PDA

View Full Version : নতুনদের জন্য কোন প্ল্যাটফর্ম টি উপযুক্ত?



steephen
2019-11-28, 12:01 AM
আমি ফরেক্স ট্রেডিং এ নতুন। আমি এখনো রিয়েল ট্রেডিং শুরু করিনি। এখানে অনেক অভিজ্ঞ ট্রেডাররা আছেন। আপনারা আমাদের মত নতুন যারা আছে তাদের হেল্প করে আসছেন এবং করবেন। নতুনদের জন্য কোন প্লাটফর্ম টি উপযোগী আপ্নারাই বলে দিন। ধন্যবাদ

fxarif
2019-12-23, 09:03 AM
নতুনদের জন্য মেটা ট্রেডার ৪ উপযুক্ত কারন এর প্রোগ্রাম গুলা অনেক সহজ।

saifuddin
2020-01-01, 09:08 AM
হ্যাঁ আমিও একমত নতুনদের জন্য মেটাট্রেডারে সব থেকে ভালো মেটাট্রেডার 5 অনেক ঝামেলা

habibi
2020-01-08, 12:44 PM
নতুনরা মোবাইল প্লাটফর্ম ডাউনলোডের ব্যবপারে অনেক সময় ঝামেলায় পরে। কারণ অনেক প্লাটফর্ম থেকে কোন প্লাটফর্মটি ডাউনলোড করবে বা কোন ব্রোকারর প্লাটফর্ম কোন সেই নিয়ে অনেক সমস্যার সম্মুখিন হয়। তাই নতুনদের জন্য আমি বলব যে মোবাইল প্লাটফর্মের জন্য MetaTrader4 অ্যান্ড্রয়েড বা IOS ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। এটির সুবিধা হল আপনি বিভিন্ন ব্রোকারের ট্রেডিং অ্যাকাউন্টে আপনি এই MetaTrader4 মোবাইল দিয়ে লগইন করে ট্রেড করতে পারবেন। আরেকটি বিষয় এই ফোরামে অধিকাংশ মেম্বার ইন্সটাফরেক্সসের ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহার করে। ইন্সটাফরেক্সের কিন্তু নিজস্ব অ্যাপ রয়েছে। নিচে ডাউনলোডের লিংক দিয়ে দিলাম। https://play.google.com/store/apps/details?id=com.instaforex.mobiletrader&hl=en

Fxxx
2020-02-03, 02:49 PM
আমি মেটাট্রেডার ৪ এবং মেটাট্রেডার ৫ দুটোই ব্যাবহার করেছি। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে মেটাট্রেডার ৪। এখানে খুব সহজেই আপনি সকল অপশনগুলো বুজতে পারবেন এবং তা খুব সহজেই কাজেও লাগাতে পারবেন বলে আমি মনে করি যদিও মেটাট্রেডার ৫ আমি খুব বেশি সময় ব্যাবহার করিনি তাই অনেক বেশি ধারনাও নেই মেটাট্রেডার ৫ সম্পর্কে।

Rokibul7
2020-02-24, 12:18 AM
আমি mt4 ব্যাবহার করি,এটাতে বেশ সুবিধাই মনে হয়,আমার আসলে নতুন mt4/mt5এ কি ব্যাবধান সেটা এখনও বুঝি না,ব্যাবহার করছি mt4। এই একটাই ব্যাবহার করছি

FREEDOM
2020-04-12, 11:37 PM
আমি এখন পর্যন্ত শুধু এমটিফোর প্লাটফর্মটাই ব্যাবহার করেছি এখনো এমটিফাইভ ব্যাবহার করা হয়নি। তবে এমটিফোর এর অপশন গুলো এবং সিস্টেম টা আমার কাছে অনেক ভালো লাগে তাই আমার এমটি ফাইভ এর প্রতি তেমন আগ্রহ নেই। আমি এমটিফোরেই আমার ট্রেডিং কার্যক্রম কন্টিনিউ করে যাবো।

Parvejdu
2020-04-19, 08:37 PM
ফরেক্স-এ যারা নতুন তাদের জন্য মেটা ট্রেডার ৪ প্লাটফর্মটি উপযুক্ত। মেটা ট্রেডার ৪ প্লাটফর্মটির মেনোগুলো খুবই সহজ যা নতুন ট্রেডারদের জন্য সহায়ক হবে। মেটা ট্রেডার ৫ প্লাট ফর্মটি মূলত যারা দক্ষ ট্রেডার তাদের জন্য নতুনদের জন্য নয়। কারণ ফরেক্স-এ যারা নতুন তার বিভিন্ন মেনু সর্ম্পকে অজানা তাই মেটা ট্রেডার ৪ প্লাটফমটিই সহয বিধায় তাদের জন্য উপযোক্ত।

