PDA

View Full Version : টোকিও গাড়ি মেলায় একদিনে ৮০০ গাড়ি প্রদর্শন



kohit
2020-01-13, 07:57 PM
টোকিওতে তিন দিনব্যাপী গাড়ি মেলার একদিনেই গত শনিবার ৮০০ গাড়ি প্রদর্শন করেছে জাপান ও বিশ্বের অন্যান্য গাড়ি কোম্পানি। পূর্ব টোকিওর শিবা এলাকায় এবার আয়োজিত হয়েছে ‘টোকিও অটো স্যালোন ২০২০’। খবর জাপান টুডে।

গাড়ি মেলায় জিআর ইয়ারিস নামের একটি স্পোর্টস কার উন্মোচন করে জাপানের শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা মোটর। টয়োটার পাশাপাশি হোন্ডা মোটর কোম্পানি ও ভলভো জাপান, মাজদা মোটরসহ মোট ৪৩৮টি গাড়ি নির্মাতা ও যন্ত্রাংশ প্রস্তুতকারক কোম্পানি এ প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

বিক্রিতে জাপানের বৃহত্তম গাড়ি কোম্পানি টয়োটা শুক্রবার জিআর ইয়ারিসের ক্রয়াদেশ গ্রহণ শুরু করে। ১ দশমিক ৬ লিটার টারবো ইঞ্জিনের গাড়িটি আইচি প্রিফেকচারে টয়োটার এক কারখানায় নির্মিত হয়েছে, যেখানে কোম্পানিটির প্রধান কার্যালয়ও অবস্থিত।

সুবারু তাদের লেভর্গ স্টেশন ওয়াগনের একটি এসইউভি ভার্সন প্রদর্শন করেছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে গাড়িটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে নিশান মোটর জিটি-আর ও ফেয়ারলেডি জেড স্পোর্টসের সীমিত সংস্করণ প্রদর্শন করেছে।

বণিক বার্তা