View Full Version : পোস্টের তুলনায় কি বোনাস কম পাচ্ছি?
KAZIMAJHARULISLAM
2019-12-12, 03:51 AM
বিগত কয়েক মাস যাবত দেখছি যে আমরা বাংলা ফোরামে যে পরিমাণ পোস্ট করছি ব্রোকারের থেকে সেই পরিমাণ বোনাস পাচ্ছিনা।অর্থাৎ উক্ত পোষ্টের জন্য যে পরিমাণ বোনাস পাওয়ার কথা ব্রোকার আমাদেরকে সেই পরিমাণ বোনাস দিচ্ছে না।আসলে কেন ব্রোকার আমাদেরকে পোস্ট এর তুলনায় বোনাস কম দিচ্ছে সেটা সঠিকভাবে বুঝতে পারছিনা। তাই অভিজ্ঞ ট্রেডারদের কাছে আমার অনুরোধ আপনারা যদি এই বিষয়ে অবগত থাকেন বা এই বিষয়ে আপনাদের বিশেষ কোনো জ্ঞান থাকে। তাহলে অবশ্যই আমাদেরকে উপদেশ আকারে পোস্ট করবেন। যাতে করে আমরা সঠিক নিয়মে পোস্ট করার মাধ্যমে ব্রোকার থেকে খুব ভাল বোনাস পেতে পারি।
MINARULRFL100
2019-12-12, 06:40 AM
আমি ও এই মাসে আমার পোস্টের তুলনায় বোনাস অনেক কম পাইছি।আমি যখন আমার সিনিয়র ভাইয়ের কাছে এই বিষয় টি নিয়ে আলোচনা করলাম তখন সে আমাকে বলল আমার পোস্ট গুলোর মান ভাল হয়নি যার কারনে আমার পোস্টের বোনাস অনেক কম হয়েছে।আসলেই আমরা যখন কোন কিছুই না পাই তখন আমরা ব্রোকারদের দোষারোপ করি।আমরা মনে করি ব্রোকাররা আমাদের মুল্যয়ন না করে বোনাস দিচ্ছে।আসলেই ব্যাপারটা এই রকম না।আমরা কেন বোনাস বেশি পাইনি এই বিষয়টি নিয়ে কাজ করি আর নিজের ভুল গুলো শুধরে নিয়ে কাজ করি তাহলে ফরেক্স ফরাম এর ব্রোকাররা আমাদের অবশ্যই ভালো বোনাস দিবে।
ভালো বোনাস পাওয়ার জন্য কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবেঃঃ
১. লেখার ভিতর খুব কম ভুল থাকতে হবে।
২. লেখার মান অনেক ভাল হতে হবে।
৩. মিনিমাম লেখার সাইজ ৮ লাইন হতে হবে।
এই বিষয় গুলো নিয়ে কাজ করতে পারলে আমরা ভালো বোনাস পাবো আসা করি।
PK_SHIKDER
2019-12-12, 08:42 AM
আমি ও গত মাসের পোস্টিং বোনাস আমার করা পোস্টের তুলনায় অনেক কম পেয়েছি । আর আমি ও যখন আমার এই বিষয়টি নিয়ে আমার বন্ধুর সাথে কথা আলোচনা করলাম,,, সে তখন আমার এই বিষয়টির উপর আমাকে এটাই বল্লো যে,,, তোমার করা পোস্টগুলির মধ্যে হয়তো বানান ভুল ছিলো,,, তা না হলে তোমার করা পোস্টগুলি অনেক বেশি ছোট হয়ে গেছিলো এবং লেখার ভাষায় মধ্যে কোনো প্রকার মাধুর্য ছিলো না । সে কারনে ব্রোকার তোমাকে তোমার করা পোস্টগুলির তুলনায় অনেক কম বোনাস দিয়েছে । আমি তারপর বুঝতে পারলাম যে,,, ভুল হয়তো আমারি ছিলো,,, সে জন্য আমি আমার নেজ্য প্রাপ্য পায়নি । তাই এখন আমাদের উচিত পোস্ট করার সময় সঠিকভাবে বানান ভুল না করে এবং সর্বনিম্ন ৮ লাইনের পোস্ট লেখা ।
alamsat
2019-12-12, 10:48 AM
পূর্বেকার কথা কি বলব মাসে ২০০ ডলার করে বোনাস পেতাম অল্প কষ্ট করে কিন্তু এখন আর বেশি কষ্ট করে ভাল ভাল পোষ্ট করার চেষ্টা করি এবং লাইক এর পরিমানও বেশি পায় কিন্তু বোনাসের বেলায় অনেক কম পায় ফলে ট্রেড করার জন্য আমাদের অনেক কষ্ট হয়ে থাকে। তাই বুঝতে পারছি না কিভাবে আমাদের কাজ করলে বেশি বোনাস পাব। যদি নিয়মগুলি ভাল করে জানা যেত তাহলে বেশি বোনাস পেতে পারতাম। এ জন্য আমি ফোরামের সম্মানিত মডারেটর এর দৃষ্টি আকর্ষক করছি যে, কিভাবে আমরা পোষ্ট থেকে বেশি বোনাস পেতে পারি সে বিষয়ে নির্দেশনা প্রদান করার জন্য।
tonydutta
2019-12-12, 10:56 AM
আসলে পোস্ট করে আমরা যে বোনাস পাই তা সত্যিই অনেক।কারন এখানে শুধু বোনাসই নয় আপনি ফরেক্স সম্পর্কে জ্ঞান পেতে পারেন।তাই নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুলতে ফোরাম সাইট টি সত্যিই আদর্শ মাধ্যম।এখানে আমরা পোস্ট করে যা পাই তা অনেক এবং আমি খুশি।
alamsat
2019-12-12, 12:32 PM
আসলে পোস্ট করে আমরা যে বোনাস পাই তা সত্যিই অনেক।কারন এখানে শুধু বোনাসই নয় আপনি ফরেক্স সম্পর্কে জ্ঞান পেতে পারেন।তাই নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুলতে ফোরাম সাইট টি সত্যিই আদর্শ মাধ্যম।এখানে আমরা পোস্ট করে যা পাই তা অনেক এবং আমি খুশি।
