Log in

View Full Version : কিভাবে আপনি আপনার ট্রেডিং কৌশল নির্বাচন করবেন???



MINARULRFL100
2020-01-19, 10:35 AM
ট্রেড করার জন্য বেষ্ট টাইম ফ্রেম কোনটি,এইটা সম্পুর্নভাবে নির্ভর করে আপনার ট্রেডিং কৌশল আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করতে পছন্দ করেন তার উপর।যদি আপনি ধীরগতির ট্রেড করতে পছন্দ করেন অর্থাৎ খুব তাড়াহুড়া করে ট্রেড করতে পছন্দ করেন না অথবা এন্টি দেন না তাহলে আপনার জন্য আদর্শ হলো লং টার্ম টাইম ফ্রেম। যেমন ৪ ঘন্টা অথবা ১দিন অথবা সপ্তাহিক।
অন্যদিকে যদি আপনি খুব দ্রুত ট্রেড করতে পছন্দ করেন অর্থাৎ তাড়াহুড়া করে ট্রেড করতে পছন্দ করেন তাহলে আপনার জন্য আদর্শ হলো ছোট সময়ের টাইম ফ্রেম অর্থাৎ ৫মিনিট ১৫ মিনিট এর চার্ট।
তবে শর্ট টার্ম টাইম ফ্রেমে কাজ করবেন তখন একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে মার্জিন কল নিতে হবে যখন আপনি শর্ট টার্ম টাইম ফ্রেমে ব্যালেন্স কম নিয়ে ট্রেড করবেন তখন আপনার অবশ্যই স্টপ লস সেট করে তার পর ট্রেড করা ভালো।
আর আপনার যেহেতু ব্যালেন্স অনেক বেশি থাকবে তখন আপনার মার্জিন কল নিয়ে চিন্তা করতে হবেনা।আপনি বেশি গ্যাপ অনুযায়ী ট্রেডের পজিশন করতে পারবেন। মনে রাখতে হবে আপনি যেই টাইম ফ্রেম নিয়ে কাজ করেন না কেনো অবশ্যই সেই টাইম ফ্রেমের সাথে আপনার ট্রেডিং কৌশলের সাথে মানানসই হতে হবে।

KaziBayzid162
2020-01-19, 12:17 PM
আপনি ঠিকই বলেছেন একজন ট্রেডার কোন টাইমফ্রেমে ট্রেডিং করবে এটা একান্তই নির্ভর করে তার ট্রেডিং কৌশল এর উপর। অর্থাৎ সে কোন টাইমফ্রেমে বা কোন ধরনের ট্রেডিং করতে পছন্দ করে থাকে তার ওপর, সে যদি লংটাইম ট্রেডিং করতে পছন্দ করে তাহলে তার জন্য h1,h4 বা d1 টাইমফ্রেম তার জন্য উপযুক্ত হবে। অন্যদিকে সে যদি শর্ট টাইমফ্রেমে ট্রেডিং বা স্কাল্পিং করতে পছন্দ করে থাকে তাহলে তার জন্য m1, m5, m15, এবং m30 টাইমফ্রেম তার জন্য উপযুক্ত টাইমফ্রেম হিসেবে গণ্য হবে। তবে যদি আমার কথা বলতে চাই তাহলে বলব আমি লং টাইমফ্রেমে ট্রেডিং করতেই পছন্দ করে থাকি।

