PDA

View Full Version : ফরেক্স ট্রেডিংকে সহজভাবে গ্রহণ করুন;



shawon2015
2015-01-18, 12:49 PM
ফরেক্স ট্রেডিংটাকে জাটিলভাবে গ্রহণ করলে আপনার ট্রেডিংটাও জটিল হতে থাকবে। ট্রেডিংটা সহজ করতে চাইলে নিজেকে সহজ করুন এবং যা শিখবেন খুব সহজ-সরলভাবে গ্রহণ করবেন। জটিলভাবে বা কঠিন কিছু ভেবে শিখতে যাবেন না। কোন কিছু নিয়ে জটিলভাবে ভাবনা চিন্তা করলে তার ফলাফল জটিল হতে বাধ্য। ফরেক্স ট্রেডিং এ অনেক জটিল বিষয় আছে, এটা সফল ট্রেডারগণ জানেন এবং মানেন; তাই বলে জটিল বিষয়গুলোকে ভয় পেয়ে আরো জটিল করে ফেলবেন না। এটা চিন্তা করবেন, ফরেক্স ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জেনে বিশ্বের অসংখ্য মানুষ এই ট্রেড সফলভাবে করছেন। আপনি কেন তাদের দলে নেই? আপনিও তাদের একজন হতে পারেন। কিছু সহজ-সরল নিয়ম পালনের মাধ্যমে আপনিও ট্রেডটাকে আপনার মনের মতো করে তৈরী করে নিতে পারেন।

shuvo2014
2015-01-20, 01:57 AM
এটা চিন্তা করবেন, ফরেক্স ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জেনে বিশ্বের অসংখ্য মানুষ এই ট্রেড সফলভাবে করছেন।ফরেক্স ট্রেডিংটাকে জাটিলভাবে গ্রহণ করলে আপনার ট্রেডিংটাও জটিল হতে থাকবে। ট্রেডিংটা সহজ করতে চাইলে নিজেকে সহজ করুন এবং যা শিখবেন খুব সহজ-সরলভাবে গ্রহণ করবেন। জটিলভাবে বা কঠিন কিছু ভেবে শিখতে যাবেন না। কোন কিছু নিয়ে জটিলভাবে ভাবনা চিন্তা করলে তার ফলাফল জটিল হতে বাধ্য। ফরেক্স ট্রেডিং এ অনেক জটিল বিষয় আছে, এটা সফল ট্রেডারগণ জানেন এবং মানেন; তাই বলে জটিল বিষয়গুলোকে ভয় পেয়ে আরো জটিল করে ফেলবেন না।

khairul
2015-01-29, 07:58 AM
ফরেক্স ট্রেডিং কে সহজ ভাবে নিন,এটা থেকে জ্ঞান অর্জন করতে থাকুন।সফলতার দিকে এগিয়ে জান।

fxtdr
2015-01-29, 06:29 PM
আমিও ট্রেডিং কে সহজ ভাবে নেবার পক্ষে। মাথা ঠান্ডা না থাকলে ভুল ট্রেড করার সম্ভাবনা বেড়ে যায়।

Eraulhaque
2015-02-02, 10:26 AM
অবশ্যই ফরেক্স ট্রেডিংকে সহজভাবে নিতে হবে।কেননা যখন একটা জিনিস সহজভাবে নেওয়া যায় তখন তা সহজ মনে হয়।সকলেই জানেন যে ফরেক্স ট্রডিংয়ে নিয়োমিত প্রফিট করা জটিল।কিন্তু তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না।বরং বিষয়টাকে সহজভাবে নিলে সেই বিষয়ে আগ্রহ তৈরি হয় এবং একসময় তা সত্যি সত্যিই সহজ হয়ে যায়।

fxtdr
2015-02-02, 11:09 AM
অবশ্যই ফরেক্স কে আপনাকে সহজ ভাবেই গ্রহন করতে হবে। ব্যাবসা তে তো লাভ লস থাকবেই। তাই বলে লস হলে ভেঙ্গে না পরে মাথা ঠান্ডা রেখে পরবর্তী ট্রেড করতে হবে। কারন আপনি যদি সুস্ত ভাবে ট্রেড না করেন তবে ভুল ট্রেড ওপেন করার সম্ভাবনা বেড়ে যাবে।

