View Full Version : ফরেক্স সাইকোলজি টিপস্.......
expkhaled
2020-01-20, 08:02 PM
আমরা সাধারনত প্রতিদিন ট্রেড করতে চাই এবং প্রফিট করতে চাই। কিন্ত কোন কোন দিন কিন্তু এন্ট্রি নাও আসতে পারে। তখনই সাধারন ট্রেডার ঘাবরে যান এবং মনে করেন আমি বোধ হয় মার্কেট বুঝতে পারছি না বা আমার সিস্টেম কাজ করছে না। আবার এমনও হয় যে, আপনি সব কিছু ঠিকঠাক মতই ট্রেড করলেন এবং লস হলো। তখন মনে এক রকমের সন্দেহ সৃষ্টি হয়। এবং এখান থেকেই শুরু হয় যত প্রকারের বিপত্তি এবং লস। শুধু এন্ট্রি নিতে হয় এবং নিজেকে তখন কন্ট্রোল ও করা যায় না। এটি আসলে নবাগত ট্রেডারদের একটি সাইকোলজিক্যাল সমস্যা। কিভাবে এটা থেকে নিস্তার পাওয়া যায় সেটি বলছি।
প্রথমত আপনি অবশ্যই কম ট্রেড করবেন। নতুন অবস্থায় সাড়া দিনে ১টি ভাল এন্টি পয়েন্ট খুজে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। যদি কোন বুঝের মত এন্ট্রি না পাওয়া যায় তাহলে কোন এন্ট্রি নিবেন না এবং চার্ট বন্ধ রাখবেন। আর অযথা সব সময় চার্টে সময় কাটাবেন না। এবং এন্ট্রি নেওয়ার কোন চেষ্টা করবেন না। বেছে বেছে ট্রেড নিবেন, কিছু কিছু ট্রেড শুধু পর্যবেক্ষন করবেন অথার্ত ট্রেড না নিয়ে পাস করবেন। আর লস হলে সেইদিন আর চার্ট দেখবেন না বা ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না। আরও অনেক কিছু আছে চলবে...
saraa
2020-02-27, 03:44 PM
এটি একটি খুব জনপ্রিয় জ্ঞান যা আপনি জানেন না যা থেকে আপনি ক্ষতিগ্রস্থ হতে পারেন, যখন আপনাকে অবহিত না করা হয় আপনি বিকৃত হন। এটি সত্য কারণ জ্ঞান হ'ল বীমা, সচেতনতা সুরক্ষা এবং তথ্য শক্তি। আপনি যদি ফরেক্স সম্পর্কে খুব বেশি কিছু না জানেন, তবে বিজয়ী ট্রেনে টিকিট পাওয়া বেশ কঠিন হতে চলেছে কারণ আপনি বৈদেশিক মুদ্রার মতো দাবিদার অঞ্চলটিকে মোকাবেলা করার জন্য সবেই ম্যানেজ করবেন। জ্ঞানটি ফরেক্সে এটি খুব শক্তিশালী।
amreta
2020-02-27, 04:07 PM
আপনি যদি খামারে কঠোর পরিশ্রম করেন তবে আপনি অবশ্যই সান্ত্বনায় সফল হবেন, তাই আমি মনে করি খামারে আপনার কঠোর পরিশ্রম করা উচিত iআপনি যদি পারদটিতে না থাকেন তবে আপনাকে প্রথমে এটির ওপরের একটি এক্সপিরিয়া সোনিক জ্ঞান পাওয়া উচিত যাতে আপনি এটি খুব দ্রুত অর্জন করতে পারেন।
Jid13
2020-02-28, 11:28 PM
আপনি ঠিকই বলেছেন আমি অনেকদিন ধরেই ফরেক্সে আছি তাও আমার সাইকোলজিক্যাল পবলেমটা দূর হচ্ছে না। আমি মার্কেট সঠিক এনালাইসিস করার পরেও ট্রেড করার সময় এন্ট্রি নেয়াটা ভুল হয়ে যায় এবং লসে পড়লে তখন আর স্টপলস ব্যাবহার করা হয় না এতে করেই আমার পবলেমটা বেশি হচ্ছে।
samun
2021-07-19, 05:52 PM
ফরেক্স মার্কেট এমন একটি স্থান যেখানে যে কোন ব্যক্তি তার মেন্টালি প্রেসার এ খুব দ্রুত তার চিন্তাভাবনা নষ্ট হয়ে যেতে পারে কারণ ফরেক্স মার্কেটে প্রতিটি সেকেন্ডের মুভমেন্ট অনেকেই বুঝতে পারেনা এবং ফরেক্স মার্কেটের যথেষ্ট পরিমাণ একটি চাপ রয়েছে যা অনেকেই নিতে পারেনা ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে অবশ্যই নিজেকে পরিপূর্ণ মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এতে করে ব্যবসায় সফলতা আমার সম্ভব
