PDA

View Full Version : সবসময় কি একি পেয়ারে ট্রেড করেন ?



IFXmehedi
2019-12-15, 11:19 PM
ভাই আমি মনে করি কেউ যদি সব সময় একটা পেয়ারেই ট্রেড করে তাহলে সেই পেয়ার সম্পর্কে তার অভিজ্ঞতাটা অনেক বেশি হয়ে যায় । আমিও একটা পেয়ারেই ট্রেড করি । কিন্তু যখন দেখি সেই পেয়ারে ট্রেড করতে সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে তখনই অন্য পেয়ারে ট্রেড করার চিন্তা করি । যদি আপনি একটা পেয়ারে ট্রেড করেন সেক্ষেত্রে আপনার মার্কেট আনাল্যসিস করতে খুব বেশি কষ্ট করতে হবে না , খুব বেশি ডেটা খোঁজার দরকার নাই । তাই আমি মনে করি সবচেয়ে ভালো হয় ১টা বা ২টা পেয়ারকে ট্রেড করার জন্য বেছে নেয়া ।

KF84
2019-12-15, 11:37 PM
আসলেই একটি পেয়ারে বার বার ট্রেড করলে ওই পেয়ারের মার্কেট মুভমেন্ট সম্পর্কে অনেক ভাল ধারনা পাওয়া যায় ফলে সেই পেয়ার থেকে আরও বেশী প্রফিট করা সহজ হয়ে যায় । এই জন্যই আমি মনে করি যে সব পেয়ার নিয়ে এনালাইসিস না করে ৩ বা ৪ টি পেয়ারের মধ্যে ট্রেড সীমাবদ্ধ থাকা উচিত । কারণ মার্কেট শুধু এনালাইসিস করলেই যে ভাল লাভ করা যাবে তা নয় , সেখানে অভিজ্ঞতাও একটি বড় ফ্যাক্টর হতে পারে আরও লাভজনক ট্রেড করার জন্য ।

uzzal05
2019-12-16, 11:46 AM
কয়টা কারেনিস তে ট্রেড করব এটা নির্ভর করে ট্রেডিং স্টাইল এর উপর। অনেক ট্রেডার আছেন যারা একাধিক পেয়ারে এ ট্রেড করেন। আবার অনেক আছেন যারা সারা বছর ধরে একই পেয়ারে ট্রেড করেন। একটা কারেনসিতে ট্রেড করলেও ভালো প্রফিট করা যায়।

alamsat
2019-12-16, 12:41 PM
এটা বলা মুশকিল কারন এটা সবার জন্য ভিন্ন আপনি যদি একটি পেয়ারে দক্ষ হন তাহলে একটি পেয়ারে ট্রেড করবেন আর যদি একসাথে একাধিক পেয়ারে ট্রেড করতে পারেন তাহলে একাধিক পেয়ারে ট্রেড করবেন। তবে একটি পেয়ারে ট্রেড করা ভাল কারন বিভিন্ন সময়ে বিভিন্ন এ্যানালিসিস করে ট্রেড করতে হয় যেটা একটি পেয়ারে ভাল করে করা যাই কিন্তু যদি আপনি একাধিক পেয়ার নিয়ে এ্যানালিসিস করেন তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। ভুল ট্রেড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই যদি আপনি একটি মাত্র পেয়ার নিয়ে পড়ে থাকেন তাহলে সঠিক এন্ট্রি নিতে পারবেন ফলে প্রফিট এর পরিমান বেড়ে যাবে।

PK_SHIKDER
2019-12-16, 01:31 PM
সব সময় একি পেয়ারে ট্রেড করা খুব একটা খারাপ কাজ না,, আবার খুব একটা ভালো কাজ ও না । তার কারন হলো সবসময়ই মার্কেটের অবস্থান সমান থাকে না । কখনো কখনো মার্কেট এর অবস্থান বুঝে উঠা খুব কঠিন হয়ে পড়ে । তারপর কখনো কখনো দেখা যায় যে,,, মার্কেট সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করার পরও মার্কেট বিপরিতগামী হয় । সেজন্য সবসময় একি পেয়ারে ট্রেড না করে বিভিন্ন পেয়ারে সুযোগ সুবিধা মত ট্রেড ওপেন করা ভালো বলে আমি মনে করি ।

souravkumarhazra6763
2019-12-16, 07:17 PM
ফরেক্স মার্কেট এ ২ ধরনের পেয়ার আছে,কারেন্সি পেয়ার এবং আরেক টি হয়ছে ক্রস পেয়ার,সাধারণত আমি একই পেয়ার ট্রেড করিনা,বিভিন্ন পেয়ার এ আমি ট্রেড করে থাকি,সাধারণত আমার ট্রেড রুল অনুযায়ী যেই পেয়ার এ এন্ট্রি পাই ওই পেয়ার এই আমি ট্রেড করে থাকি,এক পেয়ার ট্রেড করতে আমার ভালো লাগেনা।

TanjirKhandokar1994
2019-12-16, 08:26 PM
আমরা জানি যে ফরেক্স মার্কেটে অনেক গুলো কারেন্সি পেয়ার আছে আর এখানে আপনি আপনার ইচ্ছে মতো যে কোন পেয়ারে ট্রেড করতে পারেন। এখানে কয়েকটি কারেন্সি পেয়ার আছে যেগুলোতে কোন প্রকার ঝুঁকি ছাড়াই ট্রেড করা যায়। যেমন ধরেন usdcad,eurusd, eurchf, usdchf ইত্যাদি কারেন্সি পেয়ার গুলোতে ট্রেড করে সফলতা পাওয়া যায়। তবে আমি এখানে এই কারেন্সি পেয়ার গুলোতেই ট্রেড করে থাকি। আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা মতো ট্রেড করতে পারবেন এতে কোন বাধানিষেধ নাই। ধন্যবাদ

