Log in

View Full Version : চার্ট অ্যানালাইসিসের জন্য কোন টাইমফ্রেমের কোন মানে বোঝায়?



SUROZ Islam
2019-11-27, 03:25 PM
9418
মেটাট্রেডার ফোর বা ফাইভ প্লাটফর্মে চার্ট অ্যানালাইসিস দেখার জন্য বিভিন্ন টাইমফ্রেম পাওয়া যায়। যার মানেগুলো হল m1 হল ১ মিনিটের চার্ট, m5 হল ৫ মিনিটের চার্ট, m15 হল ১৫ মিনিটের চার্ট, m30 হল ১৫ মিনিটের চার্ট, h1 হল ১ ঘন্টার চার্ট, h4 হল ৪ ঘন্টার চার্ট,, d1 হল ১ দিনের চার্ট,, w1 হল সপ্তাহের চার্ট, mn হল প্রতি মাসের চার্ট। এইসব টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ কত প্রাইস বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যেমন যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃকোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছেকোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছেপ্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিলপ্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিলসাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে। এছাড়াও মেটাট্রেডার ফাইভে আপনি আরো কাস্টম টাইমফ্রেম ব্যবহার করতে পারবেন।
মুলত আপনি কোন নির্দিষ্ট টাইমফ্রেমের কোন ১টি ক্যানডেল দেখলেই বুঝতে পারবেন ঐ সময়ে প্রাইসের মুভমেন্ট কেমন হয়েছিল।কোন টাইমফ্রেমে ট্রেড করবো?এটা নির্ভর করে আপনি কি ধরনের ট্রেড করতে চান। আপনি যদি স্ক্যাল্পিং পছন্দ করেন তবে আপনার উচিত m1, m5 অথবা m15 এ ট্রেড করা। আপনি যদি সাধারন কিংবা একটু লং টার্ম ট্রেড করতে চান, তবে আপনার m30, h1 অথবা h4 এ ট্রেড করা উচিত। সুইং বা পজিশন ট্রেড করতে আগ্রহী হলে আপনার সপ্তাহ অথবা মাসের টাইমফ্রেমগুলোকে অ্যানালাইসিস করা উচিত।

FX7
2019-12-10, 12:21 AM
ধন্যবাদ ভাই চাট এনালাইসিস আলোচনা করার জন্য।আমি নতুন ফরেক্স এ।এসব আমার কাছে সবই শিক্ষনিয় এনালাইসিস। নতুন নতুন আপনাদের সাথে টেড করা শুরু করেছি,তাই আমি সব সমবয় আপনাদের মত অভিঙৃগ টেডারদের পোষ্ট পড়ি। তাতে আমি সতিই বেশ উপকৃত হই।প্রতিনিয়তই নতুন নতুন কিছু শিখি

Sohagzaman22
2020-01-09, 04:45 PM
চাট এনালাইসিস করার জন্য আমরা প্রথমমত সপ্তাহিক শেষ সপ্তাহিক ক্যানডেল দেখবো তারপর আমরা ডেইলি ক্যান্ডেল দেখবো এই পর আমরা ট্রেড নেওয়ার সময় আমরা চার ঘন্টার চাট দেখে এন্ট্রি নিবো। আর সময় আমরা ডেইলি ক্যান্ডেল শেষ হওয়াপর পরের দিন আমরা নতুন এন্ট্রি নিবো তাহলে আমরা সুন্দর এন্ট্রি পাবো

binalam
2020-01-10, 08:44 AM
চার্ট এনালাইসিস করে ট্রেড করা দুরূহ ব্যাপার | সেই কারণে আপনাকে কোনো নির্ভরযোগ্য সিস্টেম নিয়ে ট্রেড করতে হবে | এই দেশে ট্রেডাররা একটি গোলক ধাঁধার মধ্যে ঘুরে ফিরে আছে এবং অনেক কিছ জানেনা যা শুনলে নিজেরাই অবাক হয়ে যাবেন | বিস্তারিত তথ্য জানার জন্য মোবাইল এ যোগাযোগ করতে পারেন | ০১৮২৮ ৬১০ ৬৬৬

mdmoshin1988
2020-01-10, 07:56 PM
আমি নতুন ফরেক্স এ।এসব আমার কাছে সবই শিক্ষনিয় এনালাইসিস। নতুন নতুন আপনাদের সাথে টেড করা শুরু করেছি,তাই আমি সব সমবয় আপনাদের মত অভিঙৃগ টেডারদের পোষ্ট পড়ি। তাতে আমি সতিই বেশ উপকৃত হই।প্রতিনিয়তই নতুন নতুন কিছু শিখি।

Sohagzaman22
2020-01-11, 08:01 PM
চাট এনালাইসিস জন্য ডেইলি চাট ভালো এরপর চার ঘন্টার চাট এনালাইসিস করে এন্ট্রি নিতে হব। অনেকে এক ঘন্টার চাট দিয়েও এনালাইসিস করে এন্ট্রি নিয়ে ট্রেড নিয়ে থাকে। তবে আমার ব্যক্তিগত ডেইলি চাট থেকে এন্টি নিয়ে ট্রেড নিলে ট্রেড লস হবার সম্ভাবনা খুবই কম থাকে। তাই বলা যায় ডেইলি ভালো কনফার্ম হওয়া যায়

