View Full Version : লস/অভিজ্ঞতার অভাব
আমি নতুন ফরেক্স এ টেড শুরু করেছি ফোরামের বোনাস নিয়ে।তবে আমি ইদানিং বলতে গত দু মাসে প্রচুর লসে পড়ে গেছি।প্রায় ৫০+ডলার।খুবই আপসেট হয়ে আছি।এখন আমি কি করতে পারি,সব টেডই বিফলে যাচ্ছে।
KaziBayzid162
2019-12-04, 08:47 AM
আপনার জন্য আমার প্রথম পরামর্শ হলো আপনি এই মুহূর্তে লাইভ ট্রেডিং থেকে বিরত থাকুন। হ্যাঁ লাইভ ট্রেডিং থেকে বিরত থেকে ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করুন। সেইসাথে অতীতে যে লস গুলো করেছেন এই লসগুলো কেন হয়েছে সে কারণগুলো সঠিকভাবে খুঁজে বের করুন এবং নিজেকে সেই বিষয়গুলোতে অভিজ্ঞ করে তুলুন। এবং ততদিন পর্যন্ত ডেমো একাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করুন যতদিন পর্যন্ত ডেমোতে ম্যাক্সিমাম ট্রেড থেকে প্রফিট করতে সক্ষম হচ্ছেন।এভাবে ডেমো একাউন্ট এ ট্রেডিং প্র্যাকটিস করার মাধ্যমে যখন নিজেকে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেন অর্থাৎ বেশিরভাগ ট্রেড থেকে প্রফিট করতে পারবেন ঠিক তখনই সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে লাইভ ট্রেডিং শুরু করতে পারেন। আশা করি তাহলে ফরেক্স ট্রেডিং থেকে লস এড়িয়ে প্রফিট করতে পারবেন।
alamsat
2019-12-04, 12:33 PM
এখন আপনি কোন এ্যানালিসিস ফলো করছেন যানি না বা কোন টাইম ফ্রেম ব্যবহার করছেন জানি না। তবে আমি একটা উপদেশ দিতে পারি সেটি হল টাইম ফ্রেম ৪ঘন্টা ব্যবহার করবেন এবং লট সাইজ হবে ০.০১ এর বেশি কখনও নয়। তাই প্রফিট হোক বা না হোক একবার চেষ্টা করে দেখুন প্রফিট কম হলেও লস হবে না। আর টেক প্রফিট হবে ২০ থেকে ৩০ পিপন্স স্টপ লস ব্যবহার না করলেও চলবে। কারন ০.০১ এ মার্কেট যত দূরে যাক না কেন আবার ফিরে আসবে তাই লস ট্রেড ধরে রাখুন প্রফিটের ট্রেড বেশি প্রফিট করার চেষ্টা করুন। তাহলে দেখা যাবে মাসে কিছুটা প্রফিট থাকবে।
ভাল ট্রেড ট্রেইন ট্রেইন ফরেক্স তৈরি করে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করে অনেক লোক বিনিয়োগকারী থেকে ব্রোকার পর্যন্ত এই ব্যবসায়ের সাথে জড়িত থাকে এবং তাদের সকলের নিয়োগের পরেও ব্যবসায়ী এই ব্যবসায়ের সাথে জড়িত হতে পারে কিছু অর্থ জব বানাতে পারে ভাল করে তোলে কর্মসংস্থান সৃষ্টি করে কিন্তু যারা ব্রোকার ইত্যাদির সাথে সম্পর্কিত এবং ট্রেডারদের জন্য বিদেশী বিদেশী বিদেশি বৈদেশিক মুদ্রার জায়গা শূন্যস্থান নয় এবং তারা সাধারণত এখানে তাদের চাকরি ছেড়ে দেয়। ছোট মূলধন দিয়ে এখানে বাণিজ্য শুরু করতে পারে এবং এর থেকে লাভ অর্জন করতে পারে এবং পরবর্তীতে এটি তৈরির অর্থে তার বিনিয়োগকে প্রসারিত করতে পারে
expkhaled
2019-12-04, 03:57 PM
