PDA

View Full Version : পিপস সম্পর্কে স্বছ ধারণা থাকা প্রয়োজন, কú



shuvo2014
2015-01-13, 01:23 AM
ফরেক্স মার্কেটের মুভমেন্ট পিপস এর সাহায্যে গণনা করা হয়। প্রায়শই শুনবেন ইউরো/উ.এস.ডি আজকে ২০০ পিপস বেড়েছে। মার্কেট খুব মুভ করছে, ৫ মিনিটেই ১০০ পিপস বেড়েছে ইত্যাদি।

Eraulhaque
2015-02-02, 10:14 AM
ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারের ক্ষুদ্রতম পরিবর্তনকে পিপস বলে।আর ফরেক্স মার্কেটে কারেন্সি পিপসে পরিবর্তন হয়।কারেন্সি পেয়ারের দশমিকের চতুর্থ অংকের যে পরিবর্তন হয় সেটাই পিপস।মার্কেটের মুভমেন্ট কেমন তা বুঝতে পিপস সম্পর্কে জানা প্রয়োজন।

জাহাঙ্গীর
2015-02-16, 01:14 PM
ফরেক্স মার্কেটের উঠা-নামা হিসাব করা হয় পিপস এর মাধ্যমে। তাই এ বিষয়ে নতুনদের স্বচ্ছ ধারণা থাকা দরকার। আমি একটি ট্রেড করেছি এখান থেকে আমি কি পরিমাণ লাভ করতে পারবো তা বের করতে আমাকে জানতে হবে আমি ট্রেড লাগানোর পর মার্কেট আর কত পিপস পর্যন্ত উঠতে পারে অথবা আমি কতটুকু লস দিতে পারি তাও পিপস দ্বারা নির্ধারণ করে আমাকে স্টপ লস লাগাতে হবে।

Abdul Momin Chowdhury262
2015-02-17, 11:53 PM
বর্তমান যুগে শেয়ার বাজারের জন্য ফরেক্স একটি জনপ্রিয় নাম । আর ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য পিপস একটি জনপ্রিয় নাম । ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারের ক্ষুদ্রতম একক হল পিপস । ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়েরের পরিবর্তন হয় পিপস এর মাধ্যমে । তাই কাউ যদি ফরেক্স মার্কেটে ভাল করতে চান পিপস সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে ।

Esan Islam
2015-03-06, 07:31 AM
পিপস হচ্ছে কারেন্সি পেয়ারের পরিবর্তন।কোন পেয়ারের দশমিকের চতুর্থ অংকের পরিবর্তনই পিপস। যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে পিপস সম্পর্কে ধারনা থাকা তাদের প্রয়োজন। কেননা পিপস সম্পর্কে ধারনা না থাকলে লাভ লসের হিসাব করা সম্ভব নয়।ফরেক্স মার্কেটের লাভ লসের কারনই পিপস পরিবর্তন।সুতরাং পিপস সম্পর্কে স্বচ্ছ ধারনা ট্রেডারদের জন্য অবশ্যই প্রয়োজন। ফরেক্স মার্কেটে পিপস সম্পর্কে ধারনা বেশ গুরুত্বপূর্ণ।

Eraulhaque
2015-03-06, 08:47 AM
ফরেক্স মার্কেটে সঠিক অ্যানালাইসিস ও সঠিক হিসাব করার জন্য পিপস সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকা প্রয়োজন। পিপস এবং পিপেটিস দুটি আলাদা অবস্থা যা অনেক নতুন ট্রেডার বুঝতে পারে না। অনেক নতুন ট্রেডার আছে যারা পিপেটিসের পরিবর্তনকে পিপস ধরে নেয়।কিন্তু এটা ক্লিয়ার হতে হবে যে পিপস হল দশমিকের পর চতুর্থ অংকের পরিবর্তন আর পিপেটিস দশমিকের পর ৫ম অংকের পরিবর্তন।

A Momin Chowdhury262
2015-03-11, 11:49 PM
ফরেক্স মার্কেটের ক্ষুদ্রতম একক কে বলা হয় পিপস । আর এই পিপস এর মাধ্যমে নির্ধারিত হয় মার্কেট কতটুকু মুভ করেছে । আর কতটুকু মুভ করলে আপনি লাভ করবেন বা লস করবেন । তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য পিপস সম্পর্কে জানা খুব জরুরী ।

