PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং মার্কেটে নতুন ট্রেডারের করনীয় কি???



MINARULRFL100
2019-12-22, 12:49 PM
প্রতিটি মানুষের চাওয়া পাওয়ার শেষ থাকেনা।যে যতো ভাল আয় করতে পারবে সে আরো বেশি বেশি আয় করতে আগ্রহী হবে।তাদের দেখে নতুন ট্রেডাররা ওদের মতো আয় করতে চাইবে।আর এইটাই নতুন ট্রেডারদের জন্য বিপদের কারন হতে পারে। তাই নতুন যারা মার্কেটে কাজ করতেছেন তারা বেশি আয় করার পিছনে না ছুটে নিজের দক্ষতা অর্জনের পিছনে ছুটেন তাহলে একটা সময় সিনিয়র ভাইয়েদের মতো আয় করতে পারবেন।আর যদি প্রথমে বেশি আয়ের পিছনে ছুটতে থাকেন তাহলে আপনি বেশি দিন ফরেক্স ট্রেডিং মার্কেট টিকে থাকতে পারবেনা।তাই নিজের অতিরিক্ত চাহিদাকে পরিহার করে নিজের দক্ষতা অর্জন করুন।

fxarif
2019-12-22, 01:02 PM
নতুন ট্রেডারদের ধৈর্য ধরে ট্রেড করতে হবে।লোভ করা যাবে না।সকল এনালাইসিস সঠিকভাবে করে ধৈর্য সহকারে মানি ম্যানেজমেন্টের মাধামে ট্রেড করা লাগবে।

sss426
2019-12-22, 03:41 PM
আমি আপনার সাথে পুরোপুরি একমত সেই সাথে আমি অনেক কিছু জগ করতে চাই যেমন আপনারা কারো কোথায় প্ররোচিত হয়ে ফরেক্স মার্কেটে এ আসবেন না আপনারা আগে এই মার্কেট সম্পর্কে সম্পর্কে জানা বাজার চেষ্টা করেন যে এই মার্কেট কিভাবে কাজ করে এবং এই মার্কেট আপনার জন্য পারফেক্ট কি না তার পর সিদ্দান্ত নেন এবং তারপর যত বেশি ডেমোতে ট্রেড করে একটি স্ট্রাটেজি তৈরী করেন তারপর ফরেক্স মার্কেটে এ আসে

KF84
2019-12-22, 08:52 PM
নতুন যারা ফরেক্স ব্যবসাটি করতে আসে তাদের ক্ষেত্রে যে বিষয়গুলোতে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া উচিত বলে আমি মনে করি তা শুধু আমার অভিজ্ঞতার আলোকেই বলছি । আমি যে ভুলগুলি করেছি তা যদি কোন ট্রেডার প্রথম দিকেই এড়িয়ে চলে তাহলে তার সময় নষ্ট যেমন কম হবে তেমনি আগামী চার পাচ বছরের মধ্যেই আশা করি অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব । প্রথমত ফরেক্স শিখতে হবে গুরুত্তের সহিত , ডেমোতে কমপক্ষে ৩ মাস প্র্যাকটিস করতে হবে , ফোরামে নিয়মিত পোস্ট করে বোনাস গুলো জমানো এবং সর্বশেষ ধৈর্য সহকারে ফরেক্স এর প্রাথমিক যে নিয়ম গুলো রয়েছে তা যথাযথ ভাবে অনুসরণ করতে হবে ।

Emarif1992
2019-12-22, 10:26 PM
ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের করণীয় হচ্ছে প্রথমেই ফরেক্স এ অভিজ্ঞতাদের পরামর্শ অনুযায়ী চলা, কারণ ফরেক্স যারা অভিজ্ঞ, তারা অনেক রাস্তা পারি দিয়ে উন্নতির শিখরে পা রেখেছে, তাই নতুনরা অবশ্যই অভিজ্ঞদের গাইডলাইন মেনে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে হবে, নিজের দক্ষতা বাড়াতে হবে, ধৈয্যশীল হতে হবে, অল্পতেই খুশি থাকতে হবে অর্থাৎ আর্নিং এর একটা ধারাবাহিকতা থাকতে হবে।