আসলে নতুন অবস্থায় রিয়েল করাই ঠিক নয়। আপনি এখন রিয়েল ট্রেড করা থেকে বিরত থাকুন। ডেমোট্রেড চালিয়ে যান কম ডিপোজিট নিয়ে অর্থাত ১০০ ডলার এবং ০.০১ লটে ট্রেড নিবেন দেখুন আপনার সিস্টেম ঠিকমত কাজ করে কিনা যদি আপনি ডেমো ট্রেড করে নিজের উপর আস্থা আনতে পারেন তাহলে রিয়েল ট্রেড করবেন তাতে যতদিন লাগে আপনি দিবেন। আর লট ছোট রাখবেন সবসময় এসএল-টিপি দিয়ে ট্রেড করবেন। মার্কেট এর সাথে নিজেকে যদি মানিয়ে নিতে হয় তাহলে আপনাকে অনেক সময় দিতে হবে প্র্যাকটিস এর পেছনে।
PK_SHIKDER
2019-12-04, 04:56 PM
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,, তাই আমার এই পোন্টের উপর কমেন্ট করাটাও ঠিক হবে কি না যানি না । তবে আমি নিজের অভিজ্ঞতা থেকে যে টুকু বুঝি তা হলো,,, ফরেক্স মার্কেটে কাজ করা খুবই কঠিন বিষয় । এখানে মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন না করে ট্রেড ওপেন করলে নির্ঘাত লচে পড়তে হবে । তাই আমাদের উচিত ফরেক্স মার্কেটে প্রথম পর্যায়ে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করা এবং বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করে অভিজ্ঞতা অর্জন করা ।
ধন্যবাদ আপনাদের সকলে কে।আসলে সতি বলতে কি বেশি লটে টেড দিয়েছিলাম।uer/gbp তে বাই।মাকেট ুত নিচে নামছে যে প্রচুর লসে পড়ে গেছি।টেড গুলো ক্লোজ করি নি।না করায় আরও বেশি লস হচ্ছে এখন কি করবো।
uzzal05
2019-12-26, 07:00 AM
যারা অভিজ্ঞ তারা লসকে নিয়ন্ত্রন করতে পারে। লস হলে সেটা রিকভার করা তাদের প্রথম কাজ। আসলে লস হলে আমাদের আগে রিকভার করে পরে লাভের চিন্তা করতে হবে। আর রিকভার না করে আমরা যদি বসে বসে আরও লস করি তাহলে সেই একাউন্ট এ লস রিকভার করা অনেক কঠিন হয়ে যায়।
IFXmehedi
2019-12-26, 09:52 PM
আসলে অভিজ্ঞ হলেই যে তারা লস করে না বিষয়টা কিন্তু তেমন নয় । কারণ ফরেক্স মার্কেটে লস হওয়া খুবই স্বাভাবিক একটা বিষয় । আপনি মার্কেট আনাল্যসিস করে ট্রেড করলেও আপনার লস হতে পারে । কিন্তু আপনার যদি ফরেক্স ট্রেডিং এ ভালো অভিজ্ঞতা থাকে তাহলে সেই লসটা পোষাতে খুব বেশি কষ্ট হবে না । আসলে অভিজ্ঞ ট্রেডার হলে তারা এই কাজটাই করে । লস হলে তারা খুব তাড়াতাড়ি লসটা রিকভার করে নেয় । তবে ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার অনেক মূল্য আছে ।
Emarif1992
2019-12-26, 10:32 PM
লস, আসলেই অভিজ্ঞতার অভাব কারণ কোন ট্রেডার এর যদি সটিক অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই সে লাভ করতে পারবে। তবে ফরেক্স এ অধিক অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডারও লস করতে পার। সেক্ষেত্রে যতই লস করুক না কেন, দিন শেষে তার এভারেজ এ অবশ্যই লাভ থাকে। তাই যারা লস খেয়ে তার মুল্যবান ব্যলেন্স টা হারায়, তাদের অবশ্যই অভিজ্ঞতার অভাব রয়েছে।
