View Full Version : Scalping কি এবং কেমন করে স্কেলপিন করতে হয়
Sohagzaman22
2020-01-14, 04:51 PM
স্কেলপিং ফরেক্স খুবই জনপ্রিয় ট্রেডিং ব্যবস্থা। স্কেলপিং ১ মিনিটের টাইম ফ্রেম বা ৫ মিনিট এর টাইম ফ্রেম বা ১৫ টাইম ফ্রেম ট্রেড করে থাকে অনেকে। আমি সাধারণত ৫ মিনিটের টাইম ফ্রেমে স্কিলপিং করে থাকি। স্কিলপিং ৫ থেকে ১০ পিপ প্রফিট নিয়ে থাকি। আর লস ও ৫ থেকে ১০ পিপ নিয় থাকি। লন্ডন সেশনে স্কেলপিং করলে ভালো কারন তখন মাকেট ভালো মুভমেন্ট করে থাকে। নিউজ এর সময় স্কলপিং করা যাবে না। নিউজ পাকলিশ হওয়ার ৩০ মিনিট পর স্কেলপিং করা যেতে পারে
habibi
2020-01-14, 06:58 PM
স্কালপিং করার সঠিক উপায়।
স্কালপিং একটি শিল্প .. এবং ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে স্কালপিং হল একটি খুব কঠিন ট্রেডিং স্ট্রেটেজি। স্কালপিং করতে প্রথমত আপনি মার্কেট ভিউ জানতে 5M, 15M, 30M, চার্ট অনুসরণ করুন। এবং ফান্ডামেন্টাল আনাল্যসিস দেখুন। তবে টেকনিক্যাল আনাল্যসিস করে স্কালপিং করার অনেক উপায় রয়েছে ।
বিভন্ন ট্রেডার বিভিন্ন টেকনিক্যাল আনাল্যসিস ব্যবহার করে স্কালপিং করে থাকে।
স্কালপিং এর সবচেয়ে ভাল উপায়।
১. বোলিংগার ব্যান্ড দিয়ে ট্রেড,
২. Ema এবং macd
৩. Ema এবং parabolic
৪. ট্রেন্ডলাইন
৫. প্রাইস অ্যাকশান স্ট্রেটেজি .. সাপোর্ট এবং রেসিস্টেন্স
৬. ট্রেন্ডলাইনের সঙ্গে সাপোর্ট এবং রেসিস্টেন্স
৭. শুধুমাত্র ফান্ডামেন্টাল আনাল্যসিস
৮. ফান্ডামেন্টাল আনাল্যসিসের সঙ্গে প্রাইস অ্যাকশান
alamsat
2020-01-14, 06:58 PM
স্ক্যাল্পিং হল কম টাইম ফ্রেম ব্যবহার করে অতি তাড়াতাড়ি ট্রেড করে বেশি প্রফিট অর্জন করা এটা করার জন্য আপনি দিনে অনেক ট্রেড গ্রহনের সুযোগ পাবেন সাথে সাথে বহু প্রফিট করতে পারবেন। কিন্তু এটা করতে গেলে অনেক বেশি রিস্ক থাকে ধরুন আপনি অতি তাড়াতাড়ি ট্রেড করার দরুন ভুল ট্রেড এর সংখ্যা অনেক বেশি হয়ে যাই ফলে লসের সংখ্যা ও অনেক বেশি হয়। তাই একটু বেশি অভিজ্ঞতা অর্জন করেই এটা করা উচিৎ সাধারনত আমরা স্ক্যাপ্লিং করার জন্য ৫ মিনিট এবং ১৫ মিনিট এর চার্ট বেছে নিয়ে ট্রেড করে থাকি তাই সব ঠিক রেখে ট্রেড করতে পারলে প্রফিট করা সম্ভব।
SHARIFfx
2020-01-14, 07:08 PM
আমার মতে আপনাকে স্কাল্পিন করতে হলে ফরেক্সে প্রচুর সময় দিতে হবে। মি ১ মি ৫ ট্রাইম প্রেমে ভালো স্কাল্পিন করা যাবে। তবে আপনাকে রিস্ক নিতে হবে। লসে পড়ে গেলে বেলেন্স জিরো হয়ে যাবে। তাই আমার মতে মারকেট এনালাইসিস করে টিপি আর স্টোপ লস ব্যাবহার করে ট্রেড নেওয়া উত্তম।
KAZIMAJHARULISLAM
2020-01-14, 09:40 PM