Starship
2021-07-19, 11:00 PM
ফরেক্সে সাইকোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ট্রেড করার ক্ষেত্রে যদি আপনার জোক না নিয়ন্ত্রণ করতে পারেন সেক্ষেত্রে আপনি ভুল ট্রেড নেওয়ার ফলে প্রতিটি ক্ষেত্রে আপনার লস এর সম্মুখীন হতে হবে এজন্য সাইকোলজি কাজে লাগিয়ে আপনাকে ট্রেড করতে হবে। অনেক সময় দিনে একাধিক টাইট করার ইচ্ছা করবে সেক্ষেত্রে যখন আপনি যথাযথ নিশ্চিত হতে না হবেন ততক্ষন ট্রেড করা থেকে বিরত থাকবেন। সাইকোলজি নিয়ন্ত্রণ করা অনুশীলন করতে হবে তাহলে আপনি সফলভাবে ট্রেড নিতে পারবেন।
EmonFX
2021-07-19, 11:21 PM
আমরা সাধারনত প্রতিদিন ট্রেড করতে চাই এবং প্রফিট করতে চাই। কিন্ত কোন কোন দিন কিন্তু এন্ট্রি নাও আসতে পারে। তখনই সাধারন ট্রেডার ঘাবরে যান এবং মনে করেন আমি বোধ হয় মার্কেট বুঝতে পারছি না বা আমার সিস্টেম কাজ করছে না। আবার এমনও হয় যে, আপনি সব কিছু ঠিকঠাক মতই ট্রেড করলেন এবং লস হলো। তখন মনে এক রকমের সন্দেহ সৃষ্টি হয়। এবং এখান থেকেই শুরু হয় যত প্রকারের বিপত্তি এবং লস। শুধু এন্ট্রি নিতে হয় এবং নিজেকে তখন কন্ট্রোল ও করা যায় না। এটি আসলে নবাগত ট্রেডারদের একটি সাইকোলজিক্যাল সমস্যা। কিভাবে এটা থেকে নিস্তার পাওয়া যায় সেটি বলছি।
প্রথমত আপনি অবশ্যই কম ট্রেড করবেন। নতুন অবস্থায় সাড়া দিনে ১টি ভাল এন্টি পয়েন্ট খুজে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। যদি কোন বুঝের মত এন্ট্রি না পাওয়া যায় তাহলে কোন এন্ট্রি নিবেন না এবং চার্ট বন্ধ রাখবেন। আর অযথা সব সময় চার্টে সময় কাটাবেন না। এবং এন্ট্রি নেওয়ার কোন চেষ্টা করবেন না। বেছে বেছে ট্রেড নিবেন, কিছু কিছু ট্রেড শুধু পর্যবেক্ষন করবেন অথার্ত ট্রেড না নিয়ে পাস করবেন। আর লস হলে সেইদিন আর চার্ট দেখবেন না বা ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না। আরও অনেক কিছু আছে চলবে...
আপনি অত্যন্ত সুন্দরভাবে ফরেক্স সাইকোলজিকাল ব্যাপারটি উপস্থাপন করেছেন। আমরা বেশিরভাগ ট্রেডার সাইকোলজিকাল কারণেই লস করে থাকি। ফরেক্সে সাইকোলজিকাল ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যতই এনালাইসিস করি না কেনো তারপরেও সাইকোলজিকাল কারণে বারবার লস করে থাকি। ফরেক্স মার্কেটে ব্যাংক-বীমাসহ বিভিন্ন ফিনান্সিয়াল কোম্পানিগুলো মোটা অঙ্কের বেতন দিয়ে বিভিন্ন ধরনের এক্সপার্ট নিয়োগ দিয়ে থাকেন। তারা ভালো করেই জানে রিটেইল ট্রেডারদের সাইকোলজিকাল চিন্তাভাবনা কেমন, রিটেইল ট্রেডাররা কোথায় স্টপ লস এবং কোথায় টিপি দিয়ে রাখছেন সেটা ভালো করেই বুঝতে পারেন। আর এটা বুঝতে পেরেই তারা বিভিন্ন সময় মার্কেট বিভিন্ন দিকে মুভ করিয়ে মোটা অংকের প্রফিট হাতিয়ে নেন। ফলে আমাদের মত রিটেল ট্রেডাররা বারবার লস করি। তাই এই অবস্থা থেকে বের হওয়ার জন্য অবশ্যই আমাদের সাইকোলজিকাল দিক ডেভলপ করতে হবে। ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি সেন্টিমেন্টাল তথা সাইকোলজিকাল এনালাইসিস কে সমান গুরুত্ব দিয়ে নিতে হবে। তাহলেই কেবল বারবার লস এর হাত থেকে রক্ষা পাওয়া যেতে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.