PDA

View Full Version : কত লেভারেজ ব্যবহার করা উচিত



Sohagzaman22
2020-01-14, 11:36 PM
আমরা যারা ফরেক্স করি তারা সকলে কম বেশি লেভারেজ সম্পকে অবগত আছি। এখন কথা হলো কত লেভারেজ ব্যবহার করা উচিত ? আমি ব্যক্তিগত বলবো নতুনরা লেভারেজ বেশি নিয়ে থাকে।য়ার কারণে একাউন্ট খুব দ্রুত তার মুলধন হারাতে থাকে ফলে একাউন্ট শুন্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই বলবো লেভারেজ যত কম নিয়ে ট্রেড করবো ততোই ভালো

MINARULRFL100
2020-01-15, 10:19 AM
ফরেক্স ট্রেডিং মার্কেট এ লেভারেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি লেভারেজ যদি বেশি নেন তাহলে আপনি অনেক গুলো ট্রেড অনেক করতে পারবেন আর যদি কম নেন তাহলে অনেক গুলো ট্রেড অপেন করতে পারবেন না।তবে ফরেক্স ট্রেডিং মার্কেট এমন একটি কর্মপ্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান এ আপনি কাজ করবেন কিন্তু আপনার প্রতিনিয়ত লোভ হবে আপনার মনে হবে আমি যদি আরো বেশি ভ্যালু নিয়ে ট্রেড উপেন করতাম তাহলে আমার লাভ টা বেশি হতো।তখন ব্যালেন্স জিরো হয়ে যায়।তাই আমার মতে 1:150 লেভারেজ নিয়ে কাজ করা উত্তম তাহলে আমার যতই ইচ্ছা হোক না কেনো আমি আমার লিমিট এর উপর ট্রেড করতে পারবো না।

Romjan1989
2020-01-15, 11:19 AM
ফরেক্স ট্রেডিং ব্যবসায় লেভারেজ একটি কোব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি একটি কোবই গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা যদি সটিক ভাবে না বুঝতে পারি তাহলে আমাদের একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তাই লেভারেজ যত কম করব এবং লোভ যত কম করতে পারব তত বেশি ট্রেডিং খুলতে পারব। আমি মনে করি লেভারেজ কম করা টাই ভালো।

SHARIFfx
2020-01-15, 11:27 AM
লেভারেজ কম ব্যাবহার করা উত্তম কাজ। কারন আপনার ট্রেডের সময়ে অনেক সময়ে সেন্টিমেন্টাল এনালাইসিস কাজ করে না উল্টো রাগ কাজ করে আর ভলিউম বাড়িয়ে বাড়িয়ে এক সময়ে বেলেন্স খালি করে পেলতে পারেন। তাই ৫০০-২০০ লেভারেজে ট্রেড নিলে বেশি ভলিউম ট্রেড ইচ্ছা থাকলেও অপেন করতে পারবেন না আর ঝুকিতে পরবেন না।

alamsat
2020-01-15, 12:26 PM
লেভারেজ আপনি সর্বোচ্চ নিয়ে নিতে পারেন তবে সেটা ব্যবহার করা যাবে না। কিছু ক্ষেত্রে আপনি এর ব্যবহার করতে পারেন আর বাকী সময়ে এটা মোটেও ব্যবহার করা যাবে না। ধরুন একটি বড় নিউজ প্রকাশিত হল এখন আপনি একটি বড় লট এ ট্রেড করলে বেশি প্রফিট পেতে পারেন কিন্তু লেভারেজ কম থাকার কারনে আপনি সেটা করতে পারছেন না। যদি লেভারেজ বেশি থাকত তাহলে আপনি ট্রেডটি করে বেশি প্রফিট করতে পারতেন। তবে শর্ত একটি নিশ্চিত প্রফিট হবে এমন ট্রেড ছাড়া রিস্কি কোন ট্রেড এর বেশি লট ব্যবহার করা যাবে না। মোট কথা লেভারেজ আপনি ব্যবহার করবেন সুযোগ বুঝে সব সময় নয় তাহলে এটা আপনার কাজে দিবে।

IFXmehedi
2020-01-17, 11:03 PM
আমি মনে করি আপনি যদি সবচেয়ে কম রিস্ক নিয়ে ট্রেড করতে চান সেক্ষেত্রে কম লেভারেজ হল সবচেয়ে ভালো । লেভারেজ বেশি হলে আমাদের বড় লটে ট্রেড করার প্রবণতা বেড়ে যায় , যার ফলে আমাদের ট্রেড করা অনেক রিস্ক হয়ে যায় । তাই আমি মনে করি আমরা যদি ১ঃ২০ লেভারেজ নিয়ে ট্রেড করি তাহলে সেটা আমাদের অ্যাকাউন্ট এর জন্য খুবই নিরাপদ হবে । কারণ আমরা ইচ্ছে করলেও তখন বড় লটের ট্রেড ওপেন করতে পারব না ।

amreta
2020-01-18, 10:16 AM
ওহে, বন্ধু আমার!
স্বর্ণটি এই সপ্তাহে 1290 ডলার এবং 1300 ডলারের ছোট পরিসরে আটকে আছে। গত সপ্তাহে আমরা situation 1295 এবং $ 1305 এর বিভিন্ন পরিসীমা নিয়ে একই অবস্থা দেখতে পাচ্ছি। প্রকৃতপক্ষে যখন ইউএসডি শক্তিশালী হয় তখন ব্যবসায়ীরা বেশ কয়েকদিন ধরে ধাতব ব্যবসায়ের বিষয়টি এড়াতে পারেন। তবে এখন বাজারের প্রধান মুদ্রার তুলনায় ইউএসডি দুর্বল এবং আমি আশা করি এই জিনিসটি সোনাকে ধাক্কা দেবে। 90 1290 এবং 00 1300 সমর্থন এবং প্রতিরোধের মতো কাজ করছে এবং যখন কোনও স্তর বিরতি হয় তখন আমরা একই দিকে আরও আন্দোলন দেখতে পাই যা দীর্ঘমেয়াদী হবে এবং খুব শক্তিশালী হতে পারে। আপনি এই বিশ্লেষণ সম্পর্কে কি ভাবছেন?

saraa
2020-03-15, 12:32 PM
আমি স্বীকার করি যে ফোরেক্স শুরুতেই নববিদের জন্য এতটা কঠিন দেখাবে তবে অপেক্ষা করুন, আমাকে কীভাবে তা হতে পারে তা অবহিত করুন। লোকেরা বিষয়গুলিতে ভিন্নভাবে যোগাযোগ করতে পছন্দ করে তবে একটি বিষয় নিশ্চিত, প্রক্রিয়াজাতীয় বিষয়। ফরেক্স একটি বাণিজ্য, আমি স্বীকার করি তবে কী ধরণের বাণিজ্য? বেশিরভাগ ব্যবসায়ী লোকেরা করেন, প্রশিক্ষণের আগে অবশ্যই অগ্রসর হওয়া উচিত। যদিও একটি বিষয় নিশ্চিত, আপনি যতক্ষণ সময় কাটিয়েছেন বা প্রশিক্ষণে ব্যয় করেছেন তা বিবেচনা করা না কেন, বাণিজ্য বা পেশা আপনার পরামর্শদাতা বা প্রশিক্ষককে বাদ দিয়ে বা আপনাকে যে শিক্ষা দেবে তা তুলনা করার মতো নয়। সহজ কথায় বলতে গেলে, ব্যবসায়ী আরও ভাল শিক্ষা দেয়। একটি জিনিস যা চাপ কমাতে পারে দ্বারা চালিত পর্যাপ্ত প্রশিক্ষণ অভিজ্ঞতা। বাণিজ্যে প্রবেশের সময়, অনিবার্য ভুল যেমন লট সাইজের ভুল টাইপ, প্ল্যাটফর্মটি ব্যাহত হলে পুনরায় কনফিগার করতে অক্ষমতা, সময় পরিবর্তন এবং এরকম আরও অনেক কিছু অভিজ্ঞ হবে। যাইহোক, সমাধান করা এবং সংকল্পবদ্ধ হওয়া সফল হওয়ার পক্ষে কাউকে কাটিয়ে ওঠে।