PDA

View Full Version : সোশ্যাল ট্রেডিং সিস্টেম!



DhakaFX
2019-12-03, 03:41 PM
9465
সোশ্যাল ট্রেডিং প্লাটফর্ম হল একটি আধুনিক ট্রেডিং সিস্টেম বা পদ্ধতি যেখানে অন্য অভিজ্ঞ ট্রেডারের ট্রেড কপি বা তার মাধ্যমে ফান্ড ম্যামেজ করা যায়। আর যে প্রফিট হবে সেটা অটোমেটিক দুজনের মাঝে ভাগ হয়ে যাবে। আমার জানা মতে ইন্সটাফরেক্স ব্রোকারে ট্রেড কপি করার Social Trading সিস্টেম আছে। এটা ফরেক্সকপি নামে পরিচিত। এছাড়াও অন্য অভিজ্ঞ ট্রেডারদের দ্বারা অ্য্যাকাউন্ট পরিচালনা করারও একটা সিস্টেম আছে যা প্যাম PAMM নামে পরিচিত। যে সব ট্রেডাররা এখনো ভালভাবে ট্রেড করতে পারে না তারা এই দুটি সিস্টেম ইন্সাটফরেক্স ক্লাইট ক্যাবিনেট থেকে যে কোন একটা সিস্টেম সাবস্ক্রাইব বা চালু করতে পারেন। যদি ফরেক্সকপি সিস্টেমটি সাবস্ক্রাইব করেন তাহলে ফরেক্সকপি ট্রেডারদের তালিকা থেকে কোন পছন্দের ট্রেডারকে ফলো করতে পারবেন এবং তার ট্রেড স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যকাউন্টে ওপেন করতে পারবেন।আর যদি প্যাম PAMM সিস্টেমটি সাবস্ক্রাইব করেন তাহলে প্যাম ট্রেডারদের তালিকা থেকে তাদেরকে ফলো করতে পারবেন এবং আপনার অ্যকাউন্টের ফান্ড তার মাধ্যমে ম্যানেজ করাতে পারবেন।সাধারণত এই সিস্টেম দিয়ে যে প্রফিট হবে সেটা ব্রেকারের নির্দিষ্ট অনুপাত অনুসারে ট্রেডার এবং আপনার অ্যকাউন্টের মধ্যে ভাগ হয়ে যাবে।

Rassel Vuiya
2020-03-19, 04:38 PM
সোশ্যাল ট্রেডিং সিস্টেম একটি যুগউপোযোগী ব্যবস্থা, যার মধ্যে ইন্সটাফরেক্সের ফরেক্সকপি পদ্ধতি উল্লেখ্যযোগ্য। ইন্সটাফরেক্স ফরেক্সকপি পদ্ধতিতে যে কোন ট্রেডার কোন অভিজ্ঞ ট্রেডারদের অর্ডার কপি করতে পারে। এই পদ্ধতিতের জন্য বাড়তি কোন টাকা লাগে না এবং বিনা মূল্যে সার্ভিসটি পাওয়া যায়।
ফলে কোন ট্রেডার অনলাইনে একজন সফল ট্রেডারের ট্রেড তাৎক্ষণিকভাবে কপি বা সহজেই অনুসরণ করে নির্ধারিত অনুপাতে কমিশন দেয়। অর্ডার কপি করার আগে কোন ট্রেডারের পূর্ব ইতিহাস যাচাই করতে পারে। এবং ট্রেড কপি করার সময় একজন ফরেক্সকপি অনুসরনকারী ফরেক্সকপি ব্যবসায়ীর লেনদেন থেকে লেনদেনের পরিমাণ, লটের অনুপাত এবং কোথায় লেনদেন করবে তা নির্ধারণ করে দিতে পারে।
বিস্তারিত দেখতে নিন্ম লিংকটি অনুসরন করুন। https://www.instaforex.org/bd/forexcopy_system

SR12
2020-03-31, 01:49 PM
যদিও আমার এই বিষয়টি খুব ভালে জানা নেই তবে এখান থেকে জানতে পেরে ভালে লাগলো। এর মাধ্যমে মুলত আমরা দক্ষ ট্রেডারের সাহায্য নিয়ে প্রফিট করতে পারবো। তবে এখানে ট্রেডিং কপি যে সিস্টেমের কথা বলা হয়েছে সেটা কি আমরা ফ্রি করতে পারবো নাকি চার্জ কাটবে। কারন অনেকেই চার্জ বলত মুলত প্রফিট করে তার থেকে ৫০% শেয়ারিং হিসেবে নেয়।এখন যদি ইনস্টাফরেক্সের ট্রেডারদের মাধ্যমে করে থাকি তখন কেমন কমিশন বা প্রফিট শেয়ার করতে হবে।

SR12
2020-03-31, 01:52 PM
আমি আপনার দেওয়া লিংকটিতে প্রবেশ করলাম তবে সেখানে নোটিশ দেওয়া দেখলাম এটা শুধু ইউরোপ কাউন্ট্রির জন্য নাকি। তাহলে আমরা কি এই সুবিধা ভোগ করতে পারবো না। নাকি অন্য কোনো মাধ্যমে আমাদের এখানে ইনক্লুড হতে হবে।

