Log in

View Full Version : ফরেক্সে লং ট্রেড করা ভালো নাকি শট ট্রেড?



Goearn.info
2020-01-14, 08:20 PM
আমি নতুন তাই বুজতে পারছিনা যে লং ট্রেড ক্ক্রবো নাকি শট ট্রেড।

KAZIMAJHARULISLAM
2020-01-14, 09:06 PM
সত্য কথা বলতে প্রথম যখন লাইফ ট্রেডিং শুরু করেছিলাম তখন লং ট্রেডের তুলনায় শর্ট টাইম ট্রেড কে ভালো বলে মনে হতো। কিন্তু কিছুদিন করার পরে বুঝতে পারলাম যে শর্ট টাইম ট্রেডিংয়ে যেমন অল্প সময়ে ভাল প্রফিট করা যায় তেমনি ঝুঁকির পরিমাণ অনেক বেশি। কারণ শর্ট টাইম ট্রেডিং এ খুব ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করা যায় না যার ফলেযে কোন সময় মার্কেট আপনার বিপরীত দিকে চলে যেতে পারে এমনকি অনাকাঙ্ক্ষিত লস এর মাধ্যমে ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে লংটাইম ট্রেডিংয়ে যেমন খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করা যায় এবং ট্রেডিং এর তুলনায় লস করার সম্ভাবনাও কম থাকে।তাছাড়া সব সময় মার্কেটের দিকে নজর রাখার প্রয়োজন হয়না । আর মূলত এ কারণেই এখন আমার কাছে মনে হয় যে শর্ট টাইম ট্রেডিং এর থেকে লংটাইম ট্রেডিং করাই ভালো এবং লাভজনক।

rakib.r
2020-01-14, 09:53 PM
Goearn.info, আমি মনে করি এটা যার যার উপর নির্ভর করে। কেও শর্ট ট্রেড করেই খুশি থাকে আবার কেও কেও লং ট্রেড পছন্দ করে। যদি আমার ব্যাক্তিগত মতামত দেই তাহলে বলবো শর্ট ট্রেডে যেমন যহুকি কম তেমন লাভ ও কম। আবার লং ট্রেডে ঝুকি ও বেশি আবার লাভ ও বেশি। ট্রেড লসে চলতে থাকলেও যখন মার্কেট আবার উপরের দিকে যায় তখন লস টা পুশিয়ে নেওয়া যায়। সব কিছুই বিবেচনা করতে হবে যে ট্রেড করবে তার

alamsat
2020-01-15, 12:48 PM
একটি জিনিস চিন্তা করলেই আপনি সহজে বুঝতে পারবেন আপনি যখন শর্ট ট্রেড করবেন তখন আপনাকে ৫ মিনিট বা ১৫ মিনিট এর চার্ট বেছে নিতে হবে তাহলে ৫ মিনিট পর পর আপনি নতুন নতুন ক্যান্ডেল পাবেন আর তাই ৫ মিনিট পর পর আপনাকে এ্যানালিসিস করে ট্রেড নিতে হবে যেটা কিনা অত্যান্ত কঠিক একটি ব্যাপার আর ভুল হওয়ার সম্ভাবনা ও অনেক বেশি হয়ে থাকে আপনি যদি লং টাইম ফ্রেম যেমন ৪ ঘন্টা বা ১দিনের চার্ট ব্যবহার করেন তাহলে একটি ক্যান্ডেল তৈরি হতে ৪ঘন্টা সময় লাগবে তাহলে আপনি অতি সহজে এ্যনালিসস করতে পারবেন। সব চেয়ে বেশি সমস্যা হল শর্ট টাইম ফ্রেম এ ট্রেড করতে করতে যদি কোন নিউজ প্রকাশিত হয়ে যাই তাহলে অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

