PDA

View Full Version : ফরেক্স মার্কেট বেসিক



shuvo2014
2015-01-13, 01:18 AM
শেয়ার মার্কেটের নিয়ম হচ্ছে যেকোনো শেয়ারের মূল্য সে দেশের মুদ্রার বিপরীতে নির্ধারিত হবে। যেমন, আমাদের দেশের শেয়ার মার্কেটে কোনো শেয়ারের মূল্য টাকায় নির্ধারিত হয়।

কিন্তু ফরেক্স মার্কেটে এভাবে কোন দেশের মূদ্রা বা কারেন্সির মান নির্ধারণ অসম্ভব। শুধু ইউরো বা ডলারের কোন মূল্য থাকতে পারে না। যেমনঃ ১ ডলার দিয়ে ৭৩ বাংলাদেশী টাকা পাওয়া যায়। এবার ১ ডলার দিয়ে মাত্র ০.৭০ ইউরো অথবা ০.৯৩ অস্ট্রেলিয়ান ডলার পাওয়া সম্ভব। আবার যদি জাপানিজ ইয়েনের কথা ধরি, তাহলে ১ ডলার দিয়ে আপনি ৮০ ইয়েন পাবেন। তাহলে, ডলারর মূল্য আসলে কোনটি? বিভিন্ন দেশের মানুষই তো ফরেক্স মার্কেটে ট্রেড করে, কোন দামে তারা ডলার কিনবে?

Eraulhaque
2015-02-02, 10:55 AM
ফরেক্সের মত আন্তর্জাতিক মার্কেটের কিছু বেসিক আছে।মূলত ফরেক্সের মূল বেসিক অর্জনের জন্য ছয়টি বিষয়ে ধারনা থাকতে হবে।সেগুলো হলো ১.কারেন্সি পেয়ার বা মুদ্রাজোর ২.পিপস এন্ড পিপেটিস৩.স্প্রেড ৪.লিভারেজ ৫.মার্জিন এবং৬.অ্যানালাইসিস। উক্ত ছয়টি বিষয়ে ধারনার মাধ্যমে ফরেক্স বেসিক অর্জন করা যায়।

HELPINGHAND
2015-05-15, 03:38 PM
যখন একটি দরজা বন্ধ হয়ে যাবে ঠিক তখন নিশ্চয় জানবে যে, খুব শিগ্রই তোমার জন্য আর একটি দরজা খুলে যাবে।যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে, তাদের অবস্থান সেখানেই ... তারা তোমার পেছনেই পরে থাকবে।অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে।

fxover
2015-09-20, 11:20 PM
ফরেক্স মার্কেটে এজন্যই কারেন্সি পেয়ার এর দাম অপর একটি কারেন্সি এর বিপরীতে নির্ধারন করা হয়ে থাকে । আর এজন্যই তো eur/usd, aud/usd,cad/usd এর প্রাইস ভিন্ন ভিন্ন । তবে আমরা যখন ট্রেড করব তখন সব গুলো পেয়ার এ ট্রেড না করে আমাদেরকে কোণ একটি নির্দিষ্ট পেয়ার বেছে নিয়ে ট্রেড করা উচিত । কারন অনেক গুলো পেয়ার এ ট্রেড করলে এক্সপার্ট হওয়া যায় না । এক্সপার্ট হতে হলে অল্প কিছু পেয়ারের মধ্যেই ট্রেড সীমাবদ্ধ রাখা উচিত।

shakawath
2015-09-23, 07:10 PM
কোন বিষয় এর প্রাথমিক জ্ঞানিই হল বেসিক। ফরেক্স বেসিক বলতে প্রাইস একসান, বিনিময় এর উপায় ইত্যাদি কে বোঝায়। বেসিক জানা না থাক্লে ফরেক্সের কিছুই বোঝা সম্ভব না। আর ট্রেডিং তো অনেক পরের বিষয়। প্রত্যেক আগ্রহী ব্যক্তির উচিত ট্রেডিং শুরুর পুর্বে বেসিক ভালভাবে জানা। বিভিন্ন ফোরাম ও ভিডিও টিউটোরিয়াল থেকে বেসিক জানা যাবে।