ভাই ফরেক্স ফোরাম আমাদের যে বোনাস প্রদান করছে সেটা আমাদের কাছে শুধু মাত্র পাওয়া নয় অনেক বেশি একটি পাওয়া এখন যদি আপনি মাসে ২০০ ডলার পেয়ে থাকেন এবং পরবর্তীতে কোন কারনে সেটা কমতে কমতে ১০ ডলারে চলে আসে তবে আপনি সেটা কেন হল সেটা খোজার চেষ্টা করবেন অবশ্যয় এখানে সেটাই করা হচ্ছে। কারন আগে আমি নিজে ২০০ ডলার পর্যন্ত বোনাস পেয়েছি কিন্তু এখন তার চেয়ে বেশে কষ্ট করেও তেমন বোনাস পায় না। তাই আমি সেটা জানতে চাচ্ছি কেন বোনাস এর পরিমান কমে গেল যদি আমাদের কোন ভুল থাকে সেটা ঠিক করে নিতে হবে।
jasminbd
2019-12-12, 07:19 PM
এই মাসের ১১ তারিখ আমি বোনাস পেয়েছি। এবং আমার জানামতে এই ফোরামের সকলেই বোনাস পেয়েছে যারা শিক্ষণীয় পোস্ট করেছে। তাই বোনাস পেয়েছেন কিনা তা জানতে অনুগ্রহ করে প্লাটফর্মে লগইন করে সর্বশেষ বোনাস কোন তারিখে ডুকেছিল তা চেক করুন। যদি বোনাস কম আসে তাহলে এর অন্যতম কারন হতে পারে আপনার পোস্টগুলোর isca সিস্টেম দ্বারা অনুমোদিত হয় নি। আপনার বোনাস কম আসার কারন জানতে মডারেটর এর সাথে যোগাযোগ করুন।
TanjirKhandokar1994
2019-12-12, 07:48 PM
ফরেক্স বাংলা ফোরামে কাজ করছি প্রায় এক বছরের কাছাকাছি তবে এখানে প্রথম অবস্থায় যেমন বোনাস দেয়া হতো সেই অনুসারে এখন অনেক কম বোনাস দিয়ে থাকে। যদিও বা ফোরামের অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। সেহেতু এটা হয়তো ফোরাম কতৃপক্ষ কেন আমাদের বোনাস কম দিচ্ছে সেটা তারাই ভালো যানে। এখানে যদিও বা বলা আছে ভালো মানের প্রতি পোস্টে সর্বোচ্চ ৫০$ পর্যন্ত দেয়া হবে। তবে এখানে কেউ ৫০$ প্রতি পোস্টে পেয়েছেন কিনা আমার যানা নাই। আমিও কয়েক মাস যাবৎ কম বোনাস পাচ্ছি।
DJSUMON777
2019-12-12, 08:50 PM
পূর্বে অল্পসংখ্যক পোস্টেই অনেক বেশি পরিমাণে বোনাস পাওয়া যেত কিন্তু এখন অনেক পোস্ট করেও অনেক বেশি মাছ পাওয়া যায় না এর সঠিক কি কারন তা জানার চেষ্টা করেছি কয়েকবার কিন্তু সঠিক কোনো তথ্য পায়নি। একেক জন একেক রকম বলেছে। কেউ কেউ বলেছে পোস্ট এর মান ভাল হয়নি আবার কেউ কেউ বলেছে পোস্টগুলো শিক্ষনীয় নয় আবার কেউ বলেছে বানানে ভুল ছিল হয়তো আসলে যে এর মধ্যে কোনটা সঠিক সেটা আজও বুঝতে পারলাম না। তাই অভিজ্ঞদের কাছে অনুরোধ তারা যেন বিষয়টি সম্পর্কে অবগত করেন আমাদের কে।
souravkumarhazra6763
2019-12-15, 06:03 PM
আমি বোনাস কম পাই কিনা বেশি পাই তা ঠিক খেয়াল করিনা,আমি প্রতেক দিন ৫ টি করে পোস্ট দিয়ে থাকি মাস এ ১৫০ টি পোস্ট,এই পোস্ট থেকে যা পাই আমি তাতেই সন্তুষ্টি,কিন্তু আগের তুলনায় এখন বোনাস খুব কম পেয়ে থাকি,তার সঠিক কারণ আমি যানিনা,কিন্তু যা পাই তাতেই ভালো পাই বলে আমি মনে করি।
uzzal05
2019-12-16, 12:06 PM
শুধু লেখলেই বোনাস পাওয়া যাবে না। মানসম্মত পোস্ট অবশ্যই হতে হবে। আর আবুল তাবুল পোস্টের টাইটেল না দেখে লেখাটাও বোকামী। প্রাসঙ্গিক বিষয় ধরে আমাদের মন্তব্যগুলো উপস্থাপন করতে হবে। আর পোস্টগুলো শিক্ষামূলক হলে আরও ভালো হবে।
হ্যাঁ আমিও মনে করি যে পোষ্টের তুলনায় বোনাস আমরা কম পাচ্ছি আর এই কম পাওয়ার কারনেই আমার বেশী পোস্ট করে থাকি যার গুনগত মান খুব একটা ভাল নয় । কারণ একজন যদি দিনে ১০ টি পোস্ট করতে চায় তাহলে তার পক্ষে কোন ভাবেই ভাল এনালাইসিসের পোস্ট করা সম্ভব নয় কিন্তু তারপরেও আমরা পোস্ট করছি কারণ গুনগত মানের কম পোস্ট প্রতিদিন করলেও আমাদের ভাল বোনাস পাওয়া সম্ভব নয় । মাঝখানে কিছু সময় যাবত mt5 foram এই সমস্যা চলছিল কিন্তু তারা এই বিষয়ে সোচ্চার হওয়ায় তাদের বোনাস আবার বৃদ্ধি পেয়েছে । আর আসল কথা হল এই ফোরামের কোন একটিভ মোডারেটর না থাকায় এই সমস্যাগুলি আসলে ইন্সতাফরেক্স কোম্পানির কাছে ঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না । তাই আমার মনে হয় আমাদের সবাইকে এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত যেন বোনাস সমস্যার পাশাপাশি আমাদের ফোরাম কমিউনিটি কে আরও সক্রিয় করার জন্য যেন মোডারেটর নিয়গ দেয়া হয় ।
