View Full Version : স্টপ লস এবং টেক প্রফিট সম্পাকে জানতে চাই।
Goearn.info
2020-01-14, 08:50 PM
আমি যত টুকু জানি টেক প্রফিট এবং স্টপ লস এটা টেডিং এর সব থকে বড় একটি বিশয় এটা আমাদের সব সময় টেড নেওয়ার আগে ব্যভার করা উচিত এবং এটার গুরুত্ব দেওয়া উচিত কারন এমন সব ঘটে দেখা যাই ট্রেড করতে করতে কারেন্ট চলে জাই মেগাবাইট শেষ এমন অনেক কিছুই ঘটতে পারে তাই আমরা সব সময় টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহ্যার করবো যদি এর থেকে ভালো কিছু থাকে তবে সেইটা কি??
Sohagzaman22
2020-01-14, 11:54 PM
ফরেক্স টেক প্রফিট আর স্টোপ লস আমরা অনেকেই ব্যবহার করি না। তবে ফরেক্স এ টেকপ্রফিট ব্যবহার না করলে তেমন খতি নাই কিন্তু স্টোপ লস ব্যবহার খুবই জরুরি। কারণ একটা নিদিষ্ট পরিমাণ স্টোপলস ব্যবহার না করলে আপনার মুলধন বড় খতির সম্ভাবনা থেকে যায়। তাই স্টোপলস ছাড়া ট্রেড কখনোই করবো না
Sohagzaman22
2020-01-18, 07:00 PM
স্টপলস এবং টেকপ্রোফিট ফরেক্স একটি গুরুত্ব জিনিস। সঠিক স্টপলস এবং টেকপ্রোফিট ব্যবহার না জানলে যেমন প্রোফিট কম হবে এবং স্টপ লসে হিট খেতে পারে। স্টপলস সাধারণত টেকপ্রোফিটের ২/৩ গুণ ব্যবহার করতে হবে। যেমন ৪০ পিপ স্টপ লস হলে টেক প্রোফিট হবে ৮০/১২০ পিপ। ১ঃ২ বা ১ঃ৩
Fxhuman
2020-01-18, 08:31 PM
স্টপ লস এবং টেঁক প্রফিট খুবই গুরুত্বপূর্ণ ,প্রপার স্টপ লস এবং টেঁক প্রফিট সেট করার মাদ্দমে ভাল প্রফিত করা সম্ভব বলে আমার ধারনা ।
ভালো মানের ট্রেডাররা অধিকাংশই টেক প্রফিট ও স্টপ লস ব্যাবহার করে এতে করে তারা লসে ঝুলে থাকে না। আর অনেক সাধারন ট্রেডারই টেক প্রফিট ও স্টপ লস ব্যাবহার করে না এতে করে তারা অনেক অসুবিধায় পরে যায়। কারন মার্কেট একটি ট্রেন্ড ফলো করে চলে তাই ট্রেড একদিকেই যাওয়ার সম্ভাবনা থাকে তাই অনেক বেশি লসে পড়ার সম্ভাবনা থেকে যায়। ধন্যবাদ
Rokibul7
2020-05-10, 05:04 PM
tp/sl আমাদের অতিরিক্ত লস এর হাত থেকে রক্ষা করে।যেহুতো ফরেক্স মাকেট এর তল বা নিচ বলতে কিছুই নেই সেহুতো এ মাকেটে য়ে কোন সময় যে কোন কিছুই ঘঠতে পারে। তাই এই টিপি এস এল এর পদ্ধতি ব্যাবহার করা হয়।আমার অবশ্যই টেড পরিচালনার সময় tp/sl এসব ব্যাআহার করবো।আর এসএল এ ক্লোজ হয়ে গেলে মন খারার করবো না
একটা টেড ওপেন করতে গেলে কিছু নিয়ম কানুন মেলে সেই টেড পরিচালনা করতে হয়।তার ভেতরে tp/sl অন্যতম।tpl/sl সেট করে রেড পরিচালনা ফরেক্স মাকেট এর নিয়ম।কারন এই মাকেট এতটাই অস্থির হয়ে যায় মাঝে মাঝে যাতে আপনি সেই বিপজায়ের সময় আপনার অনাকাঙ্ক্ষিত লস না হয়। এই জন্য tp/sl ব্যাবহার করা উচিৎ ।
Sakib42
2020-06-27, 11:17 PM
ফরেক্স মার্কেটে আপনি যখন ট্রেডিং করছেন তখনটেক প্রফিট ও স্টপ লস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি ধৈর্য ধরে কাজ করেন তবে স্টপ লোকসান ছাড়াই ট্রেডিং করবেন না এবং লাভ স্টপ লোকসানটি আপনার অ্যাকাউন্টকে বড় ক্ষতির হাত থেকে সুরক্ষিত করুন এবং স্টপ লোকসানের স্থানে অবস্থানের অটো বন্ধ হয়ে গেলে লাভ নিন.
