Log in

View Full Version : ব্রোকার কি?



SOMARANITHAKUR1995
2019-11-23, 01:14 PM
আমরা যে প্রতিষ্ঠানে মেম্বারশিপের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়ে কারেন্সি লেনদেন করে থাকি সেটাই ব্রোকার। ব্রোকার ট্রেডারদের প্রত্যেকটা ট্রেড থেকে স্প্রেডের মাধ্যমে কমিশন পেয়ে থাকে। এটাই তাদের ইনকাম। এছাড়া কিছু কিছু ব্রোকারের ইনকামের সিস্টেমটা ভিন্ন থাকতে পারে। যেমন; কিছু কিছু ব্রোকারে মানি উইড্রো করার সময় চার্জ কাটে এটা একটা ইনকাম। আগে এক সময় ধনী এবং ব্যাংকগুলোই কেবল ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারত। কারণ তখন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে প্রচুর ইনভেস্ট করার প্রয়োজন হত যা সর্ব সাধারণের সাধ্যের বাইরে ছিল। ফরেক্স মার্কেটে ব্রোকার আসার পর সর্ব সাধারণ ফরেক্স মার্কেটে স্বল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে ট্রেড করার সুযোগ পাচ্ছে। তবে সব ব্রোকারে এই সুযোগ নেই। যেমন ইন্সটা ফরেক্স ব্রোকারে এই সুবিধা আছে যেখানে অল্প ডিপোজিটেও ট্রেড করা সম্ভব এবং এটা এশিয়ার সবচেয়ে ভাল ব্রোকার। এটি ট্রেডারদের সবচেয়ে ভালো সুযোগ সুবিধা প্রদান করে থাকে। ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে অবশ্যই একটি ভাল ব্রোকার সিলেক্ট করা খুবই জরুরী। এই ব্যাপারে আপনাদের মতামত কি?

Fatimamoni00
2019-11-23, 02:04 PM
ব্রোকার শব্দের খাটি বাংলা অর্থ হল দালাল। যদিও আমাদের দেশে দালাল শব্দটা খুব একটা ভাল ভাবে গ্রহন করা হয়না তবে ফরেক্স এবং শেয়ার মার্কেটে দালাল বা ব্রোকার শব্দটা খুব সম্মান জনক কারন আপনি সরাসরি ব্রোকার ছাড়া শেয়ার মার্কেট থেকে শেয়ার ক্রয়/বিক্রয় করতে পারবেন না একই ভাবে আপনি ইনস্টাফরেক্সসহ যে অনান্য ব্রোকার মার্কেটে আছে তাদের নিবন্ধন ছাড়া ফরেক্স ট্রেড করতে পারতেন না। ধন্যবাদ।

FX7
2019-11-23, 03:21 PM
ধন্যবাদ ভাই আপনাকে।এত সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য।আসলে আমি নতুন ব্রকার সম্পকে কোনই ধারনা ছিল না।আপনার পোষ্ট থেকে কিছুটা ধারনা পেলাম। আমাদের ব্রকারের টোটাল কয়টা কারেন্সি আছে বলতে পারেন।

FX7
2019-11-23, 03:24 PM
আচ্ছা ভাই আমাদের ব্রকারের কি কোন ফ্রি সিগনাল টেলিগ্রাম গ্রুপ নাই?যেখানে বাকিতে ফ্রিতে সিগনাল পাওয়া যাবে।বা আমাদের ব্রকারের কোন নিউজ প্লাটফর্ম নাই?যেখান থেকে ফরেক্স নিউজ নিতে পারবো

Rajib_Biswas
2020-02-05, 11:55 PM
যে সংগঠন বা প্রতিষ্ঠান ট্রেডারদের কে সরাসরি ফরেক্স মার্কেটের সাথে যুক্ত করে দেয় সেই সংগঠন কে ব্রোকার বলা হয়। ব্রোকারের কাজ হলো ট্রেডারদের কে ফরেক্স মার্কেটে বিনিয়োগে আকৃষ্ট করা এবং এর বিনিময়ে ব্রোকার ট্রেডারদের থেকে কমিশন বা চার্জ লাভ করে থাকে যেটাকে আমরা স্প্রেড বলে থাকি। ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে লাইসেন্স এর প্রয়োজন হয়। ব্রোকার আমাদেরকে সেই লাইসেন্স প্রদান করে ফরেক্স মার্কেটে ট্রেডিং এর সুযোগ করে দেয়। ফরেক্স মার্কেটে দু'ধরনের ব্রোকার রয়েছে। এগুলো হলো
১. ডিলিং ডেস্ক ব্রোকার ( Market Maker Broker)
২. নো ডিলিং ডেস্ক ব্রোকার (NDD Broker)