LIMAFX
2019-12-17, 10:14 AM
হ্যাঁ আমিও মনে করি যে পোষ্টের তুলনায় বোনাস আমরা কম পাচ্ছি আর এই কম পাওয়ার কারনেই আমার বেশী পোস্ট করে থাকি যার গুনগত মান খুব একটা ভাল নয় । কারণ একজন যদি দিনে ১০ টি পোস্ট করতে চায় তাহলে তার পক্ষে কোন ভাবেই ভাল এনালাইসিসের পোস্ট করা সম্ভব নয় কিন্তু তারপরেও আমরা পোস্ট করছি কারণ গুনগত মানের কম পোস্ট প্রতিদিন করলেও আমাদের ভাল বোনাস পাওয়া সম্ভব নয় । মাঝখানে কিছু সময় যাবত mt5 foram এই সমস্যা চলছিল কিন্তু তারা এই বিষয়ে সোচ্চার হওয়ায় তাদের বোনাস আবার বৃদ্ধি পেয়েছে । আর আসল কথা হল এই ফোরামের কোন একটিভ মোডারেটর না থাকায় এই সমস্যাগুলি আসলে ইন্সতাফরেক্স কোম্পানির কাছে ঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না । তাই আমার মনে হয় আমাদের সবাইকে এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত যেন বোনাস সমস্যার পাশাপাশি আমাদের ফোরাম কমিউনিটি কে আরও সক্রিয় করার জন্য যেন মোডারেটর নিয়গ দেয়া হয় ।
প্রিয় ফোরাম সদস্য,
আপনার অবগতির জন্য বলছি যে এই ফোরমে পর্যাপ্ত সংখ্যক মডারেটর রয়েছে এবং তারা সকলেই সক্রিয় রয়েছে। এছাড়াও প্রতিটি পোষ্ট আলাদা করে রেটিং করা হয়। যেহেতু আমরা গুণগত পোষ্টের উপর জোর দিয়েছি তার মানে এই নয় যে আপনাকে শুধূ অ্যনালাইসিস পোষ্ট করতে হবে। আপনার তথ্যবহুল পোষ্ট অন্যকে সাহায্য করার পাশাপাশি নির্দিষ্ট বিষিয় নিয়ে আপনি লেখতে পারেন। এতে আপনার পোস্টের মান আরো বাড়বে বলে মনে করি।
যদিও আমরা কিছু মডারেটর খুঁজছি, যারা আমাদের ফোরাম পরিচালনা করতে সাহায্য করতে চায়। যদি আপনি এই কাজ করতে আগ্রহী হন, আপনি যদি ইংরেজিতে অর্নগল কথা বলতে পারেন, যদি আপনার ফরেক্স ট্রেডিংয়ের অভিজ্ঞতা থাকে তবে মডারেটর বা প্রশাসকের কাছে এখনি একটি অনুরোধ করতে পারেন।
আপনার সমস্যার কথা আমাদের জানাতে সংচোক করবেন না।
ধন্যবাদ
Hridoy6763
2019-12-17, 10:18 AM
পোস্টের তুলনায় বোনাস কম পাছি কিনা আমি তা সঠিক যানিনা,আমি গত মাসে বেশি পোস্ট করিনি তাই বেশি বোনাস ও পাইনি,এই মাসে ১৫০ টার মতো পোস্ট করার ইচ্ছা আছে,করতে পারলে ভালো বোনাস পাবো,এবং সেই বোনাস দিয়ে ভালো ভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবো,পোস্ট এর তুলনায় বোনাস কম পাছি কিনা তার সঠিক উওর আমি এখন যানিনা।
abilkis7
2019-12-18, 08:21 AM
আমি বোনাস কম পাই কিনা বেশি পাই তা ঠিক খেয়াল করিনা,আমি প্রত্যেক দিন ৫-২০ টি করে পোস্ট দিয়ে থাকি মাস এ ১৫০-২০০ টি পোস্ট দিয়ে থাকি। এই পোস্ট থেকে যা পাই আমি তাতেই সন্তুষ্টি, কিন্তু আগের তুলনায় এখন বোনাস খুব কম পেয়ে থাকি, তার সঠিক কারণ আমি জানিনা, কিন্তু যা পাই তাতেই ভালো পাই বলে আমি মনে করি।
Hredy
2020-02-16, 03:28 PM
আসলে পোস্ট করে আমরা যে বোনাস পাই তা সত্যিই অনেক।কারন এখানে শুধু বোনাসই নয় আপনি ফরেক্স সম্পর্কে জ্ঞান পেতে পারেন।তাই নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুলতে ফোরাম সাইট টি সত্যিই আদর্শ মাধ্যম।এখানে আমরা পোস্ট করে যা পাই তা অনেক এবং আমি খুশি।
MdRubelShaikh
2020-02-16, 03:41 PM
ফরেক্স ফোরামে পোষ্ট করি কিছু বুঝার জন্য।পোষ্ট বোনাস কত দিবে সেটা ইনস্টা ফরেক্স ফোরাম নির্ধারন করবে।তবে আমি যত টুকুু জানি তাতে ইনস্টা ফনেক্স বোনাস বেশি দিয়ে থাকে।ইনস্টা ফরেক্স এর প্রতি আমার অনেক কনফিডেন্স আছে।
Romjan1989
2020-02-16, 03:50 PM
