PDA

View Full Version : ডেমো ট্রেড এর যাবতীয় নিয়মাবলী...



expkhaled
2020-01-12, 06:47 PM
ফরেক্স ট্রেড বা যেকোন ট্রেড করতে হলে ডেমো ট্রেড এর কোন বিকল্প নেই। আপনি যত বেশী ডেমো ট্রেড করবেন ততবেশী পরিমানে দক্ষতা অর্জন করতে পারবেন। অর্থাত ট্রেডিং এর পুরো বিষয়কে আপনি ডেমোতেই শিখবেন তাতে আপনি আর্থিক লস কম হবে প্রাথমিক ভাবে। এবং প্রথম ২/৩ বছর যেকোন ট্রেডার একাউন্ট জিরো করেন তাই আমার পরামর্শ আপনি জেনেশুনে কেন নিজের টাকা জলে ফেলবেন। তাই আগে দক্ষতা নিবেন তারপর রিয়েল ট্রেড করবেন।
এখন ডেমো ট্রেড করারও কিছু নিয়ম আছে। আপনি ডেমো ট্রেড করবেন রিয়েল এর মত যেমন আপনি আগে ঠিক করুন কত ডলার দিয়ে ট্রেড শুরু করতে চান। যেমন : ১০০ ডলার নিয়ে ট্রেড করতে চান তাহলে আপনি যে ব্রোকারের সাথে ট্রেড করতে চান সেই ব্রোকার এ ডেমো একাউন্ট খুলবেন ১০০ ডলার দিয়ে। এখন মানিম্যানেজমেন্ট অর্থাত ১% এবং ১:২ রেশিও দিয়ে স্টপলস-টেকপ্রফিট নিয়ে ট্রেড করা শুরু করবেন। এখন দেখতে থাকবেন আপনি কোন কোন বিষয়ে ভূল করছেন সেগুলো একটু নোট করে রাখুন এবং কেন লস হলো বা কি করলে লাভ করতে পারতেন সেটা একটু এনালাইসিস করুন। আর থামবেন না লস হলে হোক আপনি একই প্রক্রিয়ায় চলতে থাকবেন। দেখবেন একসময় লাভ করা শুরু করছেন এবং সেটা দিনে দিনে বাড়তে থাকবে।
যখন দেখবেন আপনি ডেমো একাউন্ট এ ৬ মাস ধারাবাহিকভাবে লাভবান হতে পারছেন। তখন গিয়ে রিয়েল ট্রেড করবেন আপনাকে আর কেউ আটকাতে পারবে না।

alamsat
2020-01-14, 03:00 PM
ডেমোতে ট্রেড করা হয় যেন আমরা ট্রেড করে নিজেকে পাকাপোক্ত করতে পারি এর জন্য আমরা ডেমোতে আমাদের যে স্টটেজি আছে সেটাকে বার বার অনুশীলন করে পাকাপোক্ত করতে পারি এবং এর মাধ্যমে যেন লাইভ ট্রেড করে ভাল প্রফিট করতে পারি। এর জন্য আমাদের যতদিন সময় লাগে সেটা ব্যায় করা উচিৎ কারন যদি ডেমোতে লস হয় সেটা আমাদের কোন যান আসে না। কিন্তু যদি লাইভ একাউন্টে লস হয় তাহলে সেটা আমাদের অর্থনৈতিক দিক দিয়ে বেশ প্রভাব ফেলবে তাই আগে নিজের স্টাটেজিকে ডেমোতে ভাল করে ঝালিয়ে নিতে হবে তারপর লাইভ ট্রেড করতে হবে।

PK_SHIKDER
2020-01-14, 07:36 PM
আমি ও আপনার কথার সাথে একতম আছি । ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের জন্য ডেমো একাউন্ট একটা আশীর্বাদ স্বরূপ । তার কারন হলো সকল ট্রেডার নতুন অবস্থাতে ডেমো একাউন্টে কা করে থাকে এবং সেই কাজের বিনিময়ে ভালো অভিজ্ঞতা অর্জন করে থাকে । আর পরবর্তীতে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রিয়েল ফরেক্স মার্কেটে ট্রেড করে ভালো অর্থ উপার্জন করে থাকে । ভালো অভিজ্ঞতা অর্জন করতে না পারলে ফরেক্স মার্কেট থেকে ও কোনো প্রকার অর্থ উপার্জন করা সম্ভব হবে না । তাই আমাদের উচিত বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করা এবং বেশি বেশি করে অভিজ্ঞতা অর্জন করা,,,, ধন্যবাদ ।