fxarif
2020-02-05, 11:59 PM
ব্রোকার হলো একটি মাধ্যম বা মিডিয়া।আমরা শেয়ার বা কারেন্সী কেনা বেচার জন্য আমাদের একটি প্ল্যাটফর্মের প্রয়োজন হয়।আর সেই প্ল্যাটফর্মটিই হলো ব্রোকার।

DJSUMON777
2020-02-06, 02:31 AM
ব্রোকার খুবই পরিচিত একটা নাম। কিন্তু আমরা হয়তো অনেকে জানিওনা ব্রোকার টা আসলে কি, ব্রোকার হল একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের কারেন্সি লেনদেন করে থাকি বা ক্রয় বিক্রয় করে থাকি। আমরা যখন ট্রেড করি তখন প্রতিটা ট্রেড থেকে ব্রোকার কমিশন পায় এক একটা কারেন্সি পেয়ার থেকে একেকরকম কমিশন পায়। এটাই মূলত হলো ব্রোকারের ইনকাম। পৃথিবীতে অনেক ব্রোকার রয়েছে কিছু কিছু ব্লগার মানি উইল ইনভেস্ট করার সময় চার্জ কাটে। তবে এশিয়ার মধ্যে সবথেকে জনপ্রিয় ব্রোকার হলো ইন্সটাফরেক্স। যদি ব্রোকার না থাকতো তাহলে আমাদের মত সাধারন পাবলিক রা যারা অল্প ইনভেস্ট করার মত সামর্থ্য রয়েছে তারা কখনো নেই কারেন্সি বিক্রয় করতে পারত না। এইসব ব্রোকার আমাদের অসামান্য সুযোগ করে দিয়েছে বিজনেস করার। যে যে প্রকার থেকে সুবিধা পেয়ে থাকে সে সেই ভূগোলের অন্তর্ভুক্ত হয়ে কাজ করে। আমরা যারা ফোরামে আছি তারা সবাই ইনস্টা ফরেক্স ব্রোকারের অন্তর্ভুক্ত হয়ে কাজ করি।

alamsat
2020-02-06, 10:41 AM
আগেকার দিনে ফরেক্স ট্রেড করত বিভিন্ন বড় বড় আর্থিক প্রতিষ্ঠান কারন ফরেক্স ট্রেড করতে হলে অনেক অর্থের প্রয়োজন হত এখন ও হয় কিন্তু ব্রোকার আমাদের হয়ে সেই অর্থ বহন করে আমাদের ক্ষুদ্র বিনিয়োগ এর মাধ্যমে ফরেক্স ট্রেড করার সুযোগ প্রদান করে থাকে। আর আমাদের ট্রেড করার জন্য অনেক উপকরন কাস্টমার সার্ভিস ছাড়াও অনেক সুবিধা প্রদান করে থাকে বিনিময়ে ব্রোকার আমাদের নিকট থেকে অতি সামান্য কমিশন গ্রহন করে থাকে। আপনি যখন কোন ট্রেড অপেন করেন তখন ব্রোকার আপনার ট্রেড থেকে সামান্য কমিশন কেটে ট্রেড করার সুযোগ প্রদান করে মুলত এটাই ব্রোকারের কাজ।

Hredy
2020-03-27, 05:03 PM
ধন্যবাদ ভাই আপনাকে।এত সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য।আসলে আমি নতুন ব্রকার সম্পকে কোনই ধারনা ছিল না।আপনার পোষ্ট থেকে কিছুটা ধারনা পেলাম। আমাদের ব্রকারের টোটাল কয়টা কারেন্সি আছে বলতে পারেন।

rakib.r
2020-03-27, 07:15 PM
ব্রোকার হলো একটা মাধ্যম । যেমন আপনি যদি টাকা সুরক্ষিত রাখতে চান তাহলে ব্যাংকে টাকা রাখেন, কোথাও ঘুরতে গেলে বাস ট্রেনে করে যান এটাও ঠিক তেমনি। ফরেক্স মার্কেটে যদ আপনি ট্রেড করতে চান আপনি তো সরাসরি আর ট্রেড করতে পারবেন না। আপনার অবশ্যই একটা প্রতিষ্টানের সাথে যুক্ত হয়ে তারপর ফরেক্স ট্রেড করতে হবে। এই প্রতিষ্টান বা মাধ্যম টাই হলো ব্রোকার

SR12
2020-03-27, 07:20 PM
ফরেক্স মার্কেটে আমরা সরাসরি ট্রেড করতে পারি না এখানে আমাদেরকে ব্রোকারের সাহায্য নিতে হয়। ব্রোকার মুলত এখানে মধ্যস্ততা হিসেবে কাজ করে যে কারন আমরা তাদের সাহায্যে খুব সহজেই মার্কেটে ট্রেড করতে পারি এজন্য অবশ্য তারা আমাদের কাছ থেকে একটা কমিশন কেটে নেয়।

SHARIFfx
2020-03-27, 07:39 PM
এক কথায় বলতে গেলে ব্রকার হচ্ছে দালাল। জেটি আপনাকে মুদ্রা বাজার থেকে মুদ্রা ক্রয় বিক্রয় করতে সাহায্য করবে। আপনি চাইলে ঘরে বসে এই বিজনেস করতে পারেন। এর জন্য রেগুলেটেড ব্রকার বাছাই করতে হবে। পরে আপনি আপনার পরিচয় নিশ্চিত করার ডকুমেন্টস ভেরিফাই করে ব্রকারের মাধ্যমে মুদ্রা ক্রয় বিক্রয় করতে পারবেন।

DIGITALBABU2020
2020-03-27, 08:50 PM
ব্রোকার শব্দের অর্থ হল দালাল। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে যে কোন ব্রোকার এর আন্ডারে ট্রেড করতে হয়। যখন ফরেক্স মার্কেটে ব্রোকার ছিল না তখন এখানে একমাত্র ধনী ব্যক্তিরা এবং বড় বড় ব্যাংকগুলি ফরেক্স মার্কেটে ট্রেড করত৷ কারণ তখন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে প্রচুর বিনিয়োগ করা লাগতো। কিন্তু এত বিনিয়োগ করা সর্ব সাধারণের পক্ষে অসম্ভব ছিল। তাই সবাই এখানে ট্রেড করতে পারত না। ব্রোকার আসার পর ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায়। এক একটা ব্রোকারের সুবিধা এক এক রকম। ফরেক্সে অনেকগুলি ব্রোকারআছে। এর মধ্যে অবশ্যই ভালো একটি ব্রোকার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। তবে এমন একটি ব্রোকার নির্বাচন করতে হবে যে ব্রোকার এর বিশ্বাসযোগ্যতা অনেক বেশি এবং তাদের সবচেয়ে ভাল সুযোগ সুবিধা প্রদান করে থাকে। আমার জানামতে ইন্সটাফরেক্স এশিয়ার মধ্যে সবচেয়ে ভাল ব্রোকার এবং এটি ট্রেড করার জন্য ট্রেডারদের সবচেয়ে বেশি অপরচুনিটি প্রদান করে থাকে। যেমন ইন্সটাফরেক্স ব্রোকারে ফোরাম আছে যার কারণে এখানে ফোরামে পোস্ট করে বোনাস অর্জন করে ট্রেড করা যায়। হলে ডলার ডিপোজিট না করেও ট্রেড করার সুযোগ আছে। তাছাড়া এখানে উইথড্রো চার্জ নেই, স্প্রেড কম, ভুল পেমেন্ট মেথড এ উইথড্র করলে ব্যালেন্স পুনরায় ফেরত আসে ইতালি সুবিধার কারণে ইন্সটাফরেক্স আমার কাছে সবচেয়ে বেশি গ্রহনযোগ্য।