Esan Islam
2015-03-12, 07:33 AM
ফরেক্স মার্কেটে পিপস খুবই গুরুত্বপূর্ণ। পিপস সম্পর্কে ভালো ধারনা না থাকলে ফরেক্স মার্কেটে ট্রেড করে সফলতা অর্জন সম্ভব নয়।কারেন্সি পেয়ারের দশমিকের পরের চতুর্থ অংকে পিপস বলে।ফরেক্স মার্কেটে পিপস পরিবর্তনের সঙ্গেই লাভ/লসের সম্পর্ক। পিপসের মুভমেন্ট যদি কোনো ট্রেডারের অনুকুলে যাই তাহলে ট্রেডে তার লাভ আসবে। আবার পিপসের মুভমেন্ট যদি তার প্রতিকুলে যাই তাহলে তার লস হবে।

Harun1650
2015-03-12, 04:04 PM
পিপস মানে হচ্ছে আপনি যেই দাম এ সেল অথবা বাই করেছেন তার থেকে ৫ম অংকের যে উপরে অর নিচের দিকে নামার যে পরিবর্তন তাকে আমরা পিপস বলে থাকি। ধরুন আপনি ১১২৫.৫০ তে ০.০১ লট এ ইউরো/ইউএসডি বাই দিলেন দেখা গেল ১ ঘন্টা পর আপনার যেই প্রাইস এ কিনেছেন এটা এখন তার থেকে অনেক বেশি হয়ে গেছে মানে ১১২৬.৫০ হয়েছে তার মানে আপনার এখানে টোটাল ১০০ পিপস ্লাভ হয়েছে কিন্তু এখানে আপনি পাচ্ছেন ৯৭ পিপস কারন এখান থেকে ব্রোকার ৩ স্প্রেড কমিশন কেটে নিয়ে যাবে ।

Shimanto754
2015-05-13, 08:55 AM
ফরেক্স একটা গতিশীল মার্কেট।দুএক মিনিটের মধ্যেও আপ ডাউন হয়।এই আপ এবং ডাউনের হিসাবনিকাশ হয় পিপসের মাধ্যম।কারেন্সির পেয়ারের চতুর্থ অংকের যে পরিবর্তন হয় তাকে পিপস বলে।পিপস সম্পর্কে স্বচ্ছ ধারনা প্রয়োজন।সঠিক মানি ম্যানেজমেন্টে এবং অ্যানালাইসিস করতে হলে পিপসের হিসাবনিকাশ জরুরি।তাই পিপস সম্পর্কে ভালোভাবে জানা দরকার।

fxover
2015-09-20, 04:42 PM
ফরেক্স মার্কেটে ধাপে ধাপে আমাদের পিপস এর হিসাব করতে হয় তাই পিপস এর ধারনাটা স্পষ্ট থাকা খুব জরুরী । কোন কারেন্সি পেয়ার এর মুল্যের দশমিকের পর ৪র্থ ঘরের মানকে পিপ বলে। আর পিপকে বহুবচনে আমরা পিপস বলি । ফরেক্স মার্কেট এর সব ক্ষেত্রেই আমাদেরকে পিপস এর হিসাব করতে হয় । যেমন- আমারা যখন কোন ট্রেড ওপেন করতে যাব তখন আমাদের ট্রেড টি কত লস এ ওপেন হবে তা জানার জন্য অর্থাৎ স্প্রেড বোঝার জন্য আপনাকে পিপস এর হিসাব জানতে হবে । আবার স্টপ লস বা টেক প্রফিট সেট করার সমর আপনাকে পিপস এর হিসাব করতে হবে।

swadip chakma
2015-09-24, 12:17 AM
ফরেক্স পিপ্স সম্পরকে আগে আমার তেমন ধারনা ছিল না,আসলে ফরেক্স করতে গেলে ফরেক্স পিপ্স সম্পরকে ধারনা না থাকলে সহজে আয় করা যাবে না।তাই ফরেক্স সম্পরকে লেখাপড়া করার সময় অবসস্যাই পিপ্স সম্পরকে স্বচ্চ ধারনা নিতে হবে না হলে আয় করা কটিন হবে।