Shimanto754
2015-05-13, 09:32 PM
পৃথিবীর অনেক কিছুই কঠিন।তারপরও মানুষ সব বাধা দূর করে হয়ে যায় অজেয় বা জয়ী।ফরেক্স ট্রেডিং কঠিন একথা আমি বা আমরা অনেক ট্রেডারই বলি। কিন্তু তারপরও সহজভাবে ফরেক্স ভেবে চিন্তে চেষ্টা করতে দোষ কি?আমাদের সমাজের মানুষই তো ফরেক্স করছে,ভিনগ্রহের কোনো প্রানী তো আর ফরেক্স করছে না।আর ফরেক্স ট্রেডিং কঠিন কিন্তু তাই বলে তো অসাধ্য তো নয়।সুতরাং সহজভাবে ফরেক্স ট্রেডিং করলে ভালো হবে বলে আমি মনে করি।

TselimRezaa
2015-05-25, 04:37 PM
আমাদের এক স্যার পরীক্ষার হলে প্রায়ই বলেন, " তোমরা সবাই প্রশঙ্গুলোকে সহজ ভাবে চিন্তা করো, জটিল ভাবে চিন্তা করোনা। " তার একথার পর আমরা যখন সহজ ভাবে চিন্তা করি তখন প্রশ্নের সমাধান আমাদের মাথায় চলে আসে। ফরেক্সের ক্ষেত্রেও আমি মনে করি একই কথা প্রযোজ্য। আমরা যদি ফরেক্স কে জটিল ভাবে চিন্তা করি তাহলে সবকিছুই গুবলেট পাকিয়ে যাবে অপরপক্ষে যদি সহজ ভাবে চিন্তা করি তবে সব কিছু আমাদের পক্ষেই আসতে থাকবে।

sumonyahoo24
2015-06-04, 12:28 PM
ফরেক্স ট্রেডিং এ অনেক জটিল বিষয় আছে, এটা সফল ট্রেডারগণ জানেন এবং মানেন; তাই বলে জটিল বিষয়গুলোকে ভয় পেয়ে আরো জটিল করে ফেলবেন না। ট্রেডিংটা সহজ করতে চাইলে নিজেকে সহজ করুন এবং যা শিখবেন খুব সহজ-সরলভাবে গ্রহণ করবেন। জটিলভাবে বা কঠিন কিছু ভেবে শিখতে যাবেন না। কোন কিছু নিয়ে জটিলভাবে ভাবনা চিন্তা করলে তার ফলাফল জটিল হতে বাধ্য।

bonushunter
2015-06-14, 10:32 AM
ফরেক্স ট্রেডিং কে কঠিন ভাবে ভাবার কিছু নাই। ফরেক্স এর উপর ভালো ভাবে শিক্ষা গ্রহণ করে ফরেক্স ট্রেড করলে ফরেক্স ট্রেড সহজ মনে হবে। ফরেক্সকে কঠিন ভাবে ভাবলে ফরেক্স আরো কঠিন হয়ে যাবে।

shuvo01
2015-06-16, 11:08 AM
কঠিন ভাবে কোনো কিছু নিলেই তা অত্যন্ত কঠিন হয়ে পরে । তাই এই ফরেক্স এর কাজ কেউ কঠিন ভাবে দেখতে হবে না । এ সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে যে কেউ এ কাজ খুব সহজেই করতে পারবে । ফরেক্স আসলে খুব সহজ একটি বিষয় , য়দি কেউ এ সম্পর্কে সঠিক ভাবে জানে ।

bonushunter
2015-06-23, 04:24 PM
আমাদের সব ফরেক্স ট্রেডারদের উচিত ফরেক্সকে কঠিন ভাবে না গ্রহণ করে সহজভাবে গ্রহণ করতে হবে। ফরেক্সকে কঠিন ভাবে মনে করলে ফরেক্স আরো কঠিন হয়ে যায়। আর ফরেক্সকে সহজ মনে করলে ফরেক্স আরো সহজ মনে হবে তখন দেখবেন ফরেক্স এ আপনি ভালো ট্রেড অপেন করতে পারছেন এবং ভালো প্রফিত আসতেছে।

RichMahfuz
2015-06-24, 10:06 PM
আসলে ফরেক্স ট্রেডিং কে বেশি জটিল ভাবে গ্রহন না করে সহজ ভাবে ট্রেড করুন তাহলে দেখবেন ট্রেড অনেক সহজ হয়ে যাচ্ছে এবং সেই সাথে আপানার লাভের পরিমাণও বেরে যাবে। অর্থাৎ আপনি যে উদ্দেশ্য নিয়ে ফরেক্স করছেন তার জন্য আপনি সফল। এর বেশি ার বেশি কিছু ভাবার নেই।

