PDA

View Full Version : বেশি সময় ধরে মার্কেট দেখলে কি বেশি ট্রেড করতে ইচ্ছে করে ?



IFXmehedi
2019-12-15, 11:14 PM
ফরেক্স মার্কেট থেকে আমরা ট্রেডিং এর মাধ্যমে টাকা উপার্জন করতে পারি , একথা সবারই জানা । কিন্তু বেশি বেশি ট্রেড করে কি বেশি লাভ করা যায় এটা নিয়ে অনেকের মধ্যে একটা কওতুহল কাজ করে । ভাই আমি পরিস্কারভাবে বলতে চাই যতটা পারেন কম ট্রেড করে ফরেক্স থেকে আমার লাভটা তুলে নেন , বেশি ট্রেড করতে গেলেই ধরা খাবেন । আর বেশি সময় ধরে মার্কেট দেখার কিছু নাই , শুধু মেজর খবরগুলো রাখবেন । কারণ আমি মনে করি বেশি সময় ধরে মার্কেট দেখলে শুধু ট্রেড করতে ইচ্ছে করে , যেটা আমাদেরকে লসের দিকে নিয়ে যাবে ।

KF84
2019-12-15, 11:41 PM
না আমি মনে করি না যে বেশী বেশী ট্রেড করলেই বেশী বেশী লাভ করা যায় । অনেকেই বলে যে ফরেক্স কে ফুল টাইম জব হিসেবে নিলে অনেক বেশী লাভ হবে কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যদি সারাদিন ফরেক্সের পেছনে সময় দেই তারপরেও আমার পক্ষে সারাদিন একের পর এক ট্রেড করা সম্ভব নয় । কারণ এতে অনেক বেশী এনালাইসিস এবং মানসিক প্রেসার থাকে । তাছাড়া মার্কেটও সব সময় ট্রেড ওপেন করার জন্য অনুকুলে থাকে না অর্থাৎ মার্কেট মুভমেন্ট বিভিন্ন রকমের হয় । আর বেশী সময় ধরে মার্কেট দেখলে আসলেই ট্রেড ওপেন করতে মন চায় তাই মার্কেট খুব একটা সময় নিয়ে দেখি না । ধন্যবাদ ।

fxarif
2019-12-16, 10:55 AM
ফরেক্স মার্কেট একটা লোভনীয় মার্কেট।আমাদের নিজেদের একটা টার্গেট নিতে হবে....টার্গেট পূরন হইলে ট্রেড থেকে দূরে থাকাই উত্তম

uzzal05
2019-12-16, 11:35 AM
ফরেক্স মার্কেট এ যত সময় দিবেন ততই ট্রেড করতে মন চাইবে। ট্রেড করার পর চার্টের সামনে না থাকাই ভালো। আবার *যারা স্কাপিং করেন তারা সবসময়ই চার্টের সামনে বসে থাকেন। আসলে এটা আর খারাপ। কেননা চার্টের সামনে থাকলে লস হলে ও আমােদের ট্রেড কাটতে মন চায় না। কিন্তু আমাদের একটু লাভ দেখলেই আমরা ট্রেড ক্লোজ করতে চাই।

alamsat
2019-12-16, 12:38 PM
আপনি যদি ছোট টাইম ফ্রেম ব্যবহার করেন তাহলে আপনাকে সারাদিন চার্টের দিকে তাকিয়ে থাকতে হবে কারন এখানে বার বার ক্যান্ডেল পরিবর্তন হয়ে নতুন ক্যান্ডেল তৈরি হতে থাকে ফলে এ্যানালিসিস অতি দ্রুত করতে হয়। তাই ট্রেড করার সুযোগ অনেক বেশি আসে সাথে সাথে বেশি প্রফিট ও হতে পারে যদি সঠিক ট্রেড করা যাই। পক্ষান্তরে আপনি যদি বড় টাইম ফ্রেম ব্যবহার করেন তাহলে দিন একটিও ট্রেড করার সুযোগ পাবেন না। কারন এখানে একটি ক্যান্ডেল তৈরি হয়ে শেষ হতে ১দিন সময় লেগে যাই। তাই এখানে ট্রেড করার সুযোগ কম থাকে কম ট্রেড করে কম প্রফিট হয়। তবে এখানে ভুল ট্রেড হওয়ার সম্ভাবনা কম থাকে।

