PDA

View Full Version : ২০১৯ এর সেরা প্রযুক্তি



Rakib Hashan
2020-01-08, 03:23 PM
২০১৯ সাল ছিল প্রযুক্তির জগতে যুগান্তকারী এক বছর। বিজ্ঞানের এই অগ্রযাত্রা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে সবার প্রত্যাশা। প্রতি মুহূর্তেই পৃথিবীর কোন না কোন প্রান্তে গবেষকরা কাজ করে চলেছেন নতুন নতুন আবিষ্কারের পেছনে, জীবনকে আরো সহজ করে তোলার লক্ষ্যে ছুটে চলেছেন বিজ্ঞানীরা। আগামী দশকে এমনই নানা চমকপ্রদ প্রযুক্তি আসছে আমাদের সামনে, যা হয়তো জীবন সম্পর্কে আমাদের ধারণাই বদলে দেবে! এমনই কিছু অভিনব প্রযুক্তি আপনাদের সাথে শেয়ার করছি।
9758
ফাইভজি: ২০১৯ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে সামনে আসবে ফাইভজি ইন্টারনেট। দ্রুতগতির এই ইন্টারনেটের কারণে বদলে যাবে আরও অনেক প্রযুক্তি। নতুন বছরের মার্চের মধ্যেই অনেক দেশ ফাইভজি চালুর ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যেই কাজ করছে অনেক দেশ।
স্মার্টহোম: ইন্টারনেট অব থিংকস ব্যবহার করে স্মার্টহোম কনসেপ্ট কিছুটা পুরাতন হলেও ফাইভজির কল্যাণে সারাবিশ্বে এটি বাড়তে থাকবে। দ্রুতগতির এই নেটওয়ার্কের ফলে বাসাবাড়ির লাইট, ফ্যান, দরজা, পানির কলসহ অন্যান্য কিছু নিয়ন্ত্রণ হবে পৃথিবীর যে কোন স্থান থেকেই। ফলে এই স্মার্টহোম বিষয়টি নতুন বছরে আরও বাড়বে।
ফোল্ডেবল ফোন: নতুন বছরে আসছে ফোল্ডেবল ফোন। যদিও ফোল্ডেবল ফোন চলতি বছরে বাজারে এনেছে একটি প্রতিষ্ঠান। রয়োল কর্পোরেশন নামের প্রতিষ্ঠানটি চলতি বছরে ফোনটি আনলেও স্যামসাং, এলজির মতো প্রতিষ্ঠান নতুন বছারেই ফোল্ডেবল ফোন নিয়ে হাজির হবে।
প্লেস্টেশন ৫: ভিডিও গেইমারদের জন্য সুখবর দিয়েছে সনি। নতুন বছরে প্রতিষ্ঠানটি তাদের প্লেস্টেশন ৫ বাজারে ছাড়তে পারে। তবে সনির নতুন ওই ডিভাইসটি হবে আরও উন্নত সংস্করণের।ডিভাইস িতে ৪কে এবং সেকেন্ডে ২৪০ ফ্রেইম আনা হবে যা প্লেস্টেশন ভিআর সমর্থন করবে বলে জানা যাচ্ছে। যা গেইমারদের জন্য অন্যতম একটি বছরও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।