PDA

View Full Version : Pipettes (পিপেটিস):



shuvo2014
2015-01-13, 01:26 AM
কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট থাকে। যেমনঃ ১.৪২৫৬১. এই পঞ্চম ডিজিট তাই হল পিপেটি। সুতরাং প্রাইস যদি ১.৪২৫৬১ থেকে ১.৪২৬৬৭ এ যায়, তবে বুঝতে হবে ১০ পিপস ৬ পিপেটিস বেড়েছে অথবা ১০৬ পিপেটিস পরিবর্তন হয়েছে।

Eraulhaque
2015-02-02, 11:02 AM
ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারের অতি ক্ষুদ্রতম পরিবর্তনকে পিপেটিস বলে। কোনো কোনো ফরেক্স ব্রোকারে মুদ্রাজোরের দশমিকের পরে পাচটি অংকের হিসাব প্রর্দশন করে।এই ৫ম অংকের যে পরিবর্তন হয় একেই পিপেটিস বলে।মূলত পিপসের ক্ষুদ্রতম একককে পিপেটিস বলা যায়।

Sacrifice
2015-02-02, 06:40 PM
ফরেক্সে কারেন্সি ক্রয় বিক্রয়ের মাধ্যমে ট্রেডাররা লাভ লস করে থাকেন। কারেন্সি জোড়ার মূল্য উত্থান -পতনের মাধ্যমে লাভ কিংবা ক্ষতি নির্ধারণ হয়। কারেন্সি জোড়ার ক্ষুদ্র পরিবর্তন অর্থাৎ দশমিকের পঞ্চম সংখ্যাটি হচ্ছে পিপেটিস। যেমনঃ কোন কারেন্সি জোড়ার মান ১.৪৫৬৭৫ থেকে ১.৪৫৬৭০ তে পরিবর্তন হওয়া মানে এখানে ৫ পিপেটিস পরিবর্তন সাধিত হয়েছে।

shawonrfx
2015-02-07, 07:44 PM
ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে PIP বা পিপ বলে । PIPS অথবা পিপস হচ্ছে PIP এর বহুবচন, যেমনঃ Market has changed 120 pips today. অর্থাৎ, মার্কেট আজকে ১২০ পিপস পরিবর্তিত হয়েছে । অনেকে পিপস কে পয়েন্ট ও বলে । তবে আন্তর্জাতিকভাবে pips ই বহুল প্রচলিত । পিপস কি , তা বুঝতেই অধিকাংশ মানুষ প্রচুর সময় ব্যয় করে ফেলে ।

Harun1650
2015-03-13, 01:10 AM
পিপেটিস বা পিপস দুটোই একই জিনিস এখন বলা যাক এটা আসলে কি পিপ মানে হচ্ছে কোন একটা দেশের কারেন্সি পেয়ার যখন আপনি ০.১০ লট এ ১.১২৪৫০ থেকে দাম পরিবর্তন হয়ে ১.১২৫৫৪ হয়েছে এখানে ১০৪ পিপ পরিবর্তন হয়েছে, আর এটা খুবিই সীমিত পরিবর্তন এটা তার মানে এই যে সামান্য পরিবর্তন পিপস এর আর এটাকে পিপেটিস বলে । তার মানে এখানে ৪ টা হচ্ছে পিপেটিস এবং সম্পুর্ন চেঞ্জটা হচ্ছে পিপস।

Esan Islam
2015-03-14, 08:01 AM
ফরেক্স মার্কেটে পিপেটিস একটি পরিচিত শব্দ।ফরেক্স মার্কেটে আমরা কারেন্সি পেয়ারের সর্বশেষ অংকের পরিবর্তনকে পিপেটিস বলতে পারি।ফরেক্স মার্কেটে লাভ/লস হিসাবের জন্য পিপেটিস খুবই গুরুত্বপূর্ণ। তাই ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেডারদের জন্য পিপেটিস সম্পর্কে ধারনা খুবই প্রয়োজন। পিপেটিস পিপসেরও ক্ষদ্রতম অংশ। পিপস যেমন দশমিকের পরের চতুর্থ অংককে বলে পিপেটিস তেমন তার পরের অংককে বলে।

mybff
2015-03-21, 11:02 PM
বিভিন্ন কারেন্সি পেয়ার এর মুল্যের দশমিকের পর ৫ম ঘরের মানকে পিপেটি বলে । আর পিপেটি এর বহু বচন হচ্ছে পিপেটিস। অনেক ব্রোকারঅই এখন এ সুবিধা টি দিয়ে থাকে ফলে আপনার প্রফিট এর ক্যাল্কুলেশন এখন আরও নিখুত হবে । এখন আপনি ইন্সটাফরেক্স ব্রোকার এই এই সুবিধাটি পাবেন । পিপেটি এর ফলে কারেন্সির উঠানামা আরও ভালো ভাবে এনবং নিখুত ভাবে দেখা যায় । তাই একউন্ট করার সময় ৫ম ঘর পর্যন্ত সিলেক্ট করে দেয়াই ভালো হবে ।

shojib23
2015-04-08, 01:28 PM
কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট থাকে। যেমনঃ ১.৪২৫৬১. এই পঞ্চম ডিজিট তাই হল পিপেটি।

