PDA

View Full Version : মার্কেট ক্লোজ হওয়ার আগের দিন কোন নতুন ট্রেড এন্টি নেওয়া কি ঠিক হবে।



KAZIMAJHARULISLAM
2019-12-14, 12:52 PM
অনেক সময় দেখা যায় শুক্রবারে মার্কেটে মুভমেন্টের পরিমাণ অন্য সময়ের তুলনায় অনেক বেশি থাকে এবং কখনো কখনো অতি অল্প সময়ের মধ্যে 100 থেকে 300 পিপস পর্যন্ত মুভমেন্ট করে থাকে। সেই সাথে দেখা যায় যে শুক্রবারে মার্কেট যে অবস্থানে থেকে ক্লোজ হয় পরবর্তী সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ মার্কেট ওপেন হওয়ার পরে সেই অবস্থান থেকে অনেক বেশি উপরে বা নিচে চলে যায়। এবং শুক্রবারে বা ক্লোজ হওয়ার আগে সেটা পরিষ্কারভাবে বুঝা যায় না যে পরবর্তী সপ্তাহে মার্কেট ওপেন হওয়ার পরে কোন দিকে যাবে। যার ফলে শুক্রবারে যেসকল ট্রেডাররা নতুন করে কোন ট্রেড ওপেন করে এরা কোন কোন সময় আশার তুলনায় অনেক বেশি প্রফিট করে থাকে এবং কোন কোন সময় অনেক বেশি লস সম্মুখীন হয়ে যায়। তাই অভিজ্ঞদের কাছে জানতে চাচ্ছি যে শুক্রবারে অর্থাৎ মার্কেট ক্লোজ হওয়ার আগের দিন নতুন করে কোন ট্রেড ওপেন করার ঠিক হবে কিনা।

alamsat
2019-12-14, 01:01 PM
আসলে শুক্রবার এর দিনে অনেক বেশি ভাল নিউজ প্রকাশিত হয়ে থাকে তাই এই দিনে ট্রেড করা যাবে কিন্তু দিনের মধ্যে ক্লোজ করে ফেলতে হবে কারন শুক্রবারের শেষের দিকে মার্কেট এর কোন মোভ থাকে না কারন সবাই তাদের ট্রেড গুলি ক্লোজ করতে থাকে আর যদি আপনি সেই সময় ট্রেড করতে থাকেন তাহলে কোন প্রফিট করতে পারবেন না। কারন সবাই তখন ট্রেড কেøাজ করে দিচ্ছে তাই আপনি ট্রেড করলেও সেটা সময় বুঝে এবং কাঙ্খিত প্রফিট নিয়ে ক্লোজ করে দিতে হবে। নতুন আপনার ট্রেড গুলি কোন প্রফিট ছাড়াই পড়ে থাকবে। তাই শুক্রবারের ট্রেড করার জন্য সতর্ক থাকতে হবে।

PK_SHIKDER
2019-12-14, 04:30 PM
মার্কেট ক্লোজ হওয়ার আগের দিন কোনো নতুন এন্ট্রিতে ট্রেড ওপেন করা একদমই উচিত না । তার কারন হলো ফরেক্স মার্কেট ক্লোজ হওয়ার আগের দিন মার্কেট অনেক মুভমেন্ট করে থাকে । এই মুভমেন্ট আয়ত্ব করা খুব কঠিন বিষয় হয়ে যায় । আমি নিজে তার ভুক্তভোগী । সেজন্য আমাদের প্রয়োজন মার্কেট ক্লোজ হওয়ার আগের দিন ধারণকৃত ট্রেড গুলো ক্লোজ করে দেওয়া । অথবা রেজাল্ট ভালো হলে অপেক্ষা করা,,, যতক্ষণ পর্যন্ত মার্কেটে ট্রেডের অবস্থান ভালো থাকে ।