Zakariea
2015-07-01, 02:33 PM
মাঝে মাঝে আমরা সহজ ব্যাপারটা কে জটিল করে ফেলি। ফরেক্স সফল হওয়ার জন্য অনেক মনের শক্তি দরকার। "সবাই পারে তো আমিও পারবো" এইরকম টাইপের চিন্তা ভাবনা রাখা দরকার।

azamin
2015-07-01, 10:01 PM
ফরেক্স ট্রেডিং সহজভাবে বুঝার প্রয়োজন হচ্ছ বেশী বেশী এর সম্পকে অধ্যয়ন । এ ছাড়া ডেমো একাউন্ট করে মাকেট সম্পকে ভালভাবে এনালাইসিস করা । সব বিষয় সম্পকে সহজ ও সাবলীল ধারনা রাখতে হবে। কোনভাবেই হতাশ হওয়া চলবে না।আর যেকোন বিষয় সহজভাবে বুজার অব্ভাস গড়ে তুলতে হবে। সুতরাং নো টেনশন। এগিয়ে যাও।

fxover
2015-09-21, 01:21 AM
ফরেক্স যে খুব কঠিন তাও না আবার খুব যে সহজ তাও কিন্তু না । ফরেক্স এর সবচেয়ে ভাল দিকটি হচ্ছে আমরা একই সাথে একটি মুদ্রা কিনতেও পারি আবার বিক্রি করতেও পারি । আমরা যদি মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করি তাহলে ফরেক্সে আমাদের লস করার প্রশ্নই আসে আ । কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ধনী হবার আশায় মানি ম্যানেজমেন্ট ছাড়াই ট্রেড করি তাই আমরা লাভ করতে পারি না । মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করলে আমরা খুব সাধারন কিছু এনালাইসিস করে ট্রেড করলেও সফল হতে পারব ।

Aunik
2015-09-21, 06:37 AM
সব কিছুকেই সহজ বাবে নেয়া উচিত ।। কিন্ত নেয়ার পরে সিরিয়াস ভাবে করাউচিত ।। তেমনি ফরেক্স কেও সহজ ভাবে নেন ঠিক আছে , তার পরে অনেক গুরুত্ব দিয়ে কাজ করুন ।। মনোযোগ দিয়ে এনালাইসিস করুন ।। এবং সঠিক চিন্তা ভাবনাআর দারা মার্কেট ঈন্ট্রি নেন তাহলে প্রফিট করবেন ।। অন্যথাই আপনি আওনেক খারাপ অবাস্থার সম্মুখিন হতে পারেন ।। ফরেক্স যেমন্টা সহজ মনে করবেন প্রথমটাই এটা ঠিক ততোটাই কোঠিন হয়ে উঠবে আপনার কাছে ।। তাই ভেবে চিনতে কাজ করুন নিজের সফল ক্যারিয়ার গরুন ।।

Jobless
2015-09-21, 08:51 AM
শেখার কোন শেষ নাই ফরেক্স সম্পর্কে আমাদের নানা ধারনা থাকার ফলে আমরা এই ট্রেড কে অনেক কঠিন রুপে গ্রহন করি।কিন্তু আমাদের উচিত ফরেক্স ট্রেড কে সুক্ষ্য, দক্ষ্য ভাবে কৌশলী হয়ে এনালাইসিস করে ট্রেড করা তাহলে আমাদের ফরেক্স ট্রেড সহজ মনে হবে।আমাদের সবাইকে কিছু স্ট্যাটেজি বা রুল ফলো করে ট্রেড করা উচিত বলে আমি মনে করি।

swadip chakma
2015-09-23, 05:01 PM
যে কোন কাজকে সহজ করে নেওয়া ভাল কারন কঠিন মনে করলে সব কাজ কঠিন হয়ে উঠে,ঠিক তেমনি ফরেক্স ট্রেডিং ও কটিন মনে না করে সহজ ভেবে ট্রেড করলে ভাল ফল পাওয়া যাবে।এখন সহজ কিভাবে হবে,সহজ করার মূল কারন হচ্ছে বেশি বেশি প্রাকটিচ করা এবং এনালাইসিস করা তাহলে সহজ হয়ে উঠবে।

AbuRaihan
2015-10-10, 01:30 AM
যে জিনিসটি আমরা জানিনা সেটা অবশ্যেই আমাদের জন্য জটিল একটা ব্যবসায় । ফরেক্স একটা আন্তর্জাতিক ব্যবসায় এবং এটা অনলাইনভিত্তিক হওয়াই অন্য যেকোন ব্যবসায় হতে এর ধরণ সম্পূর্ণ রূপে আলাদা । আমি যখন ফরেক্স শিখি তখন এটা আমার অনেক বেশি কঠিন মনে হয়েছিল কিন্ত আমার মন বলল যে কাজ আমি আগে জানতাম না তা অবশ্যই আমার জন্য কঠিন । তাই ফরেক্স কে সহজভাবে এবং ইতিবাচকভাবে গ্রহণ করুন তাহলে আপনি দেখবেন আপনার অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করছেন ।

Fxaziz
2015-10-11, 01:14 PM
কথায় আছে না নিজের উপর আত্মবিশ্বাস রাখুন সাফল্য আসবেই ।আসলে প্রতিটি কাজ কিন্তু এই রুকুম । আপনি নিজের বিশ্বাস রাক্লেন তো আপনি সফল হবেন এটা নিচ্চিত। ফরেক্স মার্কেট ও এই রুকুম আপনি যদি জটিল ভাবে নেন তাহলে তা আপনার কাছে জটিল মনে হবে ।আর যদি আপনি সহজ ভাবে নেন তাহলে অবশ্যই এটা আপনার কাছে সহজ ভাবে নিতে পারবেন । জটিল নিলে সব কিছু তাল গোল পাকিয়ে আপনার মাথা নষ্ট করে ফেলবে। ধন্যবাদ।

Shariar
2015-10-11, 01:25 PM
ফরেক্স শিখতে প্রায় কতদিন সময় লাগতে পারে?

Realifat
2015-12-20, 03:14 PM
দুনিয়ায় যত কাজ বা ব্যবসায় থাকুক না কেন সবকিছুই সহজভাবে গ্রহন করলে মেনটালি প্রেসার কম থাকে এবং সেই কাজে বা ব্যবসায় আগ্রহ সৃষ্টি হয়। আমার মনে হয় ফরেক্স মার্কেট তার থেকে ব্যতিক্রম কিছুই না। এজন্য আমার মতে ফরেক্স ট্রেডিং ব্যবসায়কে অনেক সহজভাবে গ্রহন করতে হবে এবং শিখতে হবে।

Selim BU
2015-12-20, 03:22 PM
আমাদের মূল সমস্যা হলো আমরা ফরেক্সে এসে আমরা ক্রমাগত লস খেয়ে হতাশ হয়ে পড়ে। আমাদের হতাশ হওয়ার অন্যতম কারন হলো আমরা ফরক্সকে অনেক কঠিন ভেবে বসে থাকি। একারনে ফরেক্সকে ভয় পাই, আর শিখতেও অনেক কঠিন মনে হয়। আমরা যদি এটাকে সহজভাবে নেই তাহলে সহজেই শিখতে পারবো, আমাদের কনফিডেন্স লেভেল টাও অনেক বেড়ে যাবে।

basaki
2015-12-20, 03:36 PM
ফরেক্স ট্রেডিংকে যত সহজ করে একজন ফরেক্স ট্রেডার ভাবে আসলে ফরেক্স ট্রেডিং কিন্তু এতটা সহজ ভাবলে আমার মনে হয় ভুল হবে।তবে যদি কেউ ফরেক্সকে ভাল ভাবে শিখে ফরেক্স ট্রেড করে তাহলে ফরেক্স এর মত সহজ আর কিছু আচে বলে মনে হয় না।

