PDA

View Full Version : লট কি???



MINARULRFL100
2020-01-16, 09:44 AM
লট হচ্ছে কোন অর্ডারের নির্দিষ্ট সংখ্যার ইউনিট।আমাদের সকলের লট সম্পর্কে জ্ঞান অর্জন করা খুব দরকার।নিচে বিস্তারিত আলোচনা করা হলঃ-
প্রতিটি কারেন্সি পেয়ারের জন্য ১ পিপের ভ্যালু ভিন্ন হয়ে থাকে।
আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সবচেয়ে ছোট লট হচ্ছে মাইক্রো লট (বেস কারেন্সির ১,০০০ ইউনিট, একে প্রায়ই ১কে বলা হয়ে থাকে)। আপনি ১,০০০ বা ২,০০০ বা ১,২৪,০০০ ইউনিট ট্রেড করতে পারেন যতক্ষন তা ১কে দিয়ে গুন করা যায়। প্রতি ১কে কে লট হিসেবে ধরা হয়ে থাকে।

তাই, আপনি যদি আগের উদাহরণটির দিকে দেখেন এবং eur/usd এর লং ট্রেডে যদি এক স্ট্যান্ডার্ড লট ব্যাবহার করেন, তাহলে আপনি ১০০,০০০ ইউনিট বাই করছেন। এক্ষেত্রে প্রাইস যদি আপনার পক্ষে মুভ করে তাহলে আপনার লাভ ১ পিপের জন্য ০.০০০০৯৪৭৮ ইউএসডি হবে না, বড়ং ০.০০০০৯৪৭৮ ইউএসডি * (গুন) ১০০,০০০ হবে যা প্রায় ৯.৪৭৮৭ ইউএসডির সমান। এছাড়াও আপনি মিনি (১০,০০০), অথবা মাইক্রো (১,০০০) লট দিয়ে ট্রেড ওপেন করতে পারেন। এক্ষেত্রে ১ পিপের জন্য আপনার লাভ হবে ০.৯৪৭৮৬ ইউএসডি এবং ০.০৯৪৭৮ ইউএসডি।

একটি কথা মনে রাখবেন যে ইউএস ডলার প্রায় অনেক কারেন্সির কোট কারেন্সি (eur/usd, gbp/usd ইত্যাদি)। এরমানে কোট কারেন্সির ইউএসডির এক্সচেঞ্জ রেট সমান হচ্ছে ১। এধরনের পেয়ারের ক্ষেত্রে ১ পিপ সর্বদা $১০ হবে যখন তা ১০০,০০০-ইউনিট কন্ট্রাকে (১ স্ট্যান্ডার্ড লটে) ট্রেড করা হবেঃ

১০০,০০০ * ০.০০০১ / ১ = $১০ (eur/usd এর পিপ ভ্যালু)

যেসকল পেয়ারে ইউএস ডলার বেস কারেন্সি (usd/chf, usd/cad), তার পিপ ভ্যালু এক্সচেঞ্জ রেটের ওপর নির্ভর করবেঃ

১০০,০০০ * ০.০০০১ / ১.০১৯৫ = $৯.৮ (usd/chf এর পিপ ভ্যালু)

যেসকল পেয়ারে জাপানী ইয়েন থাকবে তার পিপ ভ্যালু নিম্নোক্ত উপায়ে গননা করা হবেঃ

১০০,০০০ * ০.০১ / ১২০.৬৫ = $৮.২৮ (usd/jpy এর পিপ ভ্যালু)

jasminbd
2020-01-16, 04:40 PM
সাধারণত লট বা ভলিয়ম বলতে বুঝায় কোন কি পন্যদ্রব্যের সমষ্টিগত ক্রয় বা বিক্রয়। ধরুন আপনি কোন গার্মেন্টস থেকে শার্ট ক্রয় করবেন এখন বা অর্ডার দিবেন তখন তারা বলবে সর্বনিম্ম ৫০০টি শার্টে ১টি লট ক্রয় বা অর্ডার দিতে হবে। তার মানে আপনাকে অবশ্যই করবেন এখন ৫০০টি শার্টই নিতে হবে। অর্থাৎ তাদের কাছে ৫০০ শাট হল ১ লট বা ভলিয়ম। ফরেক্স মার্কেটে আমরা যখন কোন কারেন্সি ক্রয় বা বিক্রি করা তখন আমরা সেই পেয়াররা নির্দিষ্ট পরিমান কারেন্সি ক্রয় বা বিক্রয় করে থাকি। ফরেক্স মার্কেট আমরা যখন ১ লটে ট্রেড ওপেন করি আমরা তখন ১০০০০ ডলার(ইন্সটাফরেক্স লট মার্কেট থেকে বাই করি। একএক ব্রোকারে লটের পরিমান এক এক রকম। ইন্সটাফরেক্সের লটের পরিমান নীচে দেওয়া হল-
১ লট ইন্সটাফরেক্স হল ১০০০০ আমেরিকান ডলার।
স্ট্যান্ডার্ড একাউন্টে eur/usd পেয়ার ১লট= ১ডলার।
স্ট্যান্ডার্ড একাউন্টে eur/usd পেয়ার ০.১ লট= ০.১০ সেন্ট।
স্ট্যান্ডার্ড একাউন্টে eur/usd পেয়ার ০.০১ লট= ১ সেন্ট।