AbuRaihan
2015-10-08, 12:11 AM
ফরেক্স মার্কেটে পিপস এর ব্যবহার বহুলভাবে হয়ে থাকে । কারণ ফরেক্স মার্কেট এর যে সব কারেন্সি পেয়ার আছে তাদের প্রাইস এর মধ্য দশমিক এর পরের চার সংখ্যার মানকে একসাথে বলা হয় পিপস । এই পিপস সবাই লাভ করতে চায় । দৈনিক অল্প অল্প করে পিপস লাভ করলে মাস শেষে একটা বিরাট অংকের এমাউন্ট ডলার হয়ে যায় । ফরেক্স করার ক্ষেত্রে তাই পিপস সম্পর্কে পরিষ্কার এবং ভালো ধারণা থাকা উচিত । ফরেক্স এর গাণিতিক সব হিসেব নিকাশের জন্য পিপস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে ।

dinner
2015-12-12, 12:15 AM
ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে PIP বা পিপ বলে। PIPS অথবা পিপস হচ্ছে PIP এর বহুবচন, যেমনঃ Market has changed 120 pips today. অর্থাৎ, মার্কেট আজকে ১২০ পিপস পরিবর্তিত হয়েছে। অনেকে পিপস কে পয়েন্ট ও বলে। তবে আন্তর্জাতিকভাবে pips ই বহুল প্রচলিত।পিপস কি , তা বুঝতেই অধিকাংশ মানুষ প্রচুর সময় ব্যয় করে ফেলে। দেখা যাক, আমরা কিছু উদহারনের সাহায্যে সহজ করে শিখতে পারি কিনা।

basaki
2015-12-18, 07:49 PM
পিপস ফরেক্স মার্কেটের একটি কমন শব্দ।একজন ট্রেডার কে ফরেক্স ট্রেড করতে গেলে তার পিপস সম্পর্কে সচ্চ ধারনা থাকা অতিব জরুরি।কারম একটি ট্রেডে আপনি কত পিপস লাভ করলেন অথবা কত লস করলেন তা জানতে পিপস জানতে হবে।

Realifat
2015-12-20, 02:32 PM
পিপস সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকা প্রয়োজন। প্রাইসের চতুর্থ অংকের যে পরিবর্তন তাকে পিপস বলে। যেমন - Euro/ Usd ১.০৮৫৫৫ থেকে ১.০৮৫৮৫ পর্যন্ত পৌছালোতাহলে পরিবর্তনের পরিমান হচ্ছে ৩ পিপস। এভাবে কত পরিবর্তন হলো তার সঠিক হিসাবনিকাশ করার জন্য পিপস সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকা প্রয়োজন বললে মনে করি।

yasir arafat
2016-04-01, 02:07 AM
ফরেক্স মার্কেটের মুভমেন্ট পিপস এর সাহায্যে গণনা করা হয়। প্রায়শই শুনবেন ইউরো/উ.এস.ডি আজকে ২০০ পিপস বেড়েছে। মার্কেট খুব মুভ করছে, ৫ মিনিটেই ১০০ পিপস বেড়েছে ইত্যাদি।

পিপস হচ্ছে ডিজিটের মুভমেন্টের একটি একক প্রক্রিয়া যা দ্বারা মার্কেটের মুভমেন্টগুলো ডিজিটের একক হিসেবে পিপস বলা হয়।যা আমরা প্রতিদিনের মার্কেটর প্রাইস নির্বাচনে ব্যবহার করি। সহজ কথায় আমাদের ট্রেডিং মুভমেন্টগুলোর ডিজিটের একক হিসেবে পিপস এর সাহায্যে গণনা করা হয়।

sharifulbaf
2016-10-30, 07:17 PM
ফরেক্স মার্কেটের ট্রেডিং করতে গেলে আমাদের সব কিছু জানতে হবে তা আমাদের জানতে হবে যাতে ফরেক্স মার্কেটের পিপস ভাল করে হিসাব করতে পারি,ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল প্রফিট করা যাবে,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে ট্রেড করতে হবে।

Mamun13
2017-10-22, 12:43 PM
পিপস হচ্ছে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য একটা একক সংখ্যা বিশেষ৷যেমন-দৈর্ঘ্যের একক মিটার,ওজনের একক গ্রাম,দূরত্বের একক কিলোমিটার...ইত্যাদির মতই পিপস হচ্ছে একক সংখ্যা৷আমরা ফরেক্স মার্কেটে মূলত পিপস অর্জন করে থাকি৷নতুন ট্রেডারগণ কেউ লস করি ১০০ পিপস ও লাভ করি ৫০ পিপস আবার দক্ষ ট্রেডারগণ কেউ লস করি ১০ পিপস ও লাভ করি ৫০ পিপস৷এই ভাবে প্রত্যেক কারেন্সী পেয়ারে প্রতিদিন ৩০,৪০,৫০ পিপস থেকে ৭০,৮০,৯০ পিপসও উঠানামা করে থাকে৷