MdRubelShaikh
2019-12-26, 11:00 PM
ব্যবসা করতে গেলে লস লাভ দুইটায় হবে এটাই স্বাভাবিক।কবে লসের সংখা যদি বেশি হয় তাহলে ব্যবসায় টিকে থাকা যায়না।ফরেক্স ট্রেডিং ব্যবসা করতে হলে আপনাকে মাকেট মম্পকে ভালো অভিঙ্গতা নিতে হবে।এবং অনেক বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে।
আমি নতুন ফরেক্স এ টেড শুরু করেছি ফোরামের বোনাস নিয়ে।তবে আমি ইদানিং বলতে গত দু মাসে প্রচুর লসে পড়ে গেছি।প্রায় ৫০+ডলার।খুবই আপসেট হয়ে আছি।এখন আমি কি করতে পারি,সব টেডই বিফলে যাচ্ছে।
আমি আমার অভিজ্ঞতা থেকে যতদূর বুঝতে পারি তা থেকে এটুকুই বলব যে আপনি যদি ট্রেড আরও করেন তাহলে আরও লস করতে থাকবেন । কারণ আপনি ট্রেড শুরু করেছেন কয়েক মাস হল কিন্তু এর মধ্যেই আপনি ট্রেড করা শুরু করে দিয়েছেন যেখানে আপনার উচিত ছিল এই সময়টাতে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানা এবং শেখা । সাথে সাথে আপনি আপনার ক্যাপিটালও নষ্ট করছেন । তাই বলব যে আগে ভাল করে শিখুন তারপর ট্রেড শুরু করুন । আর কমপক্ষে দুই মাস ডেমো ট্রেড করুন যা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা আপনার ভবিষ্যতে ট্রেডিং এ কাজে লাগবে ।
Hredy
2020-03-23, 12:30 PM
ট্রেডারদের জন্য বিদেশী বিদেশী বিদেশি বৈদেশিক মুদ্রার জায়গা শূন্যস্থান নয় এবং তারা সাধারণত এখানে তাদের চাকরি ছেড়ে দেয়। ছোট মূলধন দিয়ে এখানে বাণিজ্য শুরু করতে পারে এবং এর থেকে লাভ অর্জন করতে পারে এবং পরবর্তীতে এটি তৈরির অর্থে তার বিনিয়োগকে প্রসারিত করতে পারে
uzzal05
2020-03-23, 02:20 PM
ফরেক্স মার্কেট এ লস না খেলে বুঝা যায় না কেন লস হলো। কারন অভিজ্ঞতা লস থেকেই হয়। আর আপনি যদি কোন জায়গায় হোচট না খান তাহলে অভিজ্ঞত বাড়বে না। সুতরাং মার্কেট এ থাকতে থাকতে বুঝা যায় কিভাবে মার্কেট এ আমর লস হচ্ছে। তাই আপনি যত সময় দিবেন তত অভিজ্ঞ হবেন।
amreta
2020-03-23, 02:31 PM
আপনার যদি ক্ষতি হয় তবে আপনার ক্ষতির বিষয়ে কখনই চিন্তা করা উচিত নয়, ট্রেডিংয়েও একই ক্ষতি হয়। ট্রেডিং লাভ এবং লোকসান লাভের পরিস্থিতিতে থাকতে চাইলে তা হয় না। তবে যদি আপনি কোনও অসুবিধায় থাকেন এবং কোনও লাভ করতে চান তবেথাকতে চাইলে তা হয় না। তবে যদলোকসান লাভের পরিস্থিতিতে থাকতে চাইলে তা হয় না। তবে যদি আপনি কোনও অসুবিধায় থাক
FRK75
2021-04-05, 09:21 AM
এই ব্যবসায়ের সাথে জড়িত থাকে এবং তাদের সকলের নিয়োগের পরেও ব্যবসায়ী এই ব্যবসায়ের সাথে জড়িত হতে পারে কিছু অর্থ জব বানাতে পারে ভাল করে তোলে কর্মসংস্থান সৃষ্টি করে কিন্তু যারা ব্রোকার ইত্যাদির সাথে সম্পর্কিত এবং ট্রেডারদের জন্য বিদেশী বিদেশী বিদেশি বৈদেশিক মুদ্রার জায়গা শূন্যস্থান নয় এবং তারা সাধারণত এখানে তাদের চাকরি ছেড়ে দেয়। ছোট মূলধন দিয়ে এখানে বাণিজ্য শুরু করতে পারে এবং এর থেকে লাভ অর্জন করতে পারে এবং পরবর্তীতে এটি তৈরির অর্থে তার বিনিয়োগকে প্রসারিত করতে পারে
