PDA

View Full Version : ক্রোমের আপডেট স্থগিত করল গুগল



kohit
2019-12-17, 08:14 PM
ওয়েব ব্রাউজার ক্রোমের সর্বশেষ সংস্করণের আপডেট স্থগিত করেছে গুগল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আপডেট প্রক্রিয়ায় গুগলের পক্ষ থেকে গ্রাহকদের কিছু তথ্য স্থানান্তর করতে অনিচ্ছাকৃত ভুল হওয়ায় পুরো প্রক্রিয়াটি আপাতত স্থগিত করা হয়েছে। খবর রয়টার্স ও এনডিটিভি।

এতদিন গুগল ক্রোমের ৭৮ ভার্সন ব্যবহার হয়ে আসছিল। গত ১০ ডিসেম্বর ওয়েব ব্রাউজারটির ৭৯ ভার্সন বাজারে আসে। বিশ্বব্যাপী ভার্সনটির আপডেট দিতে শুরু করে গুগল। এর পরপরই বিভিন্ন গণমাধ্যমে গুগল ক্রোমের ত্রুটির খবর প্রকাশিত হয়। সাইবার বিশেষজ্ঞদের বরাতে বলা হয়, ক্রোমের ৭৮ থেকে ৭৯ ভার্সনে আপডেটের ক্ষেত্রে ত্রুটি থাকায় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হারিয়ে যাচ্ছে ও মোবাইল অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় স্থাপন হচ্ছে।

তবে গুগলের বিবৃতিতে বলা হয়েছে, আপডেট প্রক্রিয়ায় কোনো ত্রুটি নেই। তবে ক্রোমের ৭৮ থেকে ৭৯ ভার্সনে আপডেটের সময় অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে। ভুলবশত গ্রাহকদের কিছু তথ্য নতুন ভার্সনে স্থানান্তর করা হয়নি। বিশেষত ওয়েবএসকিউএল ও লোকালস্টোরেজ স্থানান্তরে গুগলের অ্যাপ ডেভেলপারদের ভুল হয়েছে।

বণিক বার্তা

kohit
2019-12-18, 06:33 PM
অ্যান্ড্রয়েড ‘ডেটা লস’ সমাধানে ‘ফিক্স’ আনলো গুগল

মঙ্গলবার নতুন ক্রোম ফিক্স এনে অ্যান্ড্রয়েড ‘ডেটা লস’ সমস্যাটির সমাধান করেছে গুগল। গত সপ্তাহেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা অভিযোগ করেছিলেন, ডিভাইস থেকে নির্দিষ্ট কিছু অ্যাপের ডেটা মুছে যাচ্ছে। ওই অভিযোগের মুখে ক্রোম ব্রাউজারের আপডেট ‘ক্রোম ৭৯’ স্থগিত করেছিল গুগল।

আপডেটের পাশাপাশি মঙ্গলবার এক বিবৃতিও প্রকাশ করেছে মার্কিন সার্চ জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। ওই বিবৃতিতে ক্রোম ব্যবহারকারীদের ভোগান্তিতে ফেলার জন্য ক্ষমা চেয়েছে তারা। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।

সিনেট বলছে, আদতে কোনো অ্যাপের ডেটা মুছে দেয়নি ক্রোম ৭৯ আপডেট ও সংশ্লিষ্ট ওয়েবভিউ সংস্করণ। ক্রোম ৭৯ আপডেট আসার পর পুরোনো ডেটায় প্রবেশাধিকার হারিয়ে ফেলেছিল বেশ কিছু অ্যাপ। ফলে ব্যবহারকারীদের ডিভাইসে আগে থেকে সেভ করে রাখা গেইম, ইন-গেইম বোনাসের মতো বিষয়গুলো সমস্যা করা শুরু করেছিল।

ক্রোমের ওই সমস্যার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছিল অনেক প্রোগামিং ইন্টারফেইসও। এরকম ইন্টারফেইসের মধ্যে রয়েছে অ্যাপক্যাশ, ফাইল সিস্টেম, লোকাল স্টোরেজ, ইনডেক্স ডিবি, ওয়েবএসকিউএল ইত্যাদি। ব্রাউজারের মাধ্যমে ইন্টারফেইসগুলোতে ডেটা সংরক্ষণ করতেন অনেক ডেভেলপার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম