PDA

View Full Version : স্বর্ণের মাধ্যমে লেনদেনের প্রস্তাব মাহাথির মোহাম্মদের



FXBD
2019-12-22, 04:54 PM
‘কুয়ালালামপুর শীর্ষ সম্মেলন ২০১৯’ সমাপনী দিন আন্তর্জাতিক মহলসহ বিশ্বের বিভিন্ন দেশের দেয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলা করার জন্য ইরান, মালয়েশিয়া, তুরস্ক ও কাতার নিজেদের মধ্যে লেনদেনে স্বর্ণ ও বার্টার প্রথার কথা ভাবছে বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির। ইরান ও কাতারের ওপর বিভিন্ন জাতি একজোট হয়ে যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা পুরো বিশ্ব দেখছে। এখান থেকে মালয়েশিয়াসহ অন্য জাতিগুলোর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আমাদের ওপরও যেকোনো সময় এমন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
প্রসঙ্গত, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার অভিযোগে আড়াই বছর ধরে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। অন্যদিকে ছয় বিশ্বশক্তির সঙ্গে করা ইরানের পারমাণবিক চুক্তি থেকে গত বছর নিজেদের প্রত্যাহার করে দেশটির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
9642
মধ্যযুগে মুসলিম বিশ্বে স্বর্ণমুদ্রা ব্যবহারের প্রথার দিকে ইঙ্গিত করে মাহাথির বলেন, স্বর্ণ দিনার ব্যবহারের মাধ্যমে ব্যবসা করা ও পণ্য বিনিময় প্রথা নতুন করে চালু করা যায় কিনা, তা ভেবে দেখার জন্য আমি আপনাদের কাছে প্রস্তাব করেছি। তিনি বলেন, বিষয়টি আমরা গভীরভাবে ভেবে দেখছি।