Mas26
2021-04-05, 09:59 AM
অভিজ্ঞতার কারণে এই সমস্যা হয় আমাদের ফরেক্স মার্কেটে আসলে ফরেক্স মার্কেটে যারা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে তাদের লস অনেক কম হয় । কিন্তু যারা অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয় নাই তারা প্রতিনিয়ত লস করছে। আসলে এই লসগুলো আপনি রিকভার করতে সক্ষম হতে পারেন না সে কারণে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। তাই আমি মনে করি আপনি এই লসের মাধ্যমে শিক্ষা গ্রহণ করুন। এভাবে যদি শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে আপনার একসময় প্রফিট হবে ইনশাআল্লাহ। লসের পরিমাণ কমে যাবে। আসলে আপনাকে প্রথমে অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলেই আপনি লস কমাতে সক্ষম হবেন। এবং ফরেক্স মার্কেটে প্রফিট করতে সক্ষম হবেন বলে।
samun
2021-04-05, 04:25 PM
আমার মতে ফরেক্স মার্কেটে লাভ করার থেকে লাভ করাটা খুবই সহজ একটি বিষয় আসলে এখনও অনেক পুরনো অভিজ্ঞ ট্রেডার ভাই রয়েছেন যারা এখনো পর্যন্ত ফরেক্স মার্কেটে লস করে থাকেন এখানে লস করার ভিতরে একটি পার্থক্য হল কিছু ট্রেডার্স করে মার্কেট থেকে কিছুদিন পর হারিয়ে যায় আবার কিছু ট্রেডার আছেন যারা ফরেক্স মার্কেটে টিকে থাকে পার্থক্য হল জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতার অভিজ্ঞতার বলে একজন খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারে যা একজন নতুন ট্রেডার্স পক্ষে সম্ভব হয় না তাই আমি মনে করি লজে হতাশ না হয়ে লক্ষ্যকে সামনে রেখে অভিজ্ঞতার উপর ভিত্তি করে দক্ষতার সাথে ফরেক্স মার্কেটে কাজ করা
এই ব্যবসায়ের সাথে জড়িত হতে পারে কিছু অর্থ জব বানাতে পারে ভাল করে তোলে কর্মসংস্থান সৃষ্টি করে কিন্তু যারা ব্রোকার ইত্যাদির সাথে সম্পর্কিত এবং ট্রেডারদের জন্য বিদেশী বিদেশী বিদেশি বৈদেশিক মুদ্রার জায়গা শূন্যস্থান নয় এবং তারা সাধারণত এখানে তাদের চাকরি ছেড়ে দেয়। ছোট মূলধন দিয়ে এখানে বাণিজ্য শুরু করতে পারে। আপনি মার্কেট আনাল্যসিস করে ট্রেড করলেও আপনার লস হতে পারে । কিন্তু আপনার যদি ফরেক্স ট্রেডিং এ ভালো অভিজ্ঞতা থাকে তাহলে সেই লসটা পোষাতে খুব বেশি কষ্ট হবে না । আসলে অভিজ্ঞ ট্রেডার হলে তারা এই কাজটাই করে ।
