PDA

View Full Version : ফ্ল্যাগশিপ ফোনের বাজেট সংস্করণ আনলো স্যামসাং



kohit
2020-01-06, 07:45 PM
কোনো ডিভাইসেরই দাম এবং বাজারে আনার তারিখ ঘোষণা করেনি ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি - খবর সিএনবিসি’র। ফ্ল্যাগশিপ সংস্করণের চেয়ে এই ফোনগুলোর দাম যথেষ্টই কম হয়ে থাকে।

সিইএস ২০২০-এর আগেই নতুন এই বাজেট স্মার্টফোন দু’টির ঘোষণা দিলো স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকেই বাজেট আইফোন এসই ২ উন্মোচন করতে পারে অ্যাপল, এমনটাই ধারণা টিএফ সিকিউরিটিজ বিশ্লেষক মিং-চি কুয়োর। ফলে প্রতিযোগিতায় অ্যাপলের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে স্যামসাং।

গ্যালাক্সি নোট ১০ লাইট সংস্করণে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চি পর্দা, যেখানে নোট ১০ এর মূল সংস্করণের পর্দা ৬.৩ ইঞ্চি। অন্যদিকে গ্যালাক্সি নোট ১০ প্লাস সংস্করণের পর্দা ৬.৮ ইঞ্চি। নোট ১০ লাইট ডিভাইসটিতেও রাখা হয়েছে তিনটি ক্যামেরা সেন্সর, যার মধ্যে একটি আলট্রা-ওয়াইড অ্যাঙ্গল লেন্স।

গ্যালাক্সি এস১০ লাইট সংস্করণেও গ্যালাক্সি নোট ১০ লাইটের মতো ৬.৭ ইঞ্চি পর্দা রাখা হয়েছে। কিন্তু এই ডিভাইসটির ক্যামেরা ব্যবস্থা ভিন্ন এবং এতে নেই এস পেন স্টাইলাস।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম