PDA

View Full Version : ট্রেড করব সীমিত কিন্তু লাভ করব মোটামুটি ভালো ।



IFXmehedi
2019-12-12, 12:26 AM
ফরেক্স মার্কেট খুবই মজার একটা মার্কেট বলে আমার কাছে মনে হয় । আমি যখন প্রথম ট্রেড শুরু করি তখন প্রচুর ট্রেড করতাম আর একটু লাভ হলেই কেটে দিতাম । কিন্তু মাঝে মাঝে আমার ট্রেডে অনেক লস হয়ে যেত যেটা লাভের পরিমাণের চেয়ে অনেক বেশি । তখন থেকে ফরেক্স নিয়ে আরও ঘাঁটাঘাঁটি শুরু করলাম এবং ভাবলাম আমি যদি অল্প পরিমাণে ট্রেড করি মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে তাহলে খুব সহজেই লাভ করতে পারব , যদিও বা কম হবে , কিন্তু লসের সম্ভাবনা আরও কম । তাই এখন আমার চিন্তা মূলধন বৃদ্ধি করে যদি আমি সেই নিয়মটাই অনুসরণ করি তাহলে আমার লাভও বেশি হবে আবার বেশি ট্রেডও করতে হবে না । আপনারা কি ভাবেন বিষয়টা নিয়ে ?

KAZIMAJHARULISLAM
2019-12-12, 04:14 AM
আমিও আপনার মত একই ভুল বারবার করেছি। অর্থাৎ দেখা গেছে কোন কারেন্সিতে বাই ট্রেড ওপেন করেছি এবং কিছু সময় পরে সেই ট্রেড গুলো থেকে সামান্য কিছু প্রফিট হয়েছে আর তখনই ট্রেনগুলো ক্লোজ করে দিয়েছি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে মার্কেট অনেক বেশি উপরে উঠে গেছে। ঠিক তেমনি যখন কোন কারেন্সিতে সেল ট্রেড ওপেন করেছি এবং কিছু প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দেয়ার পরেই মার্কেট অনেক বেশি ডাউনে নেমে গেছে।কিন্তু তখন আর আমার আফসোস করা ছাড়া কিছুই করার থাকে না।পাশাপাশি দেখা গেছে আমার কিছু ট্রেড আমার বিপরীতে গিয়ে এতটা লস হয়েছে যেটা আমার সমস্ত প্রফিট এর সমতুল্য হয়নি। তাই এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ফরেক্স ট্রেডিং সম্পর্কে সময় দিয়ে ঘাটাঘাটি করতে থাকি। এবং রিয়েলাইজ করতে পারি যে এত বেশি ট্রেড ওপেন করা থেকে আমি যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে অল্পকিছু ট্রেড ওপেন করতে পারি এবং নির্দিষ্ট টার্গেট ফিলাপ করার আগ পর্যন্ত উক্ত ট্রেডগুলো ক্লোজ না করি তাহলে আমার প্রফিট করার সম্ভাবনা যেমন বেশি থাকবে। তেমনি লস হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। আর বর্তমানে আমি এই পদ্ধতি ফলো করেই ফরেক্স মার্কেটে ট্রেডিং করছি এবং আশা করছি যে এই পদ্ধতি ফলো করার মাধ্যমে ফরেক্স মার্কেট থেকে খুব ভাল প্রফিট করতে পারব।

PK_SHIKDER
2019-12-12, 09:05 AM
আসলে ফরেক্স মার্কেটকে আমার কাছে খুবই মজার মার্কেট মনে হয় । আমি যতোই ফরেক্স মার্কেটে কাজ করি,,, ততোই আমি এই ফরেক্স মার্কেটের উপর দুর্বল হয়ে পড়ি । কিছুটা নতুন প্রেমে পড়লে যেমনটা হয় । তার মানে হলো আমি ও এই ফরেক্স মার্কেটের প্রেমে পড়ে গেছি । আসলে কথা হলো কি,,,, আমরা বাঙ্গালীরা সবাই হুজুগে মাতাল । আমরা আমাদের মতের সাথে একতম হতে পারি না । ফরেক্স মার্কেটে লাভের আশা করে একের পর এক ট্রেড ওপেন করে বসি,,, পরে দেখা যায় কয়েকটি ট্রেডে কিছুটা লাভ হলে ও বাকি ট্রেড গুলিতে লসের পাল্লা বেশি ভারি হয়ে যায় । তাই আমাদের উচিত ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার সময় মার্কেট সঠিকভাবে এনালাইসিস করে নেওয়া এবং নিজেকে চিন্তামুক্ত রেখে কম কম লটে কম কম ট্রেড ওপেন করা । তাহলে আমরা ফরেক্স মার্কেটে লচের হাত থেকে মুক্তি পেতে পারবো ।

