাইসো অনুযায়ী বাংলাদেশে নিবাসী কোন করদাতা যদি বাংলাদেশে প্রস্তুতকৃত সফটওয়্যার বা বাংলাদেশ হতে কোন সেবা বিদেশে বিক্রয় করে তার বিপরীতে প্রাপ্ত বিদেশি মুদ্রা ব্যাংকের মাধ্যমে দেশে আনায়ন করে এবং সফটওয়্যার বা সেবার আয় যদি ৬ষ্ঠ তফসিলের পার্ট এর আওতায় কর অব্যাহতিপ্রাপ্ত হয় তাহলে বিদেশি মুদ্রায় প্রাপ্ত সে অর্থ গ্রাহককে প্রদান কালে সংশ্লিষ্ট ব্যাংক ৫২কিউ অনুযায়ী উৎসে কর্তন করবে না । ( পরিপত্র- ২০১৮-২০১৯)সংশোধন এর আগে যা ছিলঃ
নিবাসী কোন করদাতা বিদেশি কোন ব্যাক্তিকে প্রদত্ত্য সেবা, কার্যসম্পাদন, সার্ভিস চার্জ, বা পরামর্শ ফি , কমিশন বা যে নামেই ডাকা হোক সেরূপ কোন ফি হিসাবে দেশের বাইরে হতে প্রেরিত যেকোন পরিমাণ অর্থ নিবাসীকে পরিশোধের জন্য কিংবা তার একাউন্টে জমা দানের জন্য দায়ী যে কোন ব্যাক্তি, ঐরুপে পরিশোধিত অর্থের উপর ঐরুপ পরিশোধ নিস্পন্ন করার সময় কিংবা প্রাপকের একাউন্টে ঐ পরিশোধিত অর্থ জমা করার সময় শতকরা ১০ ভাগ হারে কর কর্তন করবেন ।

Montu Zaman
2019-11-18, 05:31 PM
আপ ওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার বা ফরেক্স ট্রেডাররা অন্য যে কোন মার্কেট প্লেসেই কাজ করুন টাকা অবশ্যই বাংকিং চ্যানেলে দেশে আনবেন। পাইওনিয়ার বা অন্য কোন থ্রোতে বা মাস্টার কার্ডে টাকা ক্যাশ করলে সাময়িক ভাবে ডলার রেইট হয়তো বেশি পাবেন বাট মনে রাখতে হবে ট্যাক্স এক্সাপশন পাবেন কিনা। তা ছাড়া ব্যাংকিং চ্যানেলে লেনদেন করলে সরকারের ২% ইন্সেন্টিভ পাওয়ার সুযোগ থাকছে। আর সব চাইতে গুরুত্বপূর্ণ পূর্ণ হচ্ছে আপনার কর মুক্ত আয় মনে করে রিটার্ন দিতে হবে না এই ভুল করবেন না। ৩০শে নভেম্বর এর মধ্যে অবশ্যই রিটার্ন দিতে হবে। রিটার্ন জমা না দিলে পরবর্তীতে আর আয়কর মুক্ত সুবিধা পাবেন না।*

FXBD
2019-11-26, 03:54 PM
9406
আমি নিজে একজন ফ্রিল্যান্সার হওয়ায় আমার আশেপাশের অনেক ফ্রিল্যান্সারদের েই দেখি ট্যাক্স বা কর সম্পর্কে বেশি কিছু জানি না আমরা। কারণ কর দেয়ায় আমাদের দেশে অতটা কড়াকড়ি নেই। কিন্তু আমার মতে সবাইকেই আয়কর রিটার্ন জমা দেয়া উচিৎ। অনেক ফ্রিল্যান্সারদের বলতে শোনা যায় যে তাদের ব্যাংকে টাকা আসলে ব্যাংক ১০% সোর্স ট্যাক্স কেটে রেখেছে। কারণ তারা হয়ত জানে না যে আপনার আয়ের মাধ্যম কি বা কি সার্ভিস বা পন্যের বিনিময়ে এ অর্থ এসেছে। এটা সাধারণত হয়ে থাকে ওয়্যার ট্রান্সফারে অর্থ আসলে। পেওনিয়ার বা মার্কেটপ্লেস থেকে লোকাল ব্যাংকে ট্রান্সফার দিলে এসব ঝামেলা হয় না। কারণ লোকাল ব্যাংক ট্রান্সফারে তারা ব্যাংকে ডলার না পাঠিয়ে তাদের লোকাল পার্টনারের মাধ্যমে টাকা পাঠায়। একারনে লোকাল ব্যাংক ট্রান্সফারে কোন ঝামেলা নেই, কোন কাগজপত্র কিছুই লাগে না।
মোটকথা হল ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ফ্রিল্যান্সি এর মাধ্যমে আয়কৃত অর্থে আয়কর মওকুফ। তবে টিন নিতে হবে ও প্রতিবছর রিটার্ন সাবমিট করতে হবে। মনে রাখবেন ফ্রিল্যান্সার হিসাবে ট্যাক্স প্রদানের জন্য অবশ্যই আপনাকে রেমিট্যান্স হিসাবে টাকা আনতে হবে।
i)আপনি যদি এই অর্থ বছরের জন্য ট্যাক্স প্রদান করতে ইচ্ছুক তাহলে আপনার জমাকৃত অর্থের একটি ব্যাংক স্টেটমেন্ট এবং রেমিট্যান্স সার্টিফিকেট নিবেন,
ii) ট্যাক্স রিটার্ন কপি পূরণ করে নিন: http://nbr.gov.bd/form/income-tax
iii)আপনার E-Tin এর ফটোকপি করে নিন
iv) আপনার ভোটার পরিচয়পত্রের /পাসপোর্ট এর ফটোকপি।
v) যদি কোনো সম্পত্তি/ধনসম্পদ কেনা বেচা করে থাকেন তাহলে এর নথিপত্র
যদি আপনার উপরোক্ত সকল নথিপত্র তৈরি হয়ে থাকে তাহলে এখন আপনাকে চলে যেতে হবে আপনার নির্ধারিত কর সার্কেলে অর্থাৎ যে সার্কেল অফিসে করদাতা তার আয়কর রিটার্ন দাখিল করে থাকেন।