Mas26
2020-03-27, 08:55 PM
ব্রোকার শব্দের খাটি বাংলা অর্থ হল দালাল। যদিও আমাদের দেশে দালাল শব্দটা খুব একটা ভাল ভাবে গ্রহন করা হয়না তবে ফরেক্স এবং শেয়ার মার্কেটে দালাল বা ব্রোকার শব্দটা খুব সম্মান জনক কারন আপনি সরাসরি ব্রোকার ছাড়া শেয়ার মার্কেট থেকে শেয়ার ক্রয়/বিক্রয় করতে পারবেন না একই ভাবে আপনি ইনস্টাফরেক্সসহ যে অনান্য ব্রোকার মার্কেটে আছে তাদের নিবন্ধন ছাড়া ফরেক্স ট্রেড করতে পারতেন না। ধন্যবাদ।

amreta
2020-03-28, 04:29 PM
মেরে প্যারে ভাই আগর হাম ইয়াহান করতে কর্তে ফরেক্স এক দালাল বিলকুল ভী বকুল হ্যায় করতে হৈ হম আপনি মারজি করতে করতে এবং জিতনা ভি হামেন ইয়াহান প্রতি মুনাফা মিল্টা হ্যা সব হামারা হি হতা হামেন ট্যাব হোতা হ্যা যাব হাম মেহনাট ইয়াহানের সাথে ব্যবসা করছে এবং বাজার ও তারার বাজার বিশ্লেষণ করছে

FRK75
2021-04-04, 02:51 PM
ধন্যবাদ ভাই আপনাকে।এত সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য।
ব্রোকার শব্দের খাটি বাংলা অর্থ হল দালাল। যদিও আমাদের দেশে দালাল শব্দটা খুব একটা ভাল ভাবে গ্রহন করা হয়না তবে ফরেক্স এবং শেয়ার মার্কেটে দালাল বা ব্রোকার শব্দটা খুব সম্মান জনক কারন আপনি সরাসরি ব্রোকার ছাড়া শেয়ার মার্কেট থেকে শেয়ার ক্রয়/বিক্রয় করতে পারবেন না একই ভাবে আপনি ইনস্টাফরেক্সসহ যে অনান্য ব্রোকার মার্কেটে আছে তাদের নিবন্ধন ছাড়া ফরেক্স ট্রেড করতে পারতেন না।

Smd
2021-06-05, 08:32 AM
ব্রোকারের কাজ হলো ট্রেডারদের কে ফরেক্স মার্কেটে বিনিয়োগে আকৃষ্ট করা এবং এর বিনিময়ে ব্রোকার ট্রেডারদের থেকে কমিশন বা চার্জ লাভ করে থাকে যেটাকে আমরা স্প্রেড বলে থাকি। ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে লাইসেন্স এর প্রয়োজন হয়। আর আমাদের ট্রেড করার জন্য অনেক উপকরন কাস্টমার সার্ভিস ছাড়াও অনেক সুবিধা প্রদান করে থাকে বিনিময়ে ব্রোকার আমাদের নিকট থেকে অতি সামান্য কমিশন গ্রহন করে থাকে। আপনি যখন কোন ট্রেড অপেন করেন তখন ব্রোকার আপনার ট্রেড থেকে সামান্য কমিশন কেটে ট্রেড করার সুযোগ প্রদান করে থাকে।

EmonFX
2021-06-05, 03:37 PM
আমরা যে প্রতিষ্ঠানে মেম্বারশিপের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়ে কারেন্সি লেনদেন করে থাকি সেটাই ব্রোকার। ব্রোকার ট্রেডারদের প্রত্যেকটা ট্রেড থেকে স্প্রেডের মাধ্যমে কমিশন পেয়ে থাকে। এটাই তাদের ইনকাম। এছাড়া কিছু কিছু ব্রোকারের ইনকামের সিস্টেমটা ভিন্ন থাকতে পারে। যেমন; কিছু কিছু ব্রোকারে মানি উইড্রো করার সময় চার্জ কাটে এটা একটা ইনকাম। আগে এক সময় ধনী এবং ব্যাংকগুলোই কেবল ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারত। কারণ তখন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে প্রচুর ইনভেস্ট করার প্রয়োজন হত যা সর্ব সাধারণের সাধ্যের বাইরে ছিল। ফরেক্স মার্কেটে ব্রোকার আসার পর সর্ব সাধারণ ফরেক্স মার্কেটে স্বল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে ট্রেড করার সুযোগ পাচ্ছে। তবে সব ব্রোকারে এই সুযোগ নেই। যেমন ইন্সটা ফরেক্স ব্রোকারে এই সুবিধা আছে যেখানে অল্প ডিপোজিটেও ট্রেড করা সম্ভব এবং এটা এশিয়ার সবচেয়ে ভাল ব্রোকার। এটি ট্রেডারদের সবচেয়ে ভালো সুযোগ সুবিধা প্রদান করে থাকে। ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে অবশ্যই একটি ভাল ব্রোকার সিলেক্ট করা খুবই জরুরী। এই ব্যাপারে আপনাদের মতামত কি?