tonydutta
2020-01-15, 07:47 PM
ফরেক্সে দুই ধরনের ট্রেড করা যায় একটি হল লং ট্রেড এবং অপরটি হলো শট ট্রেড। লং ট্রেড হল বেশি সময় ধরে অর্থাৎ বেশি সময় ধরে ট্রেড করা আর শট ট্রেড হল অল্প সময় ধরে ট্রেড করা। ফরেক্স এ ট্রেড করার সম্পূর্ণ মার্কেট এনালাইসিস এর উপর নির্ভর করে। মার্কেট এনালাইসিস করে কে শট ট্রিড করবে কিংবা কে লং ট্রেড করবে সেটা তার নিজস্ব ব্যাপার। কেউ লং ট্রেড করতে ভালবাসে আবার কেউ শট ট্রেড করতে ভালোবাসে।

amreta
2020-01-18, 03:55 PM
আপনি যখন আপনার চার্টটি ঘনিষ্ঠভাবে দেখেন আপনি বিশেষ মোমবাতি স্টিকটি দেখতে পেয়েছেন সম্ভবত গত সপ্তাহে এটি বুলিশ।এউ জুটি একটি বুলিশ একীকরণের মেজাজে প্রবেশ করে, তাত্ক্ষণিক প্রতিরোধের 0.7413 স্তরে পাওয়া যাবে, উপরের ব্রেকটি 0.7460 অঞ্চলে আরও বুলিশ আন্দোলনের নিশ্চয়তা দেবে তবে এখন বাজারটি প্রবণতা ভাঙার খুব বেশি খবর নেই, বাজার ধীরে ধীরে সরু হচ্ছে

PK_SHIKDER
2020-01-18, 11:08 PM
ফরেক্স মার্কেটে লং টাইম ট্রেড এবং শর্ট টাইম ট্রেড দুইটাই ভালো । ফরেক্স মার্কেটে লং টাইম ট্রেড হলো কোনো ট্রেড ওপেন করে সেটা অনেক সময় নিয়ে ধরে রাখাকে বোঝায় এবং শর্ট টাইম ট্রেড হলো কোনো ট্রেড ওপেন করে ১-২০ পিপস লাভ করে সেই ট্রেডকে ক্লোজ করে দেওয়াকে বোঝায়,,, ধন্যবাদ ।

Emarif1992
2020-01-18, 11:32 PM
ফরেক্স এ লং ট্রেড করাই মুলত ভাল বলা যায়, শর্ট ট্রেডের তুলনায় কারণ লং ট্রেডে এনালাইছিস করা যায় খুব সহজেই এবং ট্রেড করে লাভ করা যায়। অপরদিকে শর্ট ট্রেড খুব ঝুকিপুর্ণ এবং শর্ট ট্রেডে লাভ করাটা অনেক কঠিন। তাই আমি বলবো নিউ কমাররা অবশ্যই লং করার চেষ্টা করবেন সব সময়।

fxarif
2020-01-19, 09:14 AM
আপনি ডিপোজিট যদি বড় হয় তাহলে আপনি লং ট্রেড করতে পারেন আর আপনার ডিপোজিট যদি ছোট ছোট হয় আপনি শট শট ট্রেড করে করে আপনার ডিপোজিটকে বড় করতে হবে।

KaziBayzid162
2020-01-19, 12:34 PM
একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কাছে লং টাইম এবং শর্ট টাইম ট্রেডিং দুটোই লাভজনক। কিন্তু আপনি বলেছেন যে আপনি একজন নতুন ট্রেডার সেহেতু ফরেক্স সম্পর্কে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার পরিমাণ অন্যান্য ট্রেডারদের থেকে তুলনামূলকভাবে কম হওয়াটাই স্বাভাবিক। তাই আপনার জন্য আমার পরামর্শ হলো সামান্য দক্ষতা নিয়ে শর্টটাইম ট্রেডিং করার থেকে বিরত থাকার পাশাপাশি লংটাইম ট্রেডিং করার জন্য । এবং এটাই আপনার জন্য উপযুক্ত হবে কেননা শর্ট টাইম ট্রেডিংয়ে লাভের পাশাপাশি লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।অন্যদিকে লং টাইম ট্রেডিং এর ক্ষেত্রে আপনি খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করতে পারবেন এবং শর্ট টাইম ট্রেডিং এর থেকে লস হওয়ার সম্ভাবনা যেমন কম থাকে তেমনি লাভ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তাই আপনি যতদিন পর্যন্ত নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ রেডারহিসেবে গড়ে তুলতে না পারছেন ততদিন পর্যন্ত আপনার জন্য লং টাইম ট্রেডিং করায় উপযুক্ত হবে।