RUBEL MIAH
2016-02-26, 11:32 AM
ফরেক্স ব্যবসাকে আমাদের সহজভাবে গ্রহণ করা উচিত । যে এই ব্যবসা সহজভাবে গ্রহণ করবে সে অবশ্যই সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ফরেক্স মার্কেটকে সহজভাবে গ্রহণ করার চেষ্টা করব ।

fatemaakhter
2016-02-27, 12:01 AM
ফরেক্স ট্রেডিং শিখা আসলে অনেক কঠিন কারন শিখার জন্য উপযুক্ত ফরেক্স ট্রেইনার নেই যথাপুযগী প্রতিষ্টানিক ব্যবস্থা নেই আবার যেখানে এধরনের সকল সুযোগ সুবিধা আছে সেখানে ফরেক্স শেখা কঠিন নয় আবার অনেকে সুযোগ সুবিধা পেয়েও ফরেক্স শিখতে পারে না তাদের ধারন ক্ষমতা কম ইকোনমিক্যাল বিষয় গুলো খুবই জটিল এবিষয় গুলো আসলে বুযতে পারলে ফরেক্স ট্রেড করা অনেক সহজ হয় ।আমি আমার সাধ্য মত চেষ্টা চালিয়ে যাচ্ছি ।

Marufa
2016-02-27, 09:47 AM
আমিও মনে করি যে ফরেক্স ট্রেডিং কে খুব স্বাভাবিক ভাবে নিতে হবে । কারন ফরেক্স ট্রেডিং নিয়ে যারা খুব বেশি লাফালাফি করে । সবাইকে দেখাতে যায় যে সে খুব বড় ট্রেডার হয়ে গেছে তারা খুব বেশি দিন ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারে না । তাই আমি মনে করি এভাবে লাফালাফি করার কোন মানে হয় না ।

Md Akter Hossain
2016-02-27, 10:33 AM
ফরেক্স ট্রেডিংকে আসলেই সহজভাবে না নিলে ফলাফল ভালো হয়না । আপনি যদি সারাদিন শুধু ফরেক্স নিয়ে বসে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সাইকোলজিতে সমস্যা অাছে । রাতের বেলা আপনি যদি ঘুমিতে স্বপ্ন দেখেন ফরেক্স নিয়ে তাহলে বুঝবেন আপনার সমস্যা প্রবল ।

Vision
2016-03-01, 12:33 AM
ফরেক্স একটা গ্লোবাল মার্কেট যেখানে আমরা অসংখ্য ট্রেডার্ ট্রেড করে নিজেদেরকে স্বাবলম্বি করতে পারি । আর ফরেক্স মার্কেটে আমাদের বাংলাদেশের জন্য অবশ্যেই নতুন একটা বিষয় আর নতুন বিষয় হিসেবে ফরেক্স অনেক বেশি কঠিন ও জটিল । আর ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা এটাকে যদি সহজভাবে গ্রহণ করি তবে অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য । ফরেক্স মার্কেটকে ইতিবাচক হিসেবে নিলে আপনিও ইতিবাচক ফলাফল পাবেন ।

MotinFX
2016-03-01, 10:20 AM
ফরেক্স ট্রেডিং কে সহজ ভাবে নিলে হবেনা এটাকে সিরিয়াসলি ভাবে নিতে হবে। কারন এই খানে একটু ভুল মানে আপনি লসের শিকার হওয়া। আমাদের ট্রেড করার আগে চিন্তা করতে হবে মার্কেট কি আমার ট্রেডের পক্ষে যাবে না বিপক্ষে যাবে। আমার ট্রেডের বিপরীতে যায় কতটুকু যাবে সেই সম্পর্কে আমাদের কি পরিমান জানা আছে সেটা সম্পর্কে জানতে হবে।

imran987
2016-03-02, 04:16 PM
কোন কিছু সহজ ভাবে নিলে সেটা আসলেই সহজ হয়ে যায়। তাই আমাদের সবার উচিৎ ফরেক্স কে সহজ ভেবে নেওয়া। মাথা ঠাণ্ডা রেখে ফরেক্স এ ট্রাড করলে আসলেই আমরা সবাই ভালো উপার্জন করতে পারবো।

fatema begum
2016-07-31, 10:17 PM
।সুতরাং উন্নতির তাগিদকে সামনে রেখে আমরা আগিয়ে যায় এবং চেষ্টা করি।আসলে ফরেক্স শেখার জন্য আমি মনেকরি লসটা আমাদের জন্য বিশেষ উপকারী।আমরা যদি লস না করি তাহলে বস্তুত পক্ষে প্রফিট করতে পারব না।

fardin222333
2016-08-02, 11:07 AM
ট্রেড সম্পর্কে কোন জটিল বা কঠিন ভাববেন না। মনে করতে হবে বিশ্বের অনেকেইতো আয় করছে ট্রেড করে আমি কেন পারবোনা। আমরা যদিে এটাকে জটিল ভাবে গ্রহন করি তাহলে ও জটিল হতে থাকবে। যেটুকু শিখবেন খুব সহজ ভাবে মনোযোগ দিয়ে শিখবেন। দেখবেন আপনি ট্রেড করতে অনেক সহজ হবে।