AbuRaihan
2015-10-10, 01:16 AM
ফরেক্স মার্কেট বেসিক বলতে ফরেক্স মার্কেটের মৈলিক বিষয়গুলোকেই বুঝানো হয় । অর্থ্যাৎ যে বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা না থাকলেই নয় তাকে বলা হয় ফরেক্স মার্কেট বেসিক । ফরেক্স মার্কেটের মৈলিক বিষয়গুলোর মধ্য অন্যতম হল কারেন্সি পেয়ার , লট/ভলিউম , পিপস , স্প্রেড , এবং মানিম্যানেজমেন্ট ইত্যাদি । এসব বিষয়ে একজন নতুন ট্রেডারের জ্ঞান থাকা একান্ত অপরিহার্য ।

Realifat
2015-12-20, 03:18 PM
ফরেক্সের মূল বিষয় যেগুলো না জানলে ট্রেডিংয়ে আসা যায় না তাকে ফরেক্স মার্কেটের বেসিক বলে। যেমন- পিপ, পিপস,পিপেটিস, মার্জিন, লট বা ভলিউম, লিভারেজ বা লোন, স্টপলস এবং টেকপ্রফিট, মুদ্রাজো ড় বা কারেন্সির পেয়ার ইত্যাদি ছোটোখাটো বিষয়গুলো না জানলে ট্রেডই করা সম্ভব না বলে এগুলোকে ফরেক্স মার্কেটের বেসিক বলে।

basaki
2015-12-20, 03:27 PM
ফরেক্স মার্কেট অন্যান্য ব্যবসার চেয়ে অনেক বড়।ফরেক্স মার্কেটে অনেক কিছু শিখতে হয়।ফরেক্স মার্কেটের ব্যসিক বিষয় গুলোর মধ্য অন্যতম কিছু বিষয় আছে যেমন ধরুন পিপস,মানিমেনেজমেন্ট,লিভারেজ,পিয়ার,লট ইত্যাদি।

real80
2016-02-16, 12:21 AM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে বিশেষ কোন ডিগ্রি দরকার হয় না। ফরেক্স মার্কেট সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। ফরেক্স মার্কেটের বিভিন্ন টাইম সেশন,মার্কেট এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, কেন্ডেলস্টিক চার্ট, বার চার্ট, সাপোর্ট ও রেসিস্টেন্স সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।

MotinFX
2016-02-16, 12:43 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আপনাকে ফরেক্স মার্কেটের বেসিক সম্পর্কে জানতে হবে। বেসিক সম্পর্কে জেনে এি মার্কেটে কাজ করতে হবে। আপনাকে জানতে হবে লিভারেজ, পিপস,ভলিউম,নিউজ এই সকল জানার পর আপনাকে একবছর পেমো প্রেকটিস করতে হবে। তাহলে আপনি ফরেক্স সম্পর্কে প্রথামিক দিক সম্পর্কে জানতে পারলেন।

Marufa
2016-02-23, 06:47 PM
আমি মনে করি আমি এখনও ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুই জানি না ।কতগুলো বিষয় নিয়ে আমার অনেক বেশি চিন্তা করার আছে তার মধ্যে একটি হল আসলে ফরেক্স মার্কেট এ ব্যাংক, ব্রোকার এবং ট্রেডার এর মধ্যে ট্রেডিং কিভাবে পরিচালিত হয় । বিশেষ করে ব্যাংগুলো কিভাবে ট্রেডিং করে এটি জানার আগ্রহ অনেক বেশি ।

ASADUR RAHMAN
2016-03-15, 12:53 PM
ফরেক্স মার্কেটে এভাবে কোন দেশের মূদ্রা বা কারেন্সির মান নির্ধারণ অসম্ভব। শুধু ইউরো বা ডলারের কোন মূল্য থাকতে পারে না। যেমনঃ ১ ডলার দিয়ে ৭৩ বাংলাদেশী টাকা পাওয়া যায়। এবার ১ ডলার দিয়ে মাত্র ০.৭০ ইউরো অথবা ০.৯৩ অস্ট্রেলিয়ান ডলার পাওয়া সম্ভব। আবার যদি জাপানিজ ইয়েনের কথা ধরি, তাহলে ১ ডলার দিয়ে আপনি ৮০ ইয়েন পাবেন। তাহলে, ডলারর মূল্য আসলে কোনটি? বিভিন্ন দেশের মানুষই তো ফরেক্স মার্কেটে ট্রেড করে, কোন দামে তারা ডলার কিনবে?