KF84
2019-12-14, 09:40 PM
আমার মনে হয় না মার্কেট ক্লোজের আগের দিন ট্রেড ওপেন করা কোন ভাল সিদ্ধান্ত হবে । এই জন্যই বলছি কারণ পরবর্তী সপ্তাহে মার্কেট মুভমেন্ট কেমন হবে তা আসলেই বলা কঠিন । এছাড়া মার্কেট যদি কোন নিউজের কারণে অপ্রাসঙ্গিক মুভ করে অর্থাৎ অনেক বেশী মুভ করে সেক্ষেত্রে আপনার ট্রেড থেকে অনেক লস হতে পারে । তাই বলব ধৈর্য ধরে ট্রেড করা থেকে বিরত থাকাই হবে সবচেয়ে ভাল সিদ্ধান্ত ।

Hridoy6763
2019-12-15, 09:07 AM
আমি মনে করি মার্কেট ক্লোজ হবার আগের দিন নতুন করে এন্ট্রি না নেওইয়া ভালো,কিন্তু আমি যদি আমার কৌশল অনুযায়ী এন্ট্রি পেয়ে থাকি তাহলে আমি ট্রেড নিয়,কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি মার্কেট ক্লোজ হবার আগের দিন এবং শুক্রবার ট্রেড থেকে বিরত থাকি,আপনারা ও মার্কেট ক্লোজ হবার আগে দিন এন্ট্রি নিবেন না।

expkhaled
2019-12-15, 04:42 PM
মার্কেট ক্লোজিংয়ের সময়ে কোন ট্রেড না রাখাই উত্তম কারন মার্কেট খোলার পর কোন দিকে যাবে সেটার ধারনা পাওয়া মুস্কিল। তাই ট্রেড না নেওয়াই উত্তম। তবে যদি শুক্রবারে ভাল মুভমেন্ট থাকে তাহলে দিনের ট্রেড দিনে ক্লোজ করে কিছু প্রফিট নেয়া যেতে পারে তবে সেটা কিন্ত নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করে। কারন অনেক সময় দেখেছি শুক্রবারের ট্রেড এ লস হয় কারন নিউজ আসে বেশীরভাগ সময়ে শুক্রবারে। তাই অস্বাভাকি মুভমেন্ট দেখা যায়।

uzzal05
2019-12-15, 04:48 PM
মার্কেট ক্লোজ হওয়ার আগ মুহুর্তে ট্রেড না করাই ভালো। কেননা সেই সময় মার্কেট ভোলাটিলিটি অনেক কমে যায়। আর যখন লন্ডন সেশন শুরু হয় তখন মার্কেট এ ভালো মুভমেন্ট দেখা যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে আমরা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে পারি। সপ্তাহের মাঝে মাঝে ট্রেড করাই উত্তম।

jasminbd
2019-12-15, 07:02 PM
আমার মতে মার্কেটের শেষের দিকে ট্রেড নেওয়া ঠিক না যদি না কোন শক্তিশালী ফান্ডামেন্টাল আনাল্যসিস না থাকে। শুরুবার মার্কেট শেষ হওয়ার পর সোমবার মার্কেট শুরু হয়। শনিবার এবং রবিবার মার্কেট বন্ধ থাকাকালিন সময়ে প্রাইসের কোন পরিবর্তন হয়না সোমবার যখন মার্কেট শুরু হয় তখন প্রাইস গ্যাপ হয়ে থাকে এবং প্রাইস গ্যাপ ২০-১০০ পিপস এর উপরেও হয়ে থাকে। তখন মার্কেট কোন দিকে যাবে তা বুঝা খুবই মুশকিল। এই সময় মার্কেট যদি মার্কেট ট্রেডের বিপরীতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ট্রেডে অনেক বড় লস হয়ে থাকে। আর যদি আপনি কোন স্টপলসও সেট করেন সেক্ষেত্রেও আপনি স্টপলস হিট করবে না। কারণ প্রাইস গ্যাপ এর কারনে মার্কেট যদি সেই প্রাইসটির না মেলে তাহলে স্টপলসের হিট করবে না। জদিও অনেক ব্রোকার এইগুলো কারেকশন করে দেয়। এছারাও আরেকটি বিষয় আছে আমরা অনেকে সোয়াপ অ্যাকাউন্টে ট্রেড করি। আপনি যদি শুরুবার কোন ট্রেড ওপেন করেন আর সেটি যদি সোমবার পর্যন্ত যায় সেক্ষেত্রে আপনাকে তিনগুলো সোয়াপ দিতে হবে। অর্থাৎ একদিনে যদি ১ ডলার সোয়াপ আসে তাহলে ৩দিনে ৩ ডলার সোয়প কাটবে।

DJSUMON777
2019-12-15, 07:08 PM
মার্কেট বন্ধের আগের দিন অর্থাৎ শুক্রবার যদি আপনি কোন ট্রেড ওপেন করেন সেটা করা সম্ভব কিন্তু এনালাইসিস ছাড়া কখনই কোন ট্রেড ওপেন করা উচিত নয় আপনি যদি মনে করেন বা এনালাইসিস যদি বলে যে ট্রেড করা যাবে তবে ট্রেড করা উচিত। তবে সবথেকে ভালো হয় যদি আপনি ওই দিনের মধ্যেই ট্রেড গুলো ক্লোজ করে দিতে পারেন। কেননা মার্কেট বন্ধের আগমুহূর্তে মার্কেটের মুভমেন্ট খুব একটা বেশি হয় না তারা সবাই এই টাইমে ক্লোজ করে দিতে চায় বাদ দেয়। তারপরও যদি আপনার মনে হয় মার্কেট অনেক বেশি আপ ডাউন হবে তাহলে রেখে দিতে পারেন।

TanjirKhandokar1994
2019-12-15, 08:53 PM
এটা আসলে নির্ভর করবে মার্কেট এর উপর। মার্কেটে যদি কোন পজিটিভ নিউজ থাকে তাহলে অবশ্যই ট্রেডিং করা যায়। আর যদি বড়ো ধরনের কোন নিউজ প্রকাশিত হবে এমন হয় তাহলে অবশ্যই ভালো করে এনালাইসিস করে এবং ইকোনমিক ক্যালেন্ডার বুঝে ট্রেড করা উচিত। অনেক সময় সপ্তাহের শেষের দিনে মার্কেট বেশি মুভ করে থাকে। যার জন্য অনেক সময় একাউন্ট জিরো হওয়ার ঝুঁকিও থাকে। তাই সপ্তাহের শেষের দিকে মার্কেট বুঝে ট্রেড করাই ভালো হবে বলে আমি মনে করি।

fxarif
2019-12-15, 11:04 PM
আপনি বুজে শুনে মার্কেটের ট্রেন্ড বুজে যেকোন দিন যেকোন সময় ট্রেড করতে পারেন...হক সেটি মার্কেট ক্লোজের আগের দিন।তাতে কোন সমস্যাই নাই

souravkumarhazra6763
2019-12-16, 08:00 PM
অনেক ট্রেডার আছে যারা মার্কেট ক্লোজ হবার আগের দিন এবং শেষ এর দিন নতুন কোন এন্ট্রি নেই না,কিন্তু আমি তার সসম্পূর্ণ ভিন্ন আমি লং টাইম ফ্রেম এর ট্রেডার আমি আমার ট্রেড এর স্ট্র*্যারেজী অনুযায়ী যখন এন্ট্রি পাই তখন নিয়ে থাকি,আমি মার্কেট ক্লোজ এর শেষ শুরু কোন কিছু দেখিনা।

abilkis7
2019-12-18, 12:47 PM
মার্কেট ক্লোজ হওয়ার আগের দিন কখনও ট্রেড করা ঠিক নয়। কারন আমরা ভবিষ্যৎ বলতে কিছুই জানি না। একমাত্র আল্লাহ তায়ালা ব্যতিত কেউ ভবিষ্যৎ বলতে পারে না। তবে আমরা অভিজ্ঞতা এবং এ্যানালাইসিস এর মাধ্যমে কিছু সময়ের জন্য বলতে পারব যে মার্কেট কি হবে। আর সেই অনুপাতে আমাদেরকে ট্রেড করতে হবে।