PK_SHIKDER
2020-01-16, 05:58 PM
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,,, তাই আমার অনেক কিছু জানার বাকি আছে এই ফরেক্স মার্কেট থেকে । এই ফরেক্স মার্কেটে লট সাইজ কি সেই সম্পর্কে কোনো প্রকার ধারনা নাই,,, তাই আপনাদেরকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই যে,,, এতো সুন্দর একটা পোস্ট করার জন্য,,, ধন্যবাদ ।

Rajib_Biswas
2020-03-26, 05:46 PM
সহজ কথায় একটি ট্রেড এর সাইজকে লট বা ভলিউম বলা হয়। একে ট্রেডের একক বলা যায়। আমরা যেমন চাল-ডাল কেজি দরে কিনে থাকি তেমনি ট্রেড ওপেন করার সময় তার সাইজ কে লট বলে থাকি। মেটাট্রেডার 4 প্লাটফর্মে 0.01 লটের একটি ট্রেডে লাভ বা লস এর পরিমাণ হয় প্রতি পিপসে 0.01 সেন্ট আবার মেটাট্রেডার 5 প্লাটফর্মে প্রতি পিপস মার্কেট ওঠা-নামার ফলে লাভ লস হয় 0.10 সেন্ট।

K.K.BABY
2020-06-15, 07:56 AM
লট বলতে আমরা বুঝি কোন নির্দিষ্ট সংখ্যার একটি ইউনিট অর্থাৎ যখন আপনি ট্রেড এন্ট্রি নিবেন তখন আপনার ব্যালেন্স অনুযায়ী ক্রয় বা বিক্রয়ের জন্য একটি নির্দিষ্ট ইউনিট নির্ধারণ করতে হবে তাকে আমরা লট সাইজ বলি।

alamsat
2020-06-15, 12:55 PM
আমরা সাধারনত যে ভলিউম ব্যবহার করে ট্রেড করে থাকি তাকে লট বলে থাকি। আপনি যদি কোন একটি ট্রেড করার জন্য যে লট অর্থাৎ ০.০১ সেন্ট বা এর অধিক পরিমান ব্যবহার করবেন তাকেই লট বলা হয় এ জন্য আপনি যত বেশি লট ব্যবহার করবেন তত বেশি প্রফিট করতে পারবেন তেমনী লস ও বেশি হয় বলে আমরা সবাই একাউন্টের ব্যালেন্স অনুযায়ী লট ব্যবহার করে থাকি। আপনি কখনও অল্প ব্যালেন্স নিয়ে বেশি লেভারেজ ব্যবহার করে বেলি লট ব্যবহার করবেন না। এতে করে আপনার একাউন্ট শুন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই লট যথা সম্ভব কম ব্যবহার করতে হবে।

FREEDOM
2020-06-15, 02:16 PM
লট বা ভলিউম সাধারনত একই জিনিস আমরা মুলত লট হিসেবে ট্রেড করি। যেমন আমরা প্রতি পিপসের জন্য কত লটে ট্রেড করবো সেটা আমাদের সেট করে দিতে হয়। আমরা যদি ১$ লটে ট্রেড করি তাহলে আমাদের প্রতি পিপস মুভমেন্ট ১ ডলার লাভ বা লস হবে।

sanjida
2020-06-15, 02:47 PM
সাধারনত লট বলতে পরিমান বুঝায়। মানে কোন কিছুর ক্রয় বা বিক্রয়ের পরিমান কে বুঝায় লট হিসেবে । আপনি পেয়াজ কিনবেন তাহলে আপনার এক গাড়ি বা স্পেসিফিক করে একটা নাম্বার বলে দিতে হবে যে এত মন পেয়াজ আমি কিনবো আমাকে পাঠিয়ে দিন বা আমি এত পরিমান পেয়াজ বিক্রি করবো ।
লটের হিসেবে একাউন্ট ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মাইক্রো লট , মিনি লট আর স্ট্যান্ডার্ট লট

DEARMUM100
2020-07-25, 11:50 PM
আমরা সাধারনত যে ভলিউম ব্যবহার করে ট্রেড করে থাকি তাকে লট বলে থাকি। আপনি যদি কোন একটি ট্রেড করার জন্য যে লট অর্থাৎ ০.০১ সেন্ট বা এর অধিক পরিমান ব্যবহার করবেন তাকেই লট বলা হয় এ জন্য আপনি যত বেশি লট ব্যবহার করবেন তত বেশি প্রফিট করতে পারবেন তেমনী লস ও বেশি হয় বলে আমরা সবাই একাউন্টের ব্যালেন্স অনুযায়ী লট ব্যবহার করে থাকি। আপনি কখনও অল্প ব্যালেন্স নিয়ে বেশি লেভারেজ ব্যবহার করে বলি লট...।সাধারণ লট বলতে পরিমাণকে বুঝায়।কোনো কিছু ক্রয় বিক্রয়েরর পরিমাণকেকে বুঝায় লট হিসেবে