PDA

View Full Version : ফরেক্স ট্রেডারদের neteller ও skrill অ্যকাউন্ট ব্যবহারের সতর্কতা!



DhakaFX
2019-12-03, 03:17 PM
9464
বাংলাদেশে নিরাপত্তা ইস্যুতে ব্যাংক গুলোর মাধ্যমে দেশের বাইরে ফান্ড পাঠানোয় নিষেধাজ্ঞা রয়েছে, তাই বেশিরভাগ ফরেক্স ট্রেডাররা স্ক্রীল বা নেটেলার অ্যকাউনেটর মাধ্যমে ব্রেকারের অ্যকাউন্টে ডিপোজিট করে ও পেমেন্ট নেয়। সেক্ষেত্রে এসবের কোন এক মাধ্যম দ্বারা ডিপোজিট করার পর সেই মাধ্যম দিয়েই উইথড্র বাধ্যতামূলক করা থাকে। এখন কোন ট্রেডার যদি স্ক্রীলের মাধ্যমে তার একাউন্টে ফান্ড ডিপোজিট করে, এরপর সেই স্ক্রীল একাউন্টের কোন সমস্যা হয়, তাহলে তার ফরেক্স একাউন্টের ব্যালান্সও অনেক সময় আটকা পড়ে যায়। একই ঘটনা নেটেলার বা অন্যান্য অনলাইন পেমেন্ট মাধ্যমের ক্ষেত্রেও হতে পারে। এসব সমস্যায় পড়ে অনেক ট্রেডার চরম উৎকন্ঠায় দিন পার করে থাকে।
এই সব সমস্যা থেকে বাচাঁর জন্য নিচের কিছু নিয়ম মেনে চলুন
◾নেটেলার/স্ক্রীল নিজের নামে খুলুন।
◾নিজের অরিজিনাল জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স জমা দিন একাউন্ট ভেরিফাই করার জন্য।
◾আপনার নিজের অরিজিনাল ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট সাবমিট করুন।
◾এক সঙ্গে দুইটা ডিভাইসে একই সময়ে লগ ইন করবেন না। অর্থাৎ এক সাথে দুটো ল্যাপটপ বা একটি ল্যাপটপ ও একটি মোবাইল বা দুটো মোবাইলে আপনার স্ক্রীল/নেটেলার লগ ইন করবেন না।
◾নির্দিষ্ট একটি বা সর্বোচ্চ দুটো ডিভাইস ব্যবহার করুন আপনার একাউন্টে লগ ইন করার জন্য। আজ এক মোবাইল, কাল আরেক ল্যাপটপ, পরশু আরেক ডেস্কটপ, এমন করে একাউন্টে লগ ইন করবেন না।
◾ যে ইমেইল ব্যবহার করে স্ক্রীল/নেটেলার একাউন্ট খুলেছেন, সেই ইমেইলের ইনবক্স মাঝে মাঝে চেক করবেন। স্ক্রীল/বা নেটেলার থেকে কোন নোটিফিকেশন আসলে তা পড়ার চেষ্ঠা করুন।
◾ আপনার ইমেইলে নেটেলার বা স্ক্রীল এর নামে কোন কমপ্লেইন বা ডাটা আপডেট এর মেইল আসলে, সেখানে ভুলেও ক্লিক করতে যাবেন না। তাতে আপনার অ্রকাউন্ট হ্যাকড হতে পারে।
◾কখনো অচেনা কারও সাথে লেনদেন করবেন না। কারন সেই অচেনা ব্যক্তি যদি প্রতারক হয়, আর সত্যিকারের প্রতারিত ব্যক্তি যদি কম্পলেইন করে, তাহলে সেই প্রতারকের ব্যবহার করা একাউন্টের সাথে আপনার একাউন্টও রেস্ট্রিকটেড করে দেওয়া হবে।
◾আপনার ট্রেডিং একাউন্ট থেকে প্রাপ্ত প্রফিট স্ক্রীল/নেটেলার হয়ে আপনার নিজের ব্যাংকে নিয়ে আসুন। তাতে আপনার একাউন্টের স্ট্যাবিলিটি আরও বেড়ে যাবে।
এই নিয়মগুলো ভালভাবে ফলো করলে আপনার স্ক্রীল/নেটেলার একাউন্ট নিয়ে কোন দুশ্চিন্তা করতে হবে না কখনো।

SUROZ Islam
2019-12-05, 01:18 PM
9499
ট্রেডার ভাইয়েরা আপনার ইমেইলে নেটেলার বা স্ক্রীল এর নামে কোন কমপ্লেইন বা ডাটা আপডেট এর মেইল আসলে, সেখানে ভুলেও ক্লিক করতে যাবেন না। তাতে আপনার একাউন্টের যাবতীয় তথ্য হ্যাকারের কাছে চলে যাবে। সুতরাং এমন মেইল পেলে সবার আগে দেখবেন যে সেই মেইল কোন সাইট থেকে এসেছে! নেটেলার বা স্ক্রীল থেকে পাঠিয়ে থাকলে তাদের ওয়েবসাইটের এড্রেস দেওয়া থাকবে সেন্ডার হিসেবে। সম্প্রতি এমনই এক ভুলে অনেক ট্রেডারদের নেটেলার বা স্ক্রীল অ্য্যাকাউন্ট থেকে ডলার খোয়া গেছে এবং তাদের অ্য্যাকাউন্ট পারমানেন্টলি ক্লোজড হয়ে গিয়েছে!