rahmot255
2016-03-16, 10:03 PM
আমি মনে করি ফরেক্সের মত আন্তর্জাতিক মার্কেটের কিছু বেসিক আছে।মূলত ফরেক্সের মূল বেসিক অর্জনের জন্য ছয়টি বিষয়ে ধারনা থাকতে হবে।সেগুলো হলো ১.কারেন্সি পেয়ার বা মুদ্রাজোর ২.পিপস এন্ড পিপেটিস৩.স্প্রেড ৪.লিভারেজ ৫.মার্জিন এবং৬.অ্যানালাইসিস। উক্ত ছয়টি বিষয়ে ধারনার মাধ্যমে ফরেক্স বেসিক অর্জন করা যায়।

abdulguffer
2016-03-17, 03:00 AM
ফরেক্স ট্রেড এর জন্য যেসব প্রাথমিক বা বেসিক জ্ঞান থাকা উচিত তা হলো--1)কারেন্সি পেয়ার , 2) পিপ, পিপস ও পিপেটিস, 3)লট বা ভোলিউম 4) লিভারেজ 5)সাপোর্ট 6) রেজিস্টানস 7)কেন্ডল স্টিক চাট্ , লাইন চার্ট ও বার চার্ট 8)মেটা ট্রেডার 4 এর ব্যবহার, 9)নিউজ ইম্পেক্ট 10)ফান্ডামেন্টাল এনালাইসিস 11) টেকনিক্যাল এনালাইসিস 12)প্রাইস একশন পেটার্ন ,(পিবার, এংলাফ বার , টু বার রিভার্সাল )

abdulguffer
2016-03-17, 03:02 AM
14)ইমোশনাল বা সেন্টিমেন্টাল এনালাইসিস, 15) ফিবোনেসি 16)স্টপ লস 17) টেক প্রফিট 18)লং টার্ম 19)সর্ট টার্ম 20) ট্রেনড লাইন 21)চ্যানেল , 22) স্পাইক 23)স্কালপিং 24)এক্সপার্ট এডভাইজর বা রোবট, 25) ট্রেইলিং স্টপ 26)ইন্ডিকেটর ( ADX,Moving average, fractals, RSI, OSCILLATOR, bowlinger band ) 27) ফেড, ওপেক ও এফওএমসি 28)হওকিশ ও ডোভিশ টোন, 29)বুল্লিশ ও বেয়ারিশ 30)সুইং ট্রেড 31) পিভট পয়েন্ট 32) ডেমো ট্রেড এবং 33) ডিপোজিট ও উইথড্র

yasir arafat
2016-04-07, 01:08 AM
ফরেক্স মর্কেট আর শেয়ার মার্কেটের মধ্যে অনেক ভিন্নতা লক্ষ্য করা যায়।শেয়ার মার্কেটে শুধু শেয়ারের দাম বাড়লে প্রফিট হয়।আর ফরেক্স মার্কেটে দাম বাড়লে বা কমলে উভয়ের মাধ্যমে প্রফিট করা যায়।

basaki
2016-05-07, 03:28 PM
সিব কিছুতেই বেসিক আছে আপনি যেকন কাজ করতে যান না কেন আপনি যদি ভাল করে ব্যসিক না যানেন তবে আআমি মনে করি আপনি সেই কাজে সফল হতে পারবেন বলে মনে করি না তাই আপনি যদি কোন ব্যবসা বা অন্য কিছুতে সফল হতে চান তবে আপনার বেশিক ভাল থাকতে হবে।

fardin222333
2016-05-08, 09:07 AM
যে কোন দেশের মুদ্রায় সে দেশের ট্রেড নির্ধারণ করে, যেমন এদেশের শেয়ার টাকায় প্রকাশ করে। তেমনি ফরেক্সের মূল বেসিক অর্জনের জন্য ছয়টি বিষয়ে ধারনা থাকতে হবে। সেগুলো হলো, কারেন্সি পেয়ার বা মুদ্রাজোর/পিপস এন্ড পিপেটিস/ স্প্রেড/ লিভারেজ/ মার্জিন এবং/ অ্যানালাইসিস। উক্ত ছয়টি বিষয়ে ধারনার মাধ্যমে ফরেক্স বেসিক অর্জন করা যায়।:ok:

