PDA

View Full Version : ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০



FXBD
2020-01-14, 04:34 PM
9812
আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০ এ ওই অভিজ্ঞতা পাওয়া যাবে। ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, উপযোগী মানবসম্পদ সৃষ্টি, ডিজিটাল প্রযুক্তির আধুনিক সংস্করণের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরি এবং ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরাই ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’র অন্যতম প্রধান লক্ষ্য। এ বছর মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে,-‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’। ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক বিনির্মাণের অগ্রগতি,চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং পরিবর্তিত বিশ্বে নতুন সভ্যতার রূপান্তরে আইওটি, রোবটিক্স, বিগডাটা, ব্লকচেইন প্রযুক্তির মহাসড়ক ৫জি’র বিস্ময়কর সম্ভাবনার বার্তা নিয়ে দেশে প্রথমবারের মতো এই মেলার আয়োজন করা হচ্ছে। বাংলাদেশে প্রথমবারের মতো ফাইভ-জি’র অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে মেলার টাইটেনিয়াম সহযোগী হুয়াওয়ে। এছাড়াও আকর্ষণ হিসেবে আনা হয়েছে বিশেষ একটি রোবট যাকে হাতের ইশারায় পরিচালনা করে খেলা যাবে ফুটবল।
বিস্তারিত জানতে ও মেলা উপভোগ করতে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন নিচে দেয়া লিংক এ।
https://www.digitalbangladeshmela.org.bd/
অথবা আপনার মোবাইলের প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন, digitalbangladeshmela অ্যাপ টি।
ফেইসবুক পেজ ভিজিট করুন: https://www.facebook.com/dbmbdgov

Rassel Vuiya
2020-01-16, 05:04 PM
শুরু হলো তিন দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০’। মেলায় জেডটিই, হুয়াওয়ে, নকিয়া ও এরিকসন ফাইভ-জি প্রযুক্তির প্রদর্শন করবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট টেলিমেডিসিন ও এটিএম সেবা দেখাবে। ইন্টারনেট সেবাদাতাসহ (আইএসপি) ৮২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এতে থাকছে ২৫টি স্টল, ২৯টি মিনি প্যাভিলিয়ন ও ২৮টি প্যাভিলিয়ন।