ফরেক্স ট্রেডিং এ ফোরাম পোস্টিং হল ফরেক্স শিখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম যেখান থেকে আমরা ফরেক্স ট্রেডিং সম্পর্কে প্রচুর পরিমাণ অভিজ্ঞতা অর্জন করতে পারি। আপনি পোস্ট লেখার সময় যদি পোস্ট এর মান ভাল করে লিখেন এবং আপনার বানান এ ভুল না করেন তাহলে আপনি অবশ্যই ভাল বোনাস পাওয়ার যোগ্য।
amreta
2020-02-16, 03:53 PM
ডিয়ার মেম্বার বাংলাদেশ ফরেক্স ফোরামের বহতি আচ্ছা প্লাটফর্মজেসে হাম বহত ইয়া চলে যাওয়ার এক্সপেরিয়েন্স আসল কারতে হেআগার আপ আপনা নলেজের এক্সপিরিয়েন্স করনা চাহতে হেতো আপকো বাংলাদেশ ফরেক্স ফোরাম কো জয়েন করনা চাহিয়েঅল সিংগার মেম্বার কি পোস্ট এনকোরেট করনা চাহিয়েজেছে আপকা নলেজ অর এক্সপেরিয়েন্স বি দারোগারাত বহুৎ আচ্ছা বোন আসবি আসার কার সাকতে হো
Mas26
2020-02-16, 11:54 PM
আমি ও গত মাসের পোস্টিং বোনাস আমার করা পোস্টের তুলনায় অনেক কম পেয়েছি । আর আমি ও যখন আমার এই বিষয়টি নিয়ে আমার বন্ধুর সাথে কথা আলোচনা করলাম,,, সে তখন আমার এই বিষয়টির উপর আমাকে এটাই বল্লো যে,,, তোমার করা পোস্টগুলির মধ্যে হয়তো বানান ভুল ছিলো,,, তা না হলে তোমার করা পোস্টগুলি অনেক বেশি ছোট হয়ে গেছিলো এবং লেখার ভাষায় মধ্যে কোনো প্রকার মাধুর্য ছিলো না । সে কারনে ব্রোকার তোমাকে তোমার করা পোস্টগুলির তুলনায় অনেক কম বোনাস দিয়েছে । আমি তারপর বুঝতে পারলাম যে,,, ভুল হয়তো আমারি ছিলো,,, সে জন্য আমি আমার নেজ্য প্রাপ্য পায়নি । তাই এখন আমাদের উচিত পোস্ট করার সময় সঠিকভাবে বানান ভুল না করে এবং সর্বনিম্ন ৮ লাইনের পোস্ট লেখা ।
fxhazera
2020-02-17, 09:21 AM
আমি ফোরামে নতুন।এখনো এক মাসের বোনাস ও পাইনি।তাই আমি সঠিক জানি না।পোস্টের তুলনায় আমি কি কম বোনাস পাচ্ছি নাকি।তবে অন্যদের মন্তব্য দেখে বুঝলাম পোস্টের তুলনায় সবাই কম বোনাস পাচ্ছে।।
SHARIFfx
2020-02-17, 09:27 AM
বোনাসের পরিমাণ কমার কারন হচ্ছে আপনার লোস। ইন্সতা বোনার দিচ্ছে আর আপনের ট্রেড করে লস করে ফেলছেন এটা কেমন না। তাই এখনো সময় আছে বোনাস কে নিজের টাকা মনে করুন। রিস্ক ফ্রি ট্রেড করার চেষ্টা করুন। দেখবেন আগামী কয়েক মাসে বোনাস বেড়ে যাবে অনেক গুন।
samun
2020-02-17, 09:46 AM
ফরেক্স ফোরাম আমাদের যে বোনাস প্রদান করছে সেটা আমাদের কাছে শুধু মাত্র পাওয়া নয় অনেক বেশি একটি পাওয়া এখন যদি আপনি মাসে ২০০ ডলার পেয়ে থাকেন এবং পরবর্তীতে কোন কারনে সেটা কমতে কমতে ১০ ডলারে চলে আসে তবে আপনি সেটা কেন হল সেটা খোজার চেষ্টা করবেন অবশ্যয় এখানে সেটাই করা হচ্ছে। কারন আগে আমি নিজে ২০০ ডলার পর্যন্ত বোনাস পেয়েছি কিন্তু এখন তার চেয়ে বেশে কষ্ট করেও তেমন বোনাস পায় না। তাই আমি সেটা জানতে চাচ্ছি কেন বোনাস এর পরিমান কমে গেল যদি আমাদের কোন ভুল থাকে সেটা ঠিক করে নিতে হবে।
saraa
2020-02-24, 11:52 AM
হ্যাঁ ফরেক্স খুব লাভজনক তবে আপনি দেখতে পাবেন না যতক্ষণ না আপনি এটি থেকে উপার্জন শুরু করেন এবং ফরেক্স থেকে লাভ কী লাভ তা আগে আপনি জানতে পারবেন যে ফরেক্স লাভজনক তা ফরেক্স পরামর্শ শিখতে এবং অনুশীলনে কঠোর হতে হবে ফরেক্স গুরু আপনার যে কোনও সমস্যার জন্য যেমন সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং যখন আপনি সরাসরি তার অভিজ্ঞতার অংশটি সমাধানের জন্য সহায়তার জন্য যা কোনও ব্যবসায়ী এই ব্যবসায় ডিল করার জন্য এবং সফল হতে পারে তা হ'ল অভিজ্ঞতা
Jid13
2020-02-29, 05:19 PM
হ্যা যারা ফোরাম এ অনেক আগে থেকে কাজ করেছেন তারাই ভালো বলতে পারবেন। তবে আমার মতে অনেক কমই দেয়া হচ্ছে এখন কারন আগে অনেক ফোরাম ব্যাবহারকারীই অনেক ভালো বোনাস পেয়েছেন ২০০/৪০০$ তবে এখন ৫০/১০০ পাওয়াই সম্ভব হচ্চে না আসলে ব্যাপারটা এমন কেন হলো ফোরামের পপুলারিটি বৃদ্ধি বেশি পাচ্ছে তাই কি এমনটা হচ্ছে?