Hridoy6763
2019-12-17, 10:25 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক পেয়ার আছে,সব সময় একই পেয়ার এ এন্ট্রি পাওয়া যাই না,তাই বিভিন্ন পেয়াএ এ ট্রেড করার দক্ষতা অর্জন করা উচিত,আমি কারন্সি পেয়ার ক্রস পেয়ার উভয় তে ট্রেড করে থাকি,ফলে একটা পেয়ার এর এন্ট্রি এর জন্য বসে থাকতে হয় না,তাই বিভিন্ন পেয়ার এ ট্রেড করুন।

abilkis7
2019-12-18, 08:19 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক পেয়ার আছে, সব সময় একই পেয়ার এ এন্ট্রি পাওয়া যায় না, তাই বিভিন্ন পেয়ার এ ট্রেড করার দক্ষতা অর্জন করা উচিত, আমি কারন্সি পেয়ার ক্রস পেয়ার উভয় পেয়ারে ট্রেড করে থাকি, ফলে একটা পেয়ার এর এন্ট্রি এর জন্য বসে থাকতে হয় না, তাই বিভিন্ন পেয়ার এ ট্রেড করে থাকি।

uzzal05
2019-12-26, 06:24 AM
অধিক পেয়ারে ট্রেড করা মানে লস করা। আর অধিক পেয়ারে ট্রেড করলে ট্রেড কোন হিসাব নিকাশ থাকে না। আসলে মার্কেট থেকে আমরা যত বেশি লাভ করতে চাই ততই লস করি। আমি অনেক গুলো পেয়ারে ট্রেড করি। এতে দেখা গেছে আমার গড়ে লসে পরে থাকি। কম ট্রেড করতে হবে।

KaziBayzid162
2019-12-26, 11:01 AM
আমিও আপনার সাথে একমত যে একটিমাত্র পেয়ারে ট্রেড করলে সেই পেয়ার সম্পর্কে ধারণা পরিমাণ বেশি হয়ে থাকে। তবে আমি সবসময় একটা পেয়ারে ট্রেড করিনা। আমি সর্ব মোট তিনটা পেয়ারে ট্রেড করে থাকি তবে কখনোই একই সঙ্গে একাধিক পেয়ারে ট্রেড ওপেন করি না। যখন যে পেয়ারে ট্রেড করলে লাভ করা যাবে বলে আমার কাছে মনে হয় তখন ওই পেয়ারে ট্রেড করে থাকি। কেননা সময় এবং নিউজ এর ভিত্তিতে বিভিন্ন ভিন্ন ভিন্ন পেয়ারের মুভমেন্ট ভিন্ন ভিন্ন হয়ে থাকে।তাই আপনি চাইলে কিছু নির্দিষ্ট পেয়ার নির্ধারণ করে রাখতে পারেন এবং সেই পেয়ার গুলোর মধ্য থেকে যখন যেটা উপযুক্ত বলে মনে হবে তখন সেইটায় ট্রেড করতে পারেন।

sss426
2019-12-26, 02:20 PM
ধন্যবাদ আপনাকে আপনি একটি মহা মূল্যবান টপিক নিয়ে আলচনা করেছেন আমি আপনার সাথে পুরোপুরি একমত ফরেক্স মার্কেট এ একটি পেয়ার নিয়ে কাজ করলে তার প্রতি মনোজুগ বেশি দেয়া যায় এবং ভুল ট্রেডিং থেকে বাচা যাই। আপনি যদি বেশি পেয়ার নিয়ে কাজ করেন তাহলে আপনি কোন পেয়ার এই মাস্টার হতে পারবেন আপনি হবেন একটি ব্রেক ফেল গাড়ির মতো। আমি নিজে দুইটা পেয়ারে ট্রেড করে থাকি একটা eur/usd অন্যটি হল gbp/jpy

rakib.r
2019-12-26, 09:09 PM
আমি মনে করি কয়েক টা পেয়ারের জ্ঞ্যান থাকা ভালো। অনেক সময় দেখা যায় এক পেয়ারে লস হয়ে গেলেও অন্য পেয়ার থেকে লাভ করে সেটা রিকভারি করা সম্ভব। কিন্তু আমি যদি একটা পেয়ার নিয়েই থাকি তাহলে হয়তো রিকভার হতে বেশ কিছুটা টাইম চলে যেতে পারে। তাই অন্তত পক্ষে ৪ টা পেয়ার সম্পর্কে মুটামুটি ধারনা ২ টা সম্পর্কে ভালো ধারনা থাকা নিজের জন্য ভালো

ARD1
2019-12-28, 05:06 PM
যদি এটি খুব ভাল ব্যবসা হয় তবে আমরা নীচে নেমে যাই তবে আমরা কোনও ব্যবসায়ের ক্ষেত্রে ভাল নির্দোষ শাস্ত্রী করতে সক্ষম হবো না এবং চ্যাটিং করার সময় কেন লাভ দেওয়া হবে না এবং ভাল লাভ পেতে আমাদের আরও জ্ঞানের প্রয়োজন।আমি মনে করি এর মূল কারণগুলির মধ্যে একটি হ'ল লোভ এবং অর্থ পরিচালনার অভাব g লোভ এমন একটি আবেগ যা আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে কারণ লোভী হয়ে উঠলে সে ঝুঁকি এবং অনুমানযোগ্য ক্ষতি এড়িয়ে