Fxhuman
2020-01-18, 08:48 PM
অনেক ধরনের টাইম ফ্রেম রয়েছে ট্রেড প্লাটফর্ম এ । মিনিট ১ থেকে শুরু করে ১ মাস এর টাইম ফ্রেম দেকতে পাই আমরা । স্কাল্পিং এর ক্ষেত্রে ছোট টাইম ফ্রেম আর লং ট্রেড এর ক্ষেত্রে বড় টাইমফ্রেম দেখা হয় ।

Fxxx
2020-01-23, 12:54 PM
হ্যা ভাই অনেক সুন্দর করে তুলে ধরেছেন। যদিও আমারকাছে টসইমফ্রেম কোন বড় ফ্যাক্ট নয় কারন আমি সাধারনত লং ট্রেড করি এবং এজন্য ফোর আওয়ার ও ডে ক্যান্ডেল দেখেই আমি এনালাইসিস করি।

SHARIFfx
2020-01-23, 01:18 PM
আমার মতে আপনি h4, d1 সবচেয়ে উত্তম হিসাবে নিতে পারেন। আমরা জানি ডেইলি কেন্ডেল নিউজ প্রকাশ হবার পরে পরিবর্তন হয়। আর সেটা দেখে পেন্ডিং ট্রেড নিয়ে ১০ পিপ্স টিপি আর ৫০ পিপ্স স্টোপ লস ইউজ করে ভালো আর করা যাবে, আর খেয়াল রাখার প্রয়োজন ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে।

Rokibul7
2020-05-09, 07:03 PM
আমি সাধারনত h1/h4 প্লাটফর্ম এর টেড ওপেন কি।ডেইলি বা বড় টাইমফ্রেমে যতদূরজানি নিজের এনালাইসিস চালাই আর ছোট টাইমফ্রেমে টেড করি।এভাবেই চালাচ্ছি।

Md.shohag
2020-12-02, 10:56 PM
আমি নতুন ফরেক্স এ।এসব আমার কাছে সবই শিক্ষনিয় এনালাইসিস। নতুন নতুন আপনাদের সাথে টেড করা শুরু করেছি,তাই আমি সব সমবয় আপনাদের মত অভিঙৃগ টেডারদের পোষ্ট পড়ি। তাতে আমি সতিই বেশ উপকৃত হই।প্রতিনিয়তই নতুন নতুন কিছু শিখি।

Mas26
2021-05-29, 10:58 AM
এমন একটি পোষ্ট করার জন্য আসলেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই চাট এনালাইসিস আলোচনা করার জন্য।আমি নতুন ফরেক্স এ।এসব আমার কাছে সবই শিক্ষনিয় এনালাইসিস। নতুন নতুন আপনাদের সাথে টেড করা শুরু করেছি,তাই আমি সব সমবয় আপনাদের মত অভিঙৃগ টেডারদের পোষ্ট পড়ি। তাতে আমি সতিই বেশ উপকৃত হই।প্রতিনিয়তই নতুন নতুন কিছু শিখি।আসলে ভাই আপনার এই পোস্টের কারণে আমরা অনেকেই অনেক ভাবে উপকৃত হলাম।

786.ariful.islam.bd
2021-06-07, 08:27 AM
যারা বড় টাইমফ্রেমে ট্রেড করে তারা এনট্রি নেয়ার জন্য অস্থির হয়ে যায় না এবং ভালভাবে এনালাইসিস করার জন্য যথেষ্ট সুযোগ তারা পায়। কিন্তু যারা ছোট টাইমফ্রেমে তারা এন্ট্রি নেওয়ার জন্য যথেষ্ট অস্থির থাকে এবং এনালাইসিস করার জন্য পর্যাপ্ত সময় থাকেনা। এক মিনিট 15 মিনিট চার্টগুলোতে অ্যানালাইসিসের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না, আর অনেক ক্ষেত্রে এন্ট্রি এন্ট্রি লসের সম্ভাবনা বেশি থাকে, যদি গভীরভাবে এনালাইসিস না করা হয় এবং বড় টাইমফ্রেমে সহযোগিতা নেওয়া হয়।

sss21
2021-10-17, 10:02 AM
চাট এনালাইসিস করার জন্য আমরা প্রথমমত সপ্তাহিক শেষ সপ্তাহিক ক্যানডেল দেখবো তারপর আমরা ডেইলি ক্যান্ডেল দেখবো এই পর আমরা ট্রেড নেওয়ার সময় আমরা চার ঘন্টার চাট দেখে এন্ট্রি নিবো। আর সময় আমরা ডেইলি ক্যান্ডেল শেষ হওয়াপর পরের দিন আমরা নতুন এন্ট্রি নিবো তাহলে আমরা সুন্দর এন্ট্রি পাবো