Log in

View Full Version : কোন দিন ট্রেড পরের দিন রেখে দিবো না



Sohagzaman22
2020-01-15, 12:07 AM
আমরা যারা একটা ট্রেড ২/৩ পর কেটে লাভ বা লস নেই অনেকেই কিন্তু এমন কিছু দিন আছে যখন তার আগে দিনো ট্রেড ক্লোজ করে দিতে হবে ঐ দিন এর আগে ট্রেড না রাখলে লস বা লাভ হবে অনেক। যেমন ২৫ ডিসেম্বর মাকেট বন্ধ থাকে তাই তার আগের দিন ট্রেড থাকলে ক্লেজ করে দিতে হবে কারণ ২৬ ডিসেম্বর মাকেট গ্যাপ মেরে ওপেন হয় আবার ৩১ ডিসেম্বর কোন ট্রেড থাকলে তাও ক্লোজ করে দিতে হবে কারণ ২ জানুয়ারি মাকেট বড় গ্যাপ মেরে ওপেন হয়। আর ট্রেড রেখে দিলে আপনার এন্ট্রি বিপরীতে গ্যাপ মেরে ওপেন হলে তাহলে কি হবে কত লস হবে

alamsat
2020-01-15, 12:30 PM
ভাই এটা কিন্ত সব সময় হয় না। আপনি লক্ষ করবেন বিশ্বে যখন কোন রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে আকার ধারন করে শুধুমাত্র তখনই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। মুলত এটি হয়েছিল ইরান এবং মার্কিনযুক্তরাষ্ ্র এর মধ্যে উত্তেজনার কারনে। এ সময় ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন হুমকি চলছিল তাই মার্কেট বন্ধ থাকলেও সেটার প্রভাব বিভিন্ন কারেন্সির উপর পড়েছিল বিশেষকরে গোল্ড উপর। তাই বিভিন্ন রাজনৈতিক কারন ছাড়া মার্কেট কখনও গ্যাপ দিয়ে শুরু হয় না। তাই আপনি চাইলে আপনার ট্রেড ক্লোজ করতে পারেন আবার নাও পারেন এতে তেমন কোন ক্ষতি হবে না। তবে সব সময় মার্কেট বন্ধের আগে সকল ট্রেড ক্লোজ করা উত্তম।