Log in

View Full Version : ফরেক্স ট্রেডিংয়ে ক্ষতি গ্রহণ করুন



ARD1
2019-12-01, 06:57 PM
বাজারে প্রবেশ এবং প্রস্থান করার জন্য নির্দিষ্ট নিয়ম সহ একটি সাউন্ড ট্রেডিং পরিকল্পনার অভাব প্রায়শই দীর্ঘমেয়াদী ব্যর্থতার দিকে পরিচালিত করে। নবীনতা সাধারণত একই সাধারণ ভুল থেকে ভোগেন। তারা শীঘ্রই এবং আবেগগতভাবে ট্রেডিং পরিকল্পনা ছেড়ে দেয় কারণ জিনিসগুলি সর্বদা তাদের প্রত্যাশার পথে যেতে পারে না। তারা বারবার অবিশ্বস্ত পদ্ধতি ব্যবহার করে এবং তারপরে লাভ করতে ব্যর্থ হয়। এই ব্যবসায়ীদের মধ্যে অনেকে নিজের অবস্থানকে "পরিবর্তিত হবে" বলে পজিশনগুলি হারাতে থাকে যদিও সমস্ত সূচক অন্যথায় বলে তবে তারা ক্ষতির ধারণাটি বহন করতে পারে না এমন বিষয়টি সত্য।

alamsat
2019-12-03, 11:28 AM
ফরেক্স ট্রেড কখনও নিজের ইচ্ছেমত চলতে পারে না ফরেক্স বিশ্বের সব ট্রেডারের সেন্টিমেন্টাল উপর ভিত্তি করে চলে অর্থাৎ আপনি ভাবছেন এখন একটি সেল এন্ট্রি নিব কিন্তু বাকী ১০ জন ট্রেডার ভাবছে বাই নেব তাহলে আপনার চিন্তা ভাবনার এখানে কোন মুল্য থাকল না। কারন আপনি বিপরীতে ট্রেড নেওয়ার কথা ভাবছেন তাই ফরেক্স ট্রেড নিজের মনের বা আবেগের বশে চলে না এখানে মার্কেট এ্যানালিসিস করে বাহির করতে হয় যে কে কিভাবে ট্রেড করছে বা এখন মার্কেটে সবাই কি ট্রেড নিতে পারে বাই নাকি সেল এভাবে যদি আপনি বাই ট্রেড অথবা সেল ট্রেড নেওয়ার সঠিক ক্ষমতা অর্জন করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন।

uzzal05
2019-12-27, 08:32 AM
যে কোন ব্যবসা করতে গেলে যেমন কিছু খরচ হয়ে থাকে তেমনি ফরেক্স মার্কেট এ লসকে খরচ হিসেবে ধরতে হবে। কারন লস ছাড়া মার্কেট থেকে গেইন করা যাবে না। মার্কেট থেকে প্রফিট করতে হলে আমাদের লসকে মেনে হবে। লস ছাড়া ফরেক্স করা সম্ভব না।