PDA

View Full Version : টেসলার সাইবারট্রাক



Montu Zaman
2019-11-25, 03:29 PM
9392
গত বৃহস্পতিবার বিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা কোম্পানিটির নতুন মডেলের গাড়ির মোড়ক উন্মোচন করা হয়, যা নাম দেওয়া হয়েছে সাইবারট্রাক। মোড়ক উন্মোচনের পর এটা কেনার জন্য অর্ডার করেছে প্রায় দেড় লাখ ক্রেতা। যদিও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্ক জানিয়েছেন ‘‘আমরা বৈদ্যুতিক গাড়ির যেসব অগ্রিম বুকিং পেয়েছি, তার মধ্যে ডুয়াল-মোটরের ক্রয়াদেশ ৪২ শতাংশ, যেটির অর্ডার শুরু হয়েছে ৪৯ হাজার ৯০০ ডলারে। ৬৯ হাজার ৯০০ ডলারে শুরু হওয়া টিপল-মোটরের ক্রয়াদেশ ৪১ শতাংশ; এটির উৎপাদন ২০২২ সালের শেষের দিকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।’’ অন্যদিকে ৩৯ হাজার ৯০০ ডলারে শুরু হওয়া সিঙ্গেল-মোটর মডেলটির ১৭ শতাংশ ক্রয়াদেশ পাওয়ার কথাও জানান টেসলার সিইও।

Artsemebas
2019-12-18, 11:22 PM
Instead of criticising write the variants is better.

Rakib Hashan
2019-12-30, 05:14 PM
আজ থেকে চীনে নির্মিত বৈদ্যুতিক গাড়ি সরবরাহ শুরু করছে যুক্তরাষ্ট্রভিত্ িক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা। একে ইলোন মাস্কের কোম্পানিটির জন্য বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাইরে এর শত কোটি ডলারের সাংহাই কারখানা চালু হয় এবং অক্টোবরে নির্মাণ শুরু হয়। প্রাথমিক পর্যায়ে মডেল ওয়াই নির্মাণের পর ওই কারখানায় বছরে আড়াই লাখ গাড়ি নির্মাণ লক্ষ্যমাত্রা রয়েছে টেসলার। গাড়ি হস্তান্তরের তারিখ হিসেবে ৩০ ডিসেম্বর নির্ধারণের মানে দাঁড়াচ্ছে কারখানা চালুর ৩৫৭ দিনের মধ্যে গ্রাহকদের হাতে গাড়ি পৌঁছে দিচ্ছে টেসলা। এর মাধ্যমে চীনে বৈশ্বিক গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর সামনে একটি রেকর্ড হিসেবে দাঁড়িয়েছে। ভর্তুকি বাদে চীনে নির্মিত গাড়ির দাম নির্ধারণ করা হচ্ছে ৩ লাখ ৫৫ হাজার ৮০০ ইউয়ান বা ৫০ হাজার ডলার। আগামী ২৫ জানুয়ারি চীনা নববর্ষের আগেই সাধারণ গ্রাহকদের হাতে গাড়ি সরবরাহ করবে বলে জানিয়েছে টেসলা। ইভির বৃহত্তম বাজার হিসেবে দাঁড়িয়েছে চীন। গত বছর চীনে ১৩ লাখ ইভি বিক্রি হয়েছে। এ কারণে এ বাজারে বিশেষ মনোযোগ টেসলার। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বিভিন্ন রেসিং ইভেন্ট ও শোরুম পার্টি আয়োজন করছে কোম্পানিটি।