PDA

View Full Version : আপনি সর্বোচ্চ কত সেন্ড দিয়ে ট্রেড করেছেন?



MdRubelShaikh
2020-01-05, 08:24 AM
আমি ফরেক্স ট্রেডিং ব্যবসায় নতুন। তাতে আমি আপনাদের মাধ্যমে জানতে চাই। আপনি সর্বোচ্চ কত সেন্ড দিয়ে ট্রেড করেছেন? এব সর্বোচ্চ কত সেন্ড লাভ করেছেন?

PK_SHIKDER
2020-01-05, 03:47 PM
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার,,, আমি ২০১৯ সালের ডিসেম্বর মাসে সর্বপ্রথম ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেড শুরু করি । আমি ফরেক্স মার্কেটে সর্বোচ্চ ২০ সেন্ট দিয়ে ট্রেড করেছি । আমি সেই ট্রেডে অনেক লচ ও করেছি,,তাই আমার মতো ভুল কখনো করবেন না আপনারা,, আপনারা সবসময়ই মানি ম্যানেজমেন্ট করে তারপর ট্রেড ওপেন করবেন,,, ধন্যবাদ ।

samun
2020-01-05, 03:54 PM
আমি বরাবর লং ট্রেড পছন্দ করি। লং ট্রেড করার ফলে আমার ফরেক্স ট্রেডিং এ ঝুঁকি কিছুটা কম হয়। এতে করে অনেক সময় ট্রেডিং এর বিপরীতে মার্কেট মুভ করে থাকে তাতে লোকসান হয়ে যায়। এই ক্ষতি থেকে মুক্তি পেতে লং ট্রেড করে থাকি।কিন্তু লং ট্রেড করার জন্য অবশ্যই ধৈর্যের প্রয়োজন। এক কথায় সর্ট টাইম ফ্রেমে আমি ট্রেড করি না।

habibi
2020-01-05, 04:50 PM
যদি আপনি ইন্সটাফরেক্সের ট্রেডার হন তাহলে আপনি সর্বনিম্ম ১১ সেন্ট দিয়ে ট্রেড নিতে পারবেন। আমি নিজেও অনেক সময় এমন ছোট খাট ট্রেড নিয়ে থাকি মার্কেট টেস্ট করার জন্য। এখন আসুন দেখি কিভাবে ১১ সেন্ট দিয়ে ট্রেড করা যায়। ধরুন আপনি ইন্সটাফরেক্সে ট্রেড করছেন এবং আপনি আপনার অ্যাকাউন্ট ১:১০০০ লিভারেজে নিয়েছেন। এখন আপনি eur/usd পেয়ারে ট্রেড নিলেন এবং আপনি লট সেট করলেন ০.০১ লট। এখন আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে মাত্র ১১ সেন্ট অর্থাৎ ব্রোকার আপনাকে 11,185.8 ডলার আপনাকে এই ট্রেডের জন্য লোণ হিসাবে দিচ্ছে। আপনার অ্যাকাউন্ট যদি ১১ সেন্ট থাকে তাহলে আপনি ট্রেড নিতে পারবেন। আর এখানে প্রতি পিপ্স এর ভেলু হবে ১ সেন্ট। নতুন রা বেশিরভাগই এই ছোট লট এবং বড় লিভারেজ নিয়ে করে থাকে।

KF84
2020-01-05, 11:57 PM
আমি সরবচ্চ ১$ লট সাইজ দিয়ে ট্রেড ওপেন করেছি লাইভ ট্রেডিং এর জন্য । তবে কিছু দিন আগে একটি ব্রোকার থেকে ২০০০$ নো ডিপোজিট বোনাস নিয়ে আমি ২$ লট সাইজের ট্রেড ওপেন করেছিলাম তাও আবার গোল্ড মার্কেট এ যা সত্যিই বিস্ময়কর । কারণ গোল্ড মার্কেট এ ট্রেড ওপেন করার সাথে সাথে আমার ১২০$ লস হয়েছিল । তবে নো ডিপোজিট বোনাস দিয়ে ট্রেড করলে যে মানসিকতা থাকে তার সাথে রিয়াল এর ১$ এর ট্রেড এর তুলনা করা ঠিক হবে না । কারণ আমার ক্যাপিটাল ছোট থাকায় সেখান থেকে ১$ ট্রেড ওপেন করা অনেক রিস্কের একটি বিষয় ।

Goearn
2020-01-06, 07:49 AM
ট্রেড করা কোন বড় ব্যাপার নয় বড় ব্যাপার হল সঠিক ভাবে ট্রেড করা । যে কেউ করতে পারে কিন্তু সঠিকভাবে সবাই ট্রেড করতে পারে না এর জন্য আমাদের প্রয়োজন হয় প্রচুর পরিমাণে ডেমো প্যাকটিস, আমাদের প্রচুর পরিমাণে ডেমো ট্রেড করতে হবে। তবে আমরা সঠিক বা সফল কিনা তা আমরা বুঝতে পারবো। যদি আমরা সফল হই তাহলে আমরা রিয়েল ট্রেড করতে সক্ষম হব। তবে আমি আমার সর্বোচ্চ ট্রেড লস নিয়েছি ০.৫০.এর।

alamsat
2020-01-07, 02:13 PM
একাউন্ট ব্যালেন্স যদি অনেক বেশি থাকে তাহলে বেশি লেভারেজ নিয়ে বেশি লটে ট্রেড করা যাই। আমি রিয়েল এ্যাকাউন্টে সর্বোচ্চ ৫.০০ লটে ট্রেড করেছি। যেটা কিনা অনেক বেশি ছিল তখন আমার ব্যালেন্স ছিল ১৬০০ ডলারের মত লেভারেজ ছিল ১:৬০০ তাই আমি অতি সহজে ট্রেড করতে পেরেছিলাম আর অনেক ডেমো একাউন্টে আমি ট্রেড করেছি যাতে ব্যালেন্স ছিল অনেক ১০ হাজারের মত এখানে আমি ট্রেড করতাম ১০০.০০ লটে এবং প্রফিট করতাম প্রটি ট্রেড এ ২০০০ থেকে ৪০০০ ডলার করে তাই আপনি যত বেশি লট নিবেন তত বেশি প্রফিট করতে পারেবন সাথে সাথে তার চেয়ে বেশি লস ও হতে পারে।

IFXmehedi
2020-01-13, 12:01 AM
ভাই আমি আগে ২০ ডলারেরও ট্রেড ওপেন করতাম । আর ২ ডলারের নিচে তহ কখনই করতাম না । তখন মাঝে মাঝে অনেক ভাল হয়েছে আবার হঠাৎ করেই অ্যাকাউন্ট শূন্য হয়ে গেসে । আসলে তখন মানি ম্যানেজমেন্ট এর বিষয়ে কিছুই বুঝতাম না । যত লটের ট্রেড দেয়া যেত ততঃ লটেরই ট্রেড দিতাম । কিন্তু পরে বুঝতে পারলাম যে আমি ভুল পথে আছি । তারপর মানি ম্যানেজমেন্ট নিয়ে গবেষণা করে ট্রেড করা শুরু করলাম । এখন কখনই ৫০ সেন্ট এর উপরে ট্রেড ওপেন করি না ।