View Full Version : চলতে চলতে কি ফরেক্স মার্কেটে ট্রেড করেন ?
IFXmehedi
2019-12-12, 12:20 AM
আমরা সবাই জানি যেকোনো অবস্থায় মোবাইলে বা পিসি তে ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন । সেজন্য অনেকই দেখি বাসের মধ্যেও ফরেক্স মার্কেটে ট্রেডিং করে । হ্যাঁ আমিও করি , যখন সময় পাই , যেখানেই থাকি না কেনো মোবাইল দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেডিং করি । আপনারাও কি এভাবে ট্রেড করে থাকেন নাকি খুব নিরিবিলি পরিবেশে বসে মার্কেট আনাল্যসিস করে ট্রেড করেন ?
KAZIMAJHARULISLAM
2019-12-12, 05:07 AM
আমিও আপনার মতই চলতে চলতে বা যেকোনো সময় ট্রেড ওপেন করে থাকি। তবে সেটার পরিমাণ খুবই সামান্য কারন আমি সব সময় চেষ্টা করি নিজের মানসিকতাকে ঠান্ডা রেখে খুব মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করার। কিন্তু অনেক সময় দেখা যায় যে পর্যাপ্ত সময় দিয়ে মার্কেট এনালাইসিস করার মত উপযুক্ত পরিবেশ বা পরিস্থিতি থাকেনা। তবে আমাদের হাতে ইন্টারনেট সংযুক্ত মোবাইল থাকায় যেকোনো সময়ে মার্কেটের দিকে নজর রাখা সম্ভব হয় যার ফলে দেখা যায় মার্কেট যখন অনেক বেশি ট্রেড ওপেন করার উপযুক্ত পরিবেশে চলে আসে তখন ট্রেড ওপেন করে থাকি।
PK_SHIKDER
2019-12-12, 08:52 AM
আমি ও আপনাদেরই মতো চলতে চলতে ট্রেড ওপেন করে থাকি,,, তবে সেটা খুব কম হয় আমার মধ্যে । আমরা সবাই জানি যে,,, ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য শুধুমাত্র একটা ইন্টারনেট সংযুক্ত মোবাইল ফোন থাকলে যে কোনো স্থানে ও যে কোনো সময়ে ট্রেড ওপেন করা যায় । শুধুমাত্র শনিবার ও রবিবার এই দুইদিন বাদে । তাই বেশিরভাগ ক্ষেত্রেই আমি যখনি ফাঁকা সময় পেয়ে থাকি,,, তখন আমি মার্কেট ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করার উপযুক্ত হলে ট্রেড ওপেন করে থাকি,,, তা না হলে উপযুক্ত সময়ের অপেক্ষায় বসে থাকি । আসলে তাড়াহুড়ো করে কোনো কাজে কখনোই সফল হওয়া যায় না । তাই আমাদের সকলের উচিত ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার আগে মার্কেট এনালাইসিস করে নেওয়া এবং নিজেকে ঠিক সেই সময়ে চিন্তামুক্ত রাখা ।
alamsat
2019-12-12, 10:51 AM
আসলে আমরা যারা ট্রেড করে থাকি বিশেষ করে আমি একটি চাকরির পাশাপাশি ট্রেড করে থাকি তাই যখন অফিসের কাজ থাকে তখন তো আর ট্রেড করার মত কোন সুযোগ থাকে না। তাই যখনই ফ্রি সময় পাই তখনই কম্পিউটার এ বসে ট্রেড করে থাকি আর বাসায় গেলে মোবাইল দিয়ে ট্রেড করে থাকি। আর এটিই আমাদের জন্য ভাল দিক। কারন চাকরী ছেড়ে শুধুমাত্র ফরেক্স নিয়ে পড়ে থাকলে চলা কষ্টকর হয়ে যাবে কারন আমরা কেউই এখনও পর্যন্ত নিয়মিত প্রফিট করতে পারি না। আর পারলেও প্রফিট ধরে রাখতে পারি না। যদি কখনও এমন হয় তাহলে চাকরী ছেড়ে শুধুমাত্র ফরেক্স নিয়েই পড়ে থাকব।
TanjirKhandokar1994
2019-12-13, 11:01 PM
ফরেক্স মার্কেটে যেহেতু যে কোন যায়গায় বসেই পোস্ট এবং ট্রেড করা যায় সেহেতু চলতে চলতেও এটা করা সম্ভব তবে ট্রেডিং করার জন্য চলতে চলতে করলে সেটা কখনোই ভালো হবে না। কেননা ট্রেড করতে হবে অনেক চিন্তা ভাবনা করে। এখানে এনালাইসিস করে এবং নিউজ অনুযায়ী ট্রেড করতে হবে। না হলে ঝুঁকি থাকে অনেক। তাই চলতে চলতে আমার মতে ট্রেড না করাই ভালো। ধন্যবাদ
KaziBayzid162
2019-12-14, 07:17 AM