PK_SHIKDER
2019-12-16, 01:44 PM
হ্যাঁ,,, এটা সত্যি কথা যে,, বেশি সময় ধরে মার্কেটে থাকলে বেশি ট্রেড ওপেন করতে ইচ্ছা করে । তার কারন হলো আমরা বেশিরভাগ মানুষ খুবই লোভি হয়ে থাকি । আর এই লোভের বশীভূত হয়ে আমরা বেশি বেশি করে ট্রেড ওপেন করে থাকি । একপর্যায়ে দেখা যায় যে,,, বেশি লোভ করার ফলে আমাদের অনেক লচ হয়ে যায়,,, এমনকি একাউন্ট খালি ও হয়ে যায় । তাই আমাদের সবসময় উচিত কম কম ট্রেড ওপেন করে অল্প অল্প করে লাভ করা । এক্ষেত্রে মাস শেষে দেখা যাবে যে ভালো একটা এমাউন্টের প্রফিট অর্জন হয়েছে ।

TanjirKhandokar1994
2019-12-16, 08:31 PM
আসলে আমি মনে করি কোন কিছুই অতিরিক্ত ভালো না। আপনি যদি ট্রেড ওপেন করার পরে অনেক সময় ধরে মার্কেটে চোখ রাখেন তাহলে একসময় আপনি লোভের পাল্লায় পড়ে অনেক বেশি ট্রেড শুরু করবেন যা অনেক সময় আপনার মূলধন হারানোর ঝুঁকি থাকে। তাই মার্কেট এনালাইসিস করে এবং নিউজ অনুযায়ী ট্রেড করার পরে টেকপ্রফিট সেট করে মার্কেট থেকে বের হয়ে যাওয়াটাই ঠিক হবে বলে আমি মনে করি। ধন্যবাদ

abilkis7
2019-12-18, 12:45 PM
মাথায় অতিরিক্ত পেশার দেওয়ার কোন দিক থেকেই ভালো নয়। আপনি যে কাজই করেন না কেন আপনার ব্রেনকে যদি বিশ্রাম না দেন তাহলে আপনি ঐ কাজে কখনও সফল হতে পারবেন না। আর ফরেক্স হচ্ছে এমন একটি ব্যবসা যা আপনাকে ঠান্ডা মাথায় করতে হবে। তাই বেশি সময় ধরে মার্কেটে না থেকে মার্কেটে এ্যানালাইসিস এর মাধ্যমে নির্দিষ্ট সময় ঠিক করতে হবে কখন আপনি ট্রেড করবেন। সেই অনুপাতে আপনাকে মার্কেটে থাকতে হবে এবং ট্রেড করতে হবে।

uzzal05
2019-12-24, 06:41 AM
আপনার স্ট্র্যাটিজি অনুযায়ী ট্রেড দেওয়ার পর ক্লোজ করা *উচিত না। আমাদের একটা খারাপ অভ্যাস হচ্ছে আমরা লসের ট্রেড ধরে রাখি কিন্তু কখনো লাভের ট্রেড রানিং রাখতে পারি না। যা আমাদের চরম একটা ভুল। আসলে লাভের ট্রেড ও উচিত ধরে রাখা। তাহলেই আমরা গেইন করতে পারব।

ARD1
2020-01-02, 07:24 PM
আমি একমত যে ফরেক্স বিশ্বে দুর্দান্ত ব্যবসা, কারণ এত লোক এই ব্যবসার উপর নির্ভরশীল, কিছু লোক এই ব্যবসায়টি পেশাদারভাবে করছেন এবং ভাল আয় করছেন। ফরেক্স আধুনিক এবং প্রযুক্তিগত ব্যবসা, যাতে লোকেরা অনলাইনে অর্থ উপার্জন করতে পারে এবং অন্য কোনও জায়গায় যাওয়ার দরকার নেই। ফরেক্স অন্যান্য ব্যবসার চেয়ে আলাদা এবং এটি ব্যবসায়ীর দক্ষতার উপর নির্ভর করে যে কোনও পরিমাণ মুনাফা দিতে পারে।