Sapna1212
2020-03-02, 10:33 PM
আমার প্রিয় ভাই, আপনার পোস্টগুলির সাথে আপনার বোনাস রয়েছে, আপনার কাছে তেমন বোনাস নেই এবং খুব বেশি কিছু নেই। হয়েছে যে কেউ এর কঠোর পরিশ্রম করে সেখানে যদি একটি দুর্দান্ত বোনাস দেয় তবে তা আমাদের অভিজ্ঞতার উপর নির্ভর করে। এবং আমরা যদি এই প্রাতঃরাশটি পোস্ট করি তবে আমরা এটি থেকে একটি বোনাস পেয়েছি এবং আহমদ ভাই শীঘ্রই সফল হবে।
FRK75
2021-03-25, 11:18 AM
পোস্টিং বোনাস আমার করা পোস্টের তুলনায় অনেক কম পেয়েছি । আর আমি ও যখন আমার এই বিষয়টি নিয়ে আমার বন্ধুর সাথে কথা আলোচনা করলাম,,, সে তখন আমার এই বিষয়টির উপর আমাকে এটাই বল্লো যে,,, তোমার করা পোস্টগুলির মধ্যে হয়তো বানান ভুল ছিলো,,, তা না হলে তোমার করা পোস্টগুলি অনেক বেশি ছোট হয়ে গেছিলো এবং লেখার ভাষায় মধ্যে কোনো প্রকার মাধুর্য ছিলো না । কোনটা সঠিক সেটা আজও বুঝতে পারলাম না। তাই অভিজ্ঞদের কাছে অনুরোধ তারা যেন বিষয়টি সম্পর্কে অবগত করেন আমাদের কে।
FRK75
2021-07-20, 09:03 PM
পোষ্টের তুলনায় বোনাস আমরা কম পাচ্ছি আর এই কম পাওয়ার কারনেই আমার বেশী পোস্ট করে থাকি যার গুনগত মান খুব একটা ভাল নয় । কারণ একজন যদি দিনে ১০ টি পোস্ট করতে চায় তাহলে তার পক্ষে কোন ভাবেই ভাল এনালাইসিসের পোস্ট করা সম্ভব নয় কিন্তু তারপরেও আমরা পোস্ট করছি কারণ গুনগত মানের কম পোস্ট প্রতিদিন করলেও আমাদের ভাল বোনাস পাওয়া সম্ভব নয় । মাঝখানে কিছু সময় যাবত mt5 foram এই সমস্যা চলছিল কিন্তু তারা এই বিষয়ে সোচ্চার হওয়ায় তাদের বোনাস আবার বৃদ্ধি পেয়েছে । আর আসল কথা হল এই ফোরামের কোন একটিভ মোডারেটর না থাকায় এই সমস্যাগুলি আসলে ইন্সতাফরেক্স কোম্পানির কাছে ঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না ।
Starship
2021-07-23, 02:27 PM
এটা অনেকের মনে ধারণা জন্মাতে পারে যে আমরা যে পোস্টগুলো করি সে অনুযায়ী কি সঠিক বোনাস পাচ্ছি? মূলত বোনাস প্রদান করা হয় পলিটি সম্পুর্ন পোস্ট এবং লাইকের ওপর ভিত্তি করে। আপনি যদি ভালো মানের বা কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে থেকেই সেই অনুযায়ী কি ব্যালেন্স পাবেন। এটার প্রশ্নের উত্তর আমাদের নিজেদেরই জানতে হবে বুঝতে হবে। আপনার পোষ্টের কোয়ালিটি কেমন পোস্টে ভালো কোয়ালিটি ছাড়া ভালো বোনাস পাওয়া সম্ভব নয়। এ জন্য আপনাকে কোয়ালিটির উপর গুরুত্ব প্রদান করতে হবে এবং বিষয়বস্তুর উপর ভিত্তি করে আপনাকে পোস্ট করতে হবে। আপনার একটি পোস্ট যদি ভাল মানের হয়ে থাকে সেক্ষেত্রে একটি পোষ্ট থেকে সর্বোচ্চ 50 ডলার পর্যন্ত বোনাস পাওয়া সম্ভব। তাই চিন্তিত না হয় ভালো মানের পোস্টের প্রতি মনোযোগ প্রদান করুন।
Mas26
2021-07-24, 12:13 AM
আসলে বিগত কয়েক মাস যাবত পোস্টের তুলনায় অনেক কম পেয়েছি যার কারণে অনেক খারাপ লেগেছিল। কিন্তু লাস্ট মাসের বোনাস পেয়েছি তাতে মোটামুটি আল্লার রহমতে কিছুটা হলেও সন্তুষ্ট হয়েছি। কারণ আগের তুলনায় কিছুটা হলেও ফরেক্স বোনাস এর পরিমাণ বেড়েছে এতে আমি অনেক হ্যাপি ফরেক্সকে ধন্যবাদ জানাই।এবং আমাদের এডমিন যারা আছে তাদেরতেও ধন্যবাদ জানাই যারা আমাদের এই কাজের জন্য সহযোগিতা করেছেন।
Devdas
2021-07-28, 12:51 PM
পোষ্টের জন্য বোনাস কম পাওয়ার কারন হল আপনার পোষ্ট পরে হয়তো কেউ তেমন লাইক দেয় না। এছাড়া আপনার পোষ্ট এর কোন মান সম্মত নয় বিধায় আপনি পোষ্টের তুলনায় বোনাস কম পাচ্ছেন। তাই আমার মতে আপনি মান সম্মত নতুন নতুন দক্ষতা ও অভিজ্ঞতার পোষ্ট করুন দেখবেন আপনার অনেক লাইক হবে এবং লাইক হলে আপনি অনেক বোনাস অর্জন করতে পারবেন।
samun
2021-08-24, 04:02 PM