অতীতে যে লস গুলো করেছেন এই লসগুলো কেন হয়েছে সে কারণগুলো সঠিকভাবে খুঁজে বের করুন এবং নিজেকে সেই বিষয়গুলোতে অভিজ্ঞ করে তুলুন। এবং ততদিন পর্যন্ত ডেমো একাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করুন যতদিন পর্যন্ত ডেমোতে ম্যাক্সিমাম ট্রেড থেকে প্রফিট করতে সক্ষম হচ্ছেন।এভাবে ডেমো একাউন্ট এ ট্রেডিং প্র্যাকটিস করার মাধ্যমে যখন নিজেকে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেন। ফরেক্স মার্কেটে লস হওয়া খুবই স্বাভাবিক একটা বিষয় । আপনি মার্কেট আনাল্যসিস করে ট্রেড করলেও আপনার লস হতে পারে । কিন্তু আপনার যদি ফরেক্স ট্রেডিং এ ভালো অভিজ্ঞতা থাকে তাহলে সেই লসটা পোষাতে খুব বেশি কষ্ট হবে না । আসলে অভিজ্ঞ ট্রেডার হলে তারা এই কাজটাই করে ।
EmonFX
2021-08-20, 11:09 PM
আমি নতুন ফরেক্স এ টেড শুরু করেছি ফোরামের বোনাস নিয়ে।তবে আমি ইদানিং বলতে গত দু মাসে প্রচুর লসে পড়ে গেছি।প্রায় ৫০+ডলার।খুবই আপসেট হয়ে আছি।এখন আমি কি করতে পারি,সব টেডই বিফলে যাচ্ছে।
ফরেক্স মার্কেটে সবাই কম বেশি লস করেন। তবে এই লসের মূল কারণ অনভিজ্ঞতা। বিশেষ করে নতুন ট্রেডাররা বেশি লস করে থাকেন। কেননা শুরুর দিকে কারোরই ট্রেডিং সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা থাকে না। ফরেক্সে আমরা বিভিন্ন কারণে লস করে থাকি। এই লসের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত লোভ এবং অধৈর্যতা। এর পাশাপাশি স্বল্প জ্ঞান নিয়ে ফরেক্স ট্রেডিং করা, অতিরিক্ত আবেগী হয়ে ট্রেড নেয়া, সুশৃংখল প্ল্যানিং না করা, শুরুতেই অধিক মুনাফা অর্জন করার মানসিকতা, ভুলের কারণগুলো রেকর্ড করে সে অনুযায়ী নিজেকে সংশোধন না করা এবং অন্যের সিগন্যাল নির্ভর ট্রেডিং করা ফরেক্স মার্কেটে লস করার কতিপয় মেজর কারণ। এছাড়াও মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করা, অভার র্ট্রেডিং করা, স্টপ লস ব্যবহার না করা, সঠিকভাবে এনালাইসিস না করা ইত্যাদি ফরেক্স মার্কেটে লস করার অন্যতম কারণ। লসের বৃত্ত থেকে বের হতে হলে অবশ্যই উপরোক্ত বিষয়গুলোকে সঠিক পন্থায় পালন করে ট্রেডিং করতে হবে। নতুবা কখনোই লসের চক্র থেকে বের হওয়া সম্ভব নয়।
Devdas
2021-08-23, 09:34 PM
হ্যা ভাই, লস হওয়ার অনেক কারন আছে। লস শুধু অভিজ্ঞতার অভাব বললে হবে না। লস হওয়ার অনেক কারন থাকার কারনে ফরেক্স থেকে অনেক ট্রেডারগন ফরেক্স থেকে সাফলতা অর্জন করতে পারে না। লস হওয়ার বড় কারন হল লোভ করা, পরিশ্রম ও ধৈর্য্যের অভাব ও খুব তারাতারি আয় করা চিন্তায় তারাহুরা ফরেক্স করা। তারপর হচ্ছে অভিজ্ঞতার অভাব। তবে অভিজ্ঞতার অভাবে অনেক ট্রেডার ফরেক্স থেকে লস করে এমনকি ফরেক্স থেকে ঝরে পরে যায়। তাই আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল করে জানুন বুঝুন জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করুন তারপর পরেক্স করুন দেখবেন সাফলতা অর্জন করতে পারবেন।