dwipFX
2016-05-08, 09:13 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ফরেক্স সম্পর্কে বেসিক সব জানা প্রয়োজন তাহলে ফরেক্স সম্পর্কে সব কিছু নিয়ম জানা থাকলে ফরেক্স থেকে লাভ করা যায়। তাই আমাদের কে ফরেক্স সম্পর্কে সব অনলাইন থেকে পড়তে হবে।

sharifulbaf
2016-05-18, 07:23 PM
ফরেক্স মার্কেটে আমরা বেসিক বলতে বুঝে থাকি কারন ফরেক্স ট্রেডিং করতে হলে আমাদের প্রথমে আমাদের ফরেক্স শিক্ষা নিতে হবে,তার পরে ফরেক্স মার্কেটে ডেমো একাউন্ট করে কিছু দিন ডেমো ট্রেডিং করতে হবে তার পরে ফরেক্স মার্কেটের ফরেক্স ব্রোকারে লাইভ একাউন্ট করা যেতে পারে।ট্রেডিং শিখে লাইল ট্রেড করা।

Mamun13
2017-09-06, 06:57 PM
ফরেক্স মার্কেটে বেসিক বিষয় অনেক আছে৷প্রতিদিন একটা নির্ধারিত সীমিত সময়ে শেয়ার মার্কেটে ট্রেড করতে হয়৷শেয়ার মার্কেট অল্প সময়ের জন্য ওপেন/ক্লোজ হয়ে থাকে৷আর ফরেক্স মার্কেট সপ্তাহের ৫ দিন+৫ রাত একটানা খোলা থাকে৷এজন্য আপনি আপনার সুযোগ-সুবিধা মতো এবং সেশন অনুযায়ী রাত-দিন ২৪ ঘন্টাই ট্রেড করতে পারবেন৷ফরেক্স মার্কেটে নুন্যতম 1$ দিয়ে ট্রেড ওপেন করতে পারবেন আর শেয়ার মার্কেটে তা সম্ভব নয়৷শেয়ার মার্কেটে সুবিধাভোগী বড় বড় রাঘব বোয়ালও না কী থাকে...শুনেছি,যে কারনে বিশাল ভয় কাজ করে৷আর ফরেক্স মার্কেটে কোনো মহাশক্তির কোনোও পাত্তা নাই৷আপনার ব্যালেন্স আপনার চোখের সামনেই থাকবে,এখানে আপনি নিরাপদ থাকবেন৷

Rokibul7
2020-07-19, 12:22 PM
ফরেক্স মাকেটেএ আমারা কারেন্সি বিনিময়ের মাধ্যে প্রফিট করে থাকি।ডলার এর মূল্য আসলে কোনটা এইডা নিরভর করে কোন দেশে তার মূল্য কত।আসলে সব দেশে ডলারের এই মূল্য।

Md.shohag
2020-07-24, 10:50 AM
ফরেক্সের মত আন্তর্জাতিক মার্কেটের কিছু বেসিক আছে।মূলত ফরেক্সের মূল বেসিক অর্জনের জন্য ছয়টি বিষয়ে ধারনা থাকতে হবে।সেগুলো হলো ১.কারেন্সি পেয়ার বা মুদ্রাজোর ২.পিপস এন্ড পিপেটিস৩.স্প্রেড ৪.লিভারেজ ৫.মার্জিন এবং৬.অ্যানালাইসিস উক্ত ছয়টি বিষয়ে ধারনার মাধ্যমে ফরেক্স বেসিক অর্জন করা যায়।

FREEDOM
2020-07-25, 01:22 PM
ফরেক্স মার্কেট বেসিক বলতে ফরেক্স মার্কেটের মৈলিক বিষয়গুলোকেই বুঝানো হয় । অর্থ্যাৎ যে বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা না থাকলেই নয় তাকে বলা হয় ফরেক্স মার্কেট বেসিক । ফরেক্স মার্কেটের মৈলিক বিষয়গুলোর মধ্য অন্যতম হল কারেন্সি পেয়ার , লট/ভলিউম , পিপস , স্প্রেড , এবং মানিম্যানেজমেন্ট ইত্যাদি । এসব বিষয়ে একজন নতুন ট্রেডারের জ্ঞান থাকা একান্ত অপরিহার্য ।