ফরেক্স ট্রেডিং এ ফোরাম পোস্টিং হল ফরেক্স শিখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম যেখান থেকে আমরা ফরেক্স ট্রেডিং সম্পর্কে প্রচুর পরিমাণ অভিজ্ঞতা অর্জন করতে পারি। কজন যদি দিনে ১০ টি পোস্ট করতে চায় তাহলে তার পক্ষে কোন ভাবেই ভাল এনালাইসিসের পোস্ট করা সম্ভব নয় কিন্তু তারপরেও আমরা পোস্ট করছি কারণ গুনগত মানের কম পোস্ট প্রতিদিন করলেও আমাদের ভাল বোনাস পাওয়া সম্ভব নয় । মাঝখানে কিছু সময় যাবত mt5 foram এই সমস্যা চলছিল কিন্তু তারা এই বিষয়ে সোচ্চার হওয়ায় তাদের বোনাস আবার বৃদ্ধি পেয়েছে । আর আসল কথা হল এই ফোরামের কোন একটিভ মোডারেটর না থাকায় এই সমস্যাগুলি আসলে ইন্সতাফরেক্স কোম্পানির কাছে ঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না । তাই আমার মনে হয় আমাদের সবাইকে এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত যেন বোনাস সমস্যার পাশাপাশি আমাদের ফোরাম কমিউনিটি কে আরও সক্রিয় করার জন্য যেন মোডারেটর নিয়গ দেয়া হয় ।
এখানে প্রথম অবস্থায় যেমন বোনাস দেয়া হতো সেই অনুসারে এখন অনেক কম বোনাস দিয়ে থাকে। যদিও বা ফোরামের অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। সেহেতু এটা হয়তো ফোরাম কতৃপক্ষ কেন আমাদের বোনাস কম দিচ্ছে সেটা তারাই ভালো যানে। এখানে যদিও বা বলা আছে ভালো মানের প্রতি পোস্টে সর্বোচ্চ ৫০$ পর্যন্ত দেয়া হবে। এর সঠিক কি কারন তা জানার চেষ্টা করেছি কয়েকবার কিন্তু সঠিক কোনো তথ্য পায়নি। একেক জন একেক রকম বলেছে। কেউ কেউ বলেছে পোস্ট এর মান ভাল হয়নি আবার কেউ কেউ বলেছে পোস্টগুলো শিক্ষনীয় নয় আবার কেউ বলেছে বানানে ভুল ছিল হয়তো আসলে যে এর মধ্যে কোনটা সঠিক সেটা আজও বুঝতে পারলাম না।
IFXmehedi
2021-11-17, 11:19 PM
বিগত কয়েক মাস যাবত দেখছি যে আমরা বাংলা ফোরামে যে পরিমাণ পোস্ট করছি ব্রোকারের থেকে সেই পরিমাণ বোনাস পাচ্ছিনা।অর্থাৎ উক্ত পোষ্টের জন্য যে পরিমাণ বোনাস পাওয়ার কথা ব্রোকার আমাদেরকে সেই পরিমাণ বোনাস দিচ্ছে না।আসলে কেন ব্রোকার আমাদেরকে পোস্ট এর তুলনায় বোনাস কম দিচ্ছে সেটা সঠিকভাবে বুঝতে পারছিনা। তাই অভিজ্ঞ ট্রেডারদের কাছে আমার অনুরোধ আপনারা যদি এই বিষয়ে অবগত থাকেন বা এই বিষয়ে আপনাদের বিশেষ কোনো জ্ঞান থাকে। তাহলে অবশ্যই আমাদেরকে উপদেশ আকারে পোস্ট করবেন। যাতে করে আমরা সঠিক নিয়মে পোস্ট করার মাধ্যমে ব্রোকার থেকে খুব ভাল বোনাস পেতে পারি।
ভাই আপনার কথা অনুসারে আমি কিছুটা একমত পোষণ করছি । কারণ আমি মনে করি ইন্সতাফরেক্স যেসব ফোরাম গুলোকে স্পন্সর করছে বাংলাদেশ forex-forum সেটার মধ্যে অন্যতম । কিন্তু অন্যান্য ফোরামে যে পরিমাণ বোনাস পাচ্ছে ফোরামের সদস্যরা, বাংলা ফরেক্স অর্থাৎ এই ফোরামে আমরা সে অনুপাতে বোনাস পাচ্ছিনা । হয়তো এটা কোন টেকনিক্যাল সমস্যা অথবা বাংলাদেশ ফরেক্স ফোরাম এর জন্য ইন্সটাফরেক্সের বরাদ্দই কম । তবে আমি মনে করি আমরা যদি অর্থপূর্ণ পোস্ট করি তাহলে ধীরে ধীরে আমাদের বোনাস এর পরিমাণ বৃদ্ধি পাবে ।
FRK75
2022-07-15, 04:47 PM
পোষ্টের তুলনায় বোনাস আমরা কম পাচ্ছি আর এই কম পাওয়ার কারনেই আমার বেশী পোস্ট করে থাকি যার গুনগত মান খুব একটা ভাল নয় । কারণ একজন যদি দিনে ১০ টি পোস্ট করতে চায় তাহলে তার পক্ষে কোন ভাবেই ভাল এনালাইসিসের পোস্ট করা সম্ভব নয় কিন্তু তারপরেও আমরা পোস্ট করছি কারণ গুনগত মানের কম পোস্ট প্রতিদিন করলেও আমাদের ভাল বোনাস পাওয়া সম্ভব নয় । মাঝখানে কিছু সময় যাবত mt5 foram এই সমস্যা চলছিল কিন্তু তারা এই বিষয়ে সোচ্চার হওয়ায় তাদের বোনাস আবার বৃদ্ধি পেয়েছে । আর আসল কথা হল এই ফোরামের কোন একটিভ মোডারেটর না থাকায় এই সমস্যাগুলি আসলে ইন্সতাফরেক্স কোম্পানির কাছে ঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না । তাই