MINARULRFL100
2019-12-12, 09:31 AM
আমরা জানি লোভে পাপ আর পাপে মৃত্যু।আপনি ফরেক্স ট্রেডিং মার্কেট এ যখনই লোভ করতে যাবেন তখন ই আপনি লস করবেন তার একটা মাএ কারন লোভ।তাই অল্পতেই সন্তুষ্টি থাকা উচিত।আমি আপনার সাথে পুরোপুরি একমত তার কারন আমি যদি আজ লস করি কাল আমাকে ডাবল লাভ করতে হবে।কিন্তু আমি যদি আজ লাভ করি তাহলে কাল যদি আমার লস হয় তাহলে আমার ব্যালেন্স এর উপর কোন প্রভাব পড়বেনা।তাই লাভ যদি অল্প ও তাও অনেক ভাল।তাই আমি সকলকে বলব অনেক লাভ করার সম্ভাবনা থাকার পর ও অল্পতেই সন্তুষ্টি অর্জন করায় ভাল তাহলে আমাদের ব্যালেন্স বাড়তে থাকবে।

alamsat
2019-12-12, 10:44 AM
এটা তো অনেক ভাল একটি প্রস্তাব যদি আমরা প্রফিট করার সময় বেশি প্রফিট করতে পারি তবে এটা অনেক ভাল কিন্তু আমরা সকলেই এটা করতে পারি না। কারন আমরা সব সময় লসের ট্রেড গুলি বেশি সময় ধরে রেখে বেশি লস নিয়ে ট্রেডগুলি ক্লোজ করে থাকি। বিশেষকরে আমি আর কম প্রফিট পেলেই ট্রেড গুলি ক্লোজ করে দেই। আর যদি আমি এই নিয়ম ধেকে কখও বাহির হতে না পারি তাহলে কখনও ট্রেড করে সফলতা পাব না। তাই সকলের প্রতি আমার আবেদন আপনারাও লসের ট্রেড গুলি কম লসে ক্লোজ করুন এবং প্রফিটের ট্রেডগুলি বেশি সময় ধরে রেখে বেশি প্রফিট করার চেষ্টা করুন।

KaziBayzid162
2019-12-14, 07:41 AM
একজন সফল ট্রেডার খুব ভাল করেই জানে যে মাসে একটি ট্রেডই খুব ভাল প্রফিট করার জন্য যথেষ্ট। অর্থাৎ যখন কোন ট্রেডার তার অভিজ্ঞতা ও দক্ষতা কি কাজে লাগিয়ে মার্কেট সম্পর্কে খুব ভালোভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করে থাকে এবং উক্ত ট্রেডটি তার প্রত্যাশা অনুযায়ী পজিটিভ দিকে যায় এবং তার নির্ধারিত পজিশনে গিয়ে ক্লোজ হয় তাহলে একটি ট্রেড থেকেই তার এক মাসের কাংখিত প্রফিট করতে পারে। অন্যদিকে অনেক বেশি ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা ও অনেক বেশি থাকে। কেননা সব ট্রেড থেকে সব সময় প্রফিট করা সম্ভব হবে এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তাই আমিও আপনার মতই মনে করি যে ফরেক্স মার্কেটে অনেক বেশি ট্রেড ওপেন করা থেকে বিরত থেকে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে অল্প ট্রেড করার মাধ্যমেই ফরেক্স মার্কেট থেকে মোটামুটি নয় বরং খুব ভাল প্রফিট করা যাবে।

alamsat
2019-12-14, 12:49 PM
একজন সফল ট্রেডার খুব ভাল করেই জানে যে মাসে একটি ট্রেডই খুব ভাল প্রফিট করার জন্য যথেষ্ট। অর্থাৎ যখন কোন ট্রেডার তার অভিজ্ঞতা ও দক্ষতা কি কাজে লাগিয়ে মার্কেট সম্পর্কে খুব ভালোভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করে থাকে এবং উক্ত ট্রেডটি তার প্রত্যাশা অনুযায়ী পজিটিভ দিকে যায় এবং তার নির্ধারিত পজিশনে গিয়ে ক্লোজ হয় তাহলে একটি ট্রেড থেকেই তার এক মাসের কাংখিত প্রফিট করতে পারে। অন্যদিকে অনেক বেশি ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা ও অনেক বেশি থাকে। কেননা সব ট্রেড থেকে সব সময় প্রফিট করা সম্ভব হবে এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তাই আমিও আপনার মতই মনে করি যে ফরেক্স মার্কেটে অনেক বেশি ট্রেড ওপেন করা থেকে বিরত থেকে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে অল্প ট্রেড করার মাধ্যমেই ফরেক্স মার্কেট থেকে মোটামুটি নয় বরং খুব ভাল প্রফিট করা যাবে।

আসলে ট্রেড করার জন্য অপেক্ষা করতে হয় এবং কাঙ্খিত অবস্থান থেকেই ট্রেড করে বের হয়ে আসতে হয় তাহলে ই আপনি সফলকাম হতে পারবেন। কিন্তু এই সিদ্ধান্ত নিতে আমাদের অনেক কষ্ট করতে হয়। দেখা যাই যে আমরা অনেক এ্যানালিসিস করে ট্রেড নিলাম মাসে একটি ট্রেড নিলাম কিন্তু সেই ট্রেড এ যদি লস হয় তাহলে কিছু করার থাকে না। কারন আপনার এ্যানালিসিস যদি সঠিক কাজ না করে তাহলে কখনও প্রফিট করা যাবে না। তাই ট্রেড করতে থাকতে হবে তবে মনে রাখতে হবে প্রফিট করতে হবে বেশি আর লস এর সময় কম লস নিয়ে ট্রেড ক্লোজ করতে হবে।

KF84
2019-12-14, 09:48 PM
আমি ভাই আপনার সাথে পুরোপুরি একমত কারণ বেশী লাভের আশায় অনেক সময় একটি ট্রেড থেকে বেশী লস করেছি অথবা ট্রেডটি মার্জিন কল এ কেটে গেছে । তাই মার্কেটে বেশিক্ষণ ট্রেড রাখতে আমি খুব একটা আগ্রহী নই । তাই আমিও চেষ্টা করি যে অর্থ প্রাপ্তি অল্প হোক কিন্তু ট্রেডটি যেন লসে না কাটে । কারণ আমি বিশ্বাস করি যে অল্প অল্প করেই মাসে একটি ভাল পরিমানের অর্থ জমানো সম্ভব । কিন্তু এই সিস্টেমে কাজ করতে হলে অনেক ধৈর্য থাকতে হয় , আবেগ দিয়ে ট্রেড করা যায় না ।

uzzal05
2019-12-16, 12:30 PM
ট্রেড সীমিত করাই ভালো। এটা আমরা কখনো মেনে নিতে পারি না। মার্কেট থেকে তারাহুড়া করে লাভ করতে চাই। আর তারাতারি গেইন করতে যেয়ে বড় ধরনের লস করে বসে থাকি। মার্কেট কম ট্রেড করে বেশি লাভ করা যায়। কিন্তু বেশি ট্রেড করলে রিস্ক ও বেড়ে যায়। যত কম ট্রেড করা যায় এতেই ভালো।

abilkis7
2019-12-18, 02:11 PM
ট্রেড দিতে হবে এ্যানালাইসিস এর মাধ্যমে এবং ১০০% বুঝে শুনে, তাহলে আমরা অল্প ট্রেডে বেশি প্রফিট করতে পারব। আর আমরা বেশিভাগ ক্ষেত্রে কোন নির্দিষ্ট নিয়ম বাদেই অধিক পরিমানে লাভ করতে চাই বলে আমরা বেশি ট্রেড দিয়ে থাকি এবং পরিনামে আমরা ক্ষতির সম্মুখিন হই। তাই আমি বলব অবশ্যই আপনার নির্দিষ্ট লক্ষ থাকতে হবে এবং লক্ষ পুরন হওয়ার সাথে সাথে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে তাহলে আশা করা যায় আপনি ভাল লাভ করতে পারবেন।