PDA

View Full Version : ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট পয়েন্ট



Tofazzal Mia
2019-11-24, 04:56 PM
ফিবনাচ্চি রাশিমালাটি হল ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩,.... । রাশিমালাটি গঠনতন্ত্র খুব সোজা এবং মজার। শুধু দুইটা নাম্বার নিন এবং যোগ করে পরবর্তী নাম্বার বের করুণ। ফিবনাচ্চি ট্রেডিং স্ট্রাটেজি অনেকটাই শক্তিশালী, mt4 প্লার্টফর্মে ফিবনাচ্চি রিট্রেসমেন্ট নামে একটা টুলস্ আছে। যা দিয়ে আপনি ট্রেড ওপেন এবং tp/sl ঠিক করতে পারবেন। আর ফরেক্স মার্কেটে ট্রেডারদের মূল লক্ষ্য থাকে নির্ভরযোগ্য সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেল খুঁজে বের করা, যেহেতু ঐ দুই লেভেলেই নির্ভরযোগ্য ভাবে বাই এন্ট্রি এবং সেল এন্ট্রি সহজেই নেওয়া যায়। অভিজ্ঞ ট্রেডাররা সাধারণত আপট্রেন্ড এবং ডাউনট্রেন্ড মার্কেটে রিট্রেসমেন্ট পয়েন্টকে যথাক্রমে অস্থায়ী সাপোর্ট এবং রেসিস্টেন্স হিসেবে ব্যবহার করে থাকেন এবং ঐ দুই পয়েন্টে যথাক্রমে বাই এন্ট্রি এবং সেল এন্ট্রি প্রদান করে থাকেন।ফিবনাচ্চি রিট্রেসমেন্ট টুল ব্যবহারের জন্য আপনাকে প্রধানত তিনটা পয়েন্ট খেয়াল রাখতে হবে। ০১-একটি সম্পূর্ণ ট্রেন্ড, ০২- সুইং হাই, ০৩- সুইং লো ফিবনাচ্চি রিট্রেসমেন্ট পয়েন্ট হিসেবে mt4 এ ডিফল্ট কিছু কী নাম্বার থাকে এছাড়া ম্যানুয়ালি রিট্রেসমেন্ট নাম্বার ৮৮.৬ এবং ল ১২৭ এড করে নিতে পারেন।
9382
সমগ্র বিশ্বে যখন একযোগে ট্রেড চলতে থাকে, তখন লক্ষ-লক্ষ ট্রেডার ফিবনাচ্চি টুলস ব্যবহার করে আপট্রেন্ড এবং ডাউনট্রেন্ড মার্কেটের রিট্রেসমেন্ট পয়েন্ট নির্ণয় করে ঐ পয়েন্টে একসাথে বাই এন্ট্রি এবং সেল এন্ট্রি নিয়ে থাকে। অনেকবেশি বাই এন্ট্রি এবং সেল এন্ট্রি এর চাপে স্বাভাবিকভাবেই নিয়মেই আপট্রেন্ড এবং ডাউনট্রেন্ড মার্কেটে রিট্রেসমেন্ট পয়েন্টের পরে দাম বৃদ্ধি এবং হ্রাস পেতে শুরু করে, ফলে আপট্রেন্ড এবং ডাউনট্রেন্ড মার্কেটের রিট্রেসমেন্ট পয়েন্ট তখন নির্ভরযোগ্য সাপোর্ট এবং রেসিস্টেন্স হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সাধারণ ভাবে ট্রেডাররা আপট্রেন্ড মার্কেটে রিট্রেসমেন্ট পয়েন্টের কিছু নীচে এবং ডাউনট্রেন্ড মার্কেটের রিট্রেসমেন্ট পয়েন্টের কিছু উপরে স্টপ লস হিসাবে সেট করে থাকেন । তবে, ট্রেডাররা আপট্রেন্ড মার্কেটে রিট্রেসমেন্ট পয়েন্টের চেয়ে কিছু উঁচুতে বাই এন্ট্রি এবং ডাউনট্রেন্ড মার্কেটে রিট্রেসমেন্ট পয়েন্টের চেয়ে কিছু নীচুতে সেল এন্ট্রি নিয়ে থাকে।, ট্রেডাররা রিট্রেসমেন্ট পয়েন্টকে তখন স্টপ লস হিসাবে সেট করার জন্য ব্যবহার করে থাকেন ।

FX7
2019-11-25, 02:12 AM
কিছুই বুঝতে পারলাম না ভাই,আমি নতুন আপনাদের মাঝে।আসলে আমি ফিবো সম্পকে কিছুই জানি না।ফিবো এর গুরুত্ব বা ব্যাবহার সম্পকে আমার কোন ধারনাই নেই।আমি এখনই গুগলে সাচ করে দেখে নিবো যে ফিবো কি এবং এর ব্যাবহার।তার পর আপনার পোষ্ট আমি আবার পড়ে কিছু বোঝার চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে সময় নষ্ট করে পোষ্ট শেয়ার করার জন্য।আশা করি আপনি নিয়মিত ফোরামে আসবেন ও আমাদের নতুন কিছু শেখাবেন।