PDA

View Full Version : আমরা যে চার্টে ট্রেড করি, সেটাই কি ইন্টারন্যাশনাল ফরেক্স চার্ট ???



Emarif1992
2020-01-16, 09:07 PM
আসলে আমি নিজেও জানি না যে, আমরা সকল ফরেক্স ট্রেডাররা যে চার্টে ট্রেড করি এটা কি ইন্টারন্যাশনাল চার্ট না কি আমাদেকে মানে ফরেক্স ট্রেডারদের সাথে প্রতারণা করছে সকল ব্রোকার??? মাঝে মাঝে আমার মনে হয় বিশাল একটা প্রতারণা হয়তো লুকিয়ে আছে এই ফরেক্স মার্কেটপ্লেসে। কারণ আমি অনেক সময় দেখি যে, মার্কেট বাই এ যাচ্ছে এবং এনালাইছিস করেও বুঝতে পারি যে মার্কেট বাই এ যাবে কিন্তু আমি যখনই বাই এ ট্রেড এন্ট্রি দেই, ঠিক তখনই মার্কেট আমার বিপরীতে যায় মানে সেল এ যায় আর এ রকম কিছু উল্টাপাল্টা মুভমেন্ট দেখেই আমার সন্দেহ হয়। যারা আমার ভুলটা ভেঙে দেওয়ার মত কিছু ট্রিকস এ্যান্ড ট্রিক জানেন, তারা অবশ্যই তাদের মুল্যবান জ্ঞান শেয়ার করে আমাকে এবং আমার মত কিছু ট্রেডারদেরকে সাহায্য করবেন।

rakib.r
2020-01-18, 09:45 PM
আমি ফরেক্সে আছি মাত্র অল্প কয়েক দিন হলো। আমি ফোরামে এসে যতটুকু বুঝলাম বা শিখলাম যে আমরা বাংলাদেশ থেকে যা দেখি অন্য দেশ থেকেও ঐ একই রেট বা চার্ট সবাই দেখে। আমার কাছে যে প্রাইজ টা আসে অয়ার্ল্ড ওয়াইড একই প্রাইজে সবাই বেচা কেনা করে। আর এনালাইজের যে ব্যাপার টা আমি এখনো এটাকে রপ্ত করতে পারিনি। তাই এটা নিয়ে কোন মন্তব্য করতে পারছি না । তবে মনে হয় এখানে কোন প্রকার লুকোচুরি নাই

Rajib_Biswas
2020-02-26, 10:00 PM
আমরা যারা ফরেক্স ট্রেডিং করি আমরা সবাই জানি ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। ফরেক্স মার্কেট আন্তর্জাতিক হওয়ায় বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো কারেন্সিতে ক্রয়-বিক্রয় করা যায়। একারণে ফরেক্সে আমরা যে চার্ট দেখতে পাই তা অবশ্যই আন্তর্জাতিক মানের এবং বিশ্বের সকল স্থানে একই চার্ট দেখতে পাওয়া যায়। তবে ফরেক্স মার্কেটে একাধিক ব্রোকার থাকায় প্রত্যেকটি ব্রোকারে ফরেক্স মার্কেটের ওপেনিং এর ভিত্তিতে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের তারতম্য হয়ে থাকে। অর্থাৎ আপনি যে ব্রোকারে ট্রেডিং করছেন সেই ব্রোকারের চার্ট অন্য একটি ব্রোকারের চার্টের সাথে নাও মিলতে পারে। এবং এজন্য দুইটি ব্রোকারের মধ্যে খুব সামান্য পরিমাণ মূল্যের তারতম্য দেখা যায়। তবে একই ব্রোকারের চার্ট বিশ্বের সকল স্থান থেকে একই রকম দেখায় এবং মূল্য একই থাকে।

Sapna1212
2020-02-26, 10:18 PM
অবশ্যই, ইমোজিগুলিতে যে চার্জারগুলি বাণিজ্য করে সেগুলি আন্তর্জাতিক হয়, এজন্য তাদের বাণিজ্য করার আগে আমাদের সাবধানতার সাথে চিন্তা করতে হবে এবং ম্যাসেঞ্জারকে প্রতিবার ট্রেড করার সময় পুরোপুরি মূল্যায়ন করতে হবে। বাণিজ্য খোলা উচিত

IFXmehedi
2020-02-26, 10:26 PM
হ্যাঁ , আমরা যে চার্টেই ট্রেড করি না কেন সেটাই হল ইন্টারন্যাশনাল ট্রেডিং চার্ট । আপনি যে টাইম ফ্রেম ব্যাবহার করেই ট্রেড করুন না কেন সূচকের কোন পরিবর্তন হয় না । আসলে টাইম ফ্রেম ট্রেডিং কৌশল ব্যাবহার করার জন্য কাজে লাগে । যেমন যারা লং টার্ম ট্রেডিং কৌশল ব্যাবহার করেন তাঁরা ৪ ঘণ্টা বা ১ ডে এর চার্ট ব্যাবহার করেন আবার যারা শর্ট টার্ম ট্রেডিং কৌশল ব্যাবহার করেন তাঁরা ১ ঘণ্টা বা ৩০ মিনিটের চার্ট ব্যাবহার করে থাকেন ।