আমরা যে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রানাধিন ফরেক্সে ট্রেডিং করি, সেই প্রতিষ্ঠানই হলো ব্রোকার। ফরেক্স ব্রোকার বলতে বুঝায় মধ্যস্থতাকারী। ব্রোকার বায়ার এবং সেলারদের মধ্যে মধ্যস্থতা করে থাকেন। অন্যভাবে বলতে গেলে, আমরা যে প্রতিষ্ঠানের আন্ডারে একাউন্ট খুলেছি এবং ট্রেডিং কার্যক্রম পরিচালনা করে থাকি সেই প্রতিষ্ঠানকে ব্রোকার বলা হয়ে থাকে'। ফরেক্স মার্কেটে দুই ধরনের ব্রোকার থাকেন। যথা-
১। d-link ডেস্ক ব্রোকার
২। non d-link ডেস্ক ব্রোকার

যে ব্রোকারগুলো নিজে ট্রেডিং না করে একজন বায়ারের বিপরীতে একজন সেলার খুঁজে দেন বা একজন সেলারের বিপরীতে একজন বায়ার খুঁজে দেন তাদেরকে ডি-লিংক ব্রোকার বলে। আবার যে ব্রোকারগুলো আপনার প্রতিটি এন্ট্রির একটি বিপরীত এন্ট্রি ওপেন করে থাকেন সেসব ব্রোকারকে নন ডি-লিংক ব্রোকার বলে। এরা কোন ট্রেডারদের মধ্যে সমন্বয় ঘটান না, নিজেই ট্রেডারদের বিপরীত পক্ষ হিসেবে কাজ করে থাকে।

FRK75
2021-08-06, 11:29 AM
ফরেক্স ট্রেড করত বিভিন্ন বড় বড় আর্থিক প্রতিষ্ঠান কারন ফরেক্স ট্রেড করতে হলে অনেক অর্থের প্রয়োজন হত এখন ও হয় কিন্তু ব্রোকার আমাদের হয়ে সেই অর্থ বহন করে আমাদের ক্ষুদ্র বিনিয়োগ এর মাধ্যমে ফরেক্স ট্রেড করার সুযোগ প্রদান করে থাকে। আর আমাদের ট্রেড করার জন্য অনেক উপকরন কাস্টমার সার্ভিস ছাড়াও অনেক সুবিধা প্রদান করে থাকে বিনিময়ে ব্রোকার আমাদের নিকট থেকে অতি সামান্য কমিশন গ্রহন করে থাকে। আপনি যখন কোন ট্রেড অপেন করেন তখন ব্রোকার আপনার ট্রেড থেকে সামান্য কমিশন কেটে ট্রেড করার সুযোগ প্রদান করে মুলত এটাই ব্রোকারের কাজ।

Mas26
2021-08-06, 03:37 PM
ব্রোকার হলো একটি মাধ্যম বা মিডিয়া।আমরা শেয়ার বা কারেন্সী কেনা বেচার জন্য আমাদের একটি প্ল্যাটফর্মের প্রয়োজন হয়।আর সেই প্ল্যাটফর্মটিই হলো ব্রোকার।ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে লাইসেন্স এর প্রয়োজন হয়। ব্রোকার আমাদেরকে সেই লাইসেন্স প্রদান করে ফরেক্স মার্কেটে ট্রেডিং এর সুযোগ করে দেয়।আপনি যখন কোন ট্রেড অপেন করেন তখন ব্রোকার আপনার ট্রেড থেকে সামান্য কমিশন কেটে ট্রেড করার সুযোগ প্রদান করে মুলত এটাই ব্রোকারের কাজ।