সত্য কথা বলতে আমিও আপনাদের মতোই চলতে চলতে বা রানিং অবস্থায় ট্রেড করে থাকি।কিন্তু এটা আমার কাছে স্বাচ্ছন্দ নিয়ো বলে মনে হয়না, কারন আমার কাছে মনে হয় এই পদ্ধতিতে ট্রেড করলে ট্রেড গুলো ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কেননা এই পদ্ধতিতে ট্রেড করলে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করার মত সুযোগ পাওয়া যায় না আর মার্কেট এনালাইসিস ছাড়া ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা থাকাটা তো খুবই স্বাভাবিক। তাই আমি চেষ্টা করি বেশিরভাগ ট্রেডগুলো কোন একটা নির্দিষ্ট স্থানে বসে ঠান্ডা মাথায় মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করার জন্য। তবে হ্যাঁ কখনো যদি দেখি যে মার্কেট কোন একটা দিকে অনেক বেশি উপরে বা ডাউনের চলে গেছে এবং খুব শীঘ্রই তাঁর অবস্থার পরিবর্তন করে সেখান থেকে বিপরীত দিকে যাবে তখন আমি চলন্ত অবস্থায় থাকলেও ট্রেড করে থাকি। কিন্তু নতুন ট্রেডারদের প্রতি আমার পরামর্শ হল যতটা সম্ভব চলতে চলতে ট্রেডিং করা থেকে বিরত থাকার।
alamsat
2019-12-14, 01:00 PM
ফরেক্স মার্কেটে যেহেতু যে কোন যায়গায় বসেই পোস্ট এবং ট্রেড করা যায় সেহেতু চলতে চলতেও এটা করা সম্ভব তবে ট্রেডিং করার জন্য চলতে চলতে করলে সেটা কখনোই ভালো হবে না। কেননা ট্রেড করতে হবে অনেক চিন্তা ভাবনা করে। এখানে এনালাইসিস করে এবং নিউজ অনুযায়ী ট্রেড করতে হবে। না হলে ঝুঁকি থাকে অনেক। তাই চলতে চলতে আমার মতে ট্রেড না করাই ভালো। ধন্যবাদ
আসলে যদি আমরা কোন কাজে বাহিরে চলেই যাই তবেও ফরেক্স এর দিকে নজর রাখতে হয় যদিও আপনি নতুন ট্রেড করলেন না তবুও মার্কেটের দিকে নজর রাখার জন্য অবশ্যয় ফোনটি অন রেখে মার্কেট পর্যাবেক্ষন করতে হয়। ফলে আপনি বাইরে গেলেও ট্রেড জগৎ এর সাথে সংযোগ রাখতে হবে। কারন কোন মুহুর্তে কোন নিউজ প্রকাশিত হয় সেটা আপনার ট্রেড এর কোন ক্ষতি করে কিনা সেগুলি দেখার সাথে সাথে নতুন কোন এন্ট্রি নেওয়া যাই কিনা সেটা দেখার জন্য অবশ্যয় আমি আমার মোবাইল এ ইকোমিক ক্যান্ডেনডার এর এ্যাপ এবং টার্মিনাল এ্যাপ রেখে পর্যাবেক্ষন করে থাকি।
খুব ভালভাবে এনালাইসিস করাটা এখনো শিখতে পারিনি অর্থাৎ বলতে গেলে ফরেক্স মুভমেন্ট সম্পর্কে এখনো কোন সচ্ছ ধারনা তৈরি হয়নি । তাই বলে শুধু মোবাইল থেকে ট্রেড করি না কারণ ওই সময় মানসিকভাবে অনেক প্রেসারে থাকি । এছাড়া মার্কেট মুভমেন্ট গুলো মোবাইল থেকে বোঝা অনেক কষ্টসাধ্য বিষয় মনে হয় আমার কাছে । কিন্তু যখন একটি মার্কেট সম্পর্কে একাধিক বার ট্রেড করার কারণে ভাল ধারনা তৈরি হয় এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকে তখন শুধু মোবাইল থেকে ট্রেড ওপেন করি কিন্তু মোবাইল থেকে এনালাইসিস করা হয় না ।
tonydutta
2019-12-14, 11:13 PM
হ্যাঁ অবশ্যই চলতে চলতে ফরেক্স ট্রেডিং করা যায় ।ফরেক্স একটি অনলাইন ভিত্তিক মুক্ত পেশা যা যেকোনো সময় যেকোনো স্থানে করা সম্ভব ইন্টারনেট সংযোগ দ্বারা ।ফরেক্স মার্কেট দিন রাত চব্বিশ ঘণ্টা খোলা থাকে ।তাই এখানে আমাদের ইচ্ছা অনুযায়ী যেকোনো সময় ট্রেড করা যায় ।ফরেক্স আমরা ইন্টারনেট সংযোগ মোবাইল কম্পিউটার দ্বারা যেকোনো সময় করতে পারি ।এখানে কাজের নির্দিষ্ট কোন সময় নেই ।
uzzal05
2019-12-15, 05:26 PM
বর্তমানে আমরা মো্বাইল দিয়ে ট্রেড করতে পারি। কিনতু মার্কেট সম্পর্কে ভালো এনালাসিস করার জন্য আমাদের কম্পিউটার ব্যবহার করা উচিত। তা না হলে আমরা মার্কেট সম্পর্কেঃ ভালো আউডিয়া করতে পারব না। কারন মোবাইল স্ক্রীন খুবই ছোট। যা বিস্তারিত বুঝেতে আমাদের সমস্যা হয়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.