rakib.r
2020-01-15, 11:26 PM
বেশি সময় ধরে তখন ই ট্রেড করা যায় যখন কিনা আপনার ট্রেড টা লাভে চলে। আবার অনেক সময় মানুষ লস কাটিয়ে উঠতেও বেশি সময় ধরে ট্রেড চালিয়ে যায়। যে প্রাইজে ট্রেড ওপেন করছে সেই প্রাইজ থেকে মার্কেট নিচে নেমে গেছে তখন অনেকে লং টাইম ট্রেড চালিয়ে যায় যদি মার্কেট আবার মুভ করে উপরের দিকে যায় আর লস কাটিয়ে লাভ করা যায় কিছুটা এই জন্য । তবে এটা বেশ রিস্কি একটা কাজ কারন মার্কেট উপরের দিকে না গিয়ে আরো নিজের দিকেও যেতে পারে আর এতে করে আরো বেশি পরিমান লস হবে

amreta
2020-01-18, 01:07 PM
আপনি সর্বদা আপনার নিজের ট্রেডিং জার্নালের সাথে ট্রেডিং জার্নাল বিভাগে যোগ দেবেন এমন সময়টি আমি সর্বদা সন্ধান করেছি। আমি খুশি যে আপনি অবশেষে যোগদান করেছেন। আমি নিশ্চিত যে আপনি ব্যবসায়ের একটি ভাল হাত এবং আমি আপনার কাছ থেকে কিছু কৌশল এবং শৈলী "চুরি" আশা করি। হ্যাঁ অডিএসড অনুসারে, দৈনিক উল্টো দিকে একটি সংকেত দেখিয়ে দিচ্ছে, তবে স্বল্প সময়ের ফ্রেমে বিক্রির সুযোগ দেখা দেওয়ার কারণে কেউ এখনও কয়েকটি পিপ বেছে নিতে পারেন। আমি বর্তমানে ইউরসে বিক্রয়ের সুযোগ খুঁজছি।

rakib.r
2020-02-14, 09:04 PM
ফরেক্সের মুল মন্ত্র হলো লোভ করা যাবে না। মার্কেটের সামনে থাকলে ট্রেড করতে ইচ্ছা করবে এটাই স্বাভাবিক। কিন্তু এটাও তো ভাবতে হবে যে আপনি যে ট্রেড টা নিবেন তা কি আসলেই আপনার জন্য লাভ নিয়ে আসবে নাকি লসের কারন হয়ে দাঁড়াবে ? একবার ও কি ভাবছেন এনালাইজ ছাড়া ট্রেড করাটা কতটা ঝুকির হবে ? বেশি ট্রেড করলে বেশি লস ও হয়ে থাকে এটাই ফরেক্সের সত্য কথা

KAZIMAJHARULISLAM
2020-02-15, 05:32 AM
ফরেক্স মার্কেটে বেশি সময় দিলে বেশি ট্রেড করতে ইচ্ছা করে এ কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত হতে পারলাম না। কারণ আমি নিজে ফরেক্স মার্কেটে মোটামুটি অনেক বেশি সময় দিয়ে থাকি কিন্তু আমি সর্বদাই লিমিটের ভিতর থেকে ট্রেড ওপেন করার চেষ্টা করি এবং করে থাকি। কেননা আমি খুব ভাল করেই জানি যে অনেক বেশি ট্রেড ওপেন করলেই অনেক বেশি লাভবান হওয়া যায় না বরং লসের সম্ভাবনাটাও বেশি থাকে। তবে হয়তো এই কথাটা কিছু কিছু ট্রেডার এর জন্য সত্য হলেও হতে পারে। তাই তাদেরকে উদ্দেশ্য করে বলবো মার্কেটে অনেক বেশি সময় দেয়ার পাশাপাশি নিজের ইচ্ছা খুশিমতো অনেক বেশি ট্রেড ওপেন করা থেকে বিরত থাকুনএবং নতুন করে কোন ট্রেড ওপেন করার পূর্বে অবশ্যই খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করুন। তবেই ফরেক্স মার্কেট থেকে খুব ভালো আয় করতে পারবেন অন্যথায় অতিরিক্ত লসকরে ফরেক্স থেকে সরে যেতে বাধ্য হবেন।

Mas26
2020-02-15, 12:39 PM
ফরেক্স মার্কেট এ যত সময় দিবেন ততই ট্রেড করতে মন চাইবে। ট্রেড করার পর চার্টের সামনে না থাকাই ভালো। আবার *যারা স্কাপিং করেন তারা সবসময়ই চার্টের সামনে বসে থাকেন। আসলে এটা আর খারাপ। কেননা চার্টের সামনে থাকলে লস হলে ও আমােদের ট্রেড কাটতে মন চায় না। কিন্তু আমাদের একটু লাভ দেখলেই আমরা ট্রেড ক্লোজ করতে চাই।

saraa
2020-02-24, 03:25 PM
ফরেক্স ট্রেডিং মার্কেটের বিশ্বে, কোনও ব্যবসায়ী সাউন্ড এবং ভাল সুষম ট্রেডিং মনোবিজ্ঞান ছাড়া এটিতে সফল হতে পারে না যা আত্মবিশ্বাসের ভিত্তি। একজন বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীকে প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে তার মানসিক ব্যবসায়ের সতর্কতা সঠিক ব্যবসায়ের দিকে পরিচালিত হওয়ার জন্য সে সফল হতে পারে। সুতরাং, সমস্ত নতুন ফরেক্স ব্যবসায়ীদের সেরা ট্রেডিং ফলাফলের জন্য মনোবিজ্ঞানের দিকটিতে তারা সুসজ্জিত রয়েছে তা নিশ্চিত করা উচিত।

Sapna1212
2020-02-25, 11:08 AM
আমরা অনেক দিন ধরে এর মধ্যে ট্রেডিং করে হাসানের কাছ থেকে প্রচুর মুনাফা করতে পারি এবং তা সফল হয় । জ্ঞানের কারণে এটা করুন যে আমরা সহজেই এর থেকে লাভবান হতে পারি

KGF3010
2020-03-17, 12:34 AM
ফরেক্স বিশ্বে দুর্দান্ত ব্যবসা, কারণ এত লোক এই ব্যবসার উপর নির্ভরশীল, কিছু লোক এই ব্যবসায়টি পেশাদারভাবে করছেন এবং ভাল আয় করছেন। ফরেক্স আধুনিক এবং প্রযুক্তিগত ব্যবসা, যাতে লোকেরা অনলাইনে অর্থ উপার্জন করতে পারে এবং অন্য কোনও জায়গায় যাওয়ার দরকার নেই। ফরেক্স অন্যান্য ব্যবসার চেয়ে আলাদা এবং এটি ব্যবসায়ীর দক্ষতার উপর নির্ভর করে যে কোনও পরিমাণ মুনাফা দিতে পারে।

rakib.r
2020-04-13, 02:31 PM
মানুষ যত দেখবে মনের অজান্তেই ভেতরে ভেতরে একটা লোভ চলে আসে যে আরেক টা ট্রেড নিয়ে নেই তাহলে আরো কিছুটা প্রফিট আসবে। মার্কেট সব সময় মুভ করতেই থাকে তাই আসলে আমাদের মধ্যে এমন ভাবনা চলে আসে। কিন্তু মার্কেত সব সময় মুভ করা মানেই সব সময় ট্রেড নেওয়ার জন্য উপযুক্ত সময় না

sanjida
2020-04-13, 03:33 PM
এটা সত্য যে ফরেক্সে যতক্ষন সময় দেওয়া যাবে ততক্ষন ই ট্রেড করতে ইচ্ছা করবে। মার্কেটের মুভ মেন্ট এর ফায়দা নিতে মন চাইবে সব সময় । এটা কে কন্ট্রোল করতে না পারলে নিজেদের ই বিপদে পড়তে হবে। আমি এর জন্য ই যখন ডেমো করি করি তারপর বের হয়ে যাই প্ল্যাট ফর্ম থেকে

smbiplob
2020-04-13, 04:52 PM
আপনি ঠিকই বলেছেন আসলে আমারও এমনই মনে হয় । ফরেক্স মার্কেট যখন দেখতে থাকি তখন শুধু ট্রেড করতে মন চায় । আর আসলে এটা সত্যি কথা আপনি ফরেক্স মার্কেট এ যত সময় দিবেন আপনার ততই ট্রেড করতে মন চাইবে। তাই আমি মনে করি ট্রেড করার পর চার্টের সামনে বেশিখন আর না থাকাই ভালো। কারণ চার্টের সামনে থেকে যদি আপনি দেখেন আপনার লস হচ্ছে তখন আর ট্রেড কাটতে ইচ্ছে করবে না আবার লাভ হলেও মনে হয় আরও একটু হোক ।