মূলত 1 মিনিট, 5 মিনিট ও 15 মিনিটের জন্য যে ট্রেড গুলো ওপেন করা হয়ে থাকে এবং অল্প সময়ের মধ্যে কিছু প্রফিট নিয়ে ক্লোজ করে দেয়া হয় তাকেই স্কাল্পিং বলা হয়ে থাকে।আর স্ক্যাল্পিং করার জন্য একজন ট্রেডার কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হওয়ার প্রয়োজন হয়।কেননা কেউ যদি মার্কেট সম্পর্কে উপযুক্ত ধারণা না নিয়েই স্কাল্পিং এর উদ্দেশ্যে ট্রেড ওপেন করে থাকে এবং সেই ট্রেড যদি তার বিপরীত দিকে চলে যায় তাহলে লাভের পরিবর্তে বড় ধরনের লসের সম্ভাবনা থাকে। এমনকি অতিরিক্ত লস করার মাধ্যমে ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। তবে একথা সত্য যে সঠিকভাবে স্ক্যালপিং করতে পারলে এবং যথাসময়ে ট্রেড ক্লোজ করতে পারলে অতি অল্প সময়ে ফরেক্স থেকে খুব ভালো প্রফিট করা সম্ভব।
amreta
2020-01-18, 03:57 PM
আপনার ভালো শৃঙ্খলাবদ্ধ এমন ব্যবসায়ীদের পক্ষে এটি খুব ভাল পদক্ষেপ "জাহিদ 4 এক্স", এটি একটি সঠিক ট্রেডিং আচরণ নয় যা সঠিকভাবে পরীক্ষা করা হয়নি এমন একটি কৌশল নিয়ে বাজারে সরাসরি যাওয়া, ফরেক্সে প্রতিটি নতুন জিনিস হওয়া উচিত অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানোর জন্য পরীক্ষা করা বিউস ফরেক্স সর্বদা বিস্ময়ে পরিপূর্ণ এবং যে কোনও সময় যে কোনও কিছু ঘটতে পারে।
MINARULRFL100
2020-01-18, 06:03 PM
ফরেক্স ট্রেডিং এ সব চেয়ে দ্রুততম ট্রেড হলো স্কাল্পিং।এই ধরনের ট্রেড মুলত কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিটের জন্য হয়ে থাকে। ফরেক্স স্কাল্পারদের প্রধান মন্ত্র হচ্ছে, মার্কেটে যখন মুভমেন্ট বেশি থাকে তখন ছোট প্রফিট বের করে নিয়ে আশা এবং এইটার পুনরাবৃত্তি করতে থাকা।স্কাল্পাররা সব সময় ফরেক্স চার্টে সক্রিয় থাকেন যার কারনে স্কাল্পিং তাদের জন্য সব সময় ভাল তাদের জন্য যারা ঘন্টার পর ঘন্টা ফরেক্স চার্টে দিয়ে থাকেন।স্কল্পিং ট্রেডিং এর জন্য সূক্ষ্ম নজর এবং দ্রুত চিন্তা সব চেয়ে বেশি পরিমান প্রয়োজন।যারা খুব ভাল করে মার্কেটের হটাৎ ঘটে যাওয়ার প্রাইসের পরিবর্তন ধরতে পারেন তাদের জন্য স্কাল্পিং এক কথায় আদর্শ।কিন্তু এটার জন্য আপনাকে খুব ভাল করে মনস্তাত্ত্বিক চুন্তা এবং দ্রুত পদক্ষেপ গ্রহনের পারদর্শী হতে হবে।
PK_SHIKDER
2020-01-18, 10:34 PM
ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং হলো শর্ট টাইম ফ্রেম দেখে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়া এবং সেই ট্রেড থেকে ১ - ২০ পিপস লাভ বা লচ করার পদ্ধতিকে বোঝায় । তার থেকে বেশি লাভ বা লচ হলে সেটা লং টাইম ট্রেড পদ্ধতি বোঝায় এবং সেটা স্ক্যাল্পিং পদ্ধতির আওতায় পড়ে না,,,, ধন্যবাদ ।
saraa
2020-02-27, 12:49 PM
আমি '' লাভ নেওয়া এবং ক্ষতির বিকল্পগুলি বন্ধ করা '' ব্যবহারের বিষয়েও সম্মতি জানাই কারণ এগুলি সত্যিই দরকারী এবং আপনাকে অনেক খারাপ পরিস্থিতি থেকে বাঁচাতে পারে বা আপনি যখন বাজারটি দেখার আশেপাশে নন এবং আমিও সূচকগুলি ব্যবহার করতে পছন্দ করি আমাকে বাজারের গতিবিধি বিশ্লেষণ করতে এবং ভবিষ্যতে কোন আদেশে যেতে হবে তা ভবিষ্যদ্বাণী করতে সহায়তা করুন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.