PDA

View Full Version : ফেব্রুয়ারিতে কয়েক মিলিয়ন ফোনে সমর্থন বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ



kohit
2019-12-12, 07:31 PM
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বেশকিছু পুরনো মডেলের ফোনে সমর্থন বন্ধ করার ঘোষণা দিয়েছে। এরই অংশ হিসেবে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে কয়েক মিলিয়ন পুরনো মডেলের ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। খবর ইয়াহু নিউজ।

কেন এমন সিদ্ধান্ত? হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের ভাষ্যে, নিরাপত্তা ঝুঁকির কারণে তারা পুরনো ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা দেবে না। ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে আগেই সতর্ক করার পরও যারা পুরনো মডেলের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে, তারা সেবাটি ব্যবহারের সুযোগ হারাবে। সিদ্ধান্তটি কোনো একক প্লাটফর্মের জন্য নয়; আইওএস, অ্যান্ড্রয়েড কিংবা উইন্ডোজ ফোন সব প্লাটফর্মের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

বিবৃতিতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে ‘আইওএস ৮’ কিংবা এর আগের সংস্করণচালিত আইফোনে হোয়াটসঅ্যাপ সমর্থন বন্ধ হয়ে যাবে। এরই মধ্যে এ অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসের মাধ্যমে নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সৃষ্টি করা এবং ভেরিফিকেশনের সুবিধা বন্ধ করা হয়েছে। একই দিন থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ২.৩.৭ কিংবা এর আগের সংস্করণচালিত ডিভাইসের জন্যও হোয়াটসঅ্যাপ সমর্থন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এছাড়া চলতি মাসের ৩১ তারিখের পর সব ধরনের উইন্ডোজ ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজিং সেবা আর কাজ করবে না।

ব্লগ পোস্টে ফেসবুক নিয়ন্ত্রিত হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী কয়েক মাসে কয়েক মিলিয়ন ডিভাইসে হোয়াটসঅ্যাপের সমর্থন বন্ধ হয়ে যাবে। আমরা পুরনো মোবাইল প্লাটফর্মগুলোতে সমর্থন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে ফেসবুক। এর দুই বছর আগে ২০১২ সালে শতকোটি ডলারে ছবি শেয়ারিংয়ের প্লাটফর্ম ইনস্টাগ্রাম অধিগ্রহণ করে প্রতিষ্ঠানটি। অধিগ্রহণের পর এ দুই সেবাকে ফেসবুকের সোস্যাল মিডিয়া প্লাটফর্ম এবং মেসেজিং সেবা পরিবারের সঙ্গে যোগ করা হয়। ফেসবুকের নিয়ন্ত্রণে খুব অল্প সময়ে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। মেসেজিং সেবা দুটির গ্রাহক বাড়তে থাকে দ্রুত।
বণিক বার্তা

habibi
2019-12-12, 07:41 PM
আগামীকাল যারা মার্কিন ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন শুক্রবার বাংলাদেশের লোকাল টাইম সকাল ৭:৩০ ঘটিকায় মার্কিন জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস কোর রিটেল সেলস এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে কোর রিটেল সেলস ০.৪% হবে। আগে মাসে এটি ছিল ০.২% । যদি কোর রিটেল সেলস এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় usd ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।