dwipFX
2016-08-03, 02:43 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করাকে আমাদের কে সহজ ভাবে নিতে পারলে লস হবেনা, আমাদের তক যারা নতুন ট্রেডার তারা ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় অনেক আপসেট থাকি তাই আমাদের কে ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আমাদের ঠান্ডা মাথায় এনালাইসিস করতে হবে।

fardin222333
2016-08-03, 03:26 PM
ফরেক্স র্মাকেটে অনেক জটিল বিষয় আছে। জটিল বিষয় গুলোকে ভয় পাবেননা। আপনি যদি ভয় মনে করেন তাহলে আরো জটিল হয়ে যাবে কাজ গুলো। যা শিখবেন তা সহজ ভাবে গ্রহন করবেন। জটিল ভাবলে আপনি ট্রেড করতেই সাহস পাবেননা।

SHOYEB
2016-08-08, 05:00 PM
ফরেক্স ট্রেডিং জটিল একটা বিষয় কিন্তু এই জটিল বিষয়টাকে সহজভাবে চিন্তা করতে হবে আমাদের । এই জটিল বিষয়টাকে যারা সহজভাবে চিন্তা করতে পারবে তারাই মার্কেটে ভাল করতে পারবে । তবে সহজভাবে চিন্তা করার জন্য ফরেক্স ট্রেডিং আপনার ভালভাবে শিখতে হবে ।

milonkhanfx1993
2016-09-24, 11:25 PM
ফরেক্সে ভাল করে শিখার পর যদি আপনার জ্ঞান কে কাজে লাগাতে পারেন তবে ফরেক্স হতে পারে আপনার জন্য একটি ভাল সম্ভাবনা আর বিপরিতে ঠিক উল্ট টা।

md mehedi hasan
2016-11-12, 02:36 PM
আসলে আপনি যত কঠিন কাজ করেন না কেন যদি আপনি উক্ত কাজটিকে সহজ ভাবে নেন তাহলে আপনি দ্রুত সফলতা লাভ করবেন।আর যদি আপনি অতি সহজ কাজটিকে কঠিন মনে করেন তাহলে আপনি কাজটি সফল ভাবে সম্পর্ণভাবেকরতে পারবেন না।তেমনি ফরেক্স মার্কেটে ট্রেড করা সহজ ভাবে নিতে হবে।

shimul77ss
2016-11-13, 01:01 PM
ডেমো আমাদের দক্ষ ট্রেডার হতে সব থেকে বেশি ভুমিকা রাখে।আপনি ডেমো যদি প্রতিদিন ২ ঘন্টা করে প্রাকটিস করেন তাহলে আপনি ট্রেড সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে পারবেন।

riponinsta
2017-01-28, 12:39 PM
ফরেক্স মারেক্ত এ চাট কে আপনি যত জতিল করবেন আপনি তত লস করার সম্বাবনা বেশি থাকবে আপনি চাট ফাকা রাখলে আপনি চাট কি বলছে তা বুঝতে পারবেন আর লাভ করতে পারবেন অনেক টেড আর আছে যারা চাট এ এতো ইনডিকেটর ব্যবহার করে যে পরে আর চাট বুঝতে পারে না আর লস করে পরে যখন বুঝে তখন বুঝে সুধু মুভিং এভারেজ দিয়ে ও লাভ করা যাই ফরেক্স মার্কেট এ তাই চাট জটিল করে লাভ নাই চাট সহজ করার চেচটা করুন

shohanjacksion
2017-02-04, 04:21 PM
আমাদের জন্য খুব ভাল একটি পরামর্শ দিয়েছেন। আমাদেরকে উৎসাহ এবং ফরেক্স এ সফলতা অর্জনের যে সাহস দিয়েছেন এইজন্য আপনাবে ধন্যবাদ জানাই। আমি আপনার সাথে একমত। এইজন্য ধৈর্যের সাথে আমাদের মার্কেটে লেগে থেকে ফরেক্স মার্কেট থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। সফল হতে হলে একটু দীর্ঘ সময় লাগবেই। হুট করেই কউ সফলতা পায়না।