PK_SHIKDER
2019-12-22, 11:42 PM
ফরেক্স মার্কেট হলো একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । এই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে পারলে এর থেকে ভালো অর্থ উপার্জন করা যায় । তবে তার জন্য আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয় । এক্ষেত্রে আমরা যারা এই ফরেক্স মার্কেটে নতুন তাদের কিছু নিয়ম অনুসরণ করা খুবই জরুরি ।
নিম্নে কিছু নিয়মাবলি বর্ণিত করা হলো :
★ ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করা ।
★ ফরেক্স মার্কেট বেশি বেশি করে অনুশীলন করা ।
★ বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করা ।
★ ধৈর্যের সহিত ফরেক্স মার্কেটে ট্রেড করা ।
★ বেশি লোভ না করে অল্প প্রফিট নিয়ে সন্তুষ্টি থাকা ।
★ মার্কেট ভালোকরে এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করা ।
★ সকল প্রকার এনালাইসিস সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করা ।
★ ট্রেড ওপেন করার আগে চিন্তামুক্ত থাকা এবং নির্জন ও নিরিবিলি পরিবেশে থেকে ট্রেড ওপেন করা।
আরো অনেক বিষয় আছে যেগুলি সম্পর্কে আমাদের ভালো অভিজ্ঞতা অর্জন করা খুবই প্রয়োজন,,, ধন্যবাদ ।

Hredy
2020-03-21, 11:52 AM
আমি আপনার সাথে পুরোপুরি একমত সেই সাথে আমি অনেক কিছু জগ করতে চাই যেমন আপনারা কারো কোথায় প্ররোচিত হয়ে ফরেক্স মার্কেটে এ আসবেন না আপনারা আগে এই মার্কেট সম্পর্কে সম্পর্কে জানা বাজার চেষ্টা করেন যে এই মার্কেট কিভাবে কাজ করে এবং এই মার্কেট আপনার জন্য পারফেক্ট কি না তার পর সিদ্দান্ত নেন এবং তারপর যত বেশি ডেমোতে ট্রেড করে একটি স্ট্রাটেজি তৈরী করেন তারপর ফরেক্স মার্কেটে এ আসে

K.K.BABY
2020-03-31, 10:22 PM
ফরেক্স মার্কেটে নতুন ট্রেডাররা ৯৫% ছেড়ে চলে যায় এর একটি মাত্র কারন ফরেক্স সম্পর্কে নতুন ট্রেডাররা না জেনেই ট্রেড করে থাকে যার জন্য একটা সময় সে লস করতে করতে তার ব্যালেন্স জিরো করে ফেলে তার পর সে মার্কেট ছাড়তে বাধ্য হয়।কিন্ত নতুন ট্রেডারদের জন্য ফরেক্স মার্কেটে টিকে থাকা একটি চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ জয় করতে হলে নতুন ট্রেডারদের ফরেক্স সম্পর্কে অনেক কিছুই জানতে হবে।যেমন টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস ভাল করে শিখতে হবে।মানিম্যানেজম ন্ট ভাল করে বুঝতে হবে।লোভ থেকে নিজেকে বিরত রাখতে হবে।মনে রাখতে হবে আপনি প্রাথমিক অবস্থায় লাভের চিন্তা না করে মার্কেটে কিভানে টিকে থাকবেন সেই চিন্তা করতে হবে।

SR12
2020-03-31, 11:13 PM
নতুন ট্রেডারদের জন্য আমার তিনটি পরামর্শ থাকবে যা তাদের জন্য যথেষ্ট উপকারী হবে বলেই মনে করি
১) বেশি করে ডেমো প্রাকটিস করুন ভালো করে ফরেক্স শিখুন
২) ফোরামে কাজ করুন বোনাস দিয়ে রিয়েল ট্রেডিং এর অভিজ্ঞতা গ্রহন করুন
৩) লোভ থেকে দূরে থাকুন ধৈর্য্য সহকারে এনালাইসিস করে ট্রেড করুন

Suriya Sultana Hira
2020-03-31, 11:52 PM
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা এবং স্বাধীন ব্যবসা । এই ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারলে এর থেকে ভালো অর্থ উপার্জন করা যায় । তাই আমরা যারা এই ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার,,, তাদের উচিত ফরেক্স মার্কেট থেকে ভালো অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করা । নিম্নে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করার কিছু নিয়মাবলি বর্ণনা করা হলো :-
★ ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করা ।
★ ফরেক্স মার্কেট বেশি বেশি করে অনুশীলন করা ।
★ বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করা ।
★ ধৈর্যের সহিত ফরেক্স মার্কেটে ট্রেড করা ।
★ বেশি লোভ না করে অল্প প্রফিট নিয়ে সন্তুষ্টি থাকা ।
★ মার্কেট ভালোকরে এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করা ।
★ সকল প্রকার এনালাইসিস সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করা ।
★ ট্রেড ওপেন করার আগে চিন্তামুক্ত থাকা এবং নির্জন ও নিরিবিলি পরিবেশে থেকে ট্রেড ওপেন করা।
আরো অনেক বিষয় আছে যেগুলি সম্পর্কে আমাদের ভালো অভিজ্ঞতা অর্জন করা খুবই প্রয়োজন,,, ধন্যবাদ ।