আমার মনে হয় আমাদের সবাইকে এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত যেন বোনাস সমস্যার পাশাপাশি আমাদের ফোরাম কমিউনিটি কে আরও সক্রিয় করার জন্য যেন মোডারেটর নিয়গ দেয়া হয় । আমি ও যখন আমার এই বিষয়টি নিয়ে আমার বন্ধুর সাথে কথা আলোচনা করলাম,,, সে তখন আমার এই বিষয়টির উপর আমাকে এটাই বল্লো যে,,, তোমার করা পোস্টগুলির মধ্যে হয়তো বানান ভুল ছিলো,,, তা না হলে তোমার করা পোস্টগুলি অনেক বেশি ছোট হয়ে গেছিলো এবং লেখার ভাষায় মধ্যে কোনো প্রকার মাধুর্য ছিলো না । সে কারনে ব্রোকার তোমাকে তোমার করা পোস্টগুলির তুলনায় অনেক কম বোনাস দিয়েছে । আমি তারপর বুঝতে পারলাম যে,,, ভুল হয়তো আমারি ছিলো,,, সে জন্য আমি আমার নেজ্য প্রাপ্য পায়নি । তাই এখন আমাদের উচিত পোস্ট করার সময় সঠিকভাবে বানান ভুল না করে এবং সর্বনিম্ন ৮ লাইনের পোস্ট লেখা ।
FRK75
2023-02-01, 03:46 PM
পোস্ট করে আমরা যে বোনাস পাই তা সত্যিই অনেক।কারন এখানে শুধু বোনাসই নয় আপনি ফরেক্স সম্পর্কে জ্ঞান পেতে পারেন।তাই নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুলতে ফোরাম সাইট টি সত্যিই আদর্শ মাধ্যম।এখানে আমরা পোস্ট করে যা পাই তা অনেক এবং আমি খুশি।পোস্টিং বোনাস আমার করা পোস্টের তুলনায় অনেক কম পেয়েছি । আর আমি ও যখন আমার এই বিষয়টি নিয়ে আমার বন্ধুর সাথে কথা আলোচনা করলাম,,, সে তখন আমার এই বিষয়টির উপর আমাকে এটাই বল্লো যে,,, তোমার করা পোস্টগুলির মধ্যে হয়তো বানান ভুল ছিলো,,, তা না হলে তোমার করা পোস্টগুলি অনেক বেশি ছোট হয়ে গেছিলো এবং লেখার ভাষায় মধ্যে কোনো প্রকার মাধুর্য ছিলো না । সে কারনে ব্রোকার তোমাকে তোমার করা পোস্টগুলির তুলনায় অনেক কম বোনাস দিয়েছে । আমি তারপর বুঝতে পারলাম যে,,, ভুল হয়তো আমারি ছিলো,,, সে জন্য আমি আমার নেজ্য প্রাপ্য পায়নি । তাই এখন আমাদের উচিত পোস্ট করার সময় সঠিকভাবে বানান ভুল না করে এবং সর্বনিম্ন ৮ লাইনের পোস্ট লেখা ।
Mas26
2023-02-01, 04:55 PM
আমি ও গত মাসের পোস্টিং বোনাস আমার করা পোস্টের তুলনায় অনেক কম পেয়েছি আর আমি ও যখন আমার এই বিষয়টি নিয়ে আমার বন্ধুর সাথে কথা আলোচনা করলাম, সে তখন আমার এই বিষয়টির উপর আমাকে এটাই বল্লো যে তোমার করা পোস্টগুলির মধ্যে হয়তো বানান ভুল ছিলো,তা না হলে তোমার করা পোস্টগুলি অনেক বেশি ছোট হয়ে গেছিলো এবং লেখার ভাষায় মধ্যে কোনো প্রকার মাধুর্য ছিলো না।সে কারনে ব্রোকার তোমাকে তোমার করা পোস্টগুলির তুলনায় অনেক কম বোনাস দিয়েছে।আমি তারপর বুঝতে পারলাম যে,,, ভুল হয়তো আমারি ছিলো,,, সে জন্য আমি আমার নেজ্য প্রাপ্য পায়নিতাই এখন আমাদের উচিত পোস্ট করার সময় সঠিকভাবে বানান ভুল না করে এবং সর্বনিম্ন ৮ লাইনের পোস্ট লেখা।তবে পূর্বেকার কথা কি বলব মাসে ২০০ ডলার করে বোনাস পেতাম অল্প কষ্ট করে কিন্তু এখন আর বেশি কষ্ট করে ভাল ভাল পোষ্ট করার চেষ্টা করি এবং লাইক এর পরিমানও বেশি পায় কিন্তু বোনাসের বেলায় অনেক কম পায় ফলে ট্রেড করার জন্য আমাদের অনেক কষ্ট হয়ে থাকে। তাই বুঝতে পারছি না কিভাবে আমাদের কাজ করলে বেশি বোনাস পাব। যদি নিয়মগুলি ভাল করে জানা যেত তাহলে বেশি বোনাস পেতে পারতাম। এ জন্য আমি ফোরামের সম্মানিত মডারেটর এর দৃষ্টি আকর্ষক করছি যে, কিভাবে আমরা পোষ্ট থেকে বেশি বোনাস পেতে পারি সে বিষয়ে নির্দেশনা প্রদান করার জন্য।
samun
2023-03-23, 09:43 AM
আমি মনে করি এসকল সমস্যা পূর্বে অধিকাংশ ফোরামে কপি পেষ্ট চলত। যা ফোরামের নিয়ম বর্হিভুত ছিল ফলে এই বোনাসের পরিমাণ কমিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা হলো আপনি যেটা বলেছেন সেটা যুক্তিগত। কারণ যখন এই সমস্যা ছিল তখন বোনাস কম দিলে সমস্যা ছিল না। কিন্তু তখন ভালো বোনাস পাওয়া গেছে। কিন্তু বর্তমানে এখন ফোরামে কোন প্রকার ফালতু কোন পোষ্ট হয় না। এমন কি কপি পেষ্টও হয়না। তবে বোনাস এখন কম দেওয়ার কারণ কি? কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।
sss21
2023-03-24, 05:17 PM
পোস্টের তুলনায় বোনাস কম। হ্যা অনেকটা এরকম। আগে অনেক ভালো বোনাস পাওয়া যেতো।এখন কেমন জানি ফোরামের কার্যকলাপ ঘুমিয়ে গেছে।সবকিছু কিরকম আনএক্টিভ মনে হয়। অল্প কিছু সংখ্যক ইউজার পোস্ট করে নতুনদের কোন আগমন নেই। এসবকিছুই বোনাস রিলেটেড।।
Mas26
2023-03-24, 11:03 PM
বিগত কয়েক মাস যাবত দেখছি যে আমরা বাংলা ফোরামে যে পরিমাণ পোস্ট করছি ব্রোকারের থেকে সেই পরিমাণ বোনাস পাচ্ছিনা।অর্থাৎ উক্ত পোষ্টের জন্য যে পরিমাণ বোনাস পাওয়ার কথা ব্রোকার আমাদেরকে সেই পরিমাণ বোনাস দিচ্ছে না।আসলে কেন ব্রোকার আমাদেরকে পোস্ট এর তুলনায় বোনাস কম দিচ্ছে সেটা সঠিকভাবে বুঝতে পারছিনা। তাই অভিজ্ঞ ট্রেডারদের কাছে আমার অনুরোধ আপনারা যদি এই বিষয়ে অবগত থাকেন বা এই বিষয়ে আপনাদের বিশেষ কোনো জ্ঞান থাকে। তাহলে অবশ্যই আমাদেরকে উপদেশ আকারে পোস্ট করবেন। যাতে করে আমরা সঠিক নিয়মে পোস্ট করার মাধ্যমে ব্রোকার থেকে খুব ভাল বোনাস পেতে পারি।পূর্বেকার কথা কি বলব মাসে ২০০ ডলার করে বোনাস পেতাম অল্প কষ্ট করে কিন্তু এখন আর বেশি কষ্ট করে ভাল ভাল পোষ্ট করার চেষ্টা করি এবং লাইক এর পরিমানও বেশি পায় কিন্তু বোনাসের বেলায় অনেক কম পায় ফলে ট্রেড করার জন্য আমাদের অনেক কষ্ট হয়ে থাকে। তাই বুঝতে পারছি না কিভাবে আমাদের কাজ করলে বেশি বোনাস পাব। যদি নিয়মগুলি ভাল করে জানা যেত তাহলে বেশি বোনাস পেতে পারতাম। এ জন্য আমি ফোরামের সম্মানিত মডারেটর এর দৃষ্টি আকর্ষক করছি যে, কিভাবে আমরা পোষ্ট থেকে বেশি বোনাস পেতে পারি সে বিষয়ে নির্দেশনা প্রদান করার জন্য।
jahangir114
2023-03-24, 11:05 PM
পোস্টে বোনস কম আসে এর উত্তর একমাত্র মডরেটর দিতে পারে। আমরা বাংলা ফোরামে পোস্ট লিখি তারা কেউ এর সঠিক উত্তর দিতে পারবো না। কোন কারণে কি জন্য বোনস কম আসছে তার জন্য মডারেটরের সাথে যোগাযোগ করতে হবে। তবে তিনি বলে দিতে পারবেন কেন বোনাস কাম আসছে। মডারেটেরর পরামর্শ মোতাবেক পোস্ট লিখতে পারলে বোনাস কম আসবে না বরং বেশিই আসবে।
Mas26
2023-03-27, 11:44 AM
পূর্বেকার কথা কি বলব মাসে ২০০ ডলার করে বোনাস পেতাম অল্প কষ্ট করে কিন্তু এখন আর বেশি কষ্ট করে ভাল ভাল পোষ্ট করার চেষ্টা করি এবং লাইক এর পরিমানও বেশি পায় কিন্তু বোনাসের বেলায় অনেক কম পায় ফলে ট্রেড করার জন্য আমাদের অনেক কষ্ট হয়ে থাকে। তাই বুঝতে পারছি না কিভাবে আমাদের কাজ করলে বেশি বোনাস পাব। যদি নিয়মগুলি ভাল করে জানা যেত তাহলে বেশি বোনাস পেতে পারতাম। এ জন্য আমি ফোরামের সম্মানিত মডারেটর এর দৃষ্টি আকর্ষক করছি যে, কিভাবে আমরা পোষ্ট থেকে বেশি বোনাস পেতে পারি সে বিষয়ে নির্দেশনা প্রদান করার জন্য।আমার করা পোস্টের তুলনায় অনেক কম পেয়েছি । আর আমি ও যখন আমার এই বিষয়টি নিয়ে আমার বন্ধুর সাথে কথা আলোচনা করলাম,,, সে তখন আমার এই বিষয়টির উপর আমাকে এটাই বল্লো যে,,, তোমার করা পোস্টগুলির মধ্যে হয়তো বানান ভুল ছিলো,,, তা না হলে তোমার করা পোস্টগুলি অনেক বেশি ছোট হয়ে গেছিলো এবং লেখার ভাষায় মধ্যে কোনো প্রকার মাধুর্য ছিলো না । সে কারনে ব্রোকার তোমাকে তোমার করা পোস্টগুলির তুলনায় অনেক কম বোনাস দিয়েছে । আমি তারপর বুঝতে পারলাম যে,,, ভুল হয়তো আমারি ছিলো,,, সে জন্য আমি আমার নেজ্য প্রাপ্য পায়নি । তাই এখন আমাদের উচিত পোস্ট করার সময় সঠিকভাবে বানান ভুল না করে এবং সর্বনিম্ন ৮ লাইনের পোস্ট লেখা।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.