IFXmehedi
2020-01-20, 10:55 PM
ফরেক্স মার্কেটে লং ট্রেড এবং শর্ট ট্রেড উভয় ট্রেডিং কৌশলই ভালো বলে আমি মনে করি । কারণ আপনার অ্যাকাউন্ট এ যদি মুল্ধন কম থাকে তাহলে আপনার ক্ষেত্রে শর্ট টার্ম ট্রেডিং কৌশল উপযোগী । তবে যদি আপনার ট্রেডিং অ্যাকাউন্ট এ মূলধন বেশি থাকে তাহলে আপনি লং টার্ম ট্রেডিং কৌশল ব্যাবহার করতে পারেন । আসলে লং টার্ম ট্রেডিং কৌশলে শর্ট টার্ম ট্রেডিং কৌশলের চেয়ে ঝুঁকি অনেক কম থাকে ।

saraa
2020-02-27, 02:22 PM
হ্যাঁ, আমাদের অবশ্যই আমাদের ব্যবসায়ের উপায়কে সম্মান করতে হবে। এমন অনেক লোক আছেন যারা অজ্ঞতার সাথে বাণিজ্য করেন এবং এর ফলে তাদের মূলধনের এত ক্ষতি হয়, তাই এগুলি দিয়ে তারা ভাবেন যে বৈদেশিক মুদ্রার পরিমাণ ভাল নয় এবং তারা সমালোচনা শুরু করে। এজন্য বিনিয়োগের আগে আমাদের অবশ্যই শিখতে হবে এবং আবেগের সাথে বাণিজ্য করা উচিত নয়, আমাদের অবশ্যই আমাদের উপার্জনের পদ্ধতিটি সন্তুষ্ট করতে দেওয়া হোক, ছোট হোক বা বড়।

FRK75
2021-04-05, 06:44 PM
লং ট্রেড হল বেশি সময় ধরে অর্থাৎ বেশি সময় ধরে ট্রেড করা আর শট ট্রেড হল অল্প সময় ধরে ট্রেড করা। ফরেক্স এ ট্রেড করার সম্পূর্ণ মার্কেট এনালাইসিস এর উপর নির্ভর করে। মার্কেট এনালাইসিস করে কে শট ট্রিড করবে কিংবা কে লং ট্রেড করবে সেটা তার নিজস্ব ব্যাপার।তাই আপনি যতদিন পর্যন্ত নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ রেডারহিসেবে গড়ে তুলতে না পারছেন ততদিন পর্যন্ত আপনার জন্য লং টাইম ট্রেডিং করায় উপযুক্ত হবে।

samun
2021-04-29, 03:05 PM
আমি অধিকাংশ সময় লংটাইম ফ্রেমে ট্রেড করে থাকি এতে করে আমার মার্কেটে অনেকটাই ঝুঁকি কম থাকে আমার মতে নতুন ট্রেডারদের জন্য অবশ্যই লংটাইম পেনেট্রেট করা খুবই গুরুত্বপূর্ণ কারণ টাইমফ্রেমে ট্রেড করলে অনেক সময় মার্কেট প্রতিকূলে চলে গেলে অনেক ধরনের ক্ষতি হতে পারে এমনকি তার মানসিক ভারসাম্য নষ্ট হলে সে আরো বড় ধরনের লঞ্চের সম্মুখিন হতে পারে তাই আমি মনে করি অবশ্যই একজন ট্রেডারের নতুন অবস্থায় লং টাইম ফ্রেম এডিট করা উচিত এতে করে ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পাবে সাথে সাথে ধৈর্যশীল হবে এবং পরবর্তীতে মার্কেট অনুকূলে আসলে লাভ করার সম্ভাবনা থাকবে তবে এর জন্য অবশ্যই একটি ভালো ব্যালেন্স প্রয়োজন