nbfx
2017-02-11, 07:25 PM
ফরেক্স ট্রেডিংকে ব্যবসা হিসেবে গ্রহণ করুন। স্বাভবিক নিয়ম-কানুন মেনে চলুন। আপনার যদি একটি দোকান থাকে তাহলে প্রতিদিন দোকানটি নিদিষ্ট সময় খুলতে হয়।কোন পণ্যে দাম বাড়বে না কমবে তার খোজ-খবর নেন।আগামী বাজেটে ব্যবসার পরিস্থিতি সম্পকেও খোঁজ-খবর নেন। কোন পণ্য স্টক থাকা অবস্থায় দাম কমে গেলে লস মেনে নেন। ঠিক এই ভাবে ফরেক্স মার্কেট সম্পর্কে খোঁজ-খবর নিয়ে এনালাইসিস করে ট্রেড করলে আপনি সফল হবেন। ফরেক্সে যখন লস মেনে নিতে শিখবেন তখন ধারাবাহিক ভাবে লাভ করতে পারবেন।

instasaiful
2017-02-11, 10:35 PM
আসলে কথা হচ্ছে ট্রেড সহজও নয় আবার ট্রেড কঠিনও নয়। ট্রেড ট্রেডের মত। আমরাই একে সহজ করি, আবার কঠিন করি। ট্রেডকে আমরা সহজভাবে ণিয়ে বুঝে শুনে ট্রেডকরলে কোন কটিনর সম্মুখীন হতে হয় না। কিন্তু আমরা ট্রেডকে কঠিন করে ফেলি।

Rana2017
2017-02-14, 11:34 PM
আসলে ফরেক্স শিক্ষাটা খুব বেশি সহজও না আবার খুব বেশি জটিলও না। কিন্তু আমরাই এটাকে জটিল করে ফেলি। কারণ, অনেকেই ভালোভাবে স্টাডি না করে শুধু বাই আর সেল করা লাগে এটা জেনেই রিয়েল ট্রেডে নেমে যায়। কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয়। কারণ, ফরেক্স মার্কেটটা অনেক বিশাল, শেয়ার মার্কেটের চেয়েও অনেক বড় মার্কেট এই ফরেক্স। তাই অনেল হিসাব-নিকাষ করে ট্রেড করতে হয় এখানে।

RUBEL MIAH
2017-02-17, 07:12 AM
ফরেক্স ট্রেডিং আমাদের সহজভাবে গ্রহণ করতে হবে । যে ট্রেডার ঠিকমত এই ফরেক্স ব্যবসা করতে পারবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব বেশী বেশী আমরা ফরেক্স মার্কেটের ট্রেডিং নেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন ফরেক্স ব্যবসা শশিখে লাভবান হতে অবশ্যই সফলকাম হতে পারবেন । কেননা সফলতা রয়েছে পরিশ্রমের ভেতরে ।

Shohag
2017-02-25, 02:05 AM
শুধু একটা কথা বলব, আজ যে ব্যক্তি ফোরেক্সে সবচেয়ে সফল সেও একদিন কিছুই জানতো না। সে যদি সে সময় এটাকে সহজ ভাবে নিতে না পারত আজ সে সফল হতে পারত না।

RUBEL MIAH
2017-02-27, 05:18 PM
আমরা ফরেক্স মার্কেটকে সহজভাবে গ্রহণ করার চেষ্টা করব । আমরা দক্ষতা ভালোভাবে করার চেষ্টা করব । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা সব সময় মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পাবর । আমরা ডেমো ট্রেড বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

monorom
2017-03-18, 05:16 PM
আপনার প্রতিটি কাজ প্রথমে আপনার কাছে কঠিন লাগবে । সেই জন্য আপনাকে হতাশ হওয়া যাবে না । আপনি যদি ঐ কাজ টাকে সহজ ভাবে ঠাণ্ডা মাথায় চিন্তা করেন তাহলে ঐ কাজটাও সহজ লাগবে । আপনি যদি একেবারে এক দিনেই যদি সব কিছু শিখতে চান তাহলে ঐ কাজ টা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে । তাই প্রথম থেকে একটু একটু করে বুঝে শিখলে ঐ কাজটি অনেক সহজ হবে । আপনি যদি ফরেক্স ট্রেডিং সহজ ভাবে নিয়ে শিখেন তাহলে আপনার জন্য শেখাটা অনেক সহজ হবে ।

shohanjacksion
2017-03-18, 06:23 PM
বেসরকারী কোন প্রতিষ্ঠানে এক লাখ টাকা বেতন পাওয়ার জন্য হলেও অনেক বছর লেখাপড়া করতে হয়। তেমনি ফরেক্স থেকে কোটি কোটি টাকা কামাইয়ের জন্যতো কম করে হলেও দুই বা তিন বছর সময় দেয়া উচিত। যারা এই সময় দিতে পারেনা তারাই লোভী প্রকৃতির এবং অধৈর্য লোকেরাই অল্প সময় ডেমো করেই পন্ডিতি করে রিয়েল ফরেক্স করে আর লস করতে থাকে।