Mas26
2020-04-01, 12:08 AM
আমি আপনার সাথে পুরোপুরি একমত সেই সাথে আমি অনেক কিছু জগ করতে চাই যেমন আপনারা কারো কোথায় প্ররোচিত হয়ে ফরেক্স মার্কেটে এ আসবেন না আপনারা আগে এই মার্কেট সম্পর্কে সম্পর্কে জানা বাজার চেষ্টা করেন যে এই মার্কেট কিভাবে কাজ করে এবং এই মার্কেট আপনার জন্য পারফেক্ট কি না তার পর সিদ্দান্ত নেন এবং তারপর যত বেশি ডেমোতে ট্রেড করে একটি স্ট্রাটেজি তৈরী করেন তারপর ফরেক্স মার্কেটে এ আসে

XXXTentacion
2020-04-02, 06:06 PM
আমি আপনার সাথে পুরোপুরি একমত সেই সাথে আমি অনেক কিছু জগ করতে চাই যেমন আপনারা কারো ছেড়ে চলে যায় এর একটি মাত্র কারন ফরেক্স সম্পর্কে নতুন ট্রেডাররা না জেনেই ট্রেড করে থাকে যার জন্য একটা সময় সে লস করতে করতে তার ব্যালেন্স জিরো করে ফেলে তার পর সে মার্কেট ছাড়তে বাধ্য হয়।কিন্ত নতুন এই ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারলে এর থেকে ভালো অর্থ উপার্জন করা যায় । তাই আমরা যারা এই ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার

Habibur shaikh
2020-04-04, 07:31 PM
ফরেক্স বাজারে ট্রেড করার জন্য সর্বপ্রথম ফরেক্স বিষয়ে ধারণা থাকা একান্ত প্রয়োজন। ফরেক্স বিষয়ে সঠিক ধারণা থাকলে এই মাধ্যম থেকে খুব সহজে সফলতা অর্জন করা সম্ভব.... ধন্যবাদ।

FRK75
2021-04-04, 07:47 AM
ফরেক্স ব্যবসাটি করতে আসে তাদের ক্ষেত্রে যে বিষয়গুলোতে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া উচিত বলে আমি মনে করি তা শুধু আমার অভিজ্ঞতার আলোকেই বলছি । আমি যে ভুলগুলি করেছি তা যদি কোন ট্রেডার প্রথম দিকেই এড়িয়ে চলে তাহলে তার সময় নষ্ট যেমন কম হবে তেমনি আগামী চার পাচ বছরের মধ্যেই আশা করি অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব । লোভ থেকে নিজেকে বিরত রাখতে হবে।মনে রাখতে হবে আপনি প্রাথমিক অবস্থায় লাভের চিন্তা না করে মার্কেটে কিভানে টিকে থাকবেন সেই চিন্তা করতে হবে।

Ahmedali
2021-04-04, 09:29 AM
ফরেক্স ট্রেডিং মার্কেটে নতুন ট্রেডারদের করনীয় গুলো অনেক। ফরেক্স মার্কেটে যারা নতুন তাদের প্রথম কাজ হলো আগে ফরেক্স সম্পর্কে জানা।পুরোপুরি ভাবে জানবার পর এই মার্কেটে আসতে হবে। আর তা না হলে সাতার না জেনে নদিতে নামলে যে অবস্থা হয় ঠিক তেমনি ফরেক্সেও হবে। সর্ব প্রথম কাজ হলো আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে।
সঠিক শিক্ষা পদ্ধতি গ্রহন করে এ যুদ্ধে নামতে হবে প্রাথমিক থেকে সমাপনী পর্যন্ত সক্ষম রুলস মেনে কাজ শুরু করতে হবে। তা না হলে লাগাম হীন ঘোড়ার যে অবস্থা হয় ঠিক আছে হবে।
বুঝে শুনে অল্প অল্প করে ট্রেড করতে হবে। কেননা একবার ভুয়া হলে অনেক মাসুল গুনতে হবে। কেননা হাতির যেমন হজম শক্তি আছে মসার কিন্তু তেমন শক্তি নাই, হাতির বাথরুম করা দেখে মসা বাথরুম করতে চাইলে পারবেনা।
নতুনদের বুঝতে হবে ডেমো এখন রিয়েল অ্যাকাউন্ট সম্পর্কে। তারপর রিয়েল থেকে নয় বরং ডেমো থেকে অল্প অল্প করে ট্রেড করতে হবে। কেননা না বুঝে আগে সাপের গর্তে পারা দেয়া যাবে না।
আর সর্বশেষ দুটি পয়েন্ট হলো ধৈর্য্য এবং সময়।
ধৈর্য্য না থাকলে এখানে কেউ টিকে থাকতে পারে না। আবার সেই সাথে সময় ও প্রচুর পরিমানে দিতে হবে। কেননা আগা গোড়া কিছু না বুঝে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা আছে।

samun
2021-04-04, 09:34 AM
ফরেক্স মার্কেটের নতুন ট্রেডারদের জন্য সবথেকে বেশি করণীয় হলো বেশি বেশি করে ডেমো প্র্যাকটিস করা 50 অথবা 100 ডলার নিয়ে পরবর্তীতে ট্রেড শুরু করা প্রাথমিক পর্যায়ের ছোট লটে ট্রেড করা। ফরেক্স মার্কেটের লোভের ফাঁদে পা না দেওয়া বেশি বেশি করে ফরেক্স সম্পর্কিত জ্ঞান অর্জন করা

EmonFX
2021-04-04, 10:41 AM
প্রতিটি মানুষের চাওয়া পাওয়ার শেষ থাকেনা।যে যতো ভাল আয় করতে পারবে সে আরো বেশি বেশি আয় করতে আগ্রহী হবে।তাদের দেখে নতুন ট্রেডাররা ওদের মতো আয় করতে চাইবে।আর এইটাই নতুন ট্রেডারদের জন্য বিপদের কারন হতে পারে। তাই নতুন যারা মার্কেটে কাজ করতেছেন তারা বেশি আয় করার পিছনে না ছুটে নিজের দক্ষতা অর্জনের পিছনে ছুটেন তাহলে একটা সময় সিনিয়র ভাইয়েদের মতো আয় করতে পারবেন।আর যদি প্রথমে বেশি আয়ের পিছনে ছুটতে থাকেন তাহলে আপনি বেশি দিন ফরেক্স ট্রেডিং মার্কেট টিকে থাকতে পারবেনা।তাই নিজের অতিরিক্ত চাহিদাকে পরিহার করে নিজের দক্ষতা অর্জন করুন।

নতুন ট্রেডারদের একটা বড় অংশ শুরুতেই ফরেক্স মার্কেট থেকে ঝরে যায়। ফরেক্স মার্কেটে সব থেকে বেশি ভুল করে থাকে নতুন ট্রেডাররা। নতুন ক্যাডাররা নিম্নোক্ত বিষয়গুলো ফলে আশা করি অনেকটা সফলতার দিকে এগিয়ে যাবেন।
১। ১০০% অন্যের স্ট্রেটেজি ফলো করা যাবেনা
২। না বুঝে কোন ইন্ডিকেটরের উপর নির্ভর করা যাবেনা, যদিও আমি ইন্ডিকেটর পছন্দ করিনা
৩। না বুঝে কারেন্ট ট্রেড লসে যেতে দেখে কিছুটা অপেক্ষা না করেই হুট করে ট্রেড ক্লোজ করে সাথে সাথে অপোজিটে এন্ট্রি নেয়া যাবেনা
৪। কোন সাইটের কপি ট্রেডিং এ যাওয়া যাবেনা
৫। একই সাথে বাই/সেল অর্ডার খোলা যাবেনা
৬। দীর্ঘ সময় একই পেয়ার নিয়া রিসার্চ করুন
৭। সরবোচ্চ $৫০ নিয়া ডেমো ট্রেড করুন। জানি নিজের রিয়েল ভাবতে চাইলেও হয়না। তাই কম একাউন্ট নিয়া ডেমো তে প্র*্যাক্টিস করুন। যেদিন $৫০ কে অন্তত $৬০ করতে পারবেন নেক্সট এক সপ্তাহে, বুঝবেন এখন আপনি নিজেও প্রো ট্রেডার।