Rassel Vuiya
2020-11-11, 06:34 PM
সত্যিকার অর্থে স্বয়ংক্রিয় ট্রেডিং তাদের জন্য যারা মার্কেট বিশ্লেষণ করতে পারে না এবং নিজেদের ট্রেডিং কৌশল তৈরি করতে পারে না। জুলুট্রেড একটি স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম। মুলত এটা স্বয়ংক্রিয়ভাবে ট্রেড করার জন্য তৈরি করা হয়েছে। বর্তমানে বিশ্বের দশ হাজার ট্রেডার জুলু ট্রেড প্ল্যাটফর্ম ব্যবহার করে। ইন্সটাফরেক্স জুলুট্রেড প্ল্যাটফর্ম এর অফিসিয়াল পার্টনার যা আপনাকে লাভজনক স্বয়ংক্রিয় ট্রেডিং এর নিশ্চয়তা প্রদান করে। ইন্সটাফরেক্সে একটি জুলুট্রেড ট্রেডিং অ্যাকাউন্ট (https://www.instaforex.org/bd/zulutrade.php) খুলে, আপনার অ্যাকাউন্টে জুলুট্রেড সিগন্যাল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ট্রেডিং করার সুযোগ পাবেন।

zubair
2021-01-31, 05:35 PM
যদিও আমার এই বিষয়টি খুব ভালে জানা নেই তবে এখান থেকে জানতে পেরে ভালে লাগলো। এর মাধ্যমে মুলত আমরা দক্ষ ট্রেডারের সাহায্য নিয়ে প্রফিট করতে পারবো। তবে এখানে ট্রেডিং কপি যে সিস্টেমের কথা বলা হয়েছে সেটা কি আমরা ফ্রি করতে পারবো নাকি চার্জ কাটবে। কারন অনেকেই চার্জ বলত মুলত প্রফিট করে তার থেকে ৫০% শেয়ারিং হিসেবে নেয়।এখন যদি ইনস্টাফরেক্সের ট্রেডারদের মাধ্যমে করে থাকি তখন কেমন কমিশন বা প্রফিট শেয়ার করতে হবে।

zubair
2021-01-31, 06:27 PM
সত্যিকার অর্থে স্বয়ংক্রিয় ট্রেডিং তাদের জন্য যারা মার্কেট বিশ্লেষণ করতে পারে না এবং নিজেদের ট্রেডিং কৌশল তৈরি করতে পারে না। জুলুট্রেড একটি স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম। মুলত এটা স্বয়ংক্রিয়ভাবে ট্রেড করার জন্য তৈরি করা হয়েছে। বর্তমানে বিশ্বের দশ হাজার ট্রেডার জুলু ট্রেড প্ল্যাটফর্ম ব্যবহার করে। ইন্সটাফরেক্স জুলুট্রেড প্ল্যাটফর্ম এর অফিসিয়াল পার্টনার যা আপনাকে লাভজনক স্বয়ংক্রিয় ট্রেডিং এর নিশ্চয়তা প্রদান করে। ইন্সটাফরেক্সে একটি জুলুট্রেড ট্রেডিং অ্যাকাউন্ট খুলে, আপনার অ্যাকাউন্টে জুলুট্রেড সিগন্যাল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ট্রেডিং করার সুযোগ পাবেন।

Tofazzal Mia
2021-03-23, 12:27 PM
সোশ্যাল ট্রেডিং বা সামাজিক ট্রেডিং যোগাযোগমূলক প্ল্যাটফর্ম এবং অনুমানমূলক কারেন্সি ট্রেডিং এর সমন্বয় যা প্রচার এবং ট্রেডিং কার্যক্রম সম্পর্কিত তথ্যগুলোতে সম্পূর্ণ অ্যাক্সেসকে বোঝায়। সোশ্যাল মিডিয়ায়, ফরেক্স মার্কেটে এমন জনপ্রিয় সব ট্রেডার রয়েছে যারা তাদের কার্যক্রমের জন্য নজরদারিতে থাকে এবং যাদের কৌশলগুলো ফরেক্স কমিউনিটির কম সফল সদস্যরা কপি করে। যাইহোক, তাদের সকলেরই একই লক্ষ্য সেটি হল মুনাফা লাভ করা এবং এর প্রবৃদ্ধি। সামাজিক ট্রেডিং এর সর্বাধিক জনপ্রিয় পণ্য হল ইন্সটাফরেক্সের ফরেক্সকপি। ইন্সটাফরেক্স একটি ব্যবহারিক ফরেক্স প্রশিক্ষণ কোর্স এবং সোশ্যাল মিডিয়া সংমিশ্রণে নতুনদের জন্য একটি ফরেক্স ট্রেডিং তৈরি করেছে যা অংশগ্রহণকারীদের কেবল শিখতে এবং যোগাযোগে করতেই নয়, সেইসাথে অধিক অর্থ উপার্জন করতেও সহায়তা করে। ইন্সটাফরেক্সের ফরেক্সকপি সফল ট্রেডারদের লেনদেন কপি করার একটি সেবা। এই সেবা ব্যবহারকারীরা সফল এবং অভিজ্ঞ ট্রেডারদের থেকে ট্রেডিং সম্পর্কিত তথ্য গ্রাহক করতে পারে যারা তাদের জ্ঞান এবং দক্ষতা শেয়ার করে, এইভাবে সকল অংশগ্রহণকারীদের অর্থ উপার্জন করার সুযোগ প্রদান করে।
13953