Mamun13
2017-03-23, 10:03 PM
এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয়৷তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি মা্ত্র৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷পারলে কোনো ব্যাংকারের সাথে আলোচনা করুন৷ নেগেটিভ কোনো চিন্তাই করবেন ৷আমি যথেষ্ঠ স্টাডি করেই বলছি৷এজন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷

Grimm
2018-02-12, 12:15 AM
আমার মনে হয় ফরেক্স ব্যবসাকে সহজভাবেই গ্রহণ করলেই আপনি এখান থেকে সহজভাবে মুনাফা উপার্জন করতে পারবেন না। কারণ এটি একটি উচ্চ ঝুকিপূর্ণ ব্যবসা। আর এই ব্যবসা হতে মুনাফা করা এতটা সহজ নয়। তবে হ্যা আপনি যদি ভাল জ্ঞান ও দক্ষতা অর্জন করার পর এই ব্যবসা শুরু করেন তাহলে আপনি খুব সহজেই এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন।

Amiforex
2018-02-12, 09:43 AM
ফরেক্সে ট্রেড করা সহজ ভাবে গ্রহন করার কোন অবকাশ নেই কারণ এটা এমন একটি ব্যবসা যেখানে দুইদিকেই ট্রেড করা যায় তাই কেউ জানেনা কোন দিকটা আসলে সঠিক। সঠিক জানতে হলে তাকে অবশ্যই এই বিষয়ের উপর প্রচুর জ্ঞান অর্জন করতে হবে আর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আর বোঝা ছাড়া কেউ এখানে ট্রেড করে ভালো ফলাফল পেতে পারবেনা। তাই আমার মতে এই ব্যবসাটি যদি করতে চান তবে অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে।

amreta
2020-01-25, 12:42 PM
প্রিয় বন্ধুরা আমি আমার চিন্তাভাবনা এবং এনজেডডি ইউএসডি ডলার মুদ্রা জুটি সম্পর্কে আমার ভবিষ্যদ্বাণী অনুসারে একমত নই যা 0.6450 এর দামের দিকে বাড়বে এবং আমার ঘনিষ্ঠ বর্ণন অনুসারে এটি বর্তমান মূল্য থেকে h4 টাইম ফ্রেমে প্রত্যাবর্তন করবে আশা করি এটি হবে ক্রমাগতভাবে তার সমর্থন স্তরের দিকে এগিয়ে যান যা এটি nzdusd মুদ্রা জোড়া দিয়ে তাদের বাণিজ্য খুলতে আগ্রহী যারা ব্যবসায়ীর এটি নিখুঁত বিক্রয় বাণিজ্য।

Rokibul7
2020-05-08, 07:17 PM
আমি বলবো অভিজ্ঞতা অনুজায়ী লট ব্যাবহার করবেন।যতটুকু জানেন মনে করেন ততটুকুই রিক্স নিবেন।ফরেক্স মাকেট জটিল ঠিকই,তবে এই জটিল ও অনেকে জয় করছে।তাই ভাবতে হবে সহজ করে।

FREEDOM
2020-07-25, 10:42 PM
আমাদের মূল সমস্যা হলো আমরা ফরেক্সে এসে আমরা ক্রমাগত লস খেয়ে হতাশ হয়ে পড়ে। আমাদের হতাশ হওয়ার অন্যতম কারন হলো আমরা ফরক্সকে অনেক কঠিন ভেবে বসে থাকি। একারনে ফরেক্সকে ভয় পাই, আর শিখতেও অনেক কঠিন মনে হয়। আমরা যদি এটাকে সহজভাবে নেই তাহলে সহজেই শিখতে পারবো, আমাদের কনফিডেন্স লেভেল টাও অনেক বেড়ে যাবে।