Starship
2021-08-06, 04:14 PM
ব্রোকার হল ট্রেড করার জন্য ট্রেডারদের মধ্যস্থকারী প্রতিষ্ঠান। যেখানে আমরা একাউন্ট তৈরি করার মাধ্যমে ট্রেড করার সুযোগ পেয়ে থাকি। আমরা সবাই জানি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রেড করা সবার জন্য উন্মুক্ত ছিল না শুধুমাত্র বিভিন্ন ধরনের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহ ট্রেড করার সুযোগ সুবিধা পেত। পরবর্তী সময়ে সাধারণ মানুষের ট্রেড করার সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে ব্রোকার নিয়োগ করা হয় যার মাধ্যমে আমরা ট্রেড করে থাকি। আমরা ট্রেডার হওয়ার ক্ষেত্রে ব্রোকারের অবদান অনস্বীকার্য। এছাড়াও একজন ট্রেডার হওয়ার ক্ষেত্রে ব্রোকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে ইন্সটাফরেক্স একটি অন্যতম প্রকার। যারা খুব অল্প সময়ের মধ্যে তাদের সেবা ও মানের দ্বারা সকলের নিকট গ্রহণযোগ্যতা পেয়েছে।

samun
2021-09-12, 11:08 AM
ফরেক্স মার্কেটে আমরা সরাসরি ট্রেড করতে পারি না এখানে আমাদেরকে ব্রোকারের সাহায্য নিতে হয়। ব্রোকার হলো একটি মাধ্যম বা মিডিয়া।আমরা শেয়ার বা কারেন্সী কেনা বেচার জন্য আমাদের একটি প্ল্যাটফর্মের প্রয়োজন হয়।আর সেই প্ল্যাটফর্মটিই হলো ব্রোকার। মুদ্রা বাজার থেকে মুদ্রা ক্রয় বিক্রয় করতে সাহায্য করবে। আপনি চাইলে ঘরে বসে এই বিজনেস করতে পারেন। এর জন্য রেগুলেটেড ব্রকার বাছাই করতে হবে। শেয়ার বা কারেন্সী কেনা বেচার জন্য আমাদের একটি প্ল্যাটফর্মের প্রয়োজন হয়।আর সেই প্ল্যাটফর্মটিই হলো ব্রোকার।ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে লাইসেন্স এর প্রয়োজন হয়। ব্রোকার আমাদেরকে সেই লাইসেন্স প্রদান করে। যখন কোন ট্রেড অপেন করেন তখন ব্রোকার আপনার ট্রেড থেকে সামান্য কমিশন কেটে ট্রেড করার সুযোগ প্রদান করে থাকে। ফরেক্স মার্কেটে ট্রেডিং এর সুযোগ করে দেয়।আপনি যখন কোন ট্রেড অপেন করেন তখন ব্রোকার আপনার ট্রেড থেকে সামান্য কমিশন কেটে ট্রেড করার সুযোগ প্রদান করে মুলত এটাই ব্রোকারের কাজ।

Smd
2022-01-21, 10:21 PM
ব্রোকারের কাজ হলো ট্রেডারদের কে ফরেক্স মার্কেটে বিনিয়োগে আকৃষ্ট করা এবং এর বিনিময়ে ব্রোকার ট্রেডারদের থেকে কমিশন বা চার্জ লাভ করে থাকে যেটাকে আমরা স্প্রেড বলে থাকি। ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে লাইসেন্স এর প্রয়োজন হয়। ব্রোকার আমাদেরকে সেই লাইসেন্স প্রদান করে ফরেক্স মার্কেটে ট্রেডিং এর সুযোগ করে দেয়। ব্রোকার আমাদের হয়ে সেই অর্থ বহন করে আমাদের ক্ষুদ্র বিনিয়োগ এর মাধ্যমে ফরেক্স ট্রেড করার সুযোগ প্রদান করে থাকে। আর আমাদের ট্রেড করার জন্য অনেক উপকরন কাস্টমার সার্ভিস ছাড়াও অনেক সুবিধা প্রদান করে থাকে বিনিময়ে ব্রোকার আমাদের নিকট থেকে অতি সামান্য কমিশন গ্রহন করে থাকে।