PDA

View Full Version : ফরেক্স এ মাইন্ডসেট গুরুত্বপূর্ন বিষয়...



expkhaled
2020-01-19, 08:15 PM
ফরেক্স সফল হওয়ার জন্য আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা থাকতে হবে। আসলে আমাদের দীর্ঘদিন বিভিন্ন সিস্টেম কে যাচাই বাছাই করে আমাদের সঠিক যে পদ্ধতি সেটাকে গ্রহন করতে হবে। অর্থাত আমাদের ট্রেডিং শেখার সময় অনেক নেগেটিভ সিস্টেম আসবে যা থেকে অনেক কিছু শিখে পজিটিভ বিষয় গুলোকে মনের মধ্যে গেথে নিতে হবে। যাকে আমরা মাইন্ডসেট বলি। পজিটিভ মাইন্ড তৈরী করা জন্য অনেক দিন ডেমো ট্রেড করতে হবে এবং নিজের করা যে ভূল গুলো আছে সেগুলো নিয়ে পর্যালোচনা করতে থাকবেন। এবং এমনও ভূল আছে অনেক বার রিপিট করবেন প্রতিবার সেটা থেকে নতুন কিছু শিখবেন এমনি করেই চলবে আপনি ট্রেডিং শিক্ষাকালীন সময়। তাই দীর্ঘদিন টিকে থাকতে হবে ফরেক্স এর সাথে এবং এটাকেই বলে পজিটিভ মাইন্ডসেট। যদি একবার মাইন্ডসেট তৈরী করতে পারেন তাহলে আপনি আর কখনও ফরেক্স এ লস হলেও আপনি বিচলিত হবেন না। কারন আপনি জানেন যে, লস হয়েছে এবং সেটা সময় মত রিকভার হবে।

Emarif1992
2020-01-19, 08:52 PM
ফরেক্স মার্কেটে প্রতিটা ট্রেডারেরই মাইন্ডসেটআপ একটা অত্যান্ত গুরুত্বপুর্ণ মুল বিষয়। যেটা না করতে পারলে এই ফরেক্স থেকে উপার্জন করাটা এতটাই কঠিন যে আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আমি বলবো প্রত্যেকটা ট্রেডার ভাভ আপনারা ফরেক্ম আসার পর প্রথমেই নিজের মাইন্ড সেটআপ এর উপর গুরুত্বতারপ করবেন।

saraa
2020-02-27, 02:34 PM
আপনি যদি ফরেক্স ট্রেডিং করতে চান তবে জ্ঞান হ'ল মৌলিক বিষয়, সুতরাং আপনি যদি এই জ্ঞানের কতটা গুরুত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেন তবে ফরেক্স ট্রেডিংয়ের জন্য আমরা শিখতে এবং অনুশীলন শুরু করার আগে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিকে ইঙ্গিত করে, সুতরাং আপনার এই বেসিক ট্রেডিং জ্ঞানের প্রয়োজন তবে এটি সম্পর্কে জানতে আপনার বিশেষ স্কুল বা কোলাজ লাগেনি