Dibakar Biswas
2020-04-21, 12:40 PM
আমি মেটাট্রেডার এর পক্ষে। এমটি ৪ এর সুবিধা হল যে এটা প্রচুর কারেন্সি পেয়ার এবং ইনডিকেটর চয়েজের সুযোগ দেয়। শুধু তাই না, এতে চার্ট কাস্টমাইজ করার সুবিধা আছে আর এটা খুবই ফ্রেন্ডলি। এটা এতই সোজা যে ৬ বছরের একটা শিশুও ব্রেকআউট প্যাটার্ন চিহ্নিত করতে পারবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন (https://forexbanglait.blogspot.com/2018/07/blog-post.html)।

Hasinapx
2020-06-18, 12:21 PM
আমার জানামতে নতুনদের জন্য মেটা ট্রেডার ৪ ই উপযুক্ত। কারণ এটার প্রোগ্রামগুলো বেশ সহজ ও সাবলীল। খুব সহজে ট্রেড করা যায়।

mahmudfx84
2020-08-05, 12:54 PM
আমার মতে নতুনদের জন্য মেটাট্রেডার ৪ ই বেশী উপযুক্ত। এটা সবচেয়ে বেশী জনপ্রিয় এবং রানিং প্লাটফর্ম। যদি ও মেটাট্রেডার ৫ ও আরো আপডেট, তবে আমার মনে হয় নতুনরা দুটোতেই ডেমো ট্রেড করতে পারে এবং যাচাই বাছাই করে যেটাতে বেশী সুবিধাজনক মনে হয় সেটাতে রিয়েল ট্রেড করলে ভাল হয়। কারণ মেটাট্রেডার ৪ও ৫এর মধ্যে খুব বেশী পার্থক্য তো আর নেই। আমি অবশ্য মেটাট্রেডার ৪ এ বেশী ট্রেড করি , মাঝে মাঝে মেটাট্রেডার ৫ প্লাটফর্মেও ট্রেড করে থাকি। ধন্যবাদ।

Starship
2020-08-21, 10:32 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমি মেটাট্রেডার ফোর, ফাইভ এবং ইন্সটাফরেক্স এই তিনটি সফটওয়্যার ব্যবহার করেছি। এগুলোর মধ্যে আমার সবচাইতে সহজ ও কম্ফোর্টেবল মনে হয়েছে মেটাট্রেডার ফোর। তাই একজন নতুন ফরেক্স ট্রেডারের উচিত প্রথমে মেটাট্রেডার ফোর ব্যবহার করা। প্রতিটি টুলস ট্রেড করার জন্য সঠিক ব্যবহার সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে।

786.ariful.islam.bd
2020-08-27, 08:05 AM
আমি মনে করি নতুনদের জন্য মোবাইলে মেটা ট্রেডার ৪ ব্যাবহার করা অনেক সুবিধাজনক, কেননা আমি পুরাতন হলেও অফিস টাইমে কিন্ত মেটা ট্রেডার ৪ এর ওপর নির্ভর করে ট্রেডিং পরিচালনা করি, এটি ব্যাবহার করা অনেক সহজ এবং অল্প গতির ইন্টারনেটও এটি খুব দ্রুত ওপেন হয় এবং নেট অনেক কম কাটে। তাই নতুন এবং পুরাতন সবাই এটি ব্যাবহার করতে পারবেন, আমি প্রায় ২০১২ সাল থেকে এটি ব্যাবহার করছি, বর্তমানে এটি অনেক আপগ্রেড করা হয়েছে।

akashkhalifa
2020-08-27, 08:09 AM
নতুনদের সম্কর্কে আমার মতামত হলো আপনারা আগে ফরেক্স এ ঢোকার আগে বাংলাদেশ ফরেক্স ফরাম এ আকটু সময় দেন আপনারা এখান থেকে আনেক কিছু শিখতে পারবেন।

Shole33
2020-08-27, 12:27 PM
নতুনদের জন্য কোন প্ল্যাটফর্ম টি উপযুক্ত
,,,,,,,নতুনদের সম্কর্কে আমার মতামত হলো আপনারা আগে ফরেক্স এ ঢোকার আগে বাংলাদেশ ফরেক্স ফরাম এ আকটু সময় দেন আপনারা এখান থেকে আনেক কিছু শিখতে পারবেন।।

robinsheikh
2020-08-27, 12:36 PM
জারা নতুন সদস্য হিসেবে কাজ করতে চান তারা ফরেক্স এর কাজ শিখে লগইন করুন তাহলে আপনি ইনকাম করতে পারেন এটি নতুন সদস্য জন্য ভালো একটি প্ল্যাটফর্ম

akashkhalifa
2020-08-27, 12:36 PM
আমি নতুনদের বলব আপনারা যাএয়া নিতুন আছেন তারা আগে বাংলাদেশ ফরেক্স ফোরাম এ পোস্ট করেন, পোস্ট পড়েন,তারপর ট্রেডিং শুরু করেন।

akashkhalifa
2020-08-27, 12:39 PM
হ্যা ভাই আপনি ঠিকই বলেছেন আমরা যারা নতুন আছি আমাদের উচিত আগে ফরেক্স ফোরাম এর পোস্ট গুলো ভালো করে পড়ে শিখে নেওয়া।