Starship
2021-08-23, 10:40 PM
কোন ট্রেড থেকে আমরা তখনই লস করি যখন সেই ট্রেড পরিপূর্ণ অভিজ্ঞতা এবং নিয়ম অনুসরণ না করি। লজের ওপেন নাম অভিজ্ঞতা অভাব বলা যায় কেননা আমরা তখনই করি যখন আমাদের পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন না হয়। অনেকে ফরেক্সে লস করলে মন খারাপ করেন কিন্তু লস থেকেও অনেক কিছু শেখার আছে জানার আছে। এজন্য লস থেকে জ্ঞান লাভ করার মন মানসিকতা থাকতে হবে কী কারণে লস হলো সেই কারণ খুঁজে বের করতে হবে। তাহলে এক সময় আপনি একজন সফল ট্রেডার হতে সক্ষম হবেন।
Mas26
2021-10-09, 08:35 PM
আমি এই ফরেক্স মার্কেটে নতুন তাই আমার এই পোন্টের উপর কমেন্ট করাটাও ঠিক হবে কি না যানি না।তবে আমি নিজের অভিজ্ঞতা থেকে যে টুকু বুঝি তা হলো ফরেক্স মার্কেটে কাজ করা খুবই কঠিন বিষয়।এখানে মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন না করে ট্রেড ওপেন করলে নির্ঘাত লচে পড়তে হবে।আপনার সিস্টেম ঠিকমত কাজ করে কিনা যদি আপনি ডেমো ট্রেড করে নিজের উপর আস্থা আনতে পারেন তাহলে রিয়েল ট্রেড করবেন তাতে যতদিন লাগে আপনি দিবেন। আর লট ছোট রাখবেন সবসময় এসএল-টিপি দিয়ে ট্রেড করবেন। মার্কেট এর সাথে নিজেকে যদি মানিয়ে নিতে হয় তাহলে আপনাকে অনেক সময় দিতে হবে প্র্যাকটিস এর পেছনে।তাই আমাদের উচিত ফরেক্স মার্কেটে প্রথম পর্যায়ে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করা এবং বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করে অভিজ্ঞতা অর্জন করা।ফরেক্স এ অধিক অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডারও লস করতে পার। সেক্ষেত্রে যতই লস করুক না কেন, দিন শেষে তার এভারেজ এ অবশ্যই লাভ থাকে। তাই যারা লস খেয়ে তার মুল্যবান ব্যলেন্স টা হারায়, তাদের অবশ্যই অভিজ্ঞতার অভাব রয়েছে।
ফরেক্স মার্কেটে লস হওয়া খুবই স্বাভাবিক একটা বিষয় । আপনি মার্কেট আনাল্যসিস করে ট্রেড করলেও আপনার লস হতে পারে । কিন্তু আপনার যদি ফরেক্স ট্রেডিং এ ভালো অভিজ্ঞতা থাকে তাহলে সেই লসটা পোষাতে খুব বেশি কষ্ট হবে না । আসলে অভিজ্ঞ ট্রেডার হলে তারা এই কাজটাই করে । লস হলে তারা খুব তাড়াতাড়ি লসটা রিকভার করে নেয়। হলে সেটা রিকভার করা তাদের প্রথম কাজ। আসলে লস হলে আমাদের আগে রিকভার করে পরে লাভের চিন্তা করতে হবে। আর রিকভার না করে আমরা যদি বসে বসে আরও লস করি তাহলে সেই একাউন্ট এ লস রিকভার করা অনেক কঠিন হয়ে যায়।
habibi
2022-01-20, 11:47 AM
আধুনিক বিশ্বে কাছে স্মার্টফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট রয়েছে সেই ফরেক্স ট্রেড হতে পারে। তবে, যদি আপনি অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জনের সময় আপনার আর্থিক লস এড়াতে চান তবে আপনাকে পড়াশোনায় অনেক সময় ব্যয় করার জন্য প্রস্তুত হওয়া উচিত, বিশেষত যদি আপনি নিজে নিজে শিখতে চান। ব্যক্তিগতভাবে, সফল এবং স্থিতিশীল ট্রেডিং মূল পদক্ষেপগুলি বুঝতে এবং সম্পাদন করতে আমাকে প্রায় এক বছর সময় ব্যয় করতে হয়েছিল। সুতরাং, আমি আপনাদের সাথে এই মূল পদক্ষেপগুলি শেয়ার করতে চাই:
- আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, ট্রেডিং সময় আবেগ সত্যই ঝামেলা সৃষ্টি করে;
- উত্তেজনাকে না বলতে শিখুন। প্রকৃতপক্ষে, আমি গরম-মাথার বিনিয়োগকারীদের ফরেক্স ট্রেডিং থেকে একেবারেই দূরে থাকার পরামর্শ দেব;
- কেবলমাত্র ডেমো অ্যাকাউন্টগুলিতে ট্রেডিং স্ট্রেটেজিটি প্যাক্টিস করুন এবং চেক করুন। এছাড়াও, এই ফোরামের বোনাস অ্যাকাউন্টেও ট্রেড করা সম্ভব। এটি উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে;
- তাড়াহুড়া করা বাদ দিন। মনে রাখবেন, এমনকি আপনার ট্রেডটি লাভজনক হয়ে উঠলেও এর অর্থ এই নয় যে আপনার স্ট্রেটেজিটি ১০০% কাজ করে এবং আপনি এখন নিজের অর্থ দিয়ে ট্রেড করতে পারবেন। এই বারেবারে একটি ডেমো অ্যাকাউন্টে ট্রেড করে এর ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।
FRK75
2022-04-15, 12:40 PM
আমার অভিজ্ঞতা থেকে যতদূর বুঝতে পারি তা থেকে এটুকুই বলব যে আপনি যদি ট্রেড আরও করেন তাহলে আরও লস করতে থাকবেন । কারণ আপনি ট্রেড শুরু করেছেন কয়েক মাস হল কিন্তু এর মধ্যেই আপনি ট্রেড করা শুরু করে দিয়েছেন যেখানে আপনার উচিত ছিল এই সময়টাতে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানা এবং শেখা । সাথে সাথে আপনি আপনার ক্যাপিটালও নষ্ট করছেন । তাই বলব যে আগে ভাল করে শিখুন তারপর ট্রেড শুরু করুন । আর কমপক্ষে দুই মাস ডেমো ট্রেড করুন যা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা আপনার ভবিষ্যতে ট্রেডিং এ কাজে লাগবে ।লস গুলো করেছেন এই লসগুলো কেন হয়েছে সে কারণগুলো সঠিকভাবে খুঁজে বের করুন এবং নিজেকে সেই বিষয়গুলোতে অভিজ্ঞ করে তুলুন। এবং ততদিন পর্যন্ত ডেমো একাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করুন যতদিন পর্যন্ত ডেমোতে ম্যাক্সিমাম ট্রেড থেকে প্রফিট করতে সক্ষম হচ্ছেন।এভাবে ডেমো একাউন্ট এ ট্রেডিং প্র্যাকটিস করার মাধ্যমে যখন নিজেকে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেন। ফরেক্স মার্কেটে লস হওয়া খুবই স্বাভাবিক একটা বিষয় । আপনি মার্কেট আনাল্যসিস করে ট্রেড করলেও আপনার লস হতে পারে । কিন্তু আপনার যদি ফরেক্স ট্রেডিং এ ভালো অভিজ্ঞতা থাকে তাহলে সেই লসটা পোষাতে খুব বেশি কষ্ট হবে না । আসলে অভিজ্ঞ ট্রেডার হলে তারা এই কাজটাই করে ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.