PK_SHIKDER
2020-01-19, 02:59 PM
আমি আপনার পোস্টের মাধ্যমে কথার সাথে একতম আছি । তার কারন হলো একজন ট্রেডার কোন টাইম ফ্রেমে ট্রেড করতে পছন্দ করে তা নির্ভর করে একান্তই তার ট্রেডিং কৌশল এবং দক্ষতার উপর । অর্থাৎ সে কোন টাইম ফ্রেম দেখে ট্রেড করতে পছন্দ করে সেটা তার ট্রেডিং কৌশলের উপর নির্ভর করে । সে যদি লং টাইম ফ্রেম দেখে ট্রেড করতে পছন্দ করে তাহলে h1,, h4,, d1 টাইম ফ্রেম দেখে ট্রেড করলে ভালো হবে এবং সে যদি শর্ট টাইম ফ্রেম দেখে ট্রেড করতে পছন্দ করে তাহলে m1,,m5,,m15,,, m30 টাইম ফ্রেম দেখে ট্রেড করলে ভালো হবে,,,, ধন্যবাদ ।

amreta
2020-01-19, 03:33 PM
খুব কম লোকই আছেন যারা আজকাল ফেসবুক ব্যবহার করেন না। তেমনি, ফেসবুকে বিভিন্ন পোস্ট পড়ার পরে এবং একদিন আমি ইনফ্রাফ্রেক্সের কাছ থেকে No 1 নো ডিপোজিট বোনাস অফার সম্পর্কে জানতে পারি এবং তার পর থেকে আমি ফরেক্স কী তা সম্পর্কে কিছুটা জানতে শুরু করেছিলাম এবং তারপরে আমি ফোরামে পোস্টিং এবং ট্রেডিং সম্পর্কে শিখেছি বনাস। এবং বোনাস নিয়ে বাণিজ্য চালিয়ে যান

SHARIFfx
2020-01-19, 06:40 PM
আমি চাই রিস্ক ফ্রী ট্রেড নিতে। কারন আমি পুজি হারাতে পারবো না। তাই আমি ডেইলির ট্রেড ডেইলি করি। মানিমেনেজমান্ট করে ট্রেড নি। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করি। বেলেন্স অনুযায়ী ভলিউম সেট করি। নিউজ প্রকাশ হবার পরে ট্রেড অপেন করি আর ডেইলি কেন্ডেল ফলো করি।

mdmoshin1988
2020-01-19, 08:43 PM
অন্যদিকে যদি আপনি খুব দ্রুত ট্রেড করতে পছন্দ করেন অর্থাৎ তাড়াহুড়া করে ট্রেড করতে পছন্দ করেন তাহলে আপনার জন্য আদর্শ হলো ছোট সময়ের টাইম ফ্রেম অর্থাৎ ৫মিনিট ১৫ মিনিট এর চার্ট। তবে শর্ট টার্ম টাইম ফ্রেমে কাজ করবেন তখন একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে মার্জিন কল নিতে হবে যখন আপনি শর্ট টার্ম টাইম ফ্রেমে ব্যালেন্স কম নিয়ে ট্রেড করবেন তখন আপনার অবশ্যই স্টপ লস সেট করে তার পর ট্রেড করা ভালো।

saraa
2020-02-27, 03:57 PM
আমাদের সকলকে ভাল ফরেক্স ট্রেডিংয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হিসাবে আমি মনে করি একটি জার্নাল রাখা লাভজনক ফরেক্স জীবনের মূল বিষয়। আমাদের সর্বদা লাভের জন্য সর্বদা একটি জার্নাল রাখতে হবে এবং ভবিষ্যতে যখন এ জাতীয় উদাহরণ পুনরুত্থিত হয় তখন এড়াতে যখন কোনও ভুল ঘটে যায় তখন আমাদের সেই জার্নালটিতে অবশ্যই আমাদের উল্লেখ করা উচিত নয় যা আমরা পরে উল্লেখ করতে পারি।

Sapna1212
2020-02-27, 04:31 PM
ভাই জন আপনি ঠিক বলেছেন, আপনার ব্যবসায়ের জন্য যদি একটি শক্ত ভিত্তি প্রতিষ্ঠা করতে হয় তবে আপনার পক্ষে এটির জন্য কঠোর পরিশ্রম করা উচিত এবং আপনার অবশ্যই জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে তবেই আপনি একজন ভাল সরকারী অনুশীলনকারী হবেন। তৈরি করবে