PDA

View Full Version : ভলিয়ম অ্যানালাইসিস



uzzal05
2019-12-18, 07:36 AM
ফরেক্স মার্কেট এ প্রায় বিভিন্ন ধরনের রং বেরং এর ইনিডকেটির রয়েছে। তবে সব ইন্ডিকেটর ই ভালো কাজ করে। কিন্তু আমরা তার সঠিক ব্যবহার না জানার কারনে তা ব্যবহার করে প্রফিট করতে পারি না। এখানে যদি কেউ ভলিয়ম এনালাইসিস সম্পর্কে ভালো জানেন তাহলে আমাদের শেয়ার করলে উপকৃত হব। আমি যতটুকু ভলিয়মা এনালাইসিস করে স্কালপিং করে ভালো প্রফিট করা যায়।

alamsat
2019-12-18, 11:46 AM
ভলিউম বলতে লট সাইকে বোঝায় আপনি যদি একটি বাই ট্রেড ১ ডলারে ওপেন করেন তাহলে সেই পেয়ারে বাই ভলিউম ১ ডলার বেড়ে গেল এমনি ভাবে যদি নিয়মিত সবাই বাই করতে থাকে তাহলে বাই ভলিউম বাড়তে থাকবে আর মার্কেট উপরে উঠতে থাকবে ভলিউপ ইন্ডিকেটর দেখলে আপনি বুঝতে পারবেন যে যদি পূর্বেকার যে ভলিউম ছিল তার চেয়ে বর্তমান ভলিউম বেশি হয় তাহলে ভলিউম যে ইন্ডিকেটর আছে সেটা সবুজ বর্ণের হয়ে যাই আর যদি কম ভলিউম হয় তাহলে লাল বর্ণের হয়ে যাই। এ বিষয়ে আর ও বিস্তারিত জানতে ইউটিউবে ভিডিও লেকচার দেখলে আরও বেশি বুঝতে পারবেন।

PK_SHIKDER
2019-12-18, 06:20 PM
ফরেক্স মার্কেটে ভলিউম বলতে লট সাইজকে বোঝায় । যেমন,, মনে করেন আপনি ফরেক্স মার্কেটে একটি ট্রেডে ১:০০ লট সাইজের বাই ট্রেড ওপেন করেছেন । এখন যদি আপনি আপনার ধারণকৃত ট্রেডে লাভ করে থাকেন তাহলে আপনি ১ ডলার ভলিউম লাভ করবেন,,, মানে আপনার ধারনকৃত ট্রেডের ভলিউম যদি আগের ভলিউমের থেকে বেশি হয় তাহলে আপনার ভলিউম যে ইন্ডিকেটরে ছিলো তা সবুজ রঙের দেখাবে । আর যদি আপনার ধারনকৃত ট্রেডের ভলিউম যদি আগের ভলিউমের থেকে কম হয় তাহলে আপনার ভলিউম যে ইন্ডিকেটরে ছিলো তা লাল রঙের দেখাবে । এভাবেই ভলিউম বাড়লে বা কমলে বোঝা যায় ।