PDA

View Full Version : ঢাকা স্টক এক্সচেঞ্জে পরীক্ষামূলকভাবে নতুন একটি সূচক!



Tofazzal Mia
2019-12-29, 04:41 PM
9693
কৌশলগত বিনিয়োগকারী শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কারিগরি সহায়তায় সম্প্রতি পরীক্ষামূলকভাবে নতুন একটি সূচক চালু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সিএনআই-ডিএসই সিলেক্ট ইনডেক্স (সিডিএসইটি) নামের সূচকটি নতুন বছরের প্রথম দিন থেকেই আনুষ্ঠানিকভাবে ডিএসইর ওয়েবসাইটের হোমপেজে চালু করা হবে। নতুন সূচকটি তৈরি ও উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট ছিল শেনঝেন সিকিউরিটিজ ইনফরমেশন কোম্পানি লিমিটেড। সূচকটির ভিত্তি তারিখ ধরা হয়েছে ২০১৫ সালের ২১ ডিসেম্বর। ভিত্তিমূল্য (বেজ ভ্যালু) ধরা হয়েছে ১ হাজার পয়েন্ট। সূচকটিতে বড়, মাঝারি ও স্বল্প মূলধনি কোম্পানি—এ তিন ক্যাটাগরি থাকবে।
সূচকটি চালুর পেছনে উদ্দেশ্য, বর্তমানে গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বিএটিবিসির মতো বড় মূলধনি কোম্পানির শেয়ারদরে উত্থান-পতন হলে ডিএসইর ব্রড ইনডেক্সে বড় ধরনের প্রভাব পড়ে। কিন্তু নতুন সূচকটি চালু হলে বড়, মাঝারি ও স্বল্প মূলধনি কোম্পানিগুলো আলাদা ক্যাটাগরিতে থাকবে। এতে সূচকে এককভাবে হাতেগোনা কয়েকটি কোম্পানির প্রভাব কমে আসবে। এছাড়া বিনিয়োগকারীরা এ সূচকের মাধ্যমে একনজরে বৃহৎ, মধ্যম ও স্বল্প মূলধনি কোম্পানির শেয়ারদরের হ্রাস-বৃদ্ধি দেখে নিতে পারবেন। এতে বিশ্ববাজারে ডিএসই সূচকের ব্র্যান্ডিং হবে এবং বিদেশী বিনিয়োগকারীরা এ দেশের পুঁজিবাজারে আরো বেশি বিনিয়োগ করতে আগ্রহী হবেন।