PDA

View Full Version : ডলার লেনদেনে সাবধানতা!



BDFOREX TRADER
2019-12-12, 02:01 PM
বেশিরভাগ ফরেক্স ট্রেডার অন্য ট্রেডার বা ফ্রিলেন্সারদের কাছ থেকে ডলার ক্রয় করে থাকে। এক্ষেত্রে কিছু সাবধানতা মেনে চলা উচিত। কেননা বাটপারদের বাটপারি কখনোই বন্ধ হবে না।
ডলার কেনার ক্ষেত্রে পরামর্শগুলো হল
9563
১। ভূলেও ফেস টু ফেস ছাড়া লেনদেন করবেন না। দরকার হলে ১০০-২০০ টাকা যাতায়াত ভাড়া খরচ করবেন। তারপরেও সরাসরি ছাড়া লেনদেন করবেন না।
২। একান্তই ফেস টু ফেস লেনদেন করতে না পারলে এডমিন রেফারে লেনদেন করুন। [বি:দ্র: সব এডমিন যে ভালো তা কিন্তু না।]
৩। কম দামের ফাঁদে পা দিবেন না।
৪। ডলারের দরকার পরলেই পাগলের মতো হন্যে হয়ে যাবেন না। একটু সময় নিন। খোঁজ খবর করুন। পাবেন। তাড়াহুড়ো করার কোনো দরকার নাই। সবুরে মেওয়া ফলে।
৫। সরাসরি লেনদেনের ক্ষেত্রে লেনদেনের প্রয়োজনীয় কথাবার্তা সেরে ক্লিয়ার হয়ে নিবেন।
৬। সরাসরি লেনদেনের ক্ষেত্রে এমন যেন না হয়...“ আমার লোক অমুক যায়গায় আছে। আপনি আগে টাকা/ডলার দেন, তারপর আমার লোক আপনাকে টাকা/ডলার পাঠাবে।” এরকম হলে অনেক সময় ঘাপলা থাকে।
৭। নেটেলার ডলার রিফান্ড করা যায়। অর্থাৎ ধরুন আপনি কারও কাছ থেকে ২০০ ডলার কিনলেন। যদি আপনার নেটেলারে সেই ডলার থাকে তবে সেটা নেটেলার সাপোর্টে যোগাযোগ করে ফেরত নিয়ে যাবে। তাই, সাবধান।
৮। খুব বিশ্বস্ত না হলে বড় অংকের ডলার অপরিচিত কারও সাথে লেনেদেনে বিরত থাকুন।

FREEDOM
2020-06-17, 11:49 AM
আপনি অনেক সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলেছেন। আসলে ডলার লেনদেনের ক্ষেত্রে অনেকেই প্রতারিত হয়ে থাকে এবং হচ্ছে। এখন অনেক অনলাইন সাইট বা গ্রুপ রয়েছে যেখানে ডলার লেনদেন করা হয় আর এসকল সাইটের অনেকটাই থাকে স্ক্যামার যে কারনে ডলার লেনদেনে ক্ষতির সম্মুখীন হওয়া লাগে। তবে সব সাইট গুলো খারাে নয় কিছু কিছু সাইট রয়েছে ট্রাস্টেড। তবে সবচেয়ে ভালো হয় মানি লেনদেনের ক্ষেত্রে ফেস টু ফেস দেখা করে লেনদেন করা।

Tofazzal Mia
2020-07-01, 06:24 PM
ঘটনাটি ঘটেছে ১১ জুন, ২০২০ তারিখ।এমাউন্টটা বেশি ছিল না মাত্ৰ $১৮.৪৫ । এই সামান্য কিছু ডলার নিয়ে যদি কেউ প্রতারণার শিকার হয় তাহলে $৫০০ অথবা $১০০০ হলে কি হতে পারে?সংক্ষেপে একটু বিস্তারিত বলা যাক।আমার এক বড় ভাই সামান্য কিছু স্ক্রিল ডলার সেল করবে, কিন্তু বায়ার পাচ্ছিলো না বিক্রি করার জন্য। একজনের মাধ্যমে জানতে পারে "নেটেলার বাংলাদেশ" নামে একটা পেজের কথা। তারা একাউন্ট এবং ডলার বাই-সেল করে থাকে, সেই পেজের লাইক ও আছে ১০৪,৮৯৫ তাই সহজে বিশ্বাস করে। পরে সেই পেজে চ্যাটিং করে ও ফোনে কথা বলে জানায় যে, আমার কিছু স্ক্রিল ডলার আছে তা কনভার্ট করে পেপাল এ নিবো। পরে দরদাম সব কিছু ঠিক করে, এবং ওরা info.limabd@gmail.com এই একাউন্ট এ ডলার সেন্ড করে স্ক্রিনশট দিতে বলে। পরে $১৮.৪৫ সেন্ড করে স্ক্রিনশট দেয়, তারপর শুরু হয় খেলা।আমার সেই বড় ভাই মেসেজের পর মেসেজ দিচ্ছে কিন্তু আর কোনো রিপ্ল্যাই নাই শেষ পর্যন্ত তাকে ব্লক করে দেয়া হয় ম্যাসেঞ্জারে।পরে ৩ জন বিভিন্ন প্রোফাইল থেকে ওই পেজে মেসেজ করে বিভিন্নভাবে, কিন্তু যখন ওই ডলারের কথা বলেন তখন হেসে উড়ে দেয়, এমনকি পরে ৩ জনকেই ব্লক করে দেয়।নিচে ৩ জনের ফুল স্ক্রিনশট অ্যাড করা হলো। শুধু তাই না পরে আরো অনেক প্রোফাইল থেকে বিভিন্নভাবে জানতে পারি এরা বিভিন্নজনকে বিভিন্ন মেইল আর সাময়িক একটা ফোন নাম্বার দিয়ে থাকে। যেখানে পরে আর কন্টাক্ট করা যায় না।আপনারা যারা কষ্ট করে অনলাইন ডলার ইনকাম করেন, আর কিছু চক্র আছে তারা তার বসে থেকে আপনাদের কষ্টের টাকা মারার ধান্ধায় থাকে।তাই যারা এখনো এই পেজ নিয়ে তেমন জানেন না তারা সাবধান হয়ে যান। শুধু এই পেজে না এই রকম অনেক প্রতারক চক্র আছে ফেসবুকে বিভিন্ন নামে পেজ খুলে। যারা ফাঁদ পেতে বসে আছে ফ্রিল্যান্সারদের টাকা মারার ধান্ধায়। তাই বিশ্বস্ত ও পরিচিত লোক ছাড়া লেনদেন করবেন না।
11465

ThNog
2020-11-26, 02:15 PM
You, casually, not the expert?