PDA

View Full Version : লট সাইজ ব্যবহ্যার করার নিয়ম নিতি কি????



Goearn.info
2020-01-15, 03:06 PM
করেক্সে লট সাইজ ব্যবহার করার নিওম হলো আপনার যদি 100 ডলার থাকে তবে আপনাকে ওই 100 ডলার দিয়ে 10000 দ্বারা ভাগ করতে হবে ভাগ করার পর যে ভাগফল আপনি পাবেন এটি হচ্ছে আপনার লট সাইজ আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি কত নিচ্ছেন সেটা কি আপনার ডলার অনুযায়ী সঠিক কিনা আপনার 100 ডলার একটি অ্যাকাউন্ট আপনি এক ডলার এর একটি ট্রেড নিলেন তবে আপনি হানডেট পারসেন যে আপনার পুরো টাকাটাই লস করবেন। তাই আপনি সবসময় আগে খেয়াল করবেন যে আপনার যে টাকাটা আছে ta-1000 পিপস ওঠানামার মতন ক্যাপাসিটি আছে কিনা সেটা আগে খেয়াল করবে না।

Sohagzaman22
2020-01-17, 06:57 PM
লস সাইস ব্যবহার বলতে কি বোঝায়? আর কত লট ব্যবহার করবো। কত লট ব্যবহার করবো তা নিভর করে আপনার মুলধন কতো। ধরাযাক আপনার মুলধোন ৫০০ ডলার তাহলে আপনি ০.০২ লট ব্যবহার করবেন। আর যদি ১০০০ ডলার হয় ০.০৩ ব্যবহার করবেন

Fxhuman
2020-01-18, 08:39 PM
সাধারনত লট ব্যাবহার করতে হয় মূলধনের উপর নির্ভর করে । যার যত ভাল বালান্স থাকবে তার পক্ষে তত ভাল লট ব্যবহার করা সম্ভব ।সাধারন্ত ১০০ ডলার এর ক্ষেত্রে সর্বচ্চ ০,০৫ লট ব্যবহার করা ভাল হবে ।

Fxxx
2020-01-19, 08:50 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকাটা অনেকটাই লট সেট করার উপর নির্ভর করে। কারন অল্প মুলধন নিয়ে যদি বেশি লটে ট্রেড করা হয় সেক্ষেত্রে একাউন্টের ঝুকি বেশি থাকে। তাই যত কম রিস্কে লট নেওয়া যাবে একাউন্ট তত বেশিই সুরক্ষিত থাকবে বলে আমার ধারনা।

amreta
2020-01-25, 11:20 AM
লট আকারটি আসলে বড় তবে আমরা সেই অ্যাকাউন্টে ভারসাম্য জানি না বলে এই ব্যবসায়টিতে এর কতটা প্রভাব পড়তে পারে তা আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। তবে আমি মনে করি ব্যবসায়ীরা সেখানে প্রচুর পরিমাণ বাড়ানোর প্রধান কারণ হ'ল তারা মনে করে যে লাভ হবে তা খুব কম হবে, কিন্তু যখন আমাদের ভারসাম্যের পর্যাপ্ত মূলধন থাকবে তখন আমরা আমাদের লটের আকারকে বাড়িয়ে তুলতে সক্ষম হব যেখানে আমরা আমাদের লাভের সাথে স্বাচ্ছন্দ্যবোধ করব এবং এমন একটি অবস্থানেও থাকি যাতে ক্ষতি আমাদের ক্ষেত্রে ক্ষতি করে না

Rokibul7
2020-05-09, 10:48 AM
আমি যেদিন লট সাইজ বেশি ব্যাবহার করি সেই দিন টেডটা লস হয়ে যায়। কম লট দিলে উইন হই আর বেশি লট দিলে লস হয়।তাই আর কখনও বেশি লট ব্যাবহার করবো না।তাতে আমার লাভ কম হলেও লস হলে কম হবে

SHARIFfx
2020-05-09, 11:33 AM
আমাদের উচিত বেলেন্স অনুযায়ী ভলিউম হিসাব করে ট্রেড করা। আমার বেলেন্স ১০০ ডলার হলে আমার উচিত মাত্র ০.০১ সেন্ট ভলিউম ট্রেড নেওয়া। আর এই ভলিউম প্রফিট না আসা ছাড়া নতুন ট্রেড ওপেন না করা। তবে ভালো হয় এন্ট্রি থেকে ট্রেড নিলে আর ৩০০-৪০০ ডলার পুজিতে ভলিউম ০.০১ সেন্টে ট্রেড করা আর এতে ঝুঁকি ৯৯.৯৯% থাকে না।

FX7
2020-05-10, 09:01 PM
ফরেক্স মাকের এ টেড ওপেন করতে অনেক ব্যাপার ফলো করতে হয়।আর সব চাইতে বেশি ফলো করা উচিৎ লট সাইজ।মানিম্যানেজ েন্ট ফলো করে লর সাইজ ঠিক রাখবেন।আর এই মাকেটে কখনই লোভ করবেন না।লোভ করলেই ধরা খাবেন।মানিম্যানে মেন্ট ঠিক রেখে টেড করবেন দেখবেন লস এর পরিমান কমে আসছে।আর যদি লসও হয় তাহলেও আপনার মন খারাপ হবে না।