Montu Zaman
2019-12-11, 02:02 PM
যারা অতীতে বা বর্তমানে এডিট করে যত গুলো ডকুমেন্টস নেটেলার ও স্ক্রিল একাউন্টের ভেরিফিকেশ করেছিলেন বা করেছেন, তাদের একাউন্টগুলো একবার চেক করে নিন, সম্প্রতি নেটেলার ও স্ক্রিল তাদের একাউন্ট ক্লোজ করে দিচ্ছে।আমার ফেইসবুকের পরিচিত কিছু ট্রেডারদের অ্যকাউন্ট কোন নোটিশ না দিয়েই ক্লোজ করে দেওয়া হয়েছে।

FXBD
2019-12-26, 05:14 PM
9689
Skrill and Nettler এ আপনি যদি সঠিক পদ্ধতিতে বৈধ পক্রিয়ায় সঠিক ডকুমেন্ট দিয়ে আইডি একবার ভেরিফাই করে নেন সেটা কখনো ব্লক হবে না এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। কিন্তু যদি Skrill বা Nettler অন্যের নিকট থেকে ক্রয় করেন বা অন্যের ডকুমেন্টারি Edit করে আইডি ভেরিফাই করেন সেটা ডলার সহ যে কোন সময় ব্লক হবে এ ব্যাপারেও নিশ্চিত। তাই সবকিছু নিজের নামে করেন তা হলে আপনাকে এনিয়ে ভাবতে হবে না।

SUROZ Islam
2019-12-29, 04:51 PM
নেটেলার স্ক্রিল এ্যাকাউন্ট হোল্ডার যদি মারা যায় এ্যাকাউন্টের টাকা পরিবার কিভাবে পাবে? কোন নমিনি তথ্য তো তারা রাখেনা। একই প্রশ্ন বাইরের ব্রোকারেজদের জন্যও। ব্রোকার একাউন্টের টাকা পরিবার কিভাবে পাবে?

SaifulRahman
2020-03-04, 05:12 PM
10257
নেটেলার বা স্কিলের ডলার ব্যাংক থেকে উইড্রো করা যায় কিন্তু এটার জন্য প্রচুর সময় নেয় এবং বাংলাদেশের কিছু ব্যাংক প্রশ্নবানে ঝামেলা তৈরী করে। যদি ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে *ট্রেডিং অ্যাকাউন্ট ও নেটেলার বা স্কিলের অ্যাকাউন্ট এর নামের মিল থাকে সে ক্ষত্রে ঝামেলা কম হয়। আর প্রতিটি ব্যাক ট্রন্সফার করেতে ৪ থেকে ৫ কার্য দিবস লাগে, মানে প্রায় ১ সপ্তাহ।

Rokibul7
2020-03-07, 01:27 PM
আমি পেমেন্ট প্রসেসর হিসেবে নেটেলার এ পেমেন্ট নিয়ে থাকে নিয়ে থাকি বলতে আমি একটা পেমেন্ট পাইছি আর সেটা নেটেলারে নিয়েছি ইনস্টা ফরেক্স ব্রোকার কে ধন্যবাদ যে আমার পেমেন্ট টা দিয়ে দেওয়ার জন্য আশা করি আমার সব পেমেন্ট দিয়ে দেবে আর আমার নেটেলার তো এখনো ভেরিফাই কোড করিনি তবে দ্রুতই চেষ্টা করব নেটেলার ভেরিফাই করে নেওয়ার জন্য ধন্যবাদ

Wajih Toushif
2020-03-09, 06:24 PM
9464
বাংলাদেশে নিরাপত্তা ইস্যুতে ব্যাংক গুলোর মাধ্যমে দেশের বাইরে ফান্ড পাঠানোয় নিষেধাজ্ঞা রয়েছে, তাই বেশিরভাগ ফরেক্স ট্রেডাররা স্ক্রীল বা নেটেলার অ্যকাউনেটর মাধ্যমে ব্রেকারের অ্যকাউন্টে ডিপোজিট করে ও পেমেন্ট নেয়। সেক্ষেত্রে এসবের কোন এক মাধ্যম দ্বারা ডিপোজিট করার পর সেই মাধ্যম দিয়েই উইথড্র বাধ্যতামূলক করা থাকে। এখন কোন ট্রেডার যদি স্ক্রীলের মাধ্যমে তার একাউন্টে ফান্ড ডিপোজিট করে, এরপর সেই স্ক্রীল একাউন্টের কোন সমস্যা হয়, তাহলে তার ফরেক্স একাউন্টের ব্যালান্সও অনেক সময় আটকা পড়ে যায়। একই ঘটনা নেটেলার বা অন্যান্য অনলাইন পেমেন্ট মাধ্যমের ক্ষেত্রেও হতে পারে। এসব সমস্যায় পড়ে অনেক ট্রেডার চরম উৎকন্ঠায় দিন পার করে থাকে।
এই সব সমস্যা থেকে বাচাঁর জন্য নিচের কিছু নিয়ম মেনে চলুন
◾নেটেলার/স্ক্রীল নিজের নামে খুলুন।
◾নিজের অরিজিনাল জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স জমা দিন একাউন্ট ভেরিফাই করার জন্য।
◾আপনার নিজের অরিজিনাল ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট সাবমিট করুন।
◾এক সঙ্গে দুইটা ডিভাইসে একই সময়ে লগ ইন করবেন না। অর্থাৎ এক সাথে দুটো ল্যাপটপ বা একটি ল্যাপটপ ও একটি মোবাইল বা দুটো মোবাইলে আপনার স্ক্রীল/নেটেলার লগ ইন করবেন না।
◾নির্দিষ্ট একটি বা সর্বোচ্চ দুটো ডিভাইস ব্যবহার করুন আপনার একাউন্টে লগ ইন করার জন্য। আজ এক মোবাইল, কাল আরেক ল্যাপটপ, পরশু আরেক ডেস্কটপ, এমন করে একাউন্টে লগ ইন করবেন না।
◾ যে ইমেইল ব্যবহার করে স্ক্রীল/নেটেলার একাউন্ট খুলেছেন, সেই ইমেইলের ইনবক্স মাঝে মাঝে চেক করবেন। স্ক্রীল/বা নেটেলার থেকে কোন নোটিফিকেশন আসলে তা পড়ার চেষ্ঠা করুন।
◾ আপনার ইমেইলে নেটেলার বা স্ক্রীল এর নামে কোন কমপ্লেইন বা ডাটা আপডেট এর মেইল আসলে, সেখানে ভুলেও ক্লিক করতে যাবেন না। তাতে আপনার অ্রকাউন্ট হ্যাকড হতে পারে।
◾কখনো অচেনা কারও সাথে লেনদেন করবেন না। কারন সেই অচেনা ব্যক্তি যদি প্রতারক হয়, আর সত্যিকারের প্রতারিত ব্যক্তি যদি কম্পলেইন করে, তাহলে সেই প্রতারকের ব্যবহার করা একাউন্টের সাথে আপনার একাউন্টও রেস্ট্রিকটেড করে দেওয়া হবে।
◾আপনার ট্রেডিং একাউন্ট থেকে প্রাপ্ত প্রফিট স্ক্রীল/নেটেলার হয়ে আপনার নিজের ব্যাংকে নিয়ে আসুন। তাতে আপনার একাউন্টের স্ট্যাবিলিটি আরও বেড়ে যাবে।
এই নিয়মগুলো ভালভাবে ফলো করলে আপনার স্ক্রীল/নেটেলার একাউন্ট নিয়ে কোন দুশ্চিন্তা করতে হবে না কখনো।

আপনার এই পোস্ট টি অনেক এর জন্য উপকার হবে। আমি নিজেও অনেক কিছু জানলাম আজকে। এরকম পোস্ট বা এরকম সহযোগিতা থাকলে আসাকরি বাংলাদেশের সবাই ফরেক্স করতে বা কোন অনলিনে কাজ করাতে কোন সমস্যার সম্মক্ষিন হবে না।
আপনাকে অনেক ধন্যবাদ এরমন পোস্ট করার জন্য।

FREEDOM
2020-04-16, 02:42 PM
হ্যা আপনি অনেক সুন্দর তথ্য দিয়েছেন। কিছুদিন আগে আমিও আমার স্ক্রিল একাউন্টে পবলেম ফেস করেছিলাম। আমার একাউন্টটি টেম্পোরারি রেস্টিকেটেট করে দিয়েছিলো স্ক্রিল কর্তৃপক্ষ। তবে আমার খুব একটা সমস্যা হয়নি কারন আমার নিজস্ব আইডি এবং ব্যাংক স্টেটমেন্ট দিয়ে একাউন্ট ক্রিয়েট করা ছিলো। তাই সাপোর্টে কথা বলে খুব সহজেই সেটা রিকোভর করতে পেরেছি। তবে অনেকেই যারা অন্যের আইডি, বা ফেইক এ্যাড্রেস দিয়ে ভেরিফাই তাদের ক্ষেত্রে রিকোভার করাটা অনেকটা অসম্ভবই বটে। তাই নিজস্ব ডকুমেন্ট ব্যাবহার করাই শ্রেয়।

nubiswas3
2020-04-27, 07:54 PM
বাংলাদেশ থেকে নেটেলার বা স্ক্রিল থেকে টাকা আনার জন্য ব্যাংক বাদে সরাসরি বিকাশে টাকা আনার কোন সুযোগ আছে। কারণ ব্যাংকে টাকা টান্সফার হতে অনেক সময়ের প্রয়োজন। তাই সরাসরি যদি কোন ভাবে বিকাশে টাকা ট্রান্সফার করা যেত তাহলে আমাদের বাংলাদেশীদের জন্য অনেক সুবিধা হত।