habibi
2020-07-05, 02:30 PM
বলতে গেলে ট্রেডিং এর ক্ষেত্রে স্টপলস এবং টেকপ্রফিট দুটিই গুরুত্বপূর্ণ। একবার ভাবুন যদি আপনি একটি ট্রেড নেওয়ার পর স্টপলস সেট না করে ঘুমিয়ে গেলেন বা প্লাটফর্ম থেকে বেরিয়ে গেলেন এবং আবার এসে দেখলেন আপনার ট্রেডটি লস খেতে আপনার অ্যাকাউন্ট খালি করে ফেলেছেন তাহলে কেমন লাগবে আপনার। যদি আপনি ট্রেডটি তে স্টপলস সেট করতেন তাহলে আপনি এই বড় ধরনের লস থেকে বেঁচে যেতেন। তাই প্রতিটি ট্রেডে স্টপলস খুবই গুরুত্বপূর্ণ। এখন চিন্তা করুন আপনি একটি ট্রেড ওপেন করেছেন কিছু ট্রেডটিতে কোন টেক প্রফিট সেট করেননি এখন দেখা গেল আপনার ট্রেডটি ৫০পিপস প্রফিট এ ছিল কিন্তু মার্কেট একসময় গিয়ে নামতে থাকে এবং আপনার ট্রেডটিও প্রফিট থেকে আপনার লসে চলে আসে তখন আপনার কি অবস্থা হবে। যেখানে আপনি প্রফিটে ছিলেন সেটি আবার লসে চলে গেল। তাই স্টপলস এবং টেকপ্রফিট দুটিই গুরুত্বপূর্ণ। এবং স্টপলস এবং টেকপ্রফিট কত হবে এইটিও আপনাকে আনাল্যসিস করে বা আপনার ট্রেডিং স্ট্রেটেজি অনুযায়ী সেট করতে হবে।
FREEDOM
2020-07-25, 05:08 PM
স্টপলস ও টেকপ্রফিট ফরেক্স মার্কেটের ট্রেডারদের ব্যাবহিত দুটি অপশন যার দ্বারা ট্রেডাররা নিজেদের লাভ লস নিয়ন্ত্রন করে রাখে। অনেক সময়ই দেখা যায় স্টপলস ব্যাবহার না করার কারনে একাউন্ট ঝুকিতে পড়ে যায় আবার টেক প্রফিট ব্যাবহার না করার কারনে মার্কেট থেকে নির্দিষ্ট প্রফিট নেওয়া সম্ভব হয় না।
Md.shohag
2020-08-14, 03:51 PM
ফরেক্স টেক প্রফিট আর স্টোপ লস আমরা অনেকেই ব্যবহার করি না। তবে ফরেক্স এ টেকপ্রফিট ব্যবহার না করলে তেমন খতি নাই কিন্তু স্টোপ লস ব্যবহার খুবই জরুরি। কারণ একটা নিদিষ্ট পরিমাণ স্টোপলস ব্যবহার না করলে আপনার মুলধন বড় খতির সম্ভাবনা থেকে যায়। তাই স্টোপলস ছাড়া ট্রেড কখনোই করবো না
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.