PDA

View Full Version : কিছু মুভিং এভারেজ নিয়ে আলোচনা



FX7
2019-12-05, 12:14 AM
হ্যালো ফরেক্স টেডার গন,আমি নতুন আপনাদের মাঝে।ফরেক্স টেড শেখার ব্যাপক আগ্রহ জন্মেছে আমার। তাই আজ আপনাদের কাছ থেকে কিছু মুভিং এভারেজ সম্পকে জানার চেষ্টা করবো। ফরেক্স এ টেড করার সময় আমরা সবাই নানান মুভিং এভারেজ ব্যাবহার করে থাকি।তাই কিছু মুভিং এভারেজ এর ব্যাবহার, কার্যকারিতা ও সফলতা নিয়ে মন্তব্য শেয়ার করার অনুরোধ রইলো।এমন কিছু মুভিং এভারেজ বলেন যা আমার উপকারি বা মাকেট/ ট্রেন্ড ইত্যাদি সম্পকে ধারনা বা কিছু বুঝতে জানতে পারবো।ধন্যবাদ

alamsat
2019-12-05, 10:34 AM
মুভিং এ্যাভারেজ মূলত আমরা ব্যবহার করে থাকি মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য আপনি একটি চার্টে কিছু মুভিং এ্যাভারেজ নিবেন এর মধ্যে থাকবে ১৪, ২১, ৫০, ১০০ এবং ২০০ তাহলে দেখতে পাবেন আসলে মার্কেট কিভাবে মোভ করছে যখন মার্কেট কোন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড এর যেতে থাকে তখন মুভিং এ্যাভারেজ আমাদের ভাল করে বুঝিয়ে দেই যে মার্কেট এখন উপরে উঠতে শুরু করছে এখন কোন সেল ট্রেড নেওয়া যাবে না শুধুমাত্র বাই ট্রেড নিতে হবে। আপনি যখন এই প্রিয়ডগুলি চার্টে আকবেন এবং ৪ঘন্টার টাইম ফ্রেম এ দেখবেন তখন বুঝতে পারবেন মার্কেট কখন নীচে ছিল আবার কখন উপরে উঠেছিল সেটা পরিস্কার মুভিং এ্যাভারেজ আপনাকে বুঝিয়ে দিবে।

ARD1
2019-12-05, 11:23 AM
বৈদেশিক মুদ্রার একটি খুব ঝুঁকিপূর্ণ ব্যবসা এবং এটি বলেছিল যে কেবলমাত্র আমি এতটুকু জ্ঞান অর্জন করতে পারি যতটা আমাদের একটি জ্ঞান এবং অভিজ্ঞতা থাকবে, আমরা বৈদেশিক মুদ্রায় আরও সফল হতে পারি এবং সাফল্য অর্জন করতে পারি এবং সাফল্য অর্জনের পরে আমরা এর সাথেও ভাল অভিজ্ঞতা পেতে পারি আরও অভিজ্ঞতা।সম্মতি, ভাই, একটি ফুটবল ম্যাচের মতো, এমনকি সর্বশ্রেষ্ঠ ক্লাব, বলুন রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার সিটি অবশ্যই তাদের ম্যাচটি হেরেছে বা হেরেছে। সমস্ত মরসুম তারা একটানা জিতে না win তবে, তাদের কাছে এমন কৌশল বা কৌশল রয়েছে যা তাদের বেশিরভাগ ম্যাচকে জিতিয়ে তোলে। একইভাবে ফরেক্সের সাথে। আমরা যদি খোঁজ করি তবে এটি অকেজো

uzzal05
2019-12-25, 08:56 AM
মুভিং এ্যাভারেজ মুলত চমৎকার একটি ইন্ডিকেটর। এই টুলস দিয়ে অনেক ট্রেডার ভালো প্রফিট করে থাকেন। কারন একটি ট্রেন্ড ধরে যদি ট্রেড করা যায় তাহলে মার্কেট থেকে প্রচুর লাভ করা যায়। মার্কেট থেকে প্রফিট করতে হলে আমাদের ট্রেন্ডীং মার্কেট ট্রেড করতে হয়।

sss426
2019-12-25, 12:39 PM
মুভিং আভারেজ হল ফরেক্স মার্কেট মার্কেট এর একটা বহুল আলচিত এবং জনপ্রিয় একটা টুলস বা ইনডিকেটর। ফরেক্স মার্কেট এ মুভিং আভারেজ এর নানাবিধ বেবহার রয়েছে একেক জন ট্রেডার একেক ভাবে বেবহার করে থাকে । কেও করে থাকে ট্রেন্ড নির্ধারণ করতে আবার কেউ ক্রস ওভার ত্রেডিং করে থাকে । আমি বেক্তিগত ভাবে মুভিং আভারেজ কে ট্রেন্ড নির্ধারণ করতে বেবহার করে থাকি

samun
2021-07-26, 04:44 PM
এসকল বিষয় সম্পর্কে জানা এবং জ্ঞান অর্জন করা অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ ফরেক্স মার্কেটে প্রতিটি বিষয় আসলে আমাদের নখদর্পণ করা উচিত কারণ আমরা এই মার্কেটে যেকোনো সময় আমাদের যেকোন প্রয়োজনে জ্ঞানকে কাজে লাগাতে হবে সে ক্ষেত্রে আমি মনে করি ফরেক্স মার্কেটে প্রতিটি বিষয় সম্পর্কে জ্ঞান এবং ধারণা রাখা উচিত এতে করে ফরেক্সে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্থায়িত্বের একটি প্লাটফর্ম তৈরি করা সম্ভব

md mehedi hasan
2021-07-27, 05:41 AM
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস এর অন্যতম জনপ্রিয় টুল হচ্ছে মুভিং এভারেজ।ফরেক্স মার্কেটে ট্রেন্ড নির্নয় এর ক্ষেত্রে মুভিং এভারেজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এই মুভিং এভারেজ দ্বারা আবার ট্রেড এন্ট্রি পয়েন্ট ও খুজে বের করা হয়।আমি ফরেক্স মার্কেটে সিম্পল মুভিং এভারেজ ব্যবহার করে ট্রেন্ড নির্নয় ও ট্রেড করে থাকি।আমি ট্রেন্ড নির্নয় এর ক্ষেত্রে ৫১ সিম্পল মুভিং এভারেজ ব্যবহার করি।আর ট্রেড করার জন্য ৮ ও ২১ মুভিং এভারেজ ব্যবহার করে থাকি।