Tuhin
2015-04-14, 07:30 AM
অনেক ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট পর্যন্ত থাকে । সেই সকল ব্রোকারের পঞ্চম ডিজিট টাই হল পিপেটিস । যেমনঃ ০.৮৬৫৬১ একটি পিপেটিস । সুতরাং প্রাইস যদি ০.৮৬৫৬১ থেকে ০.৮৬৬৬৭ এ যায়, তবে বুঝতে হবে ১০ পিপস ৬ পিপেটিস বেড়েছে অথবা ১০৬ পিপেটিস পরিবর্তন হয়েছে । তবে বেশিরভাগ সময়ই পিপস এ গননা করার প্র্রয়োজন হয় ।

Shimanto754
2015-05-13, 02:05 PM
হ্যা, ঠিক বলেছেন, সব ব্রোকারে না হলেও অধিকাংশ ব্রোকারেই কারেন্সির দামে পাচটি ঘর দেখায়।পিপেটিস এর হিসাবনিকাশ করা যায় এসব প্রাইসে।প্রাইসের ৫ম ঘরে যে পরিবর্তন তাকে পিপেটিস বলে। পিপসের চাইতেও পিপেটিস ছোট।১পিপস সমান ১০পিপেটিস। সুতরাং ভালো হিসাবের জন্য পিপেটিস জানাটাও প্রয়োজন।

fxover
2015-09-20, 06:54 PM
আমরা সবাই জানি যে কোন কারেন্সি পেয়ার এর দশমিকের পর ৪র্থ ঘরের মানকে বহুবচনে পিপস বলে । তবে আমরা অনেকেই জানি জানি না পিপেটিস কাকে বলে? কোন কারেন্সি পেয়ার এর দামের দশমিকের পর ৫ম ঘরের মানকে পিপেটিস বলে । যেসব ব্রোকারে দশমিকের পর ৫ম ঘর পর্যন্ত প্রাইস দেয়া থাকে সেই সব ক্ষেত্রে আমাদের মার্কেট এর মুভমেন্ট বুঝা যায় । ১ পিপস =১০ পিপেটিস ।

Jobless
2015-09-21, 11:50 AM
ফরেক্স এ কারেন্সি প্রেয়ারে দশমিকের পরের ৫ সংখ্যার পরিবর্তন কে পিপেটিস বলা হয়।যেমন ধরুন প্রাইস যদি 4.34252 থেকে 4.54250 যাই তাহলে এখনে ২ পিপস কমেছে,বা পরিবর্তন হয়েছে।

Marufa
2015-09-21, 01:26 PM
দশমিকের পরে পঞ্চম সংখ্যার প্রতিটির একক পরিবর্তনই হল এক পিপেটিস্ । অনেক ব্রোকার পিপস্ এর হিসেবে মূল্য নিধারন করে আবার অনেকে পিপেটিস্ কে হিসাব করে । ভিন্ন ভিন্ন একাউন্টের জন্য ভিন্ন ধরনের হিসাব হয় ।

shakawath
2015-09-23, 11:50 AM
আমি বিষয় টি জান্তাম না। পড়ে যা শিখলাম তা হল এমটি৫ প্লাটফর্ম এ ৪ দশমিক ঘরের পর ৫ দশমিক ঘরে যে অতিরিক্ত ডিজিট দেখায় তাই হল পিপেটি। অর্থাৎ পিপের পরের ঘর হল পিপেটি। যার বহুবচন হল পিপেটিস। ১ পিপ উঠানামা হওয়া মানে ১০ পিপেটিস উঠানামা হওয়া। আর এই অতিরিক্ত ডিজিট লাভ লস কন্ট্রোলে সুবিধা দেয়।

dinner
2015-11-29, 08:05 PM
পিপস এ দশমিকের পর ৪ ঘর থাকে আর পিপটিস হলো দশমিকের পর ৫ ঘর থাকবে ।
উ্দাহরন সরুপ : ১.৪২৫৬১. এই পঞ্চম ডিজিট তাই হল পিপেটি। সুতরাং প্রাইস যদি ১.৪২৫৬১ থেকে ১.৪২৬৬৭ এ যায়, তবে বুঝতে হবে ১০ পিপস ৬ পিপেটিস বেড়েছে অথবা ১০৬ পিপেটিস পরিবর্তন হয়েছে।

basaki
2016-03-26, 08:50 PM
পিপেটিপ্স হচ্ছে দশমিকের পরে পাচ নম্বর সংখ্যাকে পিপেটিপ্স বলা হয়ে থাকে তবে আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করি তখন পিপ্স হিসাব করেই ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি। কখন পিপেটিপ্স হসাব করে ট্রেড করি না। তাই পিপ্স সম্পির্কে ভাল জ্ঞান লাভ করেই ট্রেড করা ভাল।

abdulguffer
2016-03-27, 08:52 PM
ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ার এর দশমিক এর পরের চার ঘর পর্যন্ত যে সংখ্যা থাকে তার প্রতি একক কে পিপ বলে এবং পিপ এর বহু বচন কে পিপস বলে। কিন্তু কিছু কিছু ব্রোকার এ দশমিক এর পরে পাচ ঘর পর্যন্ত থাকে এবং পঞ্চম ঘরের প্রতি একক কে পিপেটিস বলে। ফরেক্স এ পিপেটিস হল কারেন্সি পেয়ারের অতি ক্ষুদ্রতম একক।

Biplob72
2016-03-28, 08:31 PM
পিপেটি এর ফলে কারেন্সির উঠানামা আরও ভালো ভাবে এবং নিখুত ভাবে দেখা যায় । তাই একাউন্ট করার সময় ৫ম ঘর পর্যন্ত সিলেক্ট করে দেয়াই ভালো হবে ।

yasir arafat
2016-04-06, 11:55 PM
আমরা সাধারণত ডিজিটের দিক থেকে দুই প্রকারের ব্রোকার দেখতে পাই।সেটা হচ্ছে চার এবং পাঁচ ডিজিটের ব্রোকার ।তেমনি পাঁচ ডিজিটে দশমিকের পর পাঁচটা সংখ্যা থাকে ।শেষ সংখ্যাটাকে পিপেটিস বলা হয়।

ASADUR RAHMAN
2016-04-07, 12:09 PM
ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারের অতি ক্ষুদ্রতম পরিবর্তনকে পিপেটিস বলে।কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট থাকে। যেমনঃ ১.৪২৫৬১. এই পঞ্চম ডিজিট তাই হল পিপেটি। সুতরাং প্রাইস যদি ১.৪২৫৬১ থেকে ১.৪২৬৬৭ এ যায়, তবে বুঝতে হবে ১০ পিপস ৬ পিপেটিস বেড়েছে অথবা ১০৬ পিপেটিস পরিবর্তন হয়েছে।

sharifulbaf
2016-05-19, 12:56 PM
ফরেক্স মার্কেটে আমরা কারেন্সি পেয়ারে সর্বনিম্ন পরিবর্তনকে আমরা পিপেটিস বলে থাকি,কারেন্সি পেয়ারে দশমিকের পরে ৫ নং ফিগারকে আমরা পিপেটিস বলে থাকি,ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য সব ফরেক্স ব্রোকারে আমরা পিপেটিস পবনা,অনেক ব্রোকারে পিপসের পরিবর্তন হয়ে থাকে,এই ভাবে ট্রেডিং করে থাকি।

dwipFX
2016-05-19, 05:25 PM
ফরেক্স মার্কেটে সঠিক পরিমাপের জন্য দশমিকের পরে চতুূর্থ ও ৫ম গড় গননা করা হয়। আর দশমিকের পরে ৫ম গড় কে পিপেটিকস বলা হয়। যেমন ১.১২১২১ আর শেষে অথ্যাৎ ৫মম গড়কে পিপেটিকস বলা হয়। সব ব্রোকারে ৫ম গড় গননা করেনা। ফরেক্স মার্কেটে জানার জন্য আমাদের সব কিছু ধারনা রাখতে হবে।

Sahed
2016-07-25, 04:54 PM
ফরেক্স মার্কেটে পিপস এবং পিপেটিস একটি গুরুত্বপূর্ণ বিষয় । মার্কেটে আমরা সাধারনত ডলারের হিসেব না করে পিপসের হিসেব করে থাকি । ফরেক্স মার্কেটে পিপস হচেছ কোন কারেন্সির দশমিকের পরের প্রতি চার ঘরের একটি ঘরের পরিবর্তনকে বুঝায় । আর মার্কেটে কোন কারেন্সির দশমিকের পরে প্রতি পাচ ঘরের পরিবর্তনকে পিপেটিস বলে ।

Mamun13
2017-09-07, 02:07 PM
পিপেটস হলো ১ পিপের দশ ভাগের ১ ভাগ,এটিও একটি একক সংখ্যা তবে তা দশমিকের পরের পঞ্চম সংখ্যা৷একাউন্ট ওপেনের সময় অনেকেই এই পিপেটস বা দশমিকের পরের পঞ্চম সংখ্যাটি সংযোজন করে নেয় আবার অনেকে সেটি নেয়না৷তাই সব একাউন্টে এই পিপেটস পরিলক্ষিত হয়না৷