PDA

View Full Version : ডুয়েল কারেন্সিলাইফ স্টা্ইল ভিসা প্রিপেইড কার্ডমাত্র ৫০০ টাকায়!



DhakaFX
2019-12-19, 12:53 PM
ব্যাংক একাউন্ট ছাড়াই এবার EBL অ্যাকোয়া কার্ডের পাশাপশী ৩ বছর মেয়াদী লাইফ স্টাইল ভিসা প্রিপেইড কার্ড নিয়ে এসেছে। লাইফ স্টাইল ভিসা প্রিপেইড কার্ড মুলত একটি ডুয়েল কারেন্সি সক্রিয় EMV প্রিপেইড কার্ড যা অ্যাকোয়া কার্ডের মতোই । দেশের অভ্যন্তরে এবং বাহিরে কার্ডটি ব্যাবহার করা যাবে ।এই কার্ডে BDT এবং USD উভয় কারেন্সিই ব্যাবহার করা যাবে। ফলে যে সকল ফরেক্স ট্রেডাররা ডিপোজিট করতে পারছেন না, তারা এই কার্ড ব্যবহার করে ব্রেকারের অ্রকাউন্টে ডিপোজিট করতে পারবেন এবং EBL এর যে কোন ATM ফ্রী তেই ক্যাশ উইথড্র করার সুবিধা পাবেন। এছাড়াও বিশ্বব্যাপী যে কোনসুপারশপে ও ইকমার্স সাইট যেমন Aliexpress, Banggoods, eBay, Amazon থেকে কেনাকাটা করতে পারবেন।
9608
এই কার্ডটিতে একটি EMV চিপ থাকায় এই প্রিপেইড কার্ডটির সিকিউরিটি ব্যাবস্থা অনেক শক্তিশালী, যেমন সব সময় আপনি রিয়েল-টাইম লেনদেনের এলার্ট পাবেন মোবাইলে SMS এর মাধ্যমে। এছাড়াও বিশ্ব জুড়ে যে কোন দেশে কার্ডটি ব্যাবহার করা যাবে এবং বিশ্বব্যাপী Visa Card লোগোযুক্ত যে কোন ATM বুথ থেকে অর্থ উত্তলন করা যাবে। কার্ডটি যে কোন ব্রাঞ্চ থেকে লোডিং সুবিধা পাওয়া যাবে এবং এর বাৎসরিক কোন ফি নেই। বাংলাদেশী নাগরিক নূন্যতম ১৮ বছর হয়েল কার্ডটির জন্য আবেদন করতে পারবেন। এর জন্য সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট অথবা ভোটার আইডি প্রয়োজন, কেননা পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি ব্যাবহার করা যাবেনা কার্ডটির সব থেকে ভালো একটি দিক হল এর কোন বার্ষীক ফি নেই , কার্ডটি নেওয়ার সময় এককালীন তিন বছরের জন্য ৫৭৫/- টাকা ভ্যাট সহ দিতে হবে । এছাড়া রিচার্জ করার সময়ও এক্সট্রা কোন ফি দিতে হবে না । ELB Helpline 16230 এই নাম্ববারে কল করেও বিস্তারিত জানতে পারবেন।

Xrin
2020-05-17, 03:46 PM
এই কার্ড টি আমার আছে। টাকা ডিপোজিট করা যায়, কিন্তু এই কার্ড এ কি আমি টাকা নিতে পারবো? স্ক্রিল অথবা ফরেক্স ব্রোকার থেকে সরাসরি এই কার্ড এ টাকা উত্তোলন করা যাবে কি?

amirkabir
2020-07-15, 06:25 AM
বাংলাদেশ ব্যাংক এখন নিয়ম কানুন আরও কড়া করেছে এর ফলে পূর্বের ন্যায় আর বাংলাদেশী কোনও কার্ড দিয়ে ফরেস্কে ইনভেস্ট করা যায় না,শুধু ফরেস্কি নয়, কোনও ইনভেস্টমেন্ট সাইটেই ইনভেস্ট করা যায় না।আমি মনে করি সরকারের এই বিষয়ে একটি সঠিক দিক নির্দেশনা থাকা প্রয়োজন।কিছু টাকা হলেও অনুমতি দেয়া উচিত।আমি পূর্বে একুয়া মাস্টার কার্ড দিয়ে ফরেস্কে ইনভেস্ট করতে পারতাম কিন্তু এখন আর পারি না,যোগাযোগ করলে বলে এটি এখন আর সম্ভব হবে না।এই কার্ড দিয়ে শুধু কেনা কাটাই করা যাবে,ফরেস্কে কোনও ইনভেস্ট করা যাবে না।

sagar0835
2020-08-29, 05:28 PM
এই কার্ড নিতে কি কোন টাকা আগে থেকে পেমেন্ট করে রাখতে হয়?
আর টাকা